21/09/2025
বই - আমাজনের উৎস সন্ধানে
লেখক — নবকুমার দাস
অলংকরণ : দেবনাথ
প্রকাশক — অঞ্জলি প্রকাশনী
আমাজন নদী — বৈচিত্র্যময় জীববৈচিত্র্য নিয়ে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে চিরকাল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালার নেভাদো মিসমি চূড়া থেকে উৎপন্ন এই নদী জলপ্রবাহের দিক থেকে পৃথিবীর বৃহত্ত। ব্রাজিলসহ আরও কিছু দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে মিশেছে।
সুবিশাল অববাহিকা সুগভীর রহস্যাবৃত আমাজন রেইন ফরেস্ট দিয়ে আচ্ছাদিত। কোন এক সময় একাডেমিক কোঅপারেশন এসোসিয়েশনের (এ.সি.এ) আহ্বানে এই আমাজন নদীর উৎস সন্ধান অভিযানে বেড়িয়ে পড়েছিলেন বিজ্ঞানী বি কিউব ওরফে ডক্টর বনবিহারী বক্সী ও তাঁর দুই ব্রাজিলীয় অভিযাত্রী সঙ্গী ইঞ্জিনিয়ার মিগুয়েল অস্ট্রিয়ান এবং ডাক্তার আন্তোনিও রদরিগোর। ঘাটোর্ধ্ব বিজ্ঞানী বক্সী বোলপুর খোয়াইয়ে তাঁর গবেষণাগার 'বনবাস' থেকে রওনা হয়ে কলকাতা ও মুম্বাই ছুঁয়ে পৌঁছালেন ব্রাজিলের রাজধানী সাওপাওলা। সেখান থেকে দলপতি ও সহকারী দলপতির সঙ্গে বিমানে পৌঁছান আমাজন অরণ্যের অন্যতম প্রবেশদ্বার মানাউস। মানাউসের বিখ্যাত ইউনিভার্সিদাদ দেল ফেডেরাল আমাজোনাস-এর অধ্যাপক তথা উদ্ভিদবিদ ফ্রেন্দরিকো দেল বাস্ক যোগ দিলেন তাঁদের সঙ্গে। দুরন্ত আমাজনে নৌ-অভিযান শুরু হল। একে একে যোগ দিলেন পেরুভিয়ান গবেষিকা ও নদী বিশেষজ্ঞা আন্দ্রেয়া সান্তিয়াগা এবং তাঁর স্বামী প্রখ্যাত প্রাণীতত্ত্ববিদ ডক্টর হ্যান্স সান্তিয়াগা এবং আরো অনেকেই। অনেক বিপদ-আপদ ও বাধা-বিপত্তি অতিক্রম করে তাঁরা শেষ পর্যন্ত আমাজনের সত্যিকারের উৎসে পৌঁছাতে পেরেছিলেন কিনা সেই কাহিনী বর্ণিত হয়েছে লেখক নবকুমার দাসের 'আমাজনের উৎস সন্ধানে' শীর্ষক চিত্রময় উপন্যাসে।
বিজ্ঞানী বি. কিউব ওরফে ডক্টর বনবিহারী বক্সী এক মজাদার চরিত্র। ২০২১ সালে কলকাতা বইমেলায় তাঁর প্রথম বই বিজ্ঞানী বক্সীর ডায়েরি প্রকাশিত হলেও তাঁর আত্মপ্রকাশ ২০০৮ সালের কিশোর জ্ঞান বিজ্ঞান পত্রিকার শারদীয়া সংখ্যার 'কিয়েভে কিস্তিমাত' গল্পে।ৎ২০১৫ সালের এপ্রিল মাস থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত দীর্ঘ চার বছর ধরে কিশোর জ্ঞান বিজ্ঞান পত্রিকায় ধারাবাহিক হিসেবে বিজ্ঞানী বক্সী সিরিজের লেখাটি আমাজনের আতঙ্ক শিরোনামে প্রকাশিত হয়েছিল। অবশেষে 'অঞ্জলি প্রকাশনী'র উদ্যোগে উপন্যাসটি গ্ৰন্থাকারে প্রকাশিত হয়েছে। বিশেষ এই গ্ৰন্থটি অনলাইনে 'বইয়ের-হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :
https://boierhaat.com/product/amajoner-utsa-sandhane
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।
আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।
আমাদের সাইট: https://www.boierhaat.com/
আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq
যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই