বইয়ের হাট

বইয়ের হাট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বইয়ের হাট, Book & Magazine Distributor, A-25/8, V. I. P Park, Kolkata/, KOLKATA.

বাংলা বইয়ের সেরা ঠিকানা - https://boierhaat.com
• ১৩০০০-এরও বেশি বই
• ২০০-রও বেশি প্রকাশক
• ভারতের যেকোনো প্রান্তে ক্যাশ-অন-ডেলিভারী, ট্র্যাকিং সহ
• ১৯৯ টাকার ওপর কেনাকাটায় সারা ভারতে শিপিং বিনামূল্যে
• আইফোন ও আন্ড্রয়েড অ্যাপ
• এখন বিদেশেও ডেলিভারী সহিত শব্দ হইতে সাহিত্য শব্দের উৎপত্তি। অতএব ধাতুগত অর্থ ধরিলে সাহিত্য শব্দের মধ্যে একটি মিলনের ভাব দেখিতে পাওয়া যায়। সে যে কেবল ভাবে-ভাবে ভাষায়-ভাষ

ায় গ্রন্থে-গ্রন্থে মিলন তাহা নহে; মানুষের, সহিত মানুষের, অতীতের সহিত বর্তমানের, দূরের সহিত নিকটের অত্যন্ত অন্তরঙ্গ যোগষাধন সাহিত্য ব্যতীত আর-কিছুর দ্বারাই সম্ভবপর নহে। যে দেশে সাহিত্যের অভাব সে দেশের লোক পরস্পর সজীব বন্ধনে সংযুক্ত নহে; তাহারা বিচ্ছিন্ন।

--- রবীন্দ্রনাথ ঠাকুর

বই - আমাজনের উৎস সন্ধানে লেখক — নবকুমার দাস অলংকরণ : দেবনাথ প্রকাশক — অঞ্জলি প্রকাশনী আমাজন নদী — বৈচিত্র্যময় জীববৈচিত্...
21/09/2025

বই - আমাজনের উৎস সন্ধানে

লেখক — নবকুমার দাস

অলংকরণ : দেবনাথ

প্রকাশক — অঞ্জলি প্রকাশনী

আমাজন নদী — বৈচিত্র্যময় জীববৈচিত্র্য নিয়ে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে চিরকাল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালার নেভাদো মিসমি চূড়া থেকে উৎপন্ন এই নদী জলপ্রবাহের দিক থেকে পৃথিবীর বৃহত্ত। ব্রাজিলসহ আরও কিছু দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে মিশেছে।
সুবিশাল অববাহিকা সুগভীর রহস্যাবৃত আমাজন রেইন ফরেস্ট দিয়ে আচ্ছাদিত। কোন এক সময় একাডেমিক কোঅপারেশন এসোসিয়েশনের (এ.সি.এ) আহ্বানে এই আমাজন নদীর উৎস সন্ধান অভিযানে বেড়িয়ে পড়েছিলেন বিজ্ঞানী বি কিউব ওরফে ডক্টর বনবিহারী বক্সী ও তাঁর দুই ব্রাজিলীয় অভিযাত্রী সঙ্গী ইঞ্জিনিয়ার মিগুয়েল অস্ট্রিয়ান এবং ডাক্তার আন্তোনিও রদরিগোর। ঘাটোর্ধ্ব বিজ্ঞানী বক্সী বোলপুর খোয়াইয়ে তাঁর গবেষণাগার 'বনবাস' থেকে রওনা হয়ে কলকাতা ও মুম্বাই ছুঁয়ে পৌঁছালেন ব্রাজিলের রাজধানী সাওপাওলা। সেখান থেকে দলপতি ও সহকারী দলপতির সঙ্গে বিমানে পৌঁছান আমাজন অরণ্যের অন্যতম প্রবেশদ্বার মানাউস। মানাউসের বিখ্যাত ইউনিভার্সিদাদ দেল ফেডেরাল আমাজোনাস-এর অধ্যাপক তথা উদ্ভিদবিদ ফ্রেন্দরিকো দেল বাস্ক যোগ দিলেন তাঁদের সঙ্গে। দুরন্ত আমাজনে নৌ-অভিযান শুরু হল। একে একে যোগ দিলেন পেরুভিয়ান গবেষিকা ও নদী বিশেষজ্ঞা আন্দ্রেয়া সান্তিয়াগা এবং তাঁর স্বামী প্রখ্যাত প্রাণীতত্ত্ববিদ ডক্টর হ্যান্স সান্তিয়াগা এবং আরো অনেকেই। অনেক বিপদ-আপদ ও বাধা-বিপত্তি অতিক্রম করে তাঁরা শেষ পর্যন্ত আমাজনের সত্যিকারের উৎসে পৌঁছাতে পেরেছিলেন কিনা সেই কাহিনী বর্ণিত হয়েছে লেখক নবকুমার দাসের 'আমাজনের উৎস সন্ধানে' শীর্ষক চিত্রময় উপন্যাসে।
বিজ্ঞানী বি. কিউব ওরফে ডক্টর বনবিহারী বক্সী এক মজাদার চরিত্র। ২০২১ সালে কলকাতা বইমেলায় তাঁর প্রথম বই বিজ্ঞানী বক্সীর ডায়েরি প্রকাশিত হলেও তাঁর আত্মপ্রকাশ ২০০৮ সালের কিশোর জ্ঞান বিজ্ঞান পত্রিকার শারদীয়া সংখ্যার 'কিয়েভে কিস্তিমাত' গল্পে।ৎ২০১৫ সালের এপ্রিল মাস থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত দীর্ঘ চার বছর ধরে কিশোর জ্ঞান বিজ্ঞান পত্রিকায় ধারাবাহিক হিসেবে বিজ্ঞানী বক্সী সিরিজের লেখাটি আমাজনের আতঙ্ক শিরোনামে প্রকাশিত হয়েছিল। অবশেষে 'অঞ্জলি প্রকাশনী'র উদ্যোগে উপন্যাসটি গ্ৰন্থাকারে প্রকাশিত হয়েছে। বিশেষ এই গ্ৰন্থটি অনলাইনে 'বইয়ের-হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/amajoner-utsa-sandhane
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই

