অনুভবের সফর - Onubhober Safar

অনুভবের সফর - Onubhober Safar A common man trying to do something very common...😊

২০২৫ ভারতীয় ক্রিকেটের সোনার সময়...🔥❤️           এই বছরে একইসঙ্গে ৫টি টুর্নামেন্টের শিরোপা জেতা... আহা কী চমৎকার একটি ব...
31/12/2025

২০২৫ ভারতীয় ক্রিকেটের সোনার সময়...🔥❤️

এই বছরে একইসঙ্গে ৫টি টুর্নামেন্টের শিরোপা জেতা... আহা কী চমৎকার একটি বছর।

২০২৬ সালে ভারতীয় ক্রিকেটের ব্যস্ত শিডিউল...🔥🔥
31/12/2025

২০২৬ সালে ভারতীয় ক্রিকেটের ব্যস্ত শিডিউল...🔥🔥

ঠিক কী কারণে নিউজিল্যান্ড সিরিজে বাদ হবে...??🤔     শেষ ৬টি ইনিংসে ৫০+ স্কোর, যার মধ্যে তিনটি সেঞ্চুরি... তারপরেও কোচ আবে...
26/12/2025

ঠিক কী কারণে নিউজিল্যান্ড সিরিজে বাদ হবে...??🤔

শেষ ৬টি ইনিংসে ৫০+ স্কোর, যার মধ্যে তিনটি সেঞ্চুরি... তারপরেও কোচ আবেদন করেছে যেন বিরাট এবং রোহিতকে রেস্ট দেওয়া হয়...!!
কারণটি কী...?? আসলে কী চাইছে গম্ভীর...?? একজন প্লেয়ার যিনি, এই লিস্ট A ফরম্যাটের সবচেয়ে বড় ব্যাটার .... প্লাস এখনও যিনি তুখোড় ফর্মের শিখরে, তারপরেও বাদ দেওয়ার প্রশ্ন মনে জাগে কীভাবে...??

তারপর বলুন কে ভালো টেস্ট কোচ..?? 🤔🤔
24/12/2025

তারপর বলুন কে ভালো টেস্ট কোচ..?? 🤔🤔

The Comeback is Always stronger than Setback....🔥🔥         কিন্তু এই প্রবাদ টা যেনো ঈশান কিশান এর জন্যই তৈরি হয়েছে। স্ব...
24/12/2025

The Comeback is Always stronger than Setback....🔥🔥

কিন্তু এই প্রবাদ টা যেনো ঈশান কিশান এর জন্যই তৈরি হয়েছে। স্বপ্নের ফর্মে আছেন এবং ছেলেখেলা করছেন সেই পুরোনো চেনা ভঙ্গিতেই।
ব্যাডবয় ইমেজ থেকে বেরিয়ে যেভাবে খেলছেন, ঝাড়খণ্ড কে সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে প্রথম বারের জন্য চ্যাম্পিয়ন করেছেন অধিনায়ক হিসেবে, নিজের ব্যাটিং তাণ্ডবে, শেষ মুহূর্তে ভারতের t20 বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন।
এরপর সবাই লক্ষ্য রাখছিলো বিজয় হাজারে ট্রফির দিকে, এমনিতেও এবার বিজয় হাজারে ট্রফি তে চাঁদের হাট, নামি দামি প্লেয়ার এর পাশাপাশি রোহিত ,কোহলির মতো কিংবদন্তি রাও অনেকদিন পর বিজয় হাজারে খেলছেন, তেমনি নবাগত সূর্যবংশীর দিকেও চোখ,যদিও 50 ওভার এর জন্য সূর্যবংশী এখনই বিবেচনায় নেই.... কিন্তু ঋষভ, স্যামসন, ধ্রুব জুরেল এবং জিতেশ শর্মার পাশে সদ্য টা20 তে কামব্যাক করা ঈশান এর দিকে যে নজর বিলক্ষণ আছে সেটা ঈশান ও জানে।

🔶 একসাথে তিনটি ঘটনা ঘটলো, ঈশান 33 বলে শতরান করে রেকর্ড গড়লেও ওদিকে কিছুক্ষণ আগে অন্য ম্যাচে সূর্যবংশী 36 বলে শতরান করে রেকর্ড গড়লেন। কিন্তু বিহার দলের ওপেনার সাকিবুল গণি করে ফেললেন লিস্ট A ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মাত্র 32 বলে,আর দলীয় রান কে পৌঁছে দিলেন রেকর্ড 574/6 রান এ।শেষমেশ বৈভব সূর্যবংশী 84 বলে 190 রান করলেন।
কিন্তু ঈশানের ব্যাক টু ব্যাক এরকম সেঞ্চুরি এবং তাণ্ডব নির্বাচক দের 50 ওভার এও নিশ্চই আরো ভাবাবে কিংবা বলা ভালো ভাবতে বাধ্য করবে...!!
মাঝে বোর্ডের কোপে পড়ে বেশ কিছুটা সময় (প্রায় দু বছর) খারাপ গেলেও চুপচাপ নিজেদের কাজ করে গেছিলেন ঈশান এবং শ্রেয়াশ আইয়ার, অযাচিত চোট পেয়ে আইয়ার এর সুযোগ এখন প্রশ্নের মুখে,সময় সেটা বলে দেবে।

