তিলোত্তমা kolkata

তিলোত্তমা kolkata কলকাতার ঐতিহ্য
কলকাতার সৌন্দর্য

শিক্ষকরা ভেবেছিলেন এটা আমাদের জন্য শাস্তি,কিন্তু শুধু আমরাই জানি, ওটা কত মজা ছিল।জীবনের শ্রেষ্ঠ সুন্দর দিন এইগুলিই ছিল ।...
09/06/2025

শিক্ষকরা ভেবেছিলেন এটা আমাদের জন্য শাস্তি,
কিন্তু শুধু আমরাই জানি, ওটা কত মজা ছিল।
জীবনের শ্রেষ্ঠ সুন্দর দিন এইগুলিই ছিল । ❤️❤️

#তিলোত্তমাkolkata

সে দেখতে আপনার-আমার পাড়ার মেয়ের মতো। খুবই সাদামাটা, আটপৌরে। চোখে মুখে নেই কোনো জাঁকজমক।অথচ, ঠিক এই সাধারণ মুখটির আড়ালেই ...
09/06/2025

সে দেখতে আপনার-আমার পাড়ার মেয়ের মতো। খুবই সাদামাটা, আটপৌরে। চোখে মুখে নেই কোনো জাঁকজমক।
অথচ, ঠিক এই সাধারণ মুখটির আড়ালেই লুকিয়ে আছে এক অতিমানবী বুদ্ধিমত্তা ও অসীম ধৈর্য্য।

ড. মাধবী লতা, যিনি আজ ভারতের গর্ব, বিশ্বের বিস্ময়, এবং নারীর ক্ষমতায়নের এক অনন্য উদাহরণ।
যিনি প্রমাণ করেছেন নারীকে সুশিক্ষায় শিক্ষিত করলে, তাঁরাও সমান দক্ষতায় দেশগঠনে ভূমিকা রাখতে পারেন।

অন্ধ্রপ্রদেশের একটি ছোট গ্রাম Yedugundlapadu-তে জন্ম। বাবা-মা ছিলেন কৃষক। আর সেই মাটির ঘর থেকেই শুরু তাঁর যাত্রা — কঠিন অধ্যবসায় আর একরাশ স্বপ্নকে সঙ্গী করে।
পড়াশোনায় সবসময় প্রথম। গোল্ড মেডেলিস্ট হয়ে পাশ করেছেন NIT থেকে, তারপর PhD করেছেন IIT মাদ্রাস থেকে। আজ তিনি ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান IISc বেঙ্গালুরু-তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর।
আর গত ১৭ বছর ধরে নিরলসভাবে কাজ করেছেন বিশ্বের সর্বোচ্চ রেলসেতু চেনাব ব্রিজ-এর নেপথ্যে।

চেনাব ব্রিজ — যার উচ্চতা ৩৫৯ মিটার, আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার উঁচু!
এর নির্মাণশৈলী ও প্রযুক্তিগত কাঠামো এতটাই জটিল যে, শুরুতেই স্থির ডিজাইন ছিল না।
প্রকল্পটি পরিচালিত হয়েছে “Sketch as you go” পদ্ধতিতে — যেখানে প্রকৃতির সঙ্গে সমন্বয় রেখে ধাপে ধাপে বদলে গিয়েছে পরিকল্পনা, বদলেছে কাঠামো। আর এই বিশাল কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন ড. মাধবী লতা।

সেই পাথুরে পর্বতমালায়, যেখানকার ভূপ্রকৃতি অত্যন্ত নাজুক, যেখানে প্রতি মুহূর্তে মাটি সরে যাওয়ার ঝুঁকি, যেখানে ভূমিকম্পের আশঙ্কা সবচেয়ে বেশি — সেখানে দাঁড়িয়ে থাকা এই সেতুটি কেবল ইঞ্জিনিয়ারিং কীর্তি নয়, এক মানসিক জেদ, এক বিজ্ঞানভিত্তিক ধৈর্য্যের জ্বলন্ত প্রমাণ।

ড. মাধবীর নেতৃত্বে স্লোপ স্ট্যাবিলাইজেশন, রক অ্যাঙ্করিং, সাবস্ট্রাকচারের ডিজাইন এবং ভূকম্পন সহনশীলতা নিশ্চিত করা হয়েছে।

এই সেতু ১২০ বছর ধরে টিকে থাকবে এমনভাবেই গঠন করা হয়েছে — এমনকি ২৬৬ কিমি/ঘণ্টার ঝড় বা ভূমিকম্পও তাকে নাড়াতে পারবে না।
বিপদ বুঝলেই সেতুর নিজস্ব সেন্সর ব্যবস্থা ট্রেন চলাচল বন্ধ করে দেবে — সম্পূর্ণ স্বয়ংক্রিয়।
এই সব কিছুই হয়েছে তাঁর মতো অসাধারণ বিজ্ঞানীদের হাত ধরে।