বই — শ্রী হনুমানজী : বানর ও সৌপর্ণ সভ্যতার কথা লেখক - বাণীপদ ভট্টাচার্য্য প্রকাশক — রাধা প্রকাশনী অঞ্জনেয়, কেশরী নন্দন,...
20/09/2025

বই — শ্রী হনুমানজী : বানর ও সৌপর্ণ সভ্যতার কথা

লেখক - বাণীপদ ভট্টাচার্য্য

প্রকাশক — রাধা প্রকাশনী

অঞ্জনেয়, কেশরী নন্দন, পবনপুত্র, বজরঙ্গবলী, কাপেশ্বর, মারুতি — প্রভূত নামের অধিকারী শ্রী হনুমানের সর্বশ্রেষ্ঠ পরিচয় তিনি শ্রী রামচন্দ্রের প্রধানতম ভক্ত। প্রবাদ অনুসারে তিনি ত্রিকালজয়ী। তিনি আসমুদ্র হিমাচলময় শাশ্বত ভারতবর্ষে পরিভ্রমণ করেন, আর যেখানে যেখানে শ্রীরামচন্দ্রের নামগান হয়, সেখানে সেখানে তিনি সূক্ষ্ম দেহে উপস্থিত থেকে পরমব্রহ্ম শ্রীরামচন্দ্রের মহিমা কীর্তন করে চলেছেন। রামায়ণ অনুসারে প্রাচীন ভারতবর্ষের সৌপর্ণ বা বানর বংশোদ্ভূত হনুমানের ভক্তের সংখ্যা নেহাত কম নয়— রামভক্ত হনুমানের ভক্তির মাধ্যমে ভগবান শ্রীরামের শরণাপন্ন হওয়ার চেষ্টা।
'শ্রী হনুমানজী : বানর ও সৌপর্ণ সভ্যতার কথা' গ্ৰন্থের লেখক শ্রী বাণীপদ ভট্টাচার্য্য মনে করেন ঈশ্বর উপলব্ধির যে সমস্ত পথ আছে, তার মধ্যে অবশ্যই বিস্ময়বোধের স্থান সর্বপ্রথম। সুউচ্চ পর্বতশ্রেণি, সূর্যোদয় বা সূর্যাস্তের অপরূপ মহিমা, অসীম অগাধ সাগর, মহাসাগর, গভীর অরণ্যাণী, উর্বর সমতলভূমি, বিভিন্ন প্রকার প্রাণী প্রজাতি এ সবই মনকে এক বিস্ময়ের জগতে নিয়ে যায়। এই প্রকৃতিকে যতই দেখা যায় প্রশ্ন জাগে, "এই বিশ্ব জগৎ কে সৃষ্টি করেছেন, আর কেই বা তার সমস্ত গতিবিধি নিয়ন্ত্রণ করছেন?” স্বাভাবিকভাবেই মেনে নেওয়া হয় যে, এই বিশ্বব্রহ্মাণ্ডের ক্রিয়াকলাপের অন্তরালে কোনো অসীম বুদ্ধিমত্তা সক্রিয়, কারণ লক্ষ্য করা যায় যে, জগতের প্রতিটি বস্তু বা ঘটনা এক নির্দিষ্ট নিয়ম, নীতি ও পরিকল্পনা মেনে চলেছে। এই কৌতূহল ঈশ্বরের অন্বেষণে অনুপ্রেরণা জোগায়। আর ঈশ্বর অন্বেষণের পথপ্রদর্শক তাঁর একনিষ্ঠ ভক্তের ভক্তিকে উপলব্ধি করা—তার স্বরূপকে জানা। আর তাই শ্রী বাণীপদ ভট্টাচার্যের বানর ও সৌপর্ণ সভ্যতা নিয়ে 'শ্রী হনুমানজী : বানর ও সৌপর্ণ সভ্যতার কথা' শীর্ষক গবেষণামূলক গ্রন্থের অবতারণা। 'রাধা প্রকাশনী' থেকে প্রকাশিত বিশেষ এই গ্ৰন্থটি অনলাইনে 'বইয়ের-হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/shree-hanumanji-banar-o-souparna-sabhyatar-kotha
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই

বই — দার্জিলিং : Queen of Hills লেখক — অনিরুদ্ধ সরকার প্রচ্ছদ — সুমন সরকার প্রকাশক — শব্দ প্রকাশন দার্জিলিং- যেখানে পাহা...
14/09/2025

বই — দার্জিলিং : Queen of Hills

লেখক — অনিরুদ্ধ সরকার

প্রচ্ছদ — সুমন সরকার

প্রকাশক — শব্দ প্রকাশন

দার্জিলিং- যেখানে পাহাড়‚ ইতিহাস আর স্বপ্ন মিলিত হয়। বিশ্বের অন্যতম সেরা ‘দার্জিলিং টি’ এখানকার গর্ব। রয়েছে শতাব্দপ্রাচীন ‘টয় ট্রেন’। সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’ থেকে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’-সবেতেই দার্জিলিং। ‘মেরে সপনো কি রানি’ গান থেকে রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ কিংবা শাহরুখের ‘ম্যায় হু না’ সিনেমায় ঘুরেফিরে এসেছে দার্জিলিং। লেখক শ্রী অনিরুদ্ধ সরকারের লেখনীতে 'দার্জিলিং :;Queen of Hills' গ্ৰন্থে দীর্ঘ গবেষণা ও অভিজ্ঞতায় ফুটে উঠেছে এক অন্য দার্জিলিং-এর ছবি। 'শব্দ প্রকাশন' থেকে প্রকাশিত অনবদ্য এই গ্ৰন্থটি অনলাইনে 'বইয়ের-হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বিশেষ এই বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :
https://boierhaat.com/product/darjeeling-queen-of-hills
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই
শব্দ প্রকাশন

সম্প্রতি 'নবজাতক' প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে দুটি অনবদ্য গ্ৰন্থ —১. বই — একশো বছরের একাকিত্ব (প্রথম খন্ড) লেখক — গাব্র...
14/09/2025

সম্প্রতি 'নবজাতক' প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে দুটি অনবদ্য গ্ৰন্থ —

১. বই — একশো বছরের একাকিত্ব (প্রথম খন্ড)
লেখক — গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
পরিকল্পনা ও অনুবাদ : যাদবপুর বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক অশোক ভট্টাচার্য
প্রচ্ছদের আলো : তৌসিফ হক

স্প্যানিশ ভাষায় কলম্বিয়ার প্রখ্যাত লেখক ও সাংবাদিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস রচিত কালজয়ী উপন্যাস সিয়েন আনিওস দে সোলেদাদ এর বাংলা ভাষান্তর 'একশো বছরের একাকিত্ব।
অনবদ্য এই গ্ৰন্থটি অনলাইনে 'বইয়ের-হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/juddho-biplob-o-pratirodher-rajniti

২. বই — যুদ্ধ-বিপ্লব ও প্রতিরোধের রাজনীতি

লেখক — বিক্রমজিৎ ভট্টাচার্য

প্রচ্ছদ শিল্পী — মৃণাল শীল

বিক্রমজিৎ ভট্টাচার্য এর ২০টি প্রবন্ধগুচ্ছ নিয়ে
একটি অনবদ্য গ্ৰন্থ। বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/juddho-biplob-o-pratirodher-rajniti
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই
Nabajatak Prakashan

বই — রবিন হুড লেখক — আলেকজান্ডার দ্যুমা ভাষান্তর — সৌরভ মিত্র প্রকাশক — অন্তরীপ প্রকাশনী আলেকজান্ডার দ্যুমা বা তাঁর লেখন...
14/09/2025

