অনুভবের সফর - Onubhober Safar

অনুভবের সফর - Onubhober Safar A common man trying to do something very common...😊

ভারতীয় দল যে অধিনায়কের আমলে ওডিআই ফাইনাল খেলেছে।
31/10/2025

ভারতীয় দল যে অধিনায়কের আমলে ওডিআই ফাইনাল খেলেছে।

অধিনায়ক এবং তিন নম্বরের জুটি....🔥🔥        অদ্ভূত ভাবে দুজনেরই জার্সি নম্বর ৫... গৌতম গম্ভীর এবং জেমিমা রদ্রিগেজ। অন্যদি...
31/10/2025

অধিনায়ক এবং তিন নম্বরের জুটি....🔥🔥

অদ্ভূত ভাবে দুজনেরই জার্সি নম্বর ৫... গৌতম গম্ভীর এবং জেমিমা রদ্রিগেজ। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির ৭নং জার্সি এবং হরমনপ্রীতও দীর্ঘদিন ৭ নং জার্সি পরেই খেলেছেন।
নিছকই কাকতালীয়...?? কে জানে ক্রিকেট ঈশ্বর আগামী রবিবারে কোন চিত্রনাট্য সাজিয়ে রেখেছেন...!!

গোটা দলের মোট রানের ৫৫% করলেন ওয়ান ম্যান আর্মি অভিষেক শর্মা....🔥🔥🔥           গতদিন অনেকেই বলছিলেন, অভিষেক এটা অস্ট্রেলি...
31/10/2025

গোটা দলের মোট রানের ৫৫% করলেন ওয়ান ম্যান আর্মি অভিষেক শর্মা....🔥🔥🔥

গতদিন অনেকেই বলছিলেন, অভিষেক এটা অস্ট্রেলিয়ার বাউন্সি পিচ... এখানে তোমার ব্যাটিং চলবে না..!! বলছি এবার মুখটা কোথায় লুকাবে..??
একের পর এক যখন অন্য প্রান্ত দিয়ে উইকেট পড়েই চলেছে, সেখানে দাঁড়িয়ে ২৩ বলে হাফ সেঞ্চুরি এবং মাত্র ৩৭ বলে ৬৮ রান...!! একেবারে নিজের মেন্টরের মতোই রুথলেস...!!
অস্ট্রেলিয়া তো কী হয়েছে... আমি যখন ক্রিজে থাকবো, খেলাটা কীভাবে হবে সেটা আমিই ঠিক করবো... মাঠের আবহ কিংবা ম্যাচের টোন, সেটাও থাকবে আমার হাতে...!! আহা, অস্ট্রেলিয়াকে রক্ত চক্ষু দেখানোর মতো এরকম ব্যাটার বহুদিন পরে পেলো ভারতীয় দল।

ব্যাটিং ধ্বস....💔💔        একা হ্যাজেলউড ভেঙ্গে দিল ভারতীয় দলের ব্যাটিং লাইন। অভিষেক শর্মা এবং হর্ষিত রানা বাদে বাকি সবা...
31/10/2025

ব্যাটিং ধ্বস....💔💔

একা হ্যাজেলউড ভেঙ্গে দিল ভারতীয় দলের ব্যাটিং লাইন। অভিষেক শর্মা এবং হর্ষিত রানা বাদে বাকি সবার রান ফোন নম্বর মতো সিঙ্গল ডিজিট। অদ্ভূত ভাবে তাদের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় দল।
আজও ডান হাতি এবং বাম হাতি কম্বিনেশন সেট আপ করতে গিয়ে সেই তিলক বর্মাকে পাঁচ নম্বরে নামানো হলো। ওডিআই তে কে.এল রাহুল আর টি-টোয়েন্টিতে সঞ্জু এবং তিলকের ব্যাটিং অর্ডার নিয়ে আলাদা লেভেলের পরীক্ষা নীরিক্ষা চলছে...!!
সঙ্গে আজও সেই অর্শদীপ সিং বাইরে বসে...সব দল যে আর পাকিস্তান কিংবা বাংলাদেশের মত নয়, সেটা বুঝতে আর কতদিন সময় নেবে, কে জানে...!!

চ্যাম্পিয়ন মেন্টালিটি ....🔥🔥
31/10/2025

চ্যাম্পিয়ন মেন্টালিটি ....🔥🔥

Fortune favours the brave,...🔥🔥       আজ দুটো ক্যাচ মিস হয়তো সেই প্রবাদ কেই আবার মনে করালো,,, ক্রিকেট দেবতাও হয়তো চাইছ...
30/10/2025

