বইয়ের হাট

বইয়ের হাট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বইয়ের হাট, Book & Magazine Distributor, A-25/8, V. I. P Park, Kolkata/, KOLKATA.

বাংলা বইয়ের সেরা ঠিকানা - https://boierhaat.com
• ১৩০০০-এরও বেশি বই
• ২০০-রও বেশি প্রকাশক
• ভারতের যেকোনো প্রান্তে ক্যাশ-অন-ডেলিভারী, ট্র্যাকিং সহ
• ১৯৯ টাকার ওপর কেনাকাটায় সারা ভারতে শিপিং বিনামূল্যে
• আইফোন ও আন্ড্রয়েড অ্যাপ
• এখন বিদেশেও ডেলিভারী সহিত শব্দ হইতে সাহিত্য শব্দের উৎপত্তি। অতএব ধাতুগত অর্থ ধরিলে সাহিত্য শব্দের মধ্যে একটি মিলনের ভাব দেখিতে পাওয়া যায়। সে যে কেবল ভাবে-ভাবে ভাষায়-ভাষ

ায় গ্রন্থে-গ্রন্থে মিলন তাহা নহে; মানুষের, সহিত মানুষের, অতীতের সহিত বর্তমানের, দূরের সহিত নিকটের অত্যন্ত অন্তরঙ্গ যোগষাধন সাহিত্য ব্যতীত আর-কিছুর দ্বারাই সম্ভবপর নহে। যে দেশে সাহিত্যের অভাব সে দেশের লোক পরস্পর সজীব বন্ধনে সংযুক্ত নহে; তাহারা বিচ্ছিন্ন।

--- রবীন্দ্রনাথ ঠাকুর

''সাহিত্য বিশ্বকে বাঁচাবে না, বাঁচাবে বৃক্ষ। বৃক্ষ আছে, ছিল, থাকবে। বিশ্বকে বাঁচাতে গাছ লাগাও। বহুদিন থেকে বৃক্ষ বন্দনাই...
31/08/2025

''সাহিত্য বিশ্বকে বাঁচাবে না, বাঁচাবে বৃক্ষ। বৃক্ষ আছে, ছিল, থাকবে। বিশ্বকে বাঁচাতে গাছ লাগাও। বহুদিন থেকে বৃক্ষ বন্দনাই আমার দর্শন। বৃক্ষ ছাড়া প্রাণী বাঁচতে পারে না। আমরা যে খাবার খাই তা বৃক্ষজাত, আমাদের জামাকাপড়, ব্যান্ডেজ, তুলা বৃক্ষজাত। আমাদের পেট্রল-কয়লার মূল উপাদান বৃক্ষ, আমাদের শ্বাস-প্রশ্বাস অক্সিজেনে বৃক্ষের অবদান, আমাদের গৃহে বৃক্ষের উপাদান। মানুষ যে ধর্ম-দর্শনেরই হোক, বৃক্ষের কাছে তার বাছবিচার নেই, সবাইকে সে ছায়া দেয়।’’
সাহিত্যিক, কবি এবং পরিবেশপ্রেমী 'বৃক্ষমানব' কমল চক্রবর্তী তাঁর কথাগুলি কর্মের মাধ্যমে সম্পাদন করার লক্ষ্যে প্রায় ১০ লক্ষ গাছ লাগিয়ে একটি অরণ্য তৈরি করেছিলেন যেটি 'ভালোপাহাড়' নামে আখ্যায়িত হয় এবং তিনি নিজে পরিচিতি লাভ করেছিলেন 'বৃক্ষমানব' নামে। তাঁর লেখনীতে একে একে সৃষ্টি হয়েছে কবিতা, উপন্যাস, নাটক, গদ্য আবার সেই হাতেই রোপণ করেছেন অসংখ্য বৃক্ষ। প্রথমে বাংলা সাহিত্য জগত তাঁকে চিনেছিল কবি হিসেবে। পরবর্তীতে 'কৌরব' নামক জনপ্রিয় পত্রিকার প্রকাশক হিসেবে পরিচিতি লাভ করেন। এই পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস 'আমার পাপ', যা পরে বই আকারে প্রকাশিত হয়েছিল কৌরব প্রকাশনী থেকে। এরপর লিখেছেন বেশ কয়েকটি অসমান্তরাল উপন্যাস, অসংখ্য ছোট গল্প, রম্যরচনা, ছোটদের জন্য বই। 'ভালোপাহাড়' নামক একটি প্রকৃতিপ্রেমী সংস্থা গড়ে তুলেছিলেন তিনি এবং আদিবাসী শিশুদের শিক্ষাদানে জন্য নিয়েছিলেন নানা উদ্যোগ। গত বছর আগস্ট মাসে সত্তরোর্ধ্ব এই প্রকৃতিপ্রেমী সাহিত্যিক কমল চক্রবর্তী বিদায় নিয়েছিলেন ইহজগত থেকে। প্রথম মৃত্যুবার্ষিকীর দিনটিতে 'অভিযান পাবলিশার্স' থেকে প্রকাশিত হয়েছে কমল চক্রবর্তীর উপন্যাস, কবিতা ও নাটকের সংকলন 'হে ঈশ্বর'। বিশেষ এই বইটি অনলাইনে 'বইয়ের হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বিশেষ এই বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/he-iswar

