20/08/2023
শেষ পর্যন্ত পড়ে দেখো 👇
ইসলাম কি বলে
❤️ যার নামাজ সুন্দর ❤️
❤️ তার জীবন সুন্দর ❤️
❤️ যার জীবন সুন্দর ❤️
❤️ তার মরন সুন্দর ❤️
❤️ যার মরন সুন্দর ❤️
❤️ তার কবর সুন্দর ❤️
❤️ যার কবর সুন্দর ❤️
❤️ তার আখিরাত সুন্দর ❤️
❤️ আর যার আখিরাত সুন্দর ❤️
❤️ তার জান্নাত নিশ্চিত ❤️
🥰 আলহামদুলিল্লাহ 🥰
সালাতে জামায়াতে দাঁড়ানোর পদ্ধতি❤️
রাসূলুল্লাহ ( ﷺ) বলেছেন, “তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা আমি আমার পিছন দিক
থেকেও তোমাদের দেখতে পাই।
(আনাস রাঃ বলেন)
আমাদের প্রত্যেকেরই তাঁর পাশের ব্যক্তির কাধের সাথে কাধ এবং পায়ের সাথে পা মিলাতাম ”
[বুখারীঃ ৭২৫, সুনানে আবু দাউদঃ৬৬৬] হাদিসের সনদঃ
[সহীহ]
রাসূলুল্লাহ (ﷺ ) বলেছেন, “তোমরা (সলাতের) কাতারসমুহ মিলে মিশে দাঁড়াবে। এক কাতারকে অপর
কাতারের নিকট রাখবে। পরস্পর কাধে কাধ মিলিয়ে
দাঁড়াবে। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ! আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি, কাতারের খালি (ফাঁকা)
জায়গাতে শয়তান যেন একটি বকরীর বাচ্চার ন্যায়
প্রবেশ করছে। ”
[সুনানে আবু দাউদঃ ৬৬৭] হাদিসের সনদঃ [সহীহ] (কপি)
Soim Khan