কিন্তু ঈশানের যে তাণ্ডব এবং ধারাবাহিকতা আমরা দেখছি তাতে কামনা করবো যেনো এই আগুনে ফর্ম অক্ষুণ্ন থাকে এবং শারীরিক ভাবেও তিনি সুস্থ থাকেন। এটাও মাথায় রাখতে হবে, দ্রুততম ODI দ্বি-শতরান এর রেকর্ড কিন্তু এই ঈশান কিশান এরই দখলে (126 বলে)।

SMAT (সৈয়দ মুস্তাক আলী ট্রফি) তে এক সিজন এ সর্বাধিক রান এর রেকর্ড 10 ম্যাচে 517 টাও এখন ঈশান এরই দখলে।

সবাই জানে নিজের দিনে ঈশান কিশান কি করতে পারেন। অনেকেই আছেন এরকম বিধ্বংসী নিজের নিজের দিনে। কিন্তু এই সময়ে যদি ভারতীয় দল দুটো ফরম্যাট এই এই ঈশান এর উপস্থিতি পায়, তাহলে টিমের ব্যালেন্স আলাদাই মাত্রা পাবে।

Best of luck 🤞 💕

✍️Pushpen Sarkar ©


এখনও শেষের সময় আসেনি....!! 🔥🔥       ২০২৭ বিশ্বকাপের জন্যে দায়বদ্ধতা কতটুকু, একজন নির্বাচক প্রধানের সেই মিনিমাম আলোচনা ...
24/12/2025

এখনও শেষের সময় আসেনি....!! 🔥🔥

২০২৭ বিশ্বকাপের জন্যে দায়বদ্ধতা কতটুকু, একজন নির্বাচক প্রধানের সেই মিনিমাম আলোচনা সম্পর্কে অবগত থাকা ভীষণ ভাবেই উচিৎ ছিল। যাক গে, তাতে লিস্ট A ফরম্যাটের রাজার কী এসে যায়....!! তিনি তো ফ্রেশ এবং ফুল রিচার্জ হয়ে মাঠে নামবেন... একের পর এক সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরিতে মঞ্চ মাতিয়ে দিয়ে যাবেন... তার প্রিয় উইলো কাঠে।
পরপর চারটি ৫০+ স্কোর... যার মধ্যে তিনটি সেঞ্চুরি, এরপরেও যখন দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়.... তখন উল্টো প্রশ্ন চলে আসে...!! আচ্ছা যে এই প্রশ্ন তুলছেন, তার কী সেই যোগ্যতা আছে...?? 🤷

এভাবেও ফিরে আসা যায়.... 🔥🔥        রোহিত হিটম্যান শর্মা বারবার ২২ গজে দাঁড়িয়ে জীবনের পাঠ শেখাচ্ছেন। যখনই তোমার মনে হবে...
24/12/2025

এভাবেও ফিরে আসা যায়.... 🔥🔥

রোহিত হিটম্যান শর্মা বারবার ২২ গজে দাঁড়িয়ে জীবনের পাঠ শেখাচ্ছেন। যখনই তোমার মনে হবে, ক্লান্ত... চারিদিকে কিছু মানুষ টেনে নামাচ্ছে, অপমানে ক্ষতবিক্ষত করে চলেছে.... তখন একজন সাধারণ মানুষ হিসেবে মনে হবে যে; থাক এবারে থেমে যাই....!!
কিন্তু এখান থেকেই বোধহয় অসাধারণ ব্যক্তিরা হাঁটা শুরু করেন। তখন চারিদিকে, এই ডিসেম্বরের শীতেও বসন্ত জাগ্রত হয়... চারিদিকে রঙ্গীন ফুলে ছয়লাপ... একটু একটু করে কুঁড়ি থেকে আশার সঞ্চার জাগ্রত হতে থাকে দেশের শিকড়ে।