সাহিত্যিক শ্রী কমল চক্রবর্তীর লেখনীতে অন্যান্য বইসমূহের জন্য ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/brand/Kamal-Chakraborty-zqkE6
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই
Abhijan Publishers

বই — তিন কালীর আখ্যান : বাঙালির শক্তিসাধনা লেখক — অনীশ ঘোষ প্রকাশক — বোধিসত্ত্ব বাংলায় দুর্গারও অনেক আগে থেকে কালীর পুজো...
28/08/2025

বই — তিন কালীর আখ্যান : বাঙালির শক্তিসাধনা

লেখক — অনীশ ঘোষ

প্রকাশক — বোধিসত্ত্ব

বাংলায় দুর্গারও অনেক আগে থেকে কালীর পুজোর প্রচলন ছিল বলে অনেক ইতিহাসবিদই মনে করেন। যদিও ঠিক কবে এর শুরু সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলে না। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অনুমান করা যেতে পারে যে বাংলা-সহ গোটা ভারতীয় উপমহাদেশে মূর্তিপূজোর চল ছিল সিন্ধু সভ্যতার সময়েই। আর্যরা ভারতে আসার আগেই এ দেশের প্রাচীন উপজাতি মানুষ মূর্তিপূজোয় বিশ্বাসী ছিলেন। আদিম কৌম সমাজে যে দেবদেবীরা পূজিত হতেন, তাঁদের সৌন্দর্য মূর্তির রূপ পরে পরিশীলিত আকার পায়। খ্রিস্টপূর্ব প্রায় দু'হাজার বছর আগে মধ্য এশিয়া থেকে আর্যরা আসে এ দেশে। তাদের ধর্মেরই প্রচলিত ব্রাহ্মণ্যধর্ম পরিমার্জিত হয়ে হিন্দু ধর্মের রূপ নেয়। আর্যদের আগমন ও ক্রমে এখানকার প্রাচীন অধিবাসীদের মেলামেশায় প্রাচীন সংস্কৃতির নানান উপাদান মিলে যায় আর্য সংস্কৃতির সঙ্গে। আর এর পরেই খোঁজ মেলে আদ্যাশক্তি মহামায়া-উপাসনার। বহু গবেষকের ধারণা, ঋগ্বেদ সংহিতার প্রথম মণ্ডলে 'রাত্রিসুক্ত'য় যে দেবীর উল্লে আছে, তাঁরই পরে প্রকাশ ঘটে দেবী কালিকা রূপে।

এর পর ইতিহাসের অনেক পালাবদল হয়েছে। ১৬ শতকে নদীয়া নিবাসী তান্ত্রিক কৃষ্ণান-আগমবাগীশ বর্তমান কালীমূর্তির রূপদানের পাশাপাশি তাঁর 'তন্ত্রসার' গ্রন্থে এই পুজোর এক নতুন ও সংহত ধারার উপস্থাপন করেন।

পুরাণে উল্লিখিত সতীপীঠ কালীঘাটে মায়ের পূজার্চনা শুরু সেন রাজাদের আমলে বলে প্রচলিত ধারণা। তবে ইংরেজ আমলে এখানে পুজোপাঠ বিস্তৃতি পায়। আরেক সতীপীঠ তারাপীঠ খ্যাত হয়েছে সাধক বামাখ্যাপার সাধনপীঠ হিসাবে। আর দক্ষিণেশ্বর মন্দিরের মা ভবতারিণী আদরণীয়া হয়ে ওঠেন ঠাকুর রামকৃষ্ণদেবের সহজ আরাধনা পদ্ধতির মধ্য দিয়ে। প্রকৃতপক্ষে এক সময়ে ডাকাতদের আরাধ্যা কালী রামকৃষ্ণ-মা সারদা-স্বামী বিবেকানন্দের হাত ধরে সাধারণ মানুষের পুজিত মা হয়ে ওঠেন। লেখক অনীশ ঘোষের লেখনীতে 'তিন কালীর আখ্যান : বাঙালির শক্তিসাধনা' শীর্ষক গ্রন্থটি কালীঘাট, তারাপীঠ ও দক্ষিণেশ্বরের তিন কালী মা, তাঁদের মন্দির, পূজাপদ্ধতি-সহ যাবতীয় ইতিবৃত্তের এক বিশ্বস্ত সঙ্কলন হিসাবে হাজির করার প্রয়াস। 'বোধিসত্ত্ব' প্রকাশনা থেকে প্রকাশিত বাংলার কালী-চর্চাকে সকলের সামনে আনার লক্ষ্যে লিখিত এই গ্ৰন্থটি অনলাইনে 'বইয়ের-হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বিশেষ এই বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/teen-kalir-akhyan-bangalir-shaktisadhana

'বোধিসত্ত্ব' প্রকাশনা থেকে প্রকাশিত অন্যান্য বইসমূহ সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/shop/bodhisatwa-122
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই

ক্যালকাটা : অলি-গলি-পাকস্থলী অভিনব রায় ছবি : বিকাশ কল্প প্রচ্ছদ : রৌম্যজিৎ হাজরা প্রকাশক : শব্দ প্রকাশন "বুড়ি কলকাতার ত...
25/08/2025

