বৃতি প্রকাশনী প্রাইভেট লিমিটেড - Briti Prakashani Pvt. Ltd.

  • Home
  • India
  • KOLKATA
  • বৃতি প্রকাশনী প্রাইভেট লিমিটেড - Briti Prakashani Pvt. Ltd.

বৃতি প্রকাশনী প্রাইভেট লিমিটেড - Briti Prakashani Pvt. Ltd. আমরা কুঁড়ি একদিন ফুল হয়ে ফুটে

প্রাচীন বেদ,পুরাণের দেশ আমাদের এই ভারতবর্ষ, যেখানে ভক্তের আকুলতায় কঠিন শিলাতেও প্রতিষ্ঠিত হয় ভগবানের করুণাঘন রূপ!তাই পবি...
25/08/2025

প্রাচীন বেদ,পুরাণের দেশ আমাদের এই ভারতবর্ষ, যেখানে ভক্তের আকুলতায় কঠিন শিলাতেও প্রতিষ্ঠিত হয় ভগবানের করুণাঘন রূপ!
তাই পবিত্রতম দুই শিলা- শিবলিঙ্গ এবং শালগ্রাম, যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছে গৃহীর পুজোর ঘর থেকে দেউলের পূজার বেদীতে।
আর অদ্ভুত ভাবে এই শিলা দুটির জন্ম রহস্যে মিশে থাকে দুই নদীর উপাখ্যান, নর্মদা এবং গণ্ডকী!
যে নদীমাতৃকা বুক দিয়ে সিঞ্চন করে আমাদের সভ্যতা,আমাদের সংস্কৃতিকে, সেই নদীতেই সৃষ্টি হয় আমাদের বিশ্বাস, আমাদের ভগবান,এতে আর আশ্চর্য কি!!একাধিক পুরাণে উল্লেখিত হয়েছে এই শিলা বৃত্তান্ত।
এই বৃত্তান্তের কি সত্যিই কোনও ভিত্তি আছে?নাকি এ শুধুই পুরাণের আখ্যান? না, এ শুধু আখ্যান নয়।
বরং শিলা দুটি নিয়ে একাধিক কৌতুহলী অনুসন্ধান আশ্চর্যভাবে মিলিয়ে দেয় বিজ্ঞান এবং পুরাণকে!
পুরাণের আখ্যান আর বিজ্ঞানের আলোকে তাই এই নিবেদন শর্মিলা হালদার বালা-র কলমে প্রবন্ধ “শিলা-নদী ব্যাখ্যান” কেবল এবং কেবলমাত্র বৃতি প্রকাশনী নিবেদিত বাংলার একমাত্র পৌরাণিক শারদীয়া পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪৩২-এর পাতায়।
==========================================
প্রিবুকিং চলছে...
মুদ্রিত মূল্যঃ ৪২৫/-
প্রিবুকিং মূল্যঃ ৩৪০/-
মোট শব্দ সংখ্যাঃ ২ লক্ষ ৫৫ হাজারের অধিক
মোট পৃষ্ঠা সংখ্যাঃ ৪৯৬
প্রিবুকিং অফারঃ প্রত্যেক প্রিবুকার পাবেন হার্ড বাইণ্ড শারদীয়া।
প্রিবুকিংয়ের শেষ তারিখঃ ৩১শে আগস্ট ২০২৫
এবারে আমরা প্রিবুকিংয়ের জন্য দুটি উপায় রেখেছি।
১) বাড়িতে বসে শারদীয়া নিতে চাইলে প্রিবুক করুন বইওয়ালা এক্সপ্রেসকে। এক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে।
প্রিবুক লিংক-
https://www.boiwalaexpress.in/.../pancham-baidik-1432.../
অথবা বইওয়ালাকে এক্সপ্রেসকে হোয়াটসআপ করুনঃ +91 90738 84747
২) কলকাতার কলেজস্ট্রীট থেকে বই নিতে চাইলে, প্রিবুক করুন হোয়াটসআপের মাধ্যমে 9474069196 নাম্বারে। এক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে না।
একটি বিষয় বইয়ের প্রিবুক শেষ হচ্ছে ৩১শে আগস্ট, ২০২৫। ১লা সেপ্টেম্বরের পর থেকে প্রিবুক করা বই পাঠাতে শুরু করবো এবং যারা কলেজ স্ট্রিট থেকে বই নেওয়ার জন্য প্রিবুক করবেন তারাও ওই সময়েই বই পাবেন।
যদি কেউ প্রিবুক না করে বই সংগ্রহ করতে চান তাঁরাও সেই সময় অনলাইন এবং অফলাইন দুভাবেই সে সময় বই সংগ্রহ করতে পারবেন।
অতএব আর কী! আজকেই আপনার কপি প্রিবুক করে নিন আর প্রাণ খুলে বলুন,
জয় মা দুর্গা। জয় মা জগত্তারিণী।