বই — রবিন হুড

লেখক — আলেকজান্ডার দ্যুমা

ভাষান্তর — সৌরভ মিত্র

প্রকাশক — অন্তরীপ প্রকাশনী

আলেকজান্ডার দ্যুমা বা তাঁর লেখনশৈলী নিয়ে সর্বজনবিদিত। রহস্য-রোমাঞ্চ আর ইতিহাসভিত্তিক কাহিনির অবিসংবাদী সম্রাট দ্যুমা। পরিতাপের বিষয়, তাঁর বিশাল সাহিত্যসৃষ্টির এক নির্বাচিত অংশই কেবল বাংলায় অনূদিত হয়ে পৌঁছেছে পাঠকের কাছে। কিন্তু ‘থ্রি মাস্কেটিয়ার্স’ সিরিজ বা ‘দ্য কাউন্ট অফ মন্টিক্রিস্টো’-র মতো কালজয়ী ক্লাসিক ছাড়াও দ্যুমা লিখে গিয়েছেন বহু ঐতিহাসিক, রোমাঞ্চকর ও হরর কাহিনি। সময়ের অভিঘাত অক্লেশে সামলে সেগুলিও ক্রমে হয়ে উঠেছে সমকালীন পাঠকের প্রিয়। কিন্তু বাংলাভাষার পাঠকের কাছে সেসব অচেনা রত্নরাজি এতদিন ছিল অধরা। দ্যুমার কলমে দস্যুসম্রাট রবিন হুড বাংলা ভাষার পাঠকের দরবারে সগর্বে ও সহর্ষে উপস্থিত হয়েছে এই মহাকাব্যিক উপন্যাস লেখক শ্রী সৌরভ মিত্রের প্রাঞ্জল অনুবাদে ও অন্তরীপ প্রকাশনীর সৌজন্যে। আধার ও আধেয়-র এমন নিখুঁত যুগলবন্দি, লেখনশৈলী ও চরিত্রের এমন অলৌকিক মেলবন্ধন সাহিত্যের ইতিহাসে কমই রয়েছে। বিশেষ এই গ্ৰন্থটি অনলাইনে 'বইয়ের-হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/robin-hood-alexander-duma
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই
অন্তরীপ Antareep

বই — শকুন ও গঙ্গাজল লেখক — তন্ময় মণ্ডল প্রকাশক — পালক পাবলিশার্স রক্তমাংসের মানুষ এই বইয়ের প্রত্যেকটি গল্পের উপজীব্য। নো...
10/09/2025

বই — শকুন ও গঙ্গাজল

লেখক — তন্ময় মণ্ডল

প্রকাশক — পালক পাবলিশার্স

রক্তমাংসের মানুষ এই বইয়ের প্রত্যেকটি গল্পের উপজীব্য। নোনামাটির গ্রামজীবন, চা-বাগানের শূন্যতা, সংকট, ধর্মবিশ্বাস যেমন আছে; তেমনই আছে শহরের গোলকধাঁধায় পথহারানো মধ্যবিত্তের আখ্যান। আছে নিন্মবর্গীয় মানুষের অস্তিত্ব খুঁজে চলা। জীবনের ভেতরকার অন্য জীবন। কালী, কৃষ্ণ, আল্লা— পর্দার আড়ালে হয়ে ওঠেন গল্পের চরিত্র। প্রশ্নবিদ্ধ দেবতা থেকে শুরু করে মানুষ। কোথাও প্রাচীন লোকাচারের শিকড়ে কুঠারাঘাত কোথাও শহুরে চোরাবালির অন্তরালে বিশ্বাসঘাতকতার বীজ। শৈশবের নদীতে বানভাসি। মৃত্যু হেসে ওঠে প্রকাশ্যে। ওত পেতে বসে থাকে কর্পোরেট শকুনেরা। লেখক তন্ময় মণ্ডলের লেখনীতে 'শকুন ও গঙ্গাজল' শীর্ষক গ্ৰন্থটি এমনি কিছু গল্পের সমাহার, যার বাস্তবতা হৃদয় ছুঁয়ে যাবে — ভাবনার গহীনে ডুব দেবে মন। 'পালক পাবলিশার্স' থেকে প্রকাশিত এই বইটি অনলাইনে 'বইয়ের হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বিশেষ এই বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/shakun-o-gangajal
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই

বই — ডাকাত হরিচরণ : স্বাধীনতার আগে ও পরে লেখক — সঞ্জয় কুমার দাস প্রকাশক — লালমাটি স্বাধীনতার আগে ছোটনাগপুরের বিস্তীর্ণ ...
09/09/2025