ক্যালকাটা : অলি-গলি-পাকস্থলী

অভিনব রায়

ছবি : বিকাশ কল্প

প্রচ্ছদ : রৌম্যজিৎ হাজরা

প্রকাশক : শব্দ প্রকাশন

"বুড়ি কলকাতার তন্বী রূপের প্রেমে পড়েছি কবে‚ আজ আর তা মনে পড়ে না‚ শুধু জানি এই শহর এক স্বভাব জাদুকরী,কারণ‚ এই তিনশো বছরের শহরের অলি গলি রাস্তাঘাট দিয়ে হাঁটতে হাঁটতে কখন যেন চোখের সামনে ঝলসে ওঠে এক ক্যালাইডোস্কোপ‚ যেখানে একদিকে মাথা তোলে নন্দরামের মন্দির‚আর একদিকে বাংলার গ্যারিক‚ ওই ভেসে আসে নবাব ওয়াজেদের লখনৌ বিরিয়ানির খুশবু‚ আর তার সাথেই চিৎপুরের আতরওয়ালাদের আতরের অলৌকিক সুগন্ধ। উত্তরের এঁদোগলিতে শুনতে পাই গান বাঁধছেন সলিল চৌধুরী‚ আবার দক্ষিণে সারারাত দরজা খুলে বসে থাকে এক ওষুধ-দোকান‚ নাম‚ বাথগেট। ময়দানের সন্ধ্যায় গোলের চিৎকার মিলিয়ে যেতে যেতে ছলকে ওঠে চিকেন স্ট্যু আর মধ্যরাতের পার্ক স্ট্রিটের মায়া-সরণিতে জেগে ওঠেন পাম ক্রেইন আর উষা আইয়ার। আমরা হাঁটতে থাকি‚ আমাদের সঙ্গে হাঁটেন রবীন্দ্রনাথ‚ জীবনানন্দ‚ শক্তি, সুনীল‚ সত্যজিৎ। দক্ষিণের দেব বর্মনদের গানবাড়ির সঙ্গে উত্তরে পাথুরেঘাটার জ্ঞান গোঁসাই মিয়াঁ-কি-মলহারে সুর তোলেন‚ আমরা নিজেদের হারিয়ে ফেলি এই শহরের অলি গলি পাকস্থলিতে‚ যে শহরের নাম ছিল ক্যালকাটা।"
আমাদের প্রিয় শহর কলকাতা নিয়ে একটু অন্য রকম বই — অভিনব রায়ের লেখনীতে 'ক্যালকাটা : অলি-গলি-পাকস্থলী'। 'শব্দ প্রকাশন' থেকে সদ্য প্রকাশিত এই বইটি অনলাইনে 'বইয়ের হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বিশেষ এই বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/calcutta-ali-gali-pakasthalee

'শব্দ প্রকাশন' থেকে প্রকাশিত অন্যান্য বইসমূহ সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/shop/shabdo-prokashon-51
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই
শব্দ প্রকাশন

বই — স্মৃতি সম্পুট লেখিকা — ইন্দিরা দেবী চৌধুরানী প্রকাশক — খসড়া খাতা ইন্দিরা দেবী চৌধুরানী — জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে...
24/08/2025