Fortune favours the brave,...🔥🔥

আজ দুটো ক্যাচ মিস হয়তো সেই প্রবাদ কেই আবার মনে করালো,,, ক্রিকেট দেবতাও হয়তো চাইছিলেন এই অমানুষিক পরিশ্রম আর পরীনতিবোধ - বিফলে না যাক।
হতে পারো তোমরা 7 বারের চ্যাম্পিয়ন..!! হতে পারো তোমরা এই বিশ্বকাপ এ এখনও অপরাজেয়,
হতে পারে 2017 থেকে একটাও ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে হারোনি। কিন্তু আজ!!!!!!!!!!
প্রতীকা রাওয়াল আর অনুপস্থিতি তে ,মন্দানা,দীপ্তি, রিচা,শেফালী ফেইল করার পরেও, তীরে এসে তরী ডুবতে না দেওয়ার যে অদম্য কান্ডারী - তার প্রতিজ্ঞা টা বোধ হয় অধিনায়কের প্রচেষ্টা কে সম্মান জানানোর জন্য,দেশের অগণিত মানুষের জন্য ছিলো,,,

ওই ছোট্ট রোগা পাতলা চেহারায় - কলিজা টা কিন্তু সিংহের মতো,
মুম্বাই শহর নাকি ঘুমায় না,জানিনা,তবে আজ নিশ্চই শান্তির ঘুম ঘুমাবে।।।।
মুম্বাই এর মেয়েটি আজ মুম্বাই এর রাণী হয়ে দেশবাসীর মনে থেকে যাবেন।।।।

কুর্নিশ তোমায়,
কুর্নিশ তোমাদের,
দীপ্তি আর রিচার ছোট্ট কিন্তু ডিনামাইট সংযোজন যেনো যজ্ঞের ঘৃতাহুতি❤️

ফাইনালে যাই হোক,,,, তোমরা আজ অনেকদিন পর কাঁদালে ,,
28 ওভার থেকে 42 অব্দি জেমিমার ব্যাট থেকে কোনো বাউন্ডারি বেরোয়নি,
শরীর দিচ্ছে না একদমই,

Mollineux এর বল টা যখন পয়েন্ট আর ব্যাকওয়ার্ড পয়েন্ট এর গ্যাপ দিয়ে ক্লান্ত কিন্তু জেদি অভিসন্ধি নিয়ে ছুঁলো বাউন্ডারির দড়ি - বিশ্বাস করো, চোখের জল ধরে রাখতে পারিনি।।।।
এটাই হয়তো ক্রিকেট.... Hats off, Jai Hind 🇮🇳

✍️• Pushpen Sarkar•©

মধুর প্রতিশোধ নাকি পোয়েটিক জাস্টিস...?? 🤔🤔      গ্রুপ পর্বে ৩৩০ রান করেও ডিফেন্ড করা যায়নি, রেকর্ড রান চেজ করে জিতে নি...
30/10/2025

মধুর প্রতিশোধ নাকি পোয়েটিক জাস্টিস...?? 🤔🤔

গ্রুপ পর্বে ৩৩০ রান করেও ডিফেন্ড করা যায়নি, রেকর্ড রান চেজ করে জিতে নিয়েছিল অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া। না, সেদিন ভারতীয় দলের কাছে সত্যিই কোনো উত্তর ছিল না।
কিন্তু আজকে ছিল, ভীষণ ভাবে ছিল... জেমাইমা রডরিগেজ এবং হরমনপ্রীতের এই জুটি... অস্ট্রেলিয়ার সেই বিশ্বরেকর্ড ভেঙ্গে নতুন বিশ্বরেকর্ড গড়ল। এবার ভারত চেজ করলো ৩৩৮ রান...!! নক আউট পর্বে পুরুষ ইবিং মহিলা ক্রিকেট মিলিয়ে এই প্রথম বার....!!

আজকের সবচেয়ে সুখী এবং ধনীতম ব্যক্তি থুড়ি বাবা...❤️❤️
30/10/2025

আজকের সবচেয়ে সুখী এবং ধনীতম ব্যক্তি থুড়ি বাবা...❤️❤️

২০০৩ - ২০২৩ এর জ্বালা জুড়ানোর কী এক অবিশ্বাস্য রাত....🥹🥹
30/10/2025

২০০৩ - ২০২৩ এর জ্বালা জুড়ানোর কী এক অবিশ্বাস্য রাত....🥹🥹

জেমাইমা রডরিগেজ তুসি গ্রেট হো....❤️❤️
30/10/2025

জেমাইমা রডরিগেজ তুসি গ্রেট হো....❤️❤️

অবিশ্বাস্য জয়... এই ম্যাচ জিতবো আশা করিনি....       জেমাইমা রডরিগেজ ইউ আর বিউটি.... এরকম চাপের মুখে এই পরিণত ইনিংস। আহা...
30/10/2025

অবিশ্বাস্য জয়... এই ম্যাচ জিতবো আশা করিনি....

জেমাইমা রডরিগেজ ইউ আর বিউটি.... এরকম চাপের মুখে এই পরিণত ইনিংস। আহা বহুদিন মনে থাকবে। Ruthless অস্ট্রেলিয়াকে নক আউট পর্বে ৩০০+ রান চেজ করে ৫ উইকেটে হারানো....!!
It's not everyone's cup of tea ....🔥🔥💪💪

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when অনুভবের সফর - Onubhober Safar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share