আজ, ভারতের যোগাযোগ ব্যবস্থায় এই ব্রিজ কেবল একটি সংযোগ নয়, এটি কাশ্মীরের সঙ্গে দেশের আত্মিক বন্ধনেরও প্রতীক।
এটি একটি সা' ম রিক ও কৌ'শলগত জয়, যার পেছনে
সে' নাবাহিনীর মতোই লড়েছেন ইঞ্জিনিয়ারদের এক বাহিনী — যাঁদের এক সুপ্রশংসিত মুখ ড. মাধবী লতা।

তাঁকে দেখে বোঝা যায় না তিনি একজন “সুপার-ইঞ্জিনিয়ার”।
চুলে বিনুনি, মুখে বিনয় আর চোখে স্বপ্ন — একেবারে এক সাধারণ ভারতীয় নারী। কিন্তু তিনিই সেই নারী, যাঁর হাতে তৈরি হয়েছে এমন এক সেতু, যা পৃথিবীর বুকে ভারতের প্রযুক্তিগত সক্ষমতার জয়গান গেয়ে চলেছে।

তিনি কেবল একটি সেতু নির্মাণ করেননি, তিনি আমাদের ভবিষ্যতের ওপর রেখেছেন স্থায়ী ছাপ। তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন, “বিশ্বকর্মা” কেবল পুরুষ নন, নারীও হতে পারেন।
এবং নারীর উপর বিশ্বাস রাখলে নারীকে সুশিক্ষায় শিক্ষিত করলে, তাঁরাও সমান দক্ষতায় দেশগঠনে ভূমিকা রাখতে পারেন।

তাই আজকের দিনে, যখন গোটা বিশ্ব ভারতের দিকে সম্মানের চোখে তাকাচ্ছে, তখন এই “মাধবী লতা”-দের কথা আমাদের আরো জোর গলায় বলা উচিত।
আমাদের সন্তানদের, আমাদের ছাত্রদের, আমাদের সমাজকে বলা উচিত — “তোমরা যদি সত্যি স্বপ্ন দেখো আর মন দিয়ে পরিশ্রম করো, তাহলে পাহাড়ের গায়ে চেনাবের মতো সেতু তৈরি করাও সম্ভব।”

ড. মাধবী লতা এবং তাঁর মতো হাজারো ভারতীয় বিজ্ঞানীর প্রতি আজ আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা ও স্যালুট।

চেনাব ব্রীজের প্রতিটি পাথরে, প্রতিটি নাটবল্টুতে লেখা থাকবে তাঁর নাম — হয়তো অদৃশ্য কালিতে, কিন্তু চিরস্থায়ী ভাবে।

জয় ভগবান, জয় ভারত 🧡🇮🇳

🖋️ Uttam
#তিলোত্তমাkolkata

ফেলুদা হয়ত এটাই বলতো। #তিলোত্তমাkolkata
09/06/2025

ফেলুদা হয়ত এটাই বলতো।

#তিলোত্তমাkolkata

🔴 বুধবার থেকে আসছে পরিবর্তন 🔴🌧️ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। 🌧️ ধীরে ধীরে বৃষ্টি...
09/06/2025

🔴 বুধবার থেকে আসছে পরিবর্তন 🔴
🌧️ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে।
🌧️ ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে গোটা দক্ষিণবঙ্গে।
🌧️ বুধবারের পর থেকে প্রতিদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
🌧️ সর্বোচ্চ তাপমাত্রা আগামী দিন থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে।
🌧️ বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ।

©️ Weather Of West Bengal
#তিলোত্তমাkolkata

কি দারুণ খবর 😆😆 #তিলোত্তমাkolkata
09/06/2025

কি দারুণ খবর 😆😆

#তিলোত্তমাkolkata

Surface Temperatures of the Solar System! 🌞❄️ #তিলোত্তমাkolkata
08/06/2025

Surface Temperatures of the Solar System! 🌞❄️

#তিলোত্তমাkolkata

08/06/2025

প্রাচীনকালে লোকজন কর্মহীন ছেলেপিলেদের বলতেন , " কাজ না করলে বিয়ের পর বউ-ছেলেকে খাওয়াবি কী?"

তখন কি ওঁরা জানতেন ভবিষ্যতে এমন একখান সময় আসবে যখন বিয়ের পর বউ-ছেলের ভিডিও বানিয়েই ওইসব কর্মহীন ছেলেদের আসল কাজ বা ক্যারিয়ার শুরু হবে! মানে বিয়ে না করলে ক্যারিয়ার শুরুই হবে না! 😆

#তিলোত্তমাkolkata

কি হলো !হাতটা থেমে গেলো তো ..!থেমে গেলো যখন , তখন একবার HARE KRISHNA🙏🙏বলেই দেখুন 🙏 #তিলোত্তমাkolkata
08/06/2025

কি হলো !
হাতটা থেমে গেলো তো ..!
থেমে গেলো যখন , তখন একবার
HARE KRISHNA🙏🙏
বলেই দেখুন 🙏