বই — স্মৃতি সম্পুট

লেখিকা — ইন্দিরা দেবী চৌধুরানী

প্রকাশক — খসড়া খাতা

ইন্দিরা দেবী চৌধুরানী — জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের মহীয়সী এই কন্যা রবির আলোয় চোখ ধাঁধানো পরিবারে জন্মগ্রহণ করেও গড়ে তুলেছিলেন নিজস্ব পরিচিতি। রবীন্দ্রনাথ অগ্ৰজ সত্যেন্দ্রনাথ ঠাকুর ও জ্ঞানদানন্দিনী দেবীর কন্যা ইন্দিরা ১৮৭৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বোম্বাই প্রদেশের কারোয়ারে (বর্তমান কর্ণাটক রাজ্যে) জন্মগ্ৰহন করেন। একধারে সাহিত্যিক, অনুবাদক এবং সঙ্গীতশিল্পী ইন্দিরাদেবী ১৮৯২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম স্থান লাভ করে ‘পদ্মাবতী’ স্বর্ণপদকে ভূষিত হন এবং ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে তিনিই প্রথম বি.এ পাশ করার কৃতিত্বের অধিকারী। একমাত্র দাদা লেখক ও অনুবাদক সুরেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বৈপ্লবিক অনুশীলন সমিতি সক্রিয় সদস্য এবং কোষাধ্যক্ষ। ইন্দিরা দেবী ১৮৯৯ সালে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন তাঁর স্বনির্বাচিত পাত্র বিখ্যাত প্রাবন্ধিক, কবি ও সাহিত্যিক প্রমথ চৌধুরীর সঙ্গে। অনুবাদক হিসেবে ইন্দিরা দেবী অল্পবয়সেই খ্যাতি অর্জন করেন। কিশোরী ইন্দিরা পিতৃব্য রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত ও মাতা জ্ঞানদানন্দিনী সম্পাদিত 'বালক' পত্রিকায় বিখ্যাত লেখক জন রাস্কিনের রচনার বাংলা অনুবাদ প্রকাশ করেন। পরবর্তীতে ফরাসি ভাষায় পারদর্শীতা লাভ করে ফরাসি সাহিত্য বাংলায় অনুবাদ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো পিয়ের লোতির কমল কুমারিকাশ্রম, রেনে গ্রুসের ভারতবর্ষ এবং মাদাম লেভির ভারতভ্রমণ কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কবিতা, গল্প, প্রবন্ধের ইংরেজি অনুবাদক ছিলেন তিনি। ইন্দিরা দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের 'জাপানযাত্রীর ডায়রী'-র ইংরেজি অনুবাদ করেছিলেন। পরবর্তীকালে পরিচয়, বঙ্গলক্ষ্মী, সবুজপত্র, বামাবোধিনী, সাধনা প্রভৃতি পত্রিকায় সাহিত্য ও সঙ্গীত বিষয়ক তাঁর অনেক মৌলিক রচনা প্রকাশিত হয়। বঙ্গনারীর ভালো-মন্দ নিয়ে লিখেছিলেন 'নারীর উক্তি' শীর্ষক প্রবন্ধ। ১৯৫৭ সালে বিশ্বভারতী থেকে ‘দেশিকোত্তম’ উপাধি লাভ করেছিলেন এবং ডি-লিট ডিগ্রী প্রাপ্ত হয়েছিলেন। ১৯৬০ সালের ১২ আগস্ট এই মহীয়সী ইহলোক ত্যাগ করেছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছিন্নপত্র' হল ১৮৮৭ থেকে ১৮৯৫ সালের মধ্যে তাঁর লেখা ২৫২টি চিঠির একটি সংকলন, যা তিনি তাঁর প্রিয় ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লিখেছিলেন।
ইন্দিরা দেবী চৌধুরাণী রচনা করেছিলেন আত্মজীবনী 'স্মৃতিসম্পুট', যা এক বিশেষ যুগের অন্তরঙ্গ দলিল। তাঁর ব্যতিক্রমী জীবনের পরতে পরতে জড়িয়ে আছে ঊনবিংশ ও বিংশ শতাব্দীর শিক্ষিত, অভিজাত বাঙালির ইতিহাস ও সংস্কৃতি। ঠাকুরবাড়ির পরিবেশ, রবীন্দ্রনাথের সান্নিধ্য, ফরাসি সাহিত্যপ্রীতি, এবং এক বিস্তৃত মননশীল সমাজ-জগত এই স্মৃতিকথায় উঠে এসেছে এক প্রসাদপ্রসন্ন ভাষায়। ইন্দিরা দেবীর গদ্য সহজ অথচ সংবেদনশীল, গভীর অথচ নির্মোহ - নিজেকে তিনি রাখেন না কেন্দ্রবিন্দুতে, অথচ উপস্থিত থাকেন প্রতিটি স্মৃতির ছায়ায়। ভাষার প্রসাদগুণ, মননের পরিশীলন এবং স্মৃতির প্রাণবন্ততা মিলে এই রচনাকে দিয়েছে এক আলাদা মাত্রা। বর্তমানে 'খসড়া খাতা' প্রকাশনী থেকে প্রকাশিত ইন্দিরা দেবী চৌধুরানীর ' স্মৃতি সম্পুট' স্মৃতিকথার সঙ্গে রয়েছে রবীন্দ্র-বিশারদ অনাথনাথ দাসের তথ্যপূর্ণ টীকা, যা আমাদের সময়-পরিসরের নিবিড়তর উপলব্ধিতে অধিকতর সহায়তা করবে। 'স্মৃতিসম্পুট' কেবল আত্মকথন নয়, এটি বাঙালির মনন-চর্চার ইতিহাসে এক বিশ্বস্ত প্রতিফলন। বিশেষ এই গ্ৰন্থটি অনলাইনে 'বইয়ের-হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/smriti-samput

'খসড়া খাতা' প্রকাশনী থেকে প্রকাশিত অন্যান্য বইসমূহ সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/shop/Khosra-Khata-230
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই
খসড়া খাতা Khosra Khata

বই - আমার কলকাতা লেখক - রূপঙ্কর সরকার প্রচ্ছদ - বিশ্বনাথ দাশগুপ্ত প্রকাশক — সৃষ্টিসুখ ‘এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাত...
18/08/2025

