
31/08/2025
''সাহিত্য বিশ্বকে বাঁচাবে না, বাঁচাবে বৃক্ষ। বৃক্ষ আছে, ছিল, থাকবে। বিশ্বকে বাঁচাতে গাছ লাগাও। বহুদিন থেকে বৃক্ষ বন্দনাই আমার দর্শন। বৃক্ষ ছাড়া প্রাণী বাঁচতে পারে না। আমরা যে খাবার খাই তা বৃক্ষজাত, আমাদের জামাকাপড়, ব্যান্ডেজ, তুলা বৃক্ষজাত। আমাদের পেট্রল-কয়লার মূল উপাদান বৃক্ষ, আমাদের শ্বাস-প্রশ্বাস অক্সিজেনে বৃক্ষের অবদান, আমাদের গৃহে বৃক্ষের উপাদান। মানুষ যে ধর্ম-দর্শনেরই হোক, বৃক্ষের কাছে তার বাছবিচার নেই, সবাইকে সে ছায়া দেয়।’’
সাহিত্যিক, কবি এবং পরিবেশপ্রেমী 'বৃক্ষমানব' কমল চক্রবর্তী তাঁর কথাগুলি কর্মের মাধ্যমে সম্পাদন করার লক্ষ্যে প্রায় ১০ লক্ষ গাছ লাগিয়ে একটি অরণ্য তৈরি করেছিলেন যেটি 'ভালোপাহাড়' নামে আখ্যায়িত হয় এবং তিনি নিজে পরিচিতি লাভ করেছিলেন 'বৃক্ষমানব' নামে। তাঁর লেখনীতে একে একে সৃষ্টি হয়েছে কবিতা, উপন্যাস, নাটক, গদ্য আবার সেই হাতেই রোপণ করেছেন অসংখ্য বৃক্ষ। প্রথমে বাংলা সাহিত্য জগত তাঁকে চিনেছিল কবি হিসেবে। পরবর্তীতে 'কৌরব' নামক জনপ্রিয় পত্রিকার প্রকাশক হিসেবে পরিচিতি লাভ করেন। এই পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস 'আমার পাপ', যা পরে বই আকারে প্রকাশিত হয়েছিল কৌরব প্রকাশনী থেকে। এরপর লিখেছেন বেশ কয়েকটি অসমান্তরাল উপন্যাস, অসংখ্য ছোট গল্প, রম্যরচনা, ছোটদের জন্য বই। 'ভালোপাহাড়' নামক একটি প্রকৃতিপ্রেমী সংস্থা গড়ে তুলেছিলেন তিনি এবং আদিবাসী শিশুদের শিক্ষাদানে জন্য নিয়েছিলেন নানা উদ্যোগ। গত বছর আগস্ট মাসে সত্তরোর্ধ্ব এই প্রকৃতিপ্রেমী সাহিত্যিক কমল চক্রবর্তী বিদায় নিয়েছিলেন ইহজগত থেকে। প্রথম মৃত্যুবার্ষিকীর দিনটিতে 'অভিযান পাবলিশার্স' থেকে প্রকাশিত হয়েছে কমল চক্রবর্তীর উপন্যাস, কবিতা ও নাটকের সংকলন 'হে ঈশ্বর'। বিশেষ এই বইটি অনলাইনে 'বইয়ের হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বিশেষ এই বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :
https://boierhaat.com/product/he-iswar
সাহিত্যিক শ্রী কমল চক্রবর্তীর লেখনীতে অন্যান্য বইসমূহের জন্য ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :
https://boierhaat.com/brand/Kamal-Chakraborty-zqkE6
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।
আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।
আমাদের সাইট: https://www.boierhaat.com/
আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq
যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই
Abhijan Publishers