#তিলোত্তমাkolkata

আগামী তিন মাস বন্ধ থাকছে সুন্দরবন।  #তিলোত্তমাkolkata
08/06/2025

আগামী তিন মাস বন্ধ থাকছে সুন্দরবন।

#তিলোত্তমাkolkata

🌟 বিশেষ স্বীকৃতি 🌟২০২০ সালে জনসেবামূলক কাজের জন্য অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সনু সুদ পেয়েছেন Miss World Humanity A...
07/06/2025

🌟 বিশেষ স্বীকৃতি 🌟

২০২০ সালে জনসেবামূলক কাজের জন্য অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সনু সুদ পেয়েছেন Miss World Humanity Award 🏆

কঠিন সময়ে যেভাবে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা আজও সবাইকে অনুপ্রাণিত করে ❤️🙏

তালিতে সম্মান জানান এই মানবতার রিয়েল হিরোকে 👏

#তিলোত্তমাkolkata

প্রভু আসছে 🙏জয় জগন্নাথ 🙏🙏 #তিলোত্তমাkolkata
07/06/2025

প্রভু আসছে 🙏
জয় জগন্নাথ 🙏🙏

#তিলোত্তমাkolkata

Reels (যেমন: Facebook Reels, Instagram Reels, TikTok ইত্যাদি) দেখার অভ্যাস আমাদের অনেক সময় বিনোদনের পাশাপাশি কিছু নেতিব...
05/06/2025

Reels (যেমন: Facebook Reels, Instagram Reels, TikTok ইত্যাদি) দেখার অভ্যাস আমাদের অনেক সময় বিনোদনের পাশাপাশি কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অতিরিক্ত Reels দেখার কিছু ক্ষতিকর দিক:
১. মনোযোগে ঘাটতি
Reels সাধারণত খুব ছোট এবং দ্রুত পরিবর্তনশীল ভিডিও হয়। এগুলো নিয়মিত দেখতে দেখতে আমাদের মন দীর্ঘ সময় ধরে একটি কাজে মনোযোগ দিতে অক্ষম হয়ে পড়ে। এটা attention span কমিয়ে দেয়।
২. সময় নষ্ট
Reels দেখা শুরু করলে সময় কখন কেটে যায় বুঝতেই পারা যায় না। একটার পর একটা অ্যালগরিদম অনুযায়ী দেখাতে থাকে, ফলে ঘণ্টার পর ঘণ্টা চলে যেতে পারে, এতে পড়াশোনা, কাজ বা বিশ্রামের ক্ষতি হয়।
৩. আত্মবিশ্বাস ও মানসিক চাপ
Reels-এ অনেক মানুষ অতিরিক্ত সাজানো/ফিল্টার করা জীবন দেখায়। এটা দেখে অনেকের মধ্যে হীনমন্যতা, আত্মবিশ্বাসের অভাব বা ডিপ্রেশন তৈরি হতে পারে, বিশেষ করে তরুণদের মাঝে।
৪. ঘুমের ব্যাঘাত
রাতে ঘুমানোর আগে Reels দেখা খুবই প্রচলিত। এতে স্ক্রিন টাইম বেড়ে যায় এবং ব্লু লাইট মস্তিষ্ককে জাগ্রত রাখে, ফলে ঘুমে সমস্যা বা ইনসোমনিয়া দেখা দেয়।
৫. আসক্তি (Addiction)
Reels অ্যাপগুলো এভাবে ডিজাইন করা যাতে আপনি বাঁধাহীনভাবে দেখতে থাকেন। এটা থেকে সোশ্যাল মিডিয়া আসক্তি তৈরি হয়, যা কাজ, সম্পর্ক বা ব্যক্তিগত উন্নয়নে সমস্যা করে।
৬. সৃজনশীলতা কমে যাওয়া
Reels বেশি দেখলে আমরা অন্যের চিন্তা বা ট্রেন্ডের ওপর নির্ভরশীল হয়ে পড়ি। এতে নিজের চিন্তা ও সৃজনশীলতা ধীরে ধীরে কমে যেতে পারে।
৭. ভুল তথ্য বা গুজব ছড়ানো
অনেক Reels-এ ভুল তথ্য, অর্ধসত্য বা গুজব ছড়ানো হয়, বিশেষ করে স্বাস্থ্য, ধর্ম, রাজনীতি বা বিজ্ঞান নিয়ে। এতে বিভ্রান্তি তৈরি হতে পারে। বা আপনি অনেক যায়গায় এটার জন্য অপমানিত হতে পারেন৷
শেষ কথা! অতিরিক্ত কোনো কিছুই ভালো না। রিলস মানে জাস্ট এক মিনিটের বিনোদন, আর জীবন মানে অনেক বছরের স্বপ্ন। যদি রিলসই আপনার প্রতিদিনের রুটিন হয়ে যায়, তবে আপনার জীবনের লক্ষ্য টা ওই ‘নেক্সট ভিডিও’ তেই আটকে যাবে আর সামনে অগ্রসর হবে না৷ ।

#তিলোত্তমাkolkata

সংগৃহীত

Address

Kolkata

Telephone

9123839038

Website

Alerts

Be the first to know and let us send you an email when তিলোত্তমা kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share