বই - আমার কলকাতা

লেখক - রূপঙ্কর সরকার

প্রচ্ছদ - বিশ্বনাথ দাশগুপ্ত

প্রকাশক — সৃষ্টিসুখ

‘এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা
হেঁটে দেখতে শিখুন।’
– কবি শঙ্খ ঘোষের এ পঙক্তি বাঙালির মুখস্থ বটে। কিন্তু কতজন ওই পেটের ভিতরের কলকাতাকে আবিষ্কার করতে হাঁটতে শিখেছেন বা চান তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তাছাড়া বিশ্বায়নের বদলে যাওয়া পৃথিবীতে আজ আর বলা যায় না, কলকাতা আছে কলকাতাতেই। একদা যে কলকাতা ছিল সাহেবদের, যে কলকাতা ট্রাম আর টেস্ট ক্রিকেটের, যে কলকাতা মেট্রো সিনেমা আর স্যাক্সোফোনের, তা তো আজ আর নেই। তবে সত্যিই কি নেই? আছে, শ্রুতিতে আর স্মৃতিতে। সকলেই নন, কেউ কেউ নিরন্তর প্রেমে সেই কলকাতাকে আগলে রাখতে পারেন। যেমন পেরেছেন শ্রী রূপঙ্কর সরকার। তিনি শুধু কলকাতাতে থেকেছেন, বড় হয়েছেন, চাকরি করেছেন– তা-ই নয়। তিনি এই কলকাতাকে হেঁটে দেখতে শিখেছেন। প্রতিটি ইট-কাঠ, ফুটপাথ, প্রতি বাস-ট্রাম, খাওয়া-দাওয়া, গানে-বাজনায় কলকাতাকে আত্মস্থ করেছেন। অথবা নিজেকে মিশিয়ে দিয়েছেন এই শহরের হাওয়ায়। আজ সবকিছু, এমনকী কালার-প্যালেট পালটে যাওয়া শহরে স্বাভাবিকভাবেই নস্ট্যালজিয়া আর বিষণ্ণতা তাঁকে ঘিরে ধরে। কখনও বিপন্নতাও। কিন্তু সময়কে তো কিছুতেই উপেক্ষা করা যায় না। তবে সেই বহমান সময়কেই চুরি করে অক্ষরবন্দি করে রাখা যায় অবশ্যই। সে কাজটিই নিপুণ মুনশিয়ানায় করেছেন 'আমার কলকাতা' শীর্ষক গ্ৰন্থের লেখক শ্রী রূপঙ্কর সরকার। তাঁর লেখনীতে বাঁধা পড়ে গিয়েছে এক অতীত কলকাতা। যে কলকাতা আমাদের এই সেদিনও ছিল, কিন্তু আজ ইতিহাসেও দেখা মেলে না তেমন। শ্রী সরকার অবশ্য ডিসক্লেমার দিয়ে বলেছেন, তিনি ইতিহাস লিখতে বসেননি, শুধু তাঁর স্মৃতির কলকাতাকে তুলে ধরছেন মাত্র। কিন্তু সেই স্মৃতির খননে যে শহর প্রতিভাত হয়েছে, যে ঘটনা, যে মুহূর্ত, যে তথ্যাদি ধরা পড়েছে তার ঐতিহাসিক মূল্যও বিন্দুমাত্র কমে যায় না। নিছকই গল্প করার আঙ্গিকে এই ধরে রাখা ইতিহাস আমাদের যেমন অতী-কলকাতায় অবগাহন করাবে, তেমনই আমাদেরও দেবে স্মৃতির শহরে সুহানা সফরের এক আশ্চর্য অনুভুতি। 'সৃষ্টিসুখ প্রকাশনী' থেকে প্রকাশিত বইটি অনলাইনে 'বইয়ের হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বিশেষ এই বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/amar-kolkata

কলকাতা বিষয়ক বিশেষ কিছু গ্ৰন্থের জন্য ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/category/--du7vk
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই
Sristisukh

"নমস্কার। আজ, কলকাতায় দূরদর্শনের যাত্রা শুরু।" কলকাতা টেলিভিশনের প্রথম ঘোষিকা শর্মিষ্ঠা দাশগুপ্তের এই বার্তা দিয়ে ১৯৭৫...
17/08/2025

"নমস্কার। আজ, কলকাতায় দূরদর্শনের যাত্রা শুরু।"
কলকাতা টেলিভিশনের প্রথম ঘোষিকা শর্মিষ্ঠা দাশগুপ্তের এই বার্তা দিয়ে ১৯৭৫-এর ৯ আগস্ট যাত্রা শুরু হয়েছিল কলকাতা দূরদর্শনের। দেখতে দেখতে গত ৯ আগস্ট কলকাতা দূরদর্শন কেন্দ্র পঞ্চাশ বর্ষে পদার্পণ করল। প্রস্তুতি-পর্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অডিশনে প্রখ্যাত সাংবাদিক, লেখক এবং বেতার ও দূরদর্শনের বিশিষ্ট ব্যাক্তিত্ব পঙ্কজ সাহা নির্বাচন করেছিলেন এক তরুণীকে — চৈতালি দাশগুপ্ত। জুলাই মাসে রবীন্দ্রনাথের বর্ষার গান নিয়ে নীলিমা সেনের অনুষ্ঠানের রেকর্ডিং শুরু হলে, উপস্থাপনার দায়িত্ব পান চৈতালি দাশগুপ্ত। ধীরে ধীরে ঘোষিকা, সঞ্চালনা, সাক্ষাৎকার গ্রহণ-সহ নানা অনুষ্ঠানের দায়িত্ব সুচারুভাবে এগিয়ে নিয়ে যেতে যেতে কলকাতা দূরদর্শণের সাথে একাত্ম হয়ে যান। কর্মমুখর এই পঞ্চাশ বছরের অভিজ্ঞতা নিয়ে 'কেয়ার অফ দূরদর্শন' শিরোনামে চৈতালির পঞ্চম বইটি প্রকাশিত হলো স্বাধীনতা দিবসের পূর্ববর্তী সন্ধ্যায় জহর সরকার, বিভাস চক্রবর্তী, অভিজিৎ দাশগুপ্ত, শর্মিষ্ঠা দাশগুপ্ত, শাশ্বতী গুহ ঠাকুরতা প্রমুখের উপস্থিতিতে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন পূর্বাশা বন্দ্যোপাধ্যায়। সপ্তর্ষি প্রকাশন থেকে প্রকাশিত বইটি প্রসঙ্গে চৈতালী-পুত্র বিরসা দাশগুপ্ত বলেন —'দূরদর্শনের সাথে মায়ের কাটানো গত ৫০ বছরের স্মৃতির লিপিবদ্ধ অভিজ্ঞতা। বইয়ের নাম ঠিক হয়েছে "কেয়ার অফ দূরদর্শন"। মায়ের ডাকনাম যে "কেয়া" সে তো অনেকেই জানে।' চৈতালী দাশগুপ্তের লেখনীতে "কেয়ার অফ দূরদর্শন" শীর্ষক গ্ৰন্থটি 'বইয়ের হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বিশেষ এই বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/care-of-doordarshan

