07/11/2022
এখন মিজোরাম এ আছি , আপাতত রাস্তা দিয়ে হাটছিলাম হঠাৎ করে ওনাকে দেখতে পেলাম উনি হরতকি কং এর বাসিন্দা উনি এখানে এসেছেন মূলত সামনে রাস্তা রিপিয়ারিং চলছে উনি এখানে পাহাড়া দেবেন এর বিনিময়ে উনি, না সরকারের কাছে কিছু নেবেন, না কোনো রাস্তা রিপিয়ারিং করা কোম্পানির কাছে । এখানের মানুষ এইরকম ই , এরা মানুষকে হেল্প করলে বিনিময়ে কিছু দিলে এরা অপমানিত হয় বলে মনে করে । আর এখানের মানুষ সব খাই ,যেমন গরু ছাগল , মুরগি শূকর গাছ লতা পাতা, সব খেয়ে নেই আপতত , তারই মধ্যে ফেমাস হল কুকুর, এখানে কুকুরের মাংশ 650 থেকে 700 টাকা কেজি ,এখানে খ্রিশ্টান ধর্মের মানুষ সবথেকে বেশি বসবাস করে
এবং টোটাল পপূলেশন 12লক্ষ 70 হজার তার মধ্যে আমি যেখানে আছি ওটা কোলাসিব ডিস্টিক এর মধ্যে পরে আর কোলাসিবে টোটাল পোপূলেশন 83 হাজার, এখানে মেয়েরা হল বাড়ির সব কিছু মানে এখানে মেয়েরা চাষবাস করে মেয়েরা দোকানে থাকবে, এককথায় মেয়েরা ইনকাম করবে আর ছেলে বসে থাকবে বা ভবঘুরের মতো ঘুরে বেরাবে, বাইরের কোনো ছেলে যদি এখানের কোনো মেয়েকে বিয়ে করতে চায় তাহলে তাকে খ্রিস্টান ধর্ম গ্ৰহন করতে হবে , আর আসামের কিছু কুড়ে এখানে এসে তাই করেছে , আরও বহু মজাদার ব্যাপার আছে এনাদের জাগগে সে ব্যাপারে না হই পরে আলোচনা করব , এখন আসা জাক ওই রাস্তার ধারের মানুষ টাকে নিয়ে ,উনি আমাকে ওই তৃশ্নার মূহুর্তে এক বতল মিনারেল ওয়াটার আর একটা বার্মা থেকে আসা সিগারেট আর পান সুপারি[এখানে খুব ফেমাস] এগুলো গিফ্ট করলেন সাথে যে মাংশ রান্না করছিলেন ওটাও দিতেন কিন্তু আমি খাইনি, বাকি গুলো নিয়েছি উনি এতো সুন্দর ভাবে গিফ্ট করলেন আমি ফিরিয়ে দিতে পারলাম না । ওনাকে আমার সাথে ছবি তুলতে বল্লাম উনি রাজি হন নি পরে ওনার বন্ধুরা চলে আসার পর আমিও চলে গেলাম ।।। Abdul Sovan Khan