বই — ডাকাত হরিচরণ : স্বাধীনতার আগে ও পরে

লেখক — সঞ্জয় কুমার দাস

প্রকাশক — লালমাটি

স্বাধীনতার আগে ছোটনাগপুরের বিস্তীর্ণ খাদান এলাকার খনির মালিকানা দেশীয় মালিকদের হাত থেকে ব্রিটিশদের হাতে চলে গেল। ইংরেজ মালিকরা ন্যূনতম পরিশ্রমিকে শ্রমিকদের প্রচুর খাঁটিয়ে তাদের সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে সমস্ত মুনাফা কুক্ষিগত করে রাখত। ডাকাত হরিচরণ ওই অঞ্চলের বিভিন্ন অত্যাচারিত শ্রমিকদেরকে এক করে,ব্রিটিশ মালিকদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল । পরবর্তী ক্ষেত্রে এরাই একটা ডাকাত দল গঠন করে ব্রিটিশদের থেকে অর্থ সামগ্রী লুট করে গরিবদের মধ্যে সেটা বিলিয়ে দিত।
স্বাধীনতার পরে খাদানের মালিকানা হস্তান্তরিত হয়ে হলো ব্যক্তিগত, যারা ইংরেজ মালিকদের মতো শ্রমিক-বান্ধব না হয়ে অত্যাচারের পথে হাঁটলো। এই অত্যাচারের মাত্রা কোনো ক্ষেত্রে ছিল আরো বেশী।এদিকে ডাকাত হরিচরণও সদলবলে ঠিক একই প্রক্রিয়াতে চালাত ডাকাতি। চাইবাসা সহ আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মহাজন, জোতদারদের থেকে ডাকাতি করে সেই অর্থ সম্পদ বিলিয়ে দিতেন সমাজের গরীব শোষিত মানুষের মধ্যে। তাই ডাকাত হরিচরণ পুলিশের চোখে শত্রু হলেও ছিলেন গরিবের ভগবান। একদিকে মহাজন, জোতদারদের সঙ্গে পুলিশের যোগসাজস, অন্যদিকে এই সমস্ত জোরদারদের আশ্রিত বাহুবলিদের সঙ্গে হরি ডাকাতের দলবলের সংঘাত ছিল প্রতিনিয়ত। পরে তিনি পুলিশের জালে ধরা পরেন। পুলিশের খপ্পর থেকে ছাড়া পেয়েছিল কি হরিচরণ? গরীবের তথাকথিত মাসিহার কি হলো পরিণতি এরপর... জানতে হলে অবশ্যই পড়তে হবে শ্রী সঞ্জয় কুমার দাসের লেখনীতে টানটান উত্তেজনায় ভরা উপন্যাস 'ডাকাত হরিচরণ : স্বাধীনতার আগে ও পরে'। 'লালমাটি' প্রকাশনা থেকে প্রকাশিত বই পাওয়া অনলাইনে 'বইয়ের হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বিশেষ এই বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/dakat-haricharan-swadhinatar-aage-o-pore
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই

বই — রম্যাণি বীক্ষ্য লেখক — শ্রী সুবোধকুমার চক্রবর্তী প্রকাশক —  বি বি কুন্ডু গ্র্যান্ডসন্স রম্যাণি বীক্ষ্য — বাংলা ভ্রম...
07/09/2025

বই — রম্যাণি বীক্ষ্য

লেখক — শ্রী সুবোধকুমার চক্রবর্তী

প্রকাশক — বি বি কুন্ডু গ্র্যান্ডসন্স

রম্যাণি বীক্ষ্য — বাংলা ভ্রমণ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাহিনিকার শ্রী সুবোধকুমার চক্রবর্তী রচিত একটি বিখ্যাত বাংলা ভ্রমণ কাহিনীমালা, যা ভ্রমণ ও উপন্যাসের এক সুন্দর পরিবেশন। রবীন্দ্র পুরস্কারে সম্মানিত এই ভ্রমণোন্যাসের নামটির উৎস মহাকবি কালিদাসের 'অভিজ্ঞান শকুন্তলম'-এর একটি শ্লোক, যার অর্থ "নানা রম্য স্থান প্রত্যক্ষ করে"। ইস্টার্ন রেলের আসানসোল শাখায় কাজের সুবাদে থাকতেন সেখানকার বাংলোয়। এখানে থাকাকালীন শুরু হয় তাঁর সাহিত্যচর্চা এবং সেই সূত্রে বলাইচাঁদ মুখোপাধ্যায়, উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো ব্যাক্তিত্বদের সান্নিধ্যে আসেন। একবার কাজের সূত্রে দক্ষিণ ভারত যেতে হয়েছিল, সেই ভ্রমণের অভিজ্ঞতায় লিপিবদ্ধ করেছিলেন 'রম্যাণি বীক্ষ্য' এর প্রথম পর্ব। 'শনিবারের চিঠি'র সম্পাদক সজনীকান্ত দাসের সহায়তায় তা প্রকাশিত হয় এবং শ্রী দাসের অনুপ্রেরণাতেই তিনি বছরে দুবার করে ভারত ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লিখতে থাকেন ‘রম্যাণি বীক্ষ্য’-এর নানা পর্ব। বাংলা সাহিত্যে সৃষ্টি হয় এক নতুন ধারার সূচনা — রসে সিক্ত ভ্রমণোন্যাসের। বিভিন্ন স্থানের ভৌগোলিক বর্ণন, ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি সেই স্থানের কিংবদন্তি জড়িত অতীতের পুঙ্খানুপুঙ্খ বিবরণ একটি আখ্যানের মোড়কে তুলে ধরাই এই কাহিনীগুলির বৈশিষ্ট্য। 'এ মুখার্জী এ্যান্ড কোং প্রাইভেট লিমিটেড' থেকে মোট 24টি পর্বে প্রকাশিত হয়েছিল এবং প্রতিটি পর্বই ছিল স্বয়ংসম্পূর্ণ। এই ভ্রমণ কাহিনীর মধ্যে চরিত্র হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম গোপাল এবং স্বাতী কে। প্রকাশনা সংস্থাটি বন্ধ হয়ে যাওয়ার কারণে জনপ্রিয় এই ভ্রমণ-উপন্যাসের চাহিদা থাকা সত্ত্বেও বহু বছর প্রকাশিত হয়নি। বর্তমানে 'বি বি কুন্ডু গ্র্যান্ডসন্স' এই ভ্রমণ কাহিনীগুলি প্রকাশের দায়িত্ব নিয়েছেন এবং ইতিমধ্যেই দুটি খন্ডে মোট দশটি পর্ব প্রকাশিত হয়েছে। 'রম্যাণি বীক্ষ্য' প্রথম খন্ডে আছে — দাক্ষিণাত্য পর্ব, কেরল পর্ব, কালিন্দী পর্ব, রাজস্থান পর্ব এবং সৌরাষ্ট্র পর্ব। রম্যাণি বীক্ষ্য' দ্বিতীয় খন্ডে আছে — কোঙ্কন পর্ব, অবন্তী পর্ব, উৎকল পর্ব, মগধ পর্ব এবং কোশল পর্ব। 'বি বি কুন্ডু গ্র্যান্ডসন্স' থেকে প্রকাশিত শ্রী সুবোধ কুমার চক্রবর্তীর 'রম্যাণি বীক্ষ্য' গ্ৰন্থের দুটি খন্ড 'বইয়ের হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বিশেষ এই বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/brand/subodh-kumar-chakraborty-bpx11
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই

বই — সীতা লেখক — প্রলয় সেন প্রকাশক — খসড়া প্রকাশনী " 'সীতা' গ্রন্থখানি রচনার অভিপ্রায় খুবই সরল। তা হল, রামকথা-বিষয়ক প্...
05/09/2025

বই — সীতা

লেখক — প্রলয় সেন

প্রকাশক — খসড়া প্রকাশনী

" 'সীতা' গ্রন্থখানি রচনার অভিপ্রায় খুবই সরল। তা হল, রামকথা-বিষয়ক প্রচলিত প্রধান প্রধান কাব্যসাহিত্যে সীতাচরিত্র ক্রমাভিব্যক্তির মধ্য দিয়ে যেভাবে পূর্ণতা লাভ করেছে তাকে ব্যাপক প্রচ্ছদে আনুপূর্বিক এবং বিশদ করে কৌতূহলী পাঠকের কাছে তুলে ধরা। এই বিচারে 'সীতা'কে চরিত্রোপাখ্যান বলা যেতে পারে। পাঠকের সবিশেষ অবগতির জন্য জানাচ্ছি, আমার এই প্রয়াসের প্রধান অবলম্বন বাল্মীকি-রামায়ণ। সেই সঙ্গে প্রসঙ্গের বৈচিত্র্য-সম্পাদন এবং সীতাচরিত্রের বিন্যাস-বিস্তৃতির তাগিদে আমি মাঝে মাঝে কালিদাস-ভবভূতি-তুলসীদাস-কৃত্তিবাস, উদ্ভট-অধ্যাত্ম-দিব্য রামায়ণ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কাছ থেকে সাহায্য গ্রহণ করেছি। সন্ধিৎসু পাঠক গ্রন্থখানি পাঠ করলেই তার পরিচয় পাবেন।..."
অধ্যাপক প্রলয় সেন তাঁর লেখনীতে 'সীতা' উপন্যাসের প্রাসঙ্গিকতা নিয়ে কথাগুলি বলেছিলেন। জনপ্রিয় এই পৌরাণিক উপন্যাসটি দীর্ঘ ৪২ বছর পর 'খসড়া প্রকাশনী' থেকে সম্প্রতি পুনর্মুদ্রিত হল। সীতাকে নিয়ে এমন পূর্ণাঙ্গ গ্রন্থ বাংলা তথা অন্যান্য ভারতীয় ভাষায় খুব কম চোখে পড়ে। অধ্যাপক প্রলয় সেনের গবেষণা এবং মন ছুঁয়ে যাওয়া গদ্যের ফসল এই গ্ৰন্থ। বিশেষ এই বইটি অনলাইনে 'বইয়ের হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/sita-praloy-sen
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই
'