'সপ্তর্ষি প্রকাশন' থেকে প্রকাশিত অন্যান্য বইসমূহ সম্পর্কে জানতে ও পচ্ছন্দের বইটি নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/shop/saptarshi-prokashon-7
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই
Saptarshi Prakashan

15/08/2025
“যারা স্বপ্ন দেখেছিল, যারা ব্যক্তিস্বার্থের বাইরে বড়ো কিছু পরিকল্পনা করেছে এবং তার জন্য জীবনের বাজি ধরেছে, সেক্ষেত্রে এক...
12/08/2025

“যারা স্বপ্ন দেখেছিল, যারা ব্যক্তিস্বার্থের বাইরে বড়ো কিছু পরিকল্পনা করেছে এবং তার জন্য জীবনের বাজি ধরেছে, সেক্ষেত্রে একটা বিনিয়োগের ঘটনা ঘটে। অর্থাৎ, বেঁচে থাকাকালীই স্বপ্নপূরণে আমি জীবন উৎসর্গ করেছি। সেই যে উৎসর্গিত জীবন সেটা তো ঘোরতর বাস্তব, সে জড়িয়ে থেকেছে, বেঁচেছে শরীরে নয় স্বপ্নশরীরে। আমি একে স্বপ্নজীবন বলি।… তোমাদের পণ্য সভ্যতার একটা গোড়ার সমস্যা হল এ সম্পূর্ণরূপে স্বপ্নবিরোধী এবং শরীরকেন্দ্রিক। সুখ, আরাম, প্রতিপত্তি, যশ- এর কোনওটাই স্বপ্নভূমির সন্তান নয়। এ হল স্থুল কর্মসূচি। কেবল টার্গেট পূরণের চক্করে ভুলে গেছে কখন অলক্ষ্যে নিজেরাই টার্গেট হয়ে গেছে।”--শহীদ ক্ষুদিরাম (রক্তজবা রহস্য - রাঘব বন্দ্যোপাধ্যায়)
রাঘব বন্দ্যোপাধ্যায — স্বাধীনতা-আন্দোলনের একজন সক্রিয় কর্মী লেখক শ্রী রাঘব বন্দ্যোপাধ্যায়ের
জন্ম কলকাতার ভবানীপুরে। ১৯৬৭-৬৮ সালে কলেজে পড়ার সময়ে লিটল ম্যাগাজিনে গল্প লেখা দিয়ে শুরু এবং প্রায় আজীবনই যুক্ত থেকেছেন বিভিন্ন লিটল ম্যাগাজিনের সঙ্গে। কলেজজীবনের গোড়ার দিকেই নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। রাজনীতির সূত্রে জেল খাটতে হয়েছে বছর দুয়েক। পরবর্তীতে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে গিয়ে বেছে নিয়েছিলেন সাহিত্যসৃষ্টিতে। প্রথম বই “অকালবোধন ও অন্যান্য গল্প” প্রকাশিত হয় ১৯৭৪ সালে। ১৯৭৫ সালে প্রকাশিত হয় রাজনৈতিক উপন্যাস
‘কমুনিস’, জরুরি অবস্থার জারির বছরটিতে, নকশালপন্থী শহর-গেরিলা হিসেবে লেখকের গ্রেফতারের পাঁচ বছর পরে, এবং তিন বছর জেল খাটার পরে। গত শতাব্দীর চারের দশকের থেকে আটের দশক পর্যন্ত এপার-বাংলায় যে-কয়েকটি মহৎ রাজনৈতিক উপন্যাস লেখা হয়েছে তাদের মধ্যে রাঘব বন্দ্যোপাধ্যায়ের ‘কমুনিস’ বিশেষভাবে আলোচিত। এরপর তাঁর লেখনীতে রচিত হয়েছে — শৈশব, তাহারা, মুদ্রণ সৌন্দর্য, শহর সংস্করণ, সটীক জাদুনগর, চোর চল্লিশা, মেধাবী ভূত ও মাধবীলতা, অপারেশন রাজারহাট, কাটা জিভের বৃত্তান্ত/ চন্দনা ডাইনি আর জাদুবাতি, রক্তজবা রহস্যের মতো উপন্যাসসমূহ এবং অকালবোধন ও অন্যান্য গল্প, বাদার গল্প, অংশগ্রহণ, আশমানি কথা: উচ্ছেদের পাঁচ কহন, দলদাস ও আরও অন্যান্য গল্প। এছাড়া সম্পাদনা করেছেন কিছু গ্ৰন্থের, লিখেছেন আরো কিছু গদ্যসমূহ। জীবিকার সূত্রে বিভিন্ন সময়ে বেছে নিয়েছিলেন এক-এক রকম কাজ –অনুবাদক, মার্কেট রিসার্চের ফিল্ডওয়ার্ক, গবেষণা সংস্থায় রিসার্চ অ্যাসিস্ট্যান্টের মতো ভিন্ন পেশা। সাংবাদিক হিসেবে গৌরকিশোর ঘোষের অধীনে কাজ করেছিলেন একসময় এবং পরবর্তীতে স্থায়ী চাকরি পান আনন্দবাজার পত্রিকায়। ২০০৭ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পরে গড়ে তুলেছিলেন ‘চর্চাপদ’ প্রকাশনা। জীবন সায়াহ্নে এসে হাত ধরেছিলেন ‘তৃতীয় পরিসর’এর। তৃতীয় পরিসর থেকে প্রকাশিত লেখক শ্রী রাঘব বন্দ্যোপাধ্যায়ের রচিত বইসমূহ অনলাইনে 'বইয়ের-হাট' ওয়েবসাইটের মাধ্যমে সংগ্ৰহ করা যাবে। বিশেষ এই বইগুলি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/brand/raghav-bandyopadhyay-re3sj

