30/10/2025
Fortune favours the brave,...🔥🔥
আজ দুটো ক্যাচ মিস হয়তো সেই প্রবাদ কেই আবার মনে করালো,,, ক্রিকেট দেবতাও হয়তো চাইছিলেন এই অমানুষিক পরিশ্রম আর পরীনতিবোধ - বিফলে না যাক।
হতে পারো তোমরা 7 বারের চ্যাম্পিয়ন..!! হতে পারো তোমরা এই বিশ্বকাপ এ এখনও অপরাজেয়,
হতে পারে 2017 থেকে একটাও ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে হারোনি। কিন্তু আজ!!!!!!!!!!
প্রতীকা রাওয়াল আর অনুপস্থিতি তে ,মন্দানা,দীপ্তি, রিচা,শেফালী ফেইল করার পরেও, তীরে এসে তরী ডুবতে না দেওয়ার যে অদম্য কান্ডারী - তার প্রতিজ্ঞা টা বোধ হয় অধিনায়কের প্রচেষ্টা কে সম্মান জানানোর জন্য,দেশের অগণিত মানুষের জন্য ছিলো,,,
ওই ছোট্ট রোগা পাতলা চেহারায় - কলিজা টা কিন্তু সিংহের মতো,
মুম্বাই শহর নাকি ঘুমায় না,জানিনা,তবে আজ নিশ্চই শান্তির ঘুম ঘুমাবে।।।।
মুম্বাই এর মেয়েটি আজ মুম্বাই এর রাণী হয়ে দেশবাসীর মনে থেকে যাবেন।।।।
কুর্নিশ তোমায়,
কুর্নিশ তোমাদের,
দীপ্তি আর রিচার ছোট্ট কিন্তু ডিনামাইট সংযোজন যেনো যজ্ঞের ঘৃতাহুতি❤️
ফাইনালে যাই হোক,,,, তোমরা আজ অনেকদিন পর কাঁদালে ,,
28 ওভার থেকে 42 অব্দি জেমিমার ব্যাট থেকে কোনো বাউন্ডারি বেরোয়নি,
শরীর দিচ্ছে না একদমই,
Mollineux এর বল টা যখন পয়েন্ট আর ব্যাকওয়ার্ড পয়েন্ট এর গ্যাপ দিয়ে ক্লান্ত কিন্তু জেদি অভিসন্ধি নিয়ে ছুঁলো বাউন্ডারির দড়ি - বিশ্বাস করো, চোখের জল ধরে রাখতে পারিনি।।।।
এটাই হয়তো ক্রিকেট.... Hats off, Jai Hind 🇮🇳
✍️• Pushpen Sarkar•©