বিজয় হাজারে ধুন্ধুমার....🔥🔥
24/12/2025

বিজয় হাজারে ধুন্ধুমার....🔥🔥

বিশ্বত্রাস ব্যাটারদের সরণীতে...🔥🔥      ১৬টি চার এবং ১৫টি ছক্কা মেরে... ২২৬ স্ট্রাইক রেটে ব্যাট করলে, এরকম ব্যাটারদের পাশ...
24/12/2025

বিশ্বত্রাস ব্যাটারদের সরণীতে...🔥🔥

১৬টি চার এবং ১৫টি ছক্কা মেরে... ২২৬ স্ট্রাইক রেটে ব্যাট করলে, এরকম ব্যাটারদের পাশেই জায়গা হয়। উফফ... ৮৪ বলে ১৯০ রান....?? অবিশ্বাস্য অবিশ্বাস্য একটি ইনিংস.....🔥🔥

রেকর্ড 🤝 বৈভব সূর্যবংশী....🔥🔥     লিস্ট A ক্রিকেটে মানে ৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড নিজের করে ন...
24/12/2025

রেকর্ড 🤝 বৈভব সূর্যবংশী....🔥🔥

লিস্ট A ক্রিকেটে মানে ৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিলেন। এখনও পর্যন্ত যে ফরম্যাটে খেলতে নামছে, সেখানেই সেঞ্চুরি করে চমকে দিচ্ছে। অবিশ্বাস্য একটি প্রতিভা...❤️❤️

যুব টেস্ট ✅
যুব ওডিআই ✅
আইপিএল ✅
সৈয়দ মুস্তাক আলী ✅
এশিয়া কাপ রাইজিং স্টার ✅
এশিয়া কাপ U19 ✅
বিজয় হাজারে ✅

যদি এই খবর সত্যি হয়....🤯🤯        তাহলে নির্বাচক প্রধানের উদ্ভট যুক্তি এবং সিদ্ধান্ত থেকে ভারতীয় ক্রিকেটের মুক্তি। ঘরোয...
24/12/2025

যদি এই খবর সত্যি হয়....🤯🤯

তাহলে নির্বাচক প্রধানের উদ্ভট যুক্তি এবং সিদ্ধান্ত থেকে ভারতীয় ক্রিকেটের মুক্তি। ঘরোয়া ক্রিকেটের উপযুক্ত ট্যালেন্ট এবার যোগ্যতার নিরিখে সুযোগ পাবে। কারণ এই দুজন নতুন নির্বাচক সারা ভারত ঘুরে বেড়াচ্ছেন ঘরোয়া ক্রিকেটের ম্যাচ দেখতে। নির্বাচক প্রধানের মতো জাতীয় দলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন না...!!

ওডিআই ক্রিকেটে রদবদল....?? 🤯🤯       টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়ার পরে, এবারে ওডিআই ক্যাপ্টেন্সি প্রশ্ন...
24/12/2025

ওডিআই ক্রিকেটে রদবদল....?? 🤯🤯

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়ার পরে, এবারে ওডিআই ক্যাপ্টেন্সি প্রশ্নের মুখে। রোহিত শর্মাকে সরিয়ে, অজিত আগারকর এবং গৌতম গম্ভীর তাড়াহুড়ো করে শুভমন গিলকে যেভাবে ভারতীয় ওডিআই ক্রিকেটের নতুন মুখ তৈরী করতে চাইছিল.... সেখানে এই ঘটনা তাদের কাছে বেশ বড় ধাক্কার।
এখন শুভমন গিলের জায়গায় অধিনায়ক হিসেবে দুটি নাম ভেসে উঠছে... প্রথম জন হলেন শ্রেয়া আইয়ার এবং দ্বিতীয় জন হলেন কে.এল রাহুল, দুজনেই ওয়ান ডে ফরম্যাটে অপরিহার্য। তবে এখনই শ্রেয়সকে দায়িত্ব না দেওয়ার পিছনে.... রাহুলের ক্যাপ্টেন্সি রেকর্ড এবং অভিজ্ঞতাকে মূল্য দেওয়া হচ্ছে।
ভারতীয় ক্রিকেট নিয়ে যেভাবে তুঘলকি কাণ্ড কারখানা দেখে বিরক্ত হচ্ছিল সমস্ত দেশ.... সেই কাণ্ডে এবার লাগাম টেনে ধরা হয়েছে। আজকে ভারতীয় ক্রিকেট যে উচ্চতায় পৌঁছেছে, সেখানে দাঁড়িয়ে এক বছরের মধ্যে এইধরনের অধঃপতন এবং ইগো স্যাটিসফায়েড চিন্তাধারা যথেষ্ট চিন্তার বইকি...!!

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when অনুভবের সফর - Onubhober Safar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share