01/11/2022
#খাট্টা_মিঠা_বেস্টী
#পর্বঃ৮, ৯
তামান্না র বাচ্চাআআআআআ,,,,,,, তুই এক সেকেন্ডের মধ্যে আমার রুমে আসবিইইইই।
তামান্না যেনো এই ডাকটার ভয়েই ছিল,,,,,
আমি এখন কি করবো🥺
তামান্না , তিন্নির রুমে গিয়ে মাথা নিচু করে দাড়িয়ে আছে,,,,,, 😞
কি হললল,,,,,এই ভাবে মুখ করে রাখলেই সব মাফ নাকি??? 😠এইসবের মানে কি আমি খুব ভালো করেই বুঝতে পাড়ছি এসব তোর কাজ,,,,,,, ইডিয়েট,,,,,,
আ,, আ,, আমি ,, আসলে,,,, অ্যা,, এএএ
এই স্টপপপপ ইট,,,,,, ওকে ড্যামেট,,,,,,
সে চুপ হয়ে গেল, 🤫 মুখে আঙুল দিয়ে ঠায় দাড়িয়ে আছে।
তিন্নি কিছুটা স্বাভাবিক হয়ে বলল,,,,,,, এই তুই প্রথম দিন থেকেই সব জানতি তাই না🤨,,,, ইচ্ছা করেই ঘটিয়েছিস এই সব তাইনা রাগি ভাবে তাকিয়ে বলল।
সরি,,,, আর হবে না।
😮ওহহহ গড,,, ভুল যখন করেছিস শাস্তি তো পেতেই হবে।
এই কথা শুনে তামান্নার হয়ে গেছে। 🥺
এইভাবে তাকিয়ে আছিস কেনোওও,,,,,যা আমর জন্য আইসক্রিম নিয়ে আয় ,,, তারপরে ভেবে দেখছি কি করা যাই।
অবাক হয়ে তাকিয়ে মনে মনে বলল,,,,,, কি ব্যাপার,, এটা কি হল,,,,, ডাল মে কুছ কালা হে🤔
কি হলল যাহহহহ।
হ,,, হ্যা যাচ্ছি যাচ্ছি। বলেই ছুটে চলে গেল।
তিন্নি তখন ফোনটা নিয়ে তাকে রিপ্লাই করল।
আমার মাথা গরম হওয়ার আগে ই রাত ১০.০০টায় যেনো আমাদের ছাদে তোকে দেখতে পাই,,,,,,,,,
তারপরে ফোনটা বেডে রেখে ভাবতে লাগলো,,,,, তাহলে রোজ ভোড়ে আমি ছাদে কি কি করি সব কিছুই দেখে,,, কখন উঠি সেটাও জানে,,,,, নিশ্চয়ই নিজের রুমের জানালা দিয়ে দেখে,,,,,, ওখান দিয়ে তো সব কিছুই দেখা যায় মনে হয়। আর আমি তো,,,,,, আল্লাহ কি কি দেখেছে কি যানি,,,,,, এইসব ভাবছে আর রুমের মধ্যে পাইচারি করছে। আচ্ছা যখন অলসতার জন্য ওয়াসরুমে না গিয়ে রুমেই ড্রেস চেনজ করেছি তখনো কি দেখেছে,,,, হায় আল্লাহ,,,,,,, এই সড় কিছুও আমার কপালে ছিল। 😠
সাহিদের বাচ্চা তোকে আমি হাতের কাছে পাই তোকে আমি কাচ্চা কাচ্চা কইরা লোমু।ধ্যুত কি সব বকছি আমি,,,,, ঐ বেটা সকলের কাছে এমন ভাব দেখাতো, এমন এটিটিউড বজায় রেখেছিল,,,,,,, কে জানতো সে এত লুইচ্চা।
ওহ গড আমি আর ভাবতে পারছি না।
তখনই তামান্না গোটা দশেক আইসক্রিম আর কিছু ডেয়ারিমিল্ক এনে দিল,,,,,,, সুযোগ পেয়েছে রাগ ভাঙানোর,,,, সে সেই সুযোগের সৎ ব্যবহার করতেই চকলেট টা এক্সট্রা নিয়ে এলো।
সেগুলো দিয়েই গুটি গুটি পায়ে বেড়িয়ে যেতে চাইছিল।
কিন্তু তিন্নি খপ করে তার হাতটা ধরে বেডে বসিয়ে দিল,,,
শান্ত ভাবে ধীরে ধীরে বলল,,,,,, জানিস তাম্মু আমার কেমন একটা ফিল হচ্ছে, যেটা আমি নিজেও বুঝতে পারছি না।
তুই কি সাহিদ কে লাইক করতে শুরু করেছিস?
😠😡আমাকে রাগাস না তাম্মু,,, ভালো চাস তো। ঐ সাহিদের বাচ্চার না উদ্ধার করে ছেড়ে দেবো আজকে আমি।
।
।
বাসার সকলেই ঘুমিয়ে পড়েছে এখন বাজে ৯.৫৬,,,,,,,,,,কয়েক সেকেন্ড পরে ঠিক যখন রাত ১০টা বাজে,,,, তখন তিন্নি ছাদে গেল, আজ তামান্না নিজের রুমে ঘুমিয়েছে তাই টের পাই নি।
তিন্নি যখনই ছাদে গিয়ে দরজা খুলে সেখানে গেল,,,,,, তখনই হাওয়ার বেগে ঐ ছাদ থেকে এক লাফে তিন্নি দের ছাদে চলে এলো।
তিন্নি একটু ঘাবরে গেল পরক্ষনেই নিজেকে ঠিক করে নিয়ে দ্রুত গতিতে সাহিদের ঠোঁটে নিজের ঠোঁট লাগিয়ে দিল,, সে এই প্রথম কোনো ছেলের এত কাছে আর প্রথম তার ঠোঁট কোনো ছেলের ঠোঁটে,,,,, তার এইসবে এক্সপ্রিয়েন্স নেয়, তবুও যেমনই হোক না কেন এই অনুভূতি তার শরীরের প্রতিটি লোমকূপে বয়ে যাচ্ছে। সে কিছু না পারলেও যতটা সম্ভব তাকে কাবু করার চেষ্টা করছে কিন্তু নিজেই কাবু হয়ে যাচ্ছে। 😯
সবথেকে বড়ো কথা এটা তার সাথে কি হচ্ছে সে তো তার ****উদ্ধার করতে এসেছিল।
তিন্নি যেমন তেমন ভাবে কাজ টি করে প্রায় পাঁচ মিনিট পরে সাহিদ কে ছেড়ে সরে দাড়ালো।
এতক্ষণে এই সব কিছু সাহিদের খুবই ভালো লেগেছে বাট সে এই ঘটনার জন্য প্রস্তুত ছিল না তাই স্তব্ধ হয়ে দাড়িয়ে আছে।
কিছুক্ষন পরে সাহিদ বলে উঠল,,,,,,
এই যে মুডি লেডি যেটা করেছো,, সেটা আশা করিনি এতো তারাতারি,,,, তবে আমার ভীষণ ভালোই লেগেছে,,, এক হাতের বু,ড়ো আঙ্গুল দিয়ে ঠোঁট স্লাইড করতে করতে বলল। আমার এতোক্ষণ ওয়েট করা একেবারে সার্থক হয়ে গেল,,,,,, উফফফ,,,, যদি আবার ব্যাকে যাওয়া যেতো। উফফফ,,,, আল্লাহ,,,,
এই থামো থামো আমি এখানে এটা করতে আসিনি,, কোথা থেকে কি হয়ে গেল,,,,, মাথা চুলকিয়ে বলল,,,,,
ওহহহহ রিয়েলি,,,,, বেবি ডল।।, 😘
এই ছ্যাছরার মতো কথা বলিস না,,,,, আসলে ভনিতা, নাটক, ন্যাকামি,, আমার দ্বারা কোনোটাই আসে না , , আমি এখানে এসেছিলাম তোকে টাইট দিতে বাট আমার মোনে হয় আমি ও তোকে লাইক করি,,,
এইতো আমার মুডি লেডির মতো কথা,,,,,,,, আর আমিও সেই সন্ধ্যা থেকে চিলেকোঠার রুমে অপেক্ষা করছিলাম কখন ১০টা বাজবে আর তুই আমায় ডোজ দিতে আসবি,, বাট এটার জন্য আমিও প্রস্তুত ছিলাম না।
আমার কিছু কথা আছে।
হ্যাঁ বল না।
আমি যে আইডি থেকে তোর সাথে চ্যাটিং করি সেটা থেকে আমরা দুজনেই মানে তাম্মু আর আমি তোর সাথে চ্যাটিং করতাম টাইমপাশ করার জন্য।
ওহহহ আল্লাহ,,,,,,, এতো বড়ো বেইমানি,,,,,, দুষ্টু হেসে বলল,,,, তাহলে এর জন্য শাস্তি দিতে হয় কি বল। যেটা তুই ভালোভাবে করতে পারলি না সেটা আমি করি।