'তৃতীয় পরিসর' থেকে প্রকাশিত অন্যান্য বইসমূহ সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/shop/Tritiyo-Parisar-217
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই

বই - গীতবিতান এর সহজ পাঠ ['পূজা' পর্যায়, ১ম খণ্ড]লেখক - দেবাশিস ভৌমিক প্রকাশক - লোক সেবা শিবির "নয়ন তোমারে পায় না দেখিতে...
08/08/2025

বই - গীতবিতান এর সহজ পাঠ
['পূজা' পর্যায়, ১ম খণ্ড]

লেখক - দেবাশিস ভৌমিক

প্রকাশক - লোক সেবা শিবির

"নয়ন তোমারে পায় না দেখিতে,
রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে,
হৃদয়ে রয়েছ গোপনে ॥
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলের মতো,
স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে ॥"

রবীন্দ্রসঙ্গীত — বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও সুরারোপিত গানগুলি আমাদের জীবন প্রবাহের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জীবনের প্রতিটি মুহূর্ত — আনন্দে-সুখে-দুঃখ-শোকে-তাপে রবীন্দ্র সঙ্গীত ছায়ার মতো জড়িয়ে থাকে। আমরা জীবনের প্রতিটি বাঁকে আশ্রয় খুঁজে ফিরি এই রবীন্দ্রসৃষ্টির মাঝে। রবীন্দ্রসঙ্গীত তাই শুধুমাত্র শ্রুতিনির্ভর বিনোদন কখনোই নয়। 'গীতবিতান এর সহজ পাঠ' শীর্ষক গ্ৰন্থের লেখক শ্রী দেবাশিস ভৌমিকও মনে করেন রবীন্দ্রনাথের গান শ্রুতিনির্ভর জীবনপথের অবিচ্ছেদ্য পাথেয়, তা কেবল নিছক বিনোদন নয়। কবির অন্তরের কথা যে একদিন পৃথিবীর অন্তরের কথা হয়ে উঠবে, সে বিশ্বাস হয়তো কবির খানিকটা ছিল। উত্তরকালের অজস্র শ্রোতার মতো এই গ্রন্থের লেখকও ‘গীতবিতান’-এর গানগুলি বারবার শুনেছেন এবং সে গানের বাণী ও সুরে নিজেকে খুঁজে পেয়েছেন। জীবনদায়ী পথ্যের মতো রবীন্দ্রনাথের গান তাঁকে বাঁচিয়ে রেখেছে নির্জনে ও সজনে।আটপৌরে ধ্বস্ত জীবনে প্রতিনিয়ত মন বিচলিত হয়। সেটাই স্বাভাবিক।রবীন্দ্রনাথের গান সেই বিচলনের ওপর শুশ্রূষার মতো। মন শান্ত হয় সে গানের সুরে, বাণীতে। পরের প্রতিকূলতার জন্য তৈরি থাকতে সাহায্য করে মনকে। ‘গীতবিতান’-এর গানে অবগাহন করে সত্তাকে সত্যস্নাত করতে লেখক তৎপর থেকেছেন সারাজীবন। এরই একটা উপস্থাপনীয় আবেদন— ‘গীতবিতান এর সহজ পাঠ’। 'লোকসেবা শিবির' প্রকাশনা থেকে প্রকাশিত ‘গীতবিতান এর সহজ পাঠ’ রবীন্দ্রগানের কোনো ব্যাখ্যা-বিশ্লেষণের বই নয়। একটি রবীন্দ্রগান শোনবার আগে শ্রোতা হিসেবে লেখকের মানসিক স্থিতি কেমন ছিল, অতঃপর সেই গানটা শোনবার পর তাঁর বিচলিত হৃদয়ে তা কী ভাবে দোলা দিয়েছে, শুধু সেইটুকুই উল্লেখ করবার জন্যে এ গ্রন্থের অবতারণা। রবীন্দ্রনাথের গানকে বুকে আগলে রাখার এই একান্ত নির্জনতাটুকুই কেবলমাত্র ধরা রইল ‘গীতবিতান এর সহজ পাঠ’-এ। ‘গীতবিতান’-এর ‘পূজা’ পর্যায়ের সর্বমোট ছশো সতেরোটি গানের মধ্যে এক থেকে তিনশো পর্যন্ত নিয়েই ‘গীতবিতান এর সহজ পাঠ’। প্রথম খণ্ডে থাকছে এক থেকে তিনশো পর্যন্ত গান। পরবর্তীতে দ্বিতীয় খণ্ডে থাকবে বাকি তিনশো সতেরোটি গান। লোক সেবা শিবির থেকে প্রকাশিত শ্রী দেবাশিস ভৌমিকের ‘গীতবিতান এর সহজ পাঠ’ বইটি অনলাইনে 'বইয়ের হাট' ওয়েবসাইটের মাধ্যমে সংগ্ৰহ করা যাবে। বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/gitabitan-er-sahaj-path
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই

সম্প্রতি অনুরাগ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে দুটি অনবদ্য গ্ৰন্থ। বইদুটি অনলাইনে 'বইয়ের-হাট' ওয়েবসাইটের মাধ্যমে সংগ্ৰহ...
07/08/2025

সম্প্রতি অনুরাগ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে দুটি অনবদ্য গ্ৰন্থ। বইদুটি অনলাইনে 'বইয়ের-হাট' ওয়েবসাইটের মাধ্যমে সংগ্ৰহ করা যাবে।

১) বই : মহাভারতের অনালোকিত নারীরা

লেখিকা : সঞ্চারী ভট্টাচার্য্য

প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী

বইয়ের হাট ওয়েবসাইটের লিংক :

https://boierhaat.com/product/mahabharater-onalakito-narira

২) বই - আইপিএস সুমন চৌধুরীর কেস ফাইলস - দ্বিতীয় খন্ড
লেখক - রণিত ভৌমিক

প্রচ্ছদ — সন্তু কর্মকার

বইয়ের হাট ওয়েবসাইটের লিংক :

https://boierhaat.com/product/i-p-s-suman-chowdhury-case-files-2nd-vol

বইদুটি সম্পর্কে কিছু কথা: ......................................................................

১)মহাভারতের অনালোকিত নারীরা ---

মহাভারত — সুবিশাল এই মহাকাব্য যুগ যুগ ধরে আমাদের মুগ্ধ করে রেখেছে। কথায় আছে "যা নেই ভারতে তা নেই ভারতে" অর্থাৎ মহাভারত গ্রন্থে যা নেই, তা ভারতবর্ষেও নেই। মহাভারত এতটাই বিশাল এবং এর বিষয়বস্তু এতটাই গভীর যে, এতে ভারতবর্ষের যাবতীয় বিষয় স্থান পেয়েছে। কিন্তু এই মহাকাব্যের বিশালতার অন্তরালে কিছু মহীয়সী নারীর কথা অনালোচিত থেকে গেছে। তাদের জীবন, ত্যাগ, ভালোবাসা এবং যন্ত্রণা মহাকাব্যের মূল ধারার তীব্র আলোয় যেন ম্লান হয়ে গেছে। সেইসব অসাধারণ নারীদের অদেখা অধ্যায়গুলো নিয়েই রচিত হয়েছে একটি অনবদ্য গ্রন্থ—"মহাভারতের অনালোকিত নারীরা"। লেখিকা সঞ্চারী ভট্টাচার্য্যের লেখা এই গ্ৰন্থে সেইসব চাপা পড়ে যাওয়া কণ্ঠস্বরগুলোকে আবার আমাদের সামনে নিয়ে এসেছে এক নতুন দৃষ্টিকোণ থেকে। এই বইটির পাতায় পাতায় রয়েছে সেইসব নারীর জীবনালেখ্য, যাদের কথা আমরা খুব কমই আলোচনা করি। বইটিতে প্রদীপের নীচে পড়ে থাকা নারীদের নিজস্ব শক্তি, তাদের দৃঢ়তা এবং ভালোবাসার গভীরতা নিয়ে এমনভাবে বিশ্লেষণ করা হয়েছে যা এককথায় অসাধারণ।
----------------------------------

২) আইপিএস সুমন চৌধুরীর কেস ফাইলস - দ্বিতীয় খন্ড

'আইপিএস সুমন চৌধুরীর কেস ফাইলস' সিরিজের প্রথম খন্ডে আমরা দেখেছি কীভাবে স্পেশাল ক্রাইম ডিপার্টমেন্টের দক্ষ্য অফিসার, আইপিএস সুমন চৌধুরী তার কর্মজীবনের উল্লেখযোগ্য কিছু সিরিয়াল কিলিংয়ের কেস সমাধান করেছেন। তবে, বইয়ের একদম শেষ অধ্যায় এসে তিনি পাঠকের মনে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়ে চলে যান নর্থ বেঙ্গল-এ।
হ্যাঁ, সেই প্রতিটা প্রশ্নের উত্তর দিতেই আবারও আইপিএস সুমন চৌধুরী ফিরেছেন। কিন্তু এবার তাকে আমরা পাব অন্যভাবে। দ্বিতীয় খন্ডের প্রতিটি কেসে এবার মূল বক্তা হিসাবে থাকছেন, ইন্সপেক্টর লক্ষ্মীনারায়ণ ধর। প্রথম খন্ডের মতো এখানেও জীবনের অন্ধকারাচ্ছন্ন ঘটনাগুলো বারবার উঠে আসবে। প্রতিটা কেসের ক্ষেত্রেই পাতায় পাতায় রয়েছে ক্রাইম থ্রিলার সিরিজের মূল উপাদান অর্থাৎ ঘটনার রহস্যময়তা বা সাসপেন্স।
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই

Address

A-25/8, V. I. P Park, Kolkata/
Kolkata
700101

Alerts

Be the first to know and let us send you an email when বইয়ের হাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইয়ের হাট:

Share