''সাহিত্য বিশ্বকে বাঁচাবে না, বাঁচাবে বৃক্ষ। বৃক্ষ আছে, ছিল, থাকবে। বিশ্বকে বাঁচাতে গাছ লাগাও। বহুদিন থেকে বৃক্ষ বন্দনাই...
31/08/2025

''সাহিত্য বিশ্বকে বাঁচাবে না, বাঁচাবে বৃক্ষ। বৃক্ষ আছে, ছিল, থাকবে। বিশ্বকে বাঁচাতে গাছ লাগাও। বহুদিন থেকে বৃক্ষ বন্দনাই আমার দর্শন। বৃক্ষ ছাড়া প্রাণী বাঁচতে পারে না। আমরা যে খাবার খাই তা বৃক্ষজাত, আমাদের জামাকাপড়, ব্যান্ডেজ, তুলা বৃক্ষজাত। আমাদের পেট্রল-কয়লার মূল উপাদান বৃক্ষ, আমাদের শ্বাস-প্রশ্বাস অক্সিজেনে বৃক্ষের অবদান, আমাদের গৃহে বৃক্ষের উপাদান। মানুষ যে ধর্ম-দর্শনেরই হোক, বৃক্ষের কাছে তার বাছবিচার নেই, সবাইকে সে ছায়া দেয়।’’
সাহিত্যিক, কবি এবং পরিবেশপ্রেমী 'বৃক্ষমানব' কমল চক্রবর্তী তাঁর কথাগুলি কর্মের মাধ্যমে সম্পাদন করার লক্ষ্যে প্রায় ১০ লক্ষ গাছ লাগিয়ে একটি অরণ্য তৈরি করেছিলেন যেটি 'ভালোপাহাড়' নামে আখ্যায়িত হয় এবং তিনি নিজে পরিচিতি লাভ করেছিলেন 'বৃক্ষমানব' নামে। তাঁর লেখনীতে একে একে সৃষ্টি হয়েছে কবিতা, উপন্যাস, নাটক, গদ্য আবার সেই হাতেই রোপণ করেছেন অসংখ্য বৃক্ষ। প্রথমে বাংলা সাহিত্য জগত তাঁকে চিনেছিল কবি হিসেবে। পরবর্তীতে 'কৌরব' নামক জনপ্রিয় পত্রিকার প্রকাশক হিসেবে পরিচিতি লাভ করেন। এই পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস 'আমার পাপ', যা পরে বই আকারে প্রকাশিত হয়েছিল কৌরব প্রকাশনী থেকে। এরপর লিখেছেন বেশ কয়েকটি অসমান্তরাল উপন্যাস, অসংখ্য ছোট গল্প, রম্যরচনা, ছোটদের জন্য বই। 'ভালোপাহাড়' নামক একটি প্রকৃতিপ্রেমী সংস্থা গড়ে তুলেছিলেন তিনি এবং আদিবাসী শিশুদের শিক্ষাদানে জন্য নিয়েছিলেন নানা উদ্যোগ। গত বছর আগস্ট মাসে সত্তরোর্ধ্ব এই প্রকৃতিপ্রেমী সাহিত্যিক কমল চক্রবর্তী বিদায় নিয়েছিলেন ইহজগত থেকে। প্রথম মৃত্যুবার্ষিকীর দিনটিতে 'অভিযান পাবলিশার্স' থেকে প্রকাশিত হয়েছে কমল চক্রবর্তীর উপন্যাস, কবিতা ও নাটকের সংকলন 'হে ঈশ্বর'। বিশেষ এই বইটি অনলাইনে 'বইয়ের হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বিশেষ এই বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/he-iswar

সাহিত্যিক শ্রী কমল চক্রবর্তীর লেখনীতে অন্যান্য বইসমূহের জন্য ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/brand/Kamal-Chakraborty-zqkE6
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই
Abhijan Publishers

বই — তিন কালীর আখ্যান : বাঙালির শক্তিসাধনা লেখক — অনীশ ঘোষ প্রকাশক — বোধিসত্ত্ব বাংলায় দুর্গারও অনেক আগে থেকে কালীর পুজো...
28/08/2025

