
10/07/2025
উমা পূজাবার্ষিকী ১৪৩২
প্রকাশক - ই-বুকলিষ্ট
এসে গেল এই বছরের প্রথম শারদীয়া "উমা"।
রথযাত্রার দিন প্রকাশিত হয়েছে ইবুকলিস্ট নিবেদিত "উমা পূজাবার্ষিকী ১৪৩২"। প্রতি বারের ন্যায় এবছরও উমার লেখক সূচী ও বিষয় বৈচিত্র্য বেশ নজরে পরার মতো। ৭ টি উপন্যাস ও ১৬ টি গল্প ছাড়াও রয়েছে আকর্ষণীয় অন্যান্য বিভাগ। এবছরের প্রথম শারদীয়া এখন পাওয়া যাবে অনলাইনে 'বইয়ের হাট' ওয়েবসাইটের মাধ্যমে। বিশেষ এই বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :
https://boierhaat.com/product/uma-pujobarshiki-1432
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।
আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।
আমাদের সাইট: https://www.boierhaat.com/
আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq
যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই
Ebooklist In
Ebooklist