শঙ্খক্ষেত্র পুরীধাম। সেখানে সদাই বিরাজ করছেন পুরুষোত্তম শ্রী জগন্নাথ।কিন্তু শ্রীক্ষেত্র মানে কি কেবলই শ্রীমন্দির আর দিগন...
24/08/2025

শঙ্খক্ষেত্র পুরীধাম। সেখানে সদাই বিরাজ করছেন পুরুষোত্তম শ্রী জগন্নাথ।কিন্তু শ্রীক্ষেত্র মানে কি কেবলই শ্রীমন্দির আর দিগন্তজোড়া সমুদ্র? শুধুই কি বৈষ্ণব ক্ষেত্র? নাকি কেবল ক্ষেত্রেশ্বরী রূপে বিমলাই আছেন! নাকি শ্রীক্ষেত্রের বিভিন্ন জায়গায় সেই অনুুচ্চার্যা, নির্গুণা তুুরীয়ার অবস্থান? কেনই বা “সততং পরিবেষ্টিতাম্”? কাদের দ্বারা পরিবেষ্টিত সকলের প্রাণধন কালিয়া? কীই বা তাঁঁদের ভূূমিকা জগন্নাথের লীলাখেলায়?
আসছে শুভাগত হালদার-এর কলমে ইনফো ফিকশন সততং পরিবেষ্টিতম- অষ্টচণ্ডী ও জগন্নাথ কেবল এবং কেবলমাত্র বৃতি প্রকাশনী নিবেদিত বাংলার একমাত্র পৌরাণিক শারদীয়া পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪৩২-এর পাতায়।
অলংকরণঃ চিন্ময় মুখোপাধ্যায়
==========================================
প্রিবুকিং চলছে...
মুদ্রিত মূল্যঃ ৪২৫/-
প্রিবুকিং মূল্যঃ ৩৪০/-
মোট শব্দ সংখ্যাঃ ২ লক্ষ ৫৫ হাজারের অধিক
মোট পৃষ্ঠা সংখ্যাঃ ৪৯৬
প্রিবুকিং অফারঃ প্রত্যেক প্রিবুকার পাবেন হার্ড বাইণ্ড শারদীয়া।
প্রিবুকিংয়ের শেষ তারিখঃ ৩১শে আগস্ট ২০২৫
এবারে আমরা প্রিবুকিংয়ের জন্য দুটি উপায় রেখেছি।
১) বাড়িতে বসে শারদীয়া নিতে চাইলে প্রিবুক করুন বইওয়ালা এক্সপ্রেসকে। এক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে।
প্রিবুক লিংক-
https://www.boiwalaexpress.in/.../pancham-baidik-1432.../
অথবা বইওয়ালাকে এক্সপ্রেসকে হোয়াটসআপ করুনঃ +91 90738 84747
২) কলকাতার কলেজস্ট্রীট থেকে বই নিতে চাইলে, প্রিবুক করুন হোয়াটসআপের মাধ্যমে 9474069196 নাম্বারে। এক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে না।
একটি বিষয় বইয়ের প্রিবুক শেষ হচ্ছে ৩১শে আগস্ট, ২০২৫। ১লা সেপ্টেম্বরের পর থেকে প্রিবুক করা বই পাঠাতে শুরু করবো এবং যারা কলেজ স্ট্রিট থেকে বই নেওয়ার জন্য প্রিবুক করবেন তারাও ওই সময়েই বই পাবেন।
যদি কেউ প্রিবুক না করে বই সংগ্রহ করতে চান তাঁরাও সেই সময় অনলাইন এবং অফলাইন দুভাবেই সে সময় বই সংগ্রহ করতে পারবেন।
অতএব আর কী! আজকেই আপনার কপি প্রিবুক করে নিন আর প্রাণ খুলে বলুন,
জয় মা দুর্গা। জয় মা জগত্তারিণী।

বিশালাক্ষী কে ?কোথা থেকে তাঁর উদ্ভব?দেবীর প্রকৃত স্বরূপ কী?তার প্রকাশের পেছনের ইতিহাস কী?তিনি কি কেবল লৌকিক দেবী? মঙ্গলক...
23/08/2025

