FLY WITH ADL

FLY WITH ADL Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FLY WITH ADL, Digital creator, KOLKATA.

13/11/2022
07/11/2022

এখন মিজোরাম এ আছি , আপাতত রাস্তা দিয়ে হাটছিলাম হঠাৎ করে ওনাকে দেখতে পেলাম উনি হরতকি কং এর বাসিন্দা উনি এখানে এসেছেন মূলত সামনে রাস্তা রিপিয়ারিং চলছে উনি এখানে পাহাড়া দেবেন এর বিনিময়ে উনি, না সরকারের কাছে কিছু নেবেন, না কোনো রাস্তা রিপিয়ারিং করা কোম্পানির কাছে । এখানের মানুষ এইরকম ই , এরা মানুষকে হেল্প করলে বিনিময়ে কিছু দিলে এরা অপমানিত হয় বলে মনে করে । আর এখানের মানুষ সব খাই ,যেমন গরু ছাগল , মুরগি শূকর গাছ লতা পাতা, সব খেয়ে নেই আপতত , তারই মধ‍্যে ফেমাস হল কুকুর, এখানে কুকুরের মাংশ 650 থেকে 700 টাকা কেজি ,এখানে খ্রিশ্টান ধর্মের মানুষ সবথেকে বেশি বসবাস করে
এবং টোটাল পপূলেশন 12লক্ষ 70 হজার তার মধ‍্যে আমি যেখানে আছি ওটা কোলাসিব ডিস্টিক এর মধ‍্যে পরে আর কোলাসিবে টোটাল পোপূলেশন 83 হাজার, এখানে মেয়েরা হল বাড়ির সব কিছু মানে এখানে মেয়েরা চাষবাস করে মেয়েরা দোকানে থাকবে, এককথায় মেয়েরা ইনকাম করবে আর ছেলে বসে থাকবে বা ভবঘুরের মতো ঘুরে বেরাবে, বাইরের কোনো ছেলে যদি এখানের কোনো মেয়েকে বিয়ে করতে চায় তাহলে তাকে খ্রিস্টান ধর্ম গ্ৰহন করতে হবে , আর আসামের কিছু কুড়ে এখানে এসে তাই করেছে , আরও বহু মজাদার ব‍্যাপার আছে এনাদের জাগগে সে ব‍্যাপারে না হই পরে আলোচনা করব , এখন আসা জাক ওই রাস্তার ধারের মানুষ টাকে নিয়ে ,উনি আমাকে ওই তৃশ্নার মূহুর্তে এক বতল মিনারেল ওয়াটার আর একটা বার্মা থেকে আসা সিগারেট আর পান সুপারি[এখানে খুব ফেমাস] এগুলো গিফ্ট করলেন সাথে যে মাংশ রান্না করছিলেন ওটাও দিতেন কিন্তু আমি খাইনি, বাকি গুলো নিয়েছি উনি এতো সুন্দর ভাবে গিফ্ট করলেন আমি ফিরিয়ে দিতে পারলাম না । ওনাকে আমার সাথে ছবি তুলতে বল্লাম উনি রাজি হন নি পরে ওনার বন্ধুরা চলে আসার পর আমিও চলে গেলাম ।।। Abdul Sovan Khan





03/11/2022

New No. 1 T20I batsman!🔥

03/11/2022

*Me to my youngest self*

Second largest dam in bihar under tola barajor  (lengthwise) 1.884 km n also a different environment & birds sanctuary p...
29/10/2022

Second largest dam in bihar under tola barajor (lengthwise) 1.884 km n also a different environment & birds sanctuary present over their...
Abdul Sovan Khan



28/10/2022

Confidence level...

আজ থেকে প্রায় ২৫ বছর আগে, লক্ষনৌ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা তাঁর সহকর্মীদের প্রশ্ন করেন, একজন ছাত্রের অভিভাবক হিসেবে...
07/10/2022

আজ থেকে প্রায় ২৫ বছর আগে, লক্ষনৌ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা তাঁর সহকর্মীদের প্রশ্ন করেন, একজন ছাত্রের অভিভাবক হিসেবে কেন তাঁর মায়ের নাম থাকবে না? তাঁর সহকর্মীরা সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি। লক্ষনৌ বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ দ্রুত সেই ফর্মে পরিবর্তন আনেন। সেই অধ্যাপিকার নাম রূপরেখা ভার্মা।
সেই অধ্যাপিকা পরে লক্ষনৌ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। এখন তাঁর বয়স ৭৯।

যেই সময়ে আমাদের রাজ্যে একজন উপাচার্য গ্রেপ্তার হচ্ছেন, সেই সময়েই আরো একটি খবর এলো। সেই উপাচার্য অবসর নিয়েছেন বেশ কিছুদিন হলো। লক্ষনৌর রাস্তায় তিনি একা একা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে লিফলেট ছাপিয়ে বিলি করেছিলেন। যে সময়ে সবাই সামাজিক মাধ্যমে ব্যস্ত থেকে শহুরে আন্দোলন করছেন, সেই সময়ে তিনি একা লড়ছেন। বিলকিস বেগমের ধর্ষণকারীদের মুক্তি দেওয়ার পরে তিনি তার বিরুদ্ধে আদালতে আপিল ও করেছেন একা।

আজকে দেশের সর্বোচচ আদালত সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে মুক্তি দেওয়া সত্বেও উত্তরপ্রদেশ সরকার তাঁকে মুক্তি দিচ্ছে না, (অবশ‍্য এই কিছু দিন আগে বেইল হয়েছে খুব কস্টে) কারণ উত্তরপ্রদেশের দুজন জামিনদার লাগবে,তখন ও এই মহিলা স্বেচ্ছায় এগিয়ে এসেছেন, নিজেকে জামিনদার হিসেবে এগিয়ে দিয়েছেন।

আরো অনেক ঘটনা আছে, এই মানুষটির। এই অসময়ে তিনি আশার প্রদীপ।

কার তাতে কী,আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি ...

Address

Kolkata

Opening Hours

Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919123934612

Website

Alerts

Be the first to know and let us send you an email when FLY WITH ADL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FLY WITH ADL:

Share