বই — তিন কালীর আখ্যান : বাঙালির শক্তিসাধনা

লেখক — অনীশ ঘোষ

প্রকাশক — বোধিসত্ত্ব

বাংলায় দুর্গারও অনেক আগে থেকে কালীর পুজোর প্রচলন ছিল বলে অনেক ইতিহাসবিদই মনে করেন। যদিও ঠিক কবে এর শুরু সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলে না। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অনুমান করা যেতে পারে যে বাংলা-সহ গোটা ভারতীয় উপমহাদেশে মূর্তিপূজোর চল ছিল সিন্ধু সভ্যতার সময়েই। আর্যরা ভারতে আসার আগেই এ দেশের প্রাচীন উপজাতি মানুষ মূর্তিপূজোয় বিশ্বাসী ছিলেন। আদিম কৌম সমাজে যে দেবদেবীরা পূজিত হতেন, তাঁদের সৌন্দর্য মূর্তির রূপ পরে পরিশীলিত আকার পায়। খ্রিস্টপূর্ব প্রায় দু'হাজার বছর আগে মধ্য এশিয়া থেকে আর্যরা আসে এ দেশে। তাদের ধর্মেরই প্রচলিত ব্রাহ্মণ্যধর্ম পরিমার্জিত হয়ে হিন্দু ধর্মের রূপ নেয়। আর্যদের আগমন ও ক্রমে এখানকার প্রাচীন অধিবাসীদের মেলামেশায় প্রাচীন সংস্কৃতির নানান উপাদান মিলে যায় আর্য সংস্কৃতির সঙ্গে। আর এর পরেই খোঁজ মেলে আদ্যাশক্তি মহামায়া-উপাসনার। বহু গবেষকের ধারণা, ঋগ্বেদ সংহিতার প্রথম মণ্ডলে 'রাত্রিসুক্ত'য় যে দেবীর উল্লে আছে, তাঁরই পরে প্রকাশ ঘটে দেবী কালিকা রূপে।

এর পর ইতিহাসের অনেক পালাবদল হয়েছে। ১৬ শতকে নদীয়া নিবাসী তান্ত্রিক কৃষ্ণান-আগমবাগীশ বর্তমান কালীমূর্তির রূপদানের পাশাপাশি তাঁর 'তন্ত্রসার' গ্রন্থে এই পুজোর এক নতুন ও সংহত ধারার উপস্থাপন করেন।

পুরাণে উল্লিখিত সতীপীঠ কালীঘাটে মায়ের পূজার্চনা শুরু সেন রাজাদের আমলে বলে প্রচলিত ধারণা। তবে ইংরেজ আমলে এখানে পুজোপাঠ বিস্তৃতি পায়। আরেক সতীপীঠ তারাপীঠ খ্যাত হয়েছে সাধক বামাখ্যাপার সাধনপীঠ হিসাবে। আর দক্ষিণেশ্বর মন্দিরের মা ভবতারিণী আদরণীয়া হয়ে ওঠেন ঠাকুর রামকৃষ্ণদেবের সহজ আরাধনা পদ্ধতির মধ্য দিয়ে। প্রকৃতপক্ষে এক সময়ে ডাকাতদের আরাধ্যা কালী রামকৃষ্ণ-মা সারদা-স্বামী বিবেকানন্দের হাত ধরে সাধারণ মানুষের পুজিত মা হয়ে ওঠেন। লেখক অনীশ ঘোষের লেখনীতে 'তিন কালীর আখ্যান : বাঙালির শক্তিসাধনা' শীর্ষক গ্রন্থটি কালীঘাট, তারাপীঠ ও দক্ষিণেশ্বরের তিন কালী মা, তাঁদের মন্দির, পূজাপদ্ধতি-সহ যাবতীয় ইতিবৃত্তের এক বিশ্বস্ত সঙ্কলন হিসাবে হাজির করার প্রয়াস। 'বোধিসত্ত্ব' প্রকাশনা থেকে প্রকাশিত বাংলার কালী-চর্চাকে সকলের সামনে আনার লক্ষ্যে লিখিত এই গ্ৰন্থটি অনলাইনে 'বইয়ের-হাট' ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্ৰহ করা যাবে। বিশেষ এই বইটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/product/teen-kalir-akhyan-bangalir-shaktisadhana

'বোধিসত্ত্ব' প্রকাশনা থেকে প্রকাশিত অন্যান্য বইসমূহ সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্ৰহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে :

https://boierhaat.com/shop/bodhisatwa-122
'বইয়ের হাট' — বাংলা বইয়ের বিপনন জগতে বরাবরই চেষ্টা করেছে পাঠকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত বইগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A I) টেকনোলজির সহায়তায় 'জনপ্রিয়তা সূচক'এর আওতাভুক্ত করেছে, যার ফলশ্রুতিতে লেখক-পাঠক-প্রকাশক উভয়ই প্রতিটি বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে কিছু সম্যক ধারণা করে নিতে পারবেন। এই উদ্যোগটি ইতিমধ্যেই আশাতীত ফলপ্রসূ হওয়ায় বইয়ের হাট উদ্যোগী হয়েছে আরও স্বচ্ছতার সঙ্গে তাদের বিপনন ব্যবস্থাকে সাজাতে। এখন বইয়ের হাটের প্রতিটি অর্ডারের ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই,
ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিংএ ক্লিক করলেই।
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্ধ্বে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।

আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমাদের সাইট: https://www.boierhaat.com/

আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq

যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই

Address

A-25/8, V. I. P Park, Kolkata/
Kolkata
700101

Alerts

Be the first to know and let us send you an email when বইয়ের হাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইয়ের হাট:

Share