24/12/2025
The Comeback is Always stronger than Setback....🔥🔥
কিন্তু এই প্রবাদ টা যেনো ঈশান কিশান এর জন্যই তৈরি হয়েছে। স্বপ্নের ফর্মে আছেন এবং ছেলেখেলা করছেন সেই পুরোনো চেনা ভঙ্গিতেই।
ব্যাডবয় ইমেজ থেকে বেরিয়ে যেভাবে খেলছেন, ঝাড়খণ্ড কে সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে প্রথম বারের জন্য চ্যাম্পিয়ন করেছেন অধিনায়ক হিসেবে, নিজের ব্যাটিং তাণ্ডবে, শেষ মুহূর্তে ভারতের t20 বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন।
এরপর সবাই লক্ষ্য রাখছিলো বিজয় হাজারে ট্রফির দিকে, এমনিতেও এবার বিজয় হাজারে ট্রফি তে চাঁদের হাট, নামি দামি প্লেয়ার এর পাশাপাশি রোহিত ,কোহলির মতো কিংবদন্তি রাও অনেকদিন পর বিজয় হাজারে খেলছেন, তেমনি নবাগত সূর্যবংশীর দিকেও চোখ,যদিও 50 ওভার এর জন্য সূর্যবংশী এখনই বিবেচনায় নেই.... কিন্তু ঋষভ, স্যামসন, ধ্রুব জুরেল এবং জিতেশ শর্মার পাশে সদ্য টা20 তে কামব্যাক করা ঈশান এর দিকে যে নজর বিলক্ষণ আছে সেটা ঈশান ও জানে।
🔶 একসাথে তিনটি ঘটনা ঘটলো, ঈশান 33 বলে শতরান করে রেকর্ড গড়লেও ওদিকে কিছুক্ষণ আগে অন্য ম্যাচে সূর্যবংশী 36 বলে শতরান করে রেকর্ড গড়লেন। কিন্তু বিহার দলের ওপেনার সাকিবুল গণি করে ফেললেন লিস্ট A ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মাত্র 32 বলে,আর দলীয় রান কে পৌঁছে দিলেন রেকর্ড 574/6 রান এ।শেষমেশ বৈভব সূর্যবংশী 84 বলে 190 রান করলেন।
কিন্তু ঈশানের ব্যাক টু ব্যাক এরকম সেঞ্চুরি এবং তাণ্ডব নির্বাচক দের 50 ওভার এও নিশ্চই আরো ভাবাবে কিংবা বলা ভালো ভাবতে বাধ্য করবে...!!
মাঝে বোর্ডের কোপে পড়ে বেশ কিছুটা সময় (প্রায় দু বছর) খারাপ গেলেও চুপচাপ নিজেদের কাজ করে গেছিলেন ঈশান এবং শ্রেয়াশ আইয়ার, অযাচিত চোট পেয়ে আইয়ার এর সুযোগ এখন প্রশ্নের মুখে,সময় সেটা বলে দেবে।
কিন্তু ঈশানের যে তাণ্ডব এবং ধারাবাহিকতা আমরা দেখছি তাতে কামনা করবো যেনো এই আগুনে ফর্ম অক্ষুণ্ন থাকে এবং শারীরিক ভাবেও তিনি সুস্থ থাকেন। এটাও মাথায় রাখতে হবে, দ্রুততম ODI দ্বি-শতরান এর রেকর্ড কিন্তু এই ঈশান কিশান এরই দখলে (126 বলে)।
SMAT (সৈয়দ মুস্তাক আলী ট্রফি) তে এক সিজন এ সর্বাধিক রান এর রেকর্ড 10 ম্যাচে 517 টাও এখন ঈশান এরই দখলে।
সবাই জানে নিজের দিনে ঈশান কিশান কি করতে পারেন। অনেকেই আছেন এরকম বিধ্বংসী নিজের নিজের দিনে। কিন্তু এই সময়ে যদি ভারতীয় দল দুটো ফরম্যাট এই এই ঈশান এর উপস্থিতি পায়, তাহলে টিমের ব্যালেন্স আলাদাই মাত্রা পাবে।
Best of luck 🤞 💕
✍️Pushpen Sarkar ©