
11/07/2025
নিউ টাউনে ওভারব্রিজের নিচে নতুন হ্যাংআউট স্পট!
New Town ↔️ Sector V-র সংযোগকারী ব্রিজের নিচে সম্প্রতি তৈরি হয়েছে Community Zone-II—যেটা এখন অনেকেরই পরিচিত এক আড্ডার জায়গা।
⚙️ লোহার গ্রিল, আলো, পাকা ফ্লোরিং, এমনকি বাথরুমের ব্যবস্থাও রয়েছে এখানে। ধীরে ধীরে জায়গাটা আরও সাজানো হচ্ছে, অ্যাক্সিস মল ফ্লাইওভারের নিচের Community Zone-এর মতো করেই।
🎯 কেন করা হয়েছে এই উদ্যোগ?
✔️ যেন এলাকাবাসী মেলে ধরে নিজেদের—কমিউনিটি ইভেন্ট, আড্ডা, হাঁটাচলা
❌ আর যেন অবৈধ দখল না হতে পারে ওভারব্রিজের নিচে
আপনি কি গেছেন এই Community Zone-II তে?
এই initiative নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে👇