বিশালাক্ষী কে ?
কোথা থেকে তাঁর উদ্ভব?
দেবীর প্রকৃত স্বরূপ কী?
তার প্রকাশের পেছনের ইতিহাস কী?
তিনি কি কেবল লৌকিক দেবী? মঙ্গলকাব্যের যুগেই কি প্রান্তীয় জনজাতির মাধ্যমে তাঁর উদ্ভব?
এই নিয়ে অনেক জল্পনা কল্পনা চিন্তা-ভাবনা... নানা মন্তব্য বহুজনের মনে অনেক ভাবে এসেছে এবং সমাজ মাধ্যমে তা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। তাই সঠিক শাস্ত্রোক্ত ও প্রমাণ সাপেক্ষ বিশালাক্ষীর প্রায় সম্পূর্ণ ইতিবৃত্তান্ত রচনার প্রয়োজন বোধে এই রচনা। এইখানে মা বিশালাক্ষীর মূর্তি কল্পের ক্রমবিকাশ, আজকের প্রচলিত বিশালাক্ষী এবং বহু সাধক সমাজ বিশ্লেষিত বিশালাক্ষীর রূপতত্ত্ব ও সাধন তত্ত্বের ও সাধক তত্ত্বের ইতিবৃত্ত বর্ণনা করার সামান্য চেষ্টা করা হয়েছে...তাঁরই কৃপাবলে।
আসছে আদ্রীয়মান মিত্র-এর কলমে প্রবন্ধ অথ বিশালাক্ষী কথা কেবল এবং কেবলমাত্র বৃতি প্রকাশনী নিবেদিত বাংলার একমাত্র পৌরাণিক শারদীয়া পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪৩২-এর পাতায়।
==========================================
প্রিবুকিং চলছে...
মুদ্রিত মূল্যঃ ৪২৫/-
প্রিবুকিং মূল্যঃ ৩৪০/-
মোট শব্দ সংখ্যাঃ ২ লক্ষ ৫৫ হাজারের অধিক
মোট পৃষ্ঠা সংখ্যাঃ ৪৯৬
প্রিবুকিং অফারঃ প্রত্যেক প্রিবুকার পাবেন হার্ড বাইণ্ড শারদীয়া।
প্রিবুকিংয়ের শেষ তারিখঃ ৩১শে আগস্ট ২০২৫
এবারে আমরা প্রিবুকিংয়ের জন্য দুটি উপায় রেখেছি।
১) বাড়িতে বসে শারদীয়া নিতে চাইলে প্রিবুক করুন বইওয়ালা এক্সপ্রেসকে। এক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে।
প্রিবুক লিংক-
https://www.boiwalaexpress.in/.../pancham-baidik-1432.../
অথবা বইওয়ালাকে এক্সপ্রেসকে হোয়াটসআপ করুনঃ +91 90738 84747
২) কলকাতার কলেজস্ট্রীট থেকে বই নিতে চাইলে, প্রিবুক করুন হোয়াটসআপের মাধ্যমে 9474069196 নাম্বারে। এক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে না।
একটি বিষয় বইয়ের প্রিবুক শেষ হচ্ছে ৩১শে আগস্ট, ২০২৫। ১লা সেপ্টেম্বরের পর থেকে প্রিবুক করা বই পাঠাতে শুরু করবো এবং যারা কলেজ স্ট্রিট থেকে বই নেওয়ার জন্য প্রিবুক করবেন তারাও ওই সময়েই বই পাবেন।
যদি কেউ প্রিবুক না করে বই সংগ্রহ করতে চান তাঁরাও সেই সময় অনলাইন এবং অফলাইন দুভাবেই সে সময় বই সংগ্রহ করতে পারবেন।
অতএব আর কী! আজকেই আপনার কপি প্রিবুক করে নিন আর প্রাণ খুলে বলুন,
জয় মা দুর্গা। জয় মা জগত্তারিণী।

সুধী,আপনারা ইতিমধ্যেই জানেন বৃতি প্রকাশনী নিবেদিত বাংলার একমাত্র সম্পূর্ণ পৌরাণিক শারদীয়া পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪৩২...
22/08/2025

সুধী,
আপনারা ইতিমধ্যেই জানেন বৃতি প্রকাশনী নিবেদিত বাংলার একমাত্র সম্পূর্ণ পৌরাণিক শারদীয়া পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪৩২।

এতে রয়েছেঃ
প্রবন্ধ- ১৩টি
উপন্যাসিকা (১০০০১- ২০০০০ শব্দ)- ৫টি
অনূদিত উপন্যাসিকা (১৫০০০ শব্দ)- ১টি
বড় গল্প (৩০০১- ১০০০০ শব্দ)- ১০টি
ছোট গল্প (১০০১- ৩০০০ শব্দ)- ১৪টি
ছোটদের গল্প- ৪টি
মুক্ত গদ্য- ১টি
ইনফো ফিকশন- ১টি
চরিত্রায়ণ- ২টি
ভ্রমণ কাহিনি- ৪টি
উন্