এই ফালতু বকবি না একদম। এই সমস্ত জিনিস আমার কাছে খাটবে না, আমি শাস্তি পাই না দিই।
আমি তোদের এই ব্যাপারটা জানি আজই তামান্না কল করে বলে আর এটাও বলে তুই নাকি আজ আমার উদ্ধার করে দিবি।
তা কি উদ্ধার করবি বেবি ডল,,,,, তিন্নির দিকে ঝুঁকে বাঁকা হেসে বলল।
এই ঠিক ভাবে দাড়া। যখন প্রেমে পড়েই গেছি চল তুই আমাকে প্রপোজ কর।
এই এই ওয়েট ওয়েট তুই আমার থেকে দুই বছরের ছোটো ঠিক আছে।,,, মানছি তুই এইরকমই তবে এবারে একটু ভালো করে কথা বল , সবসময় কি জি এফ এর মুখে তুইতোকারি ভালো লাগে,,,,,হুমমমম,,,,,, মাই,,,,,,,মুডি লেডি,,,,,,
এই এই বেশী বকবি না আমি নিজেকে চেন্নাই করতে পারবো না,,,,,, দুইহাত কোমোড়ে রেখে চোখ রাঙিয়ে বলল।
হা হা হা হ া,,,,,,, তুই সারাজীবন এইরকমই থাকবি,,,, তোকে একটু রাগালাম,,,,,, রাগি লুকে তোকে দেখতে খুবববব ভালো লাগে।
ঠিক আছে আমি এবারে আসি ওকে,,,,,,,, ঘুরে যেই যেতে যাবে তখনই,,,,
সাহিদ পিছন থেকে তিন্নি র হাত টেনে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। প্রায় সাত মিনিট হয়ে গেছে তার ছাড়ার নামই নেয় সে নিশ্চিন্তে তিন্নি র ঠোঁট এর স্বাদ নিচ্ছে।
ছাড়ছে না দেখে তিন্নি ঠেলাঠেলি করতে লাগলো,,,,,,,,
আর সাহিদ তার পিঠে দুই হাত দিয়ে তাকে আরও জড়িয়ে নিল।
কিছুক্ষণ পরে ছেড়েই বলল আই লাভ ইউ মুডি লেডি। প্রপোজ করতে বলে প্রপোজ না নিয়েই চলে যাচ্ছিলিস,,,,, হুমম,,
ছাড়া পেয়ে তিন্নি হাপাতে থাকে। আর কিছু গরবর হওয়ার আগেই সে এক ছুটে নীচে চলে গেল। সে ভাবছে সে ও প্রেমে পরবে কখনো কল্পনাও করিনি। আর প্রথম দেখাতেই সোজা লিপকিস, ধুরর আমিই তো প্রথম করেছিলাম,,,,,,,,, কি থেকে যে কি হয়ে গেল। ভাবতে ভাবতেই নিজের রুমে এসে দরজা লাগিয়ে বেডে শুয়ে পড়লো,,,,,, তার আজ কেমন অজানা রকম অনুভূতি হচ্ছে,,,,,
আর ঐ দিকে সাহিদ,,,,,,,,,,
।
আজ তিন্নির ভীষণ রকম অজানা অনুভূতি হচ্ছে।
আর ঐ দিকে সাহিদ তিন্নির দৌড় দেখে হেসেই শেষ।
মুডি,,,, লেডি আমার,,,,বলে ছাদের কার্নিশ থেকে এক লাফে তাদের ছাদে চলে গেল।
**দুজনের বাসা পাশাপাশি হওয়ায় খুব সহজেই এপার ওপার করা যায়।
সে নিজের রুমে গিয়ে তিন্নি কে অ্যাক্টিভ দেখে তাকে ফেসবুকে কল করলো।
তিন্নি রিসিভ করলো,,,,,,,,হুমম,,,, হ্যালো।
তা ম্যাডাম ঘুমানোর ইচ্ছা নেয় তো চলে গেলি কেনো? নাকি আমার প্রপোজ করা পছন্দ হয়নি?
একদম ফালতু বকবি না, ন্যাকা ন্যাকা কথা শুনতে আমার একদম ভালো লাগে না। 🤨
ওকে ওকে,,,, আর বলবো না,,,
তুই আমাকে একটা কথা বলতো,,,, তুই যে এত এত এ্যটিটিউড নিয়ে চলিস,,, পৃথিবীতে মেয়ে বলে কোনো বস্তু আছে সেসব দিকে কোনো খেয়ালই রাখিস না, তুই,বিন্দাস, চিল মুডে থাকতি অল টাইম। তাহলে এসব কি? 🙄🤔
ওহহহ,,,, তাহলে তুইও আমায় নোটিশ করেছিস কি বল। 😊
একদমই না,😏,, তামান্না কানের কাছে বকবক করে তোর বিবরন দিত, তাই একটু নোটিশ করেছিলাম এই আরকি। তা তুই বল আমাকে তোর কি পৃথিবীর মেয়েদের থেকে আলাদা জন্তু মনে হয়েছে নাকি, তাই তোর চোখে পড়েছি আমি।
হা হা হা 😂😂,,, তেমন কিছুই না। আসলে যখন থেকে বন্ধু রা প্রেম করতো আর আমাকে বলতো তোর জি এফ নেয় কেনো,,, তখন তাদের কথা শুনে তোর মূখটায় ভেষে উঠতো। মনে মনে ঠিক করেছিলাম প্রেম যদি করি তোর সাথেই করবো,, আর বিয়ের পরে কারো বাচ্চার বাপ যদি হয় তাহলে তোর বাচ্চার হবো। 😘😜
ফালতু কথা বাদ দিয়ে ঠিক করে বলবি আমাকে মনে ধরার কারনটা কি তুই যা ত্যাড়া ,,,
অবশ্য আমিও সেটায়(মনে মনে)
একটা সিক্রেট,,,,,,,, 😎
তা সিক্রেট টা কি আমায় এখোনি বলবি। 😠
বলছি বলছি রাগিস কেন,,,,,,তোর রুমের সবকিছু আর ছাদের সবকিছুই আমার রুমের জানালা দিয়ে দেখা যায়,,,, আর আমি এখন নয় সেই ছোটো থেকেই তোকে দেখি,,, বাট তোর এই জেদ,,,,, বই এ সবসময় মুখ ডুবিয়ে পরে থাকা আমার একদমই ভালো লাগতো না,,,তাই তখন জানালা লাগিয়ে রাখতাম,,, কিন্তু তোকে না দেখেও থাকতে পারতাম না। বিরক্ত লাগলেও তাকিয়ে থাকতাম,,, আস্তে আস্তে বয়স বাড়লো,,, তোর প্রতি বিরক্ত লাগাটা কখন ভালো লাগায় পরিনত হয়ে গেল জানিনা। মেয়ে বলতে আমি ছোটো থেকে তোকেই দেখেছি,,,,, আর কাউকে কখনো দেখেইনি,,,,,, PUBG ,,,, ডাউনলোড করে রেখেছিলাম সবার কাছে সো অফ করার জন্য,,,, সবাই ভাবতো রুমের দরজা অফ করে আমি হয়তো গেমস এ ব্যাস্ত,, আসলে আমার তোকে দেখতেই সময় চলে যেত। আমার যা পার্সোনালিটি আমি বাইরে তৈরী করে রেখেছি তারা এইসব জানলে তো সব শেষ।যে ছোটো থেকে এইসব করি আমি,, আমি নাকি কাউকে ছোটো থেকেই পছন্দ করি। এটা কেউ জানে না শুধুমাত্র আমি ছাড়া আর এখন তুই জানলি।
ওওও মাই গড,,,,, আমার কল্পনারও বাইরে 😯🤯 এইসব।
আমি তো ভেবেছিলাম প্রেম টেমই করবো না পড়াশোনা করা শেষ হলে বাসার সকলের পছন্দের ছেলেকে বিয়ে করে বিদেশে পারি জমাবো ,,, মা এর নাকি আমার জন্য ছেলে ঠিক করা আছে। তবে কি থেকে কি হয়ে গেল তোর উপর এই পাথর দিল গলে গেল আমার আর বিদেশ যাওয়া হল না😞😒।
এই এই মাইর খাবি,,তোর মা এর ছেলে ঠিক করা থাকলো তো আমার কি,,,,,,,,, প্রয়োজন হলে তোকে আমি বিয়ের পরে হানিমুনে বিদেশ নিয়ে যাবো,,, তবুও তুই আমার প্রপার্টি,,,,,, আমার অধীনে থাকবি,,,,, অল টাইম আমার চোখের সামনে থাকবি তুই। মাইন্ড ইট ওকে,,,,, তোর সব খবরদারি,রাগ, ত্যাড়ামো, জেদ, সব মেনে নেবো,, কিন্তু তুই আমার থেকে দূরে যাওয়ার কথা মাথাতেও আনবিক না। তোর অনেক সোভাগ্য যে তুই ফান করতে গিয়েই হোক যেভাবেই হোক আমার প্রেমে পরেছিস, নয়তো যেদিন তোর বিয়ে ঠিক হত সেদিনই আমি তোকে তুলে নিয়ে আসতাম। সেটা আমার মাথায় অনেক দিন থেকেই প্ল্যান করা ছিল।
ওরে বাপড়ে 😲কি দুঃসাহস।
ওই,,,,,,,,, 😇
কি হল হঠাৎ ভয়েস নীচু হয়ে গেল?
ওই,,,,,,,,, I love u❤😘
আমি নয়,,,,,, I love u not💔
কিহহহহ,,,,,,,, তোকে বাসতে হবে না,,,, তুই শুধু আমার থেকে দূরে না গেলেই হচ্ছে।
ওই শুন না,,,,,,
কি?
তুই কাল যাবি আমার সাথে ডেট এ।
নাহহহ,, একদমই না।
ওকে যেতে হবে না,, তবে রোজ একবার করে ছাদে এসে দেখা করবি?
উহুুউউ,,,,,,, একদমই না।
ওকেএএএ,, তাহলে রোজ রাতে কথা বলবি তো??
নোওওওও।
ঠিক আছে এক ঘণ্টা বলিস।
নো
৩০মিনিট বলিস😞
নোওও😗
তাহলে দশ মিনিট এর কমে আর না প্লীজ 🙏,,,,
উমমমম,,,,,, ভেবে দেখবো😉
☹️, ঠিক আছে দশ মিনিটের অনেক বেশি সময় হয়ে গেছে এখন রাখি ঘুমা ওকে।
নাআআআ।
কেনো?
কথা বলতে বলতে অনেক টাইম পেরিয়ে গেছে আর একটু পরেই ভোর হয়ে যাবে আমার আজ আর ঘুম হবে না তাই এখন কথা বলি,,, একটু পরেই তো ভোর আর রোজকার অভ্যাসগত ভাবে ছাদে যাবো, আমি,,,,,,, তাহলে এখন একটু কথা বলাই যায়।
ঐ জানালাটা খুলবি,,,,,
না।
খোল না প্লীজ।
ওকে,,,,,, সে জানালা খুলে দেখলো বেশ অন্ধকার,,, কিছুই দেখা যাচ্ছে না।
এবারে বাগানের দিকে তাকা।
তিন্নি সেদিকে তাকালো আর দেখলো তার লাগানো ফুলগাছ গুলোর কাছে অজস্র জোনাকি,,, তারা মিটি মিটি করে জ্বলছে, সে অস্ফুট স্বরে বলে উঠলো অপূর্ব। আমি কখনই ভাবিনি কোনো ছেলের জন্য আমিও কোনোদিন রাত জাগবো,,,, কোনো দিন তার সাথে ফোনে প্রেম করবো।
ওই এইবারে ঐইইই দূরে আকাশের দিকে তাকা। ঐ যে দুটি তারা একসাথে আছে ঐটা তুই আর আমি। 🤞👫
তিন্নি সেদিকে খেয়াল করে দেখলো আকাশে অনেক তারা তাদের মিস্টি হাঁসি ছড়িয়ে দিচ্ছে। আর সত্যিই সেখানে দুটি তারা জ্বলজ্বল করছে একসাথে, তাদের আলো অন্য গুলোর থাকে একটু বেশিই। সে বলে উঠলো আই লাভ ইউ,,,,,, ডিয়ার,,,,, খুব আস্তে আস্তে।
দুজনের কানেই ফোন আছে,,,,, কিন্তু খুব আস্তে কথাটি বলায় সাহিদ বুঝতে পারলো না,,,,,,, সে বলল কি কি?? এমন কিছু বললি কি যেটা শোনার জন্য আমি ওয়েট করছি।
ঘোড়ার ডিম বলেছি, শুনতে পেলি তো।
ওই,,,,,,,,,,,,,,,
হুমমম,,,,,,,,,
একবার রুমের লাইট টা অন কর না।
না
প্লীজজজজজ। তোর মুখটা দেখবো একবার শুধু।
নাহহহহহ,,,,,,, সারাক্ষণ তো আমার রুমের দিকে ই তাকিয়ে বসে থাকিস এতো দেখে হয় না,,, না যানি কি কি দেখেছে,,,, লুইচ্চা একটা। জানতাম কত ভদ্র, ডিসেন্ট, মেয়েদের দিকে তাকায় না। হুহহহহহ,,,,,,, এই তুই অন্য কিছু দেখে ফেলিস নি তো। 🙁
দেখলেই বা কি তুই তো আমারই, আমিই তো দেখবো😉, অন্যকেউ দেখবে নাকি।
ওই লুচ্চা,, ব*দ*মা*স, টিকটিকি, ঘোড়া, হাতি, সাপ, ব্যাঙ, কানা বেগুন, থাডা পরুক তোর উপর, 😠তুই আমাকে ঐ অবস্থায় কেনো দেখেছিস।আমার প্রাইভেসি বলে কিছু রাখলো না রে এই আবোদা টা। ঐ তোকে না,,,, আ,,আ,,আমি,,,, আমি 😠😤তোর পিছনে ডজনখানেক কুকুর ছেড়ে দেবো।
ঐ ঐ ঐ রিল্যাক্স রিল্যাক্স,, ওয়েট ওয়েট মাই মুডি লেডি আমি ঐ সব কিছুই দেখিনি।
আমি কিভাবে বিশ্বাস করবো?
কারন আমি যানি মেয়েদের সম্মান মেয়েদের অলঙ্কার,,,আর আমি মেয়েদের সম্মান করতে যানি। যাকে এতো ভালোবাসি তার অলঙ্কারই বজায় রাখবো না পাগলী,,,,, হেসে বলল।
পাক্কা তো।
এবারে কি বন পেপারে লিখে দেবো,,, উফফফ আল্লাহ এই মেয়ে,,,, ঝানু চিজ্ একটা।
ঐ কি বললি,,,, খবরদার।
ওকে সরি মেরে মুডি লেডি।
।
।
কথা বলতে বলতে ভোড় হয়ে গেল তারা ফোন রেখে দিল তিন্নি রোজকার মতো ছাদে গেল, তার ছাদবাগানে অনেক ফুল ফুটে আছে,,,,, আজ সকালের সৌন্দর্য তার কাছে একটু বেশিই অন্যরকম লাগছে ভীষন ভালোলাগা কাজ করছে।
আর জানালা দিয়ে আমাদের হিরো সেটা উপভোগ করছে। আই লাভ ইউ মুডি লেডি,,,,, আই রিয়েলী লাভ ইউ😘।
।
।
তিন্নি নিচে এসে দেখলো খাবার রেডি,,, তাই সে তামান্না কে ডাকতে গেল,, কারন তাকে ছারা সে খাবে না তামান্না র রুমে গেল এবং গিয়ে দেখলো 😯।
।
।
চলবে।