04/04/2023
বিয়েতে খেতে বসেছি।খাবার সামনে আসতেই মনে পড়লো গিফট এনেছি ৬০০/- ট্যাক্সি ভাড়া দিয়েছি ১০০/- সবমিলিয়ে এই বিয়েতে খরচ করেছি ৭০০/- সুতরাং এই খরচ খাওয়ার টেবিলেই তুলতে হবে। এহেন চিন্তা থেকেই ২০দিনের অভুক্তের মতো সব আইটেম প্লেটে নিলাম। খাওয়া শেষে দেখলাম প্লেটের ৬০ ভাগ খাবারই খেতে পারিনি। এরপরেও আমার কোন আফসোস নাই, কারণ খরচের পয়সা তো উসুল করতে পেরেছি! এমনটা ভেবে হাসিমুখে বিজয়ীর বেশে যখন খাবার টেবিল ছেড়ে আসছি, তখন পেছনে অপচয় করে আসছি একজন পিতার বহু বছরের শ্রমে তিল তিল করে জমানো টাকায় মেয়ের অথবা ছেলের বিয়ে উপলক্ষে আয়োজন করা খাবার। এখানে যখন আমি হাসি হাসছি, তখন হয়তো সেই পিতা হিসাব কষছেন, দুঃশ্চিন্তা করছেন এই খাবার আয়োজন করতে গিয়ে হওয়া দেনা নিয়ে। যে মূহুর্তে আমি অপচয় করে সগৌরবে অট্টহাসি দিচ্ছি, সে মূহুর্তেই হয়তো বিশ্বের নানান প্রান্তে খাবারের অভাবে বুকফাটা আর্তনাদ করছে আমারই মতো রক্তমাংসের কোন অসহায় মানুষ।
সো, প্লিজ! সামর্থ্য থাকলে গিফট দেবেন, না থাকলে দেবেন না। কিন্তু বিয়ে বাড়িতে খাবার অপচয় করবেন না প্লিজ!