13/04/2025
আজকে যোগ্য ও অযোগ্য র ভিড়ে দাঁড়িয়ে আছে আমাদের দেশের শিক্ষকরা,
আজকে ভাবতেও অবাক লাগছে আজকে আমরা যতটুকু শিখেছি তাদের হাত ধরেই শিখেছি, খুব কষ্ট হচ্ছে দেশের এমন পরিস্থিতি দেখে। যেখানে কিছু অযোগ্যের জন্য এতগুলো যোগ্য মানুষকে প্রমাণ করতে হবে যে তারা যোগ্য ।
কষ্ট হচ্ছে এমন একটা দেশে বাস করি,যে দেশে শিক্ষকদের সম্মান নেই ,বেকারদের চাকরি নেই ,নারীদের সুরক্ষা নেই , শুধু আছে রাজনৈতিক ভেদাভেদ।
আচ্ছা ভালোটা কে ?কোন পাটি ভালো ?কোন সরকার ভালো কে বলে দিতে পারবে ????
এই সরকারের আমলে বা ওই সরকারের আমলে এইসব পরিবর্তন হবে।
সত্যি বলতে আমি কোন রাজনৈতিক দিকে বা রাজনৈতিক কাউকে মন্তব্য করে এই পোস্টটা করছি না। আজ আমারও কষ্ট হচ্ছে যে শিক্ষকদের এইভাবে মার খেতে দেখে,কিন্তু কখনো ভেবে দেখেছেন কি?যে আমাদের সময়কার শিক্ষক আর এখনকার শিক্ষকদের মধ্যে সত্যি কি কোন মিল আছে? এখন শিক্ষকতাটা একটা চাকরির মতনই হয়ে গেছে। আমি কিন্তু সকলের উদ্দেশ্যে কথাটা বলছি না।
এখন স্কুল থেকে খাতা, পেন, পেন্সিল ,বই ,ব্যাগ ,জুতো ,জামা ,সমস্ত কিছুটাই দিয়ে দেওয়া হয়।
কিন্তু স্কুলে আমরা যাই শিক্ষা নিতে, কিন্তু সঠিক শিক্ষা কি আমরা পাচ্ছি ?
আজকে এতগুলো চাকরিহারা পরিবারের জন্য কষ্ট হচ্ছে খারাপও লাগছে।
এদের নিয়ে কথা হচ্ছে তাই সকলে জানতে পারছে এদের কষ্টটা কি, এদের সমস্যাটা কি ,হয়তো এই সমস্যার সমাধানও হয়ে যাবে। ভগবানের কাছে প্রার্থনা করি যাদের হাত ধরে জ্ঞান অর্জন করেছি কিছু অযোগ্য মানুষের জন্য তাদের যেন অসম্মান না হয় শেষ পর্যন্ত জয় যেন তাদেরই হয়।
কিন্তু যারা ছোটখাটো ব্যবসা চালাচ্ছেন এই ধরুন আমি আমাদেরই ব্যবসার কথা বলছি, আমাদের বই খাতা পেন্সিলের ব্যবসা ।স্কুল থেকে যদি সমস্ত জিনিসটা দিয়ে দেয় তাহলে দোকানদার গুলো কি বিক্রি করবে? একবার ঘুরে আসুন তো কলকাতা কলেজস্ট্রিট থেকে
সেখানে আগের মতন পরিস্থিতি আছে কি? একটু খোঁজ নিয়ে দেখুন তো কিভাবে চলছে মানুষগুলো জীবন যাপন ,এটা নিয়ে কেউ কোনো প্রতিবাদ করবে না কেউ কোনো আন্দোলনও করবে না কোন খবর ও রাখবে না।
আজ বড় বড় শপিং মলের ভিরে ছোট ছোট দোকানগুলো কোথাও যেন হারিয়ে যেতে বসেছে কিন্তু তাদেরও সংসার আছে, সন্তান আছে ,তারা কিভাবে চালাচ্ছে কেউ খবর রাখে না। আজ যদি স্কুল থেকে সব জিনিসটা দিয়েই দেয় তাহলে দোকানে বিক্রি কি হবে? তাহলে এই সমস্ত নিয়ে যাদের ব্যবসা তারা কি বিক্রি করবে তাদের কিভাবে চলবে? এই নিয়ে কে কথা বলবে সকলের কাছে আমার একটাই নিবেদন আমার ভুল ত্রুটি হলে আমার কমেন্ট বক্সে আমাকে বলুন।
সরকারের কাছে আমার একটাই নিবেদন স্কুল থেকে শুধুমাত্র শিক্ষাটাই দিন। আর স্কুল থেকে জামা কাপড় দিয়ে দিচ্ছেন একটা দোকানদার সেই জামা কাপড়টা বিক্রি করে উপার্জন করতো। স্কুল থেকে জুতটা না দিলে হয়তো ছোট্ট দোকান করে যে মানুষটা বসে আছে তার একটা জুত সারাদিনে বিক্রি হলে তার সংসারে মানুষগুলোর মুখে হাসি ফুটতো। স্কুল থেকে শুধু শিক্ষাটা দিলেই হবে।
সুধুমাত্র ওটার ই প্রয়জন তবেই দেশটা এগোবে। নাহলে দেশটা এখানেই শেষ হয়ে যাবে। সাথে সাথে আমাদের মত অনেক ক্ষুদ্র ব্যবসায়ী শেষ হয়ে যাবে এই নিয়ে কেউ কথাও বলবে না তাহলে আমরা কি করব আমরা কিভাবে চালাবো সবাই তো সরকারি চাকরি করে না। আর কিছু সরকারি চাকরি গেছে বলে এত পোস্ট হচ্ছে। এগুলো যদি কোন বেসরকারি স্কুলের শিক্ষকের চাকরি যেত তাহলে কি এত প্রতিবাদ হতো?
আচ্ছা এত বেসরকারি জায়গায় মানুষ দিনে কত চাকরি হারাচ্ছে সবাইকে নিয়ে ভাবতে শিখুন, মাঝে মাঝে ভাবি কদিন পর আমাদের কি হবে?????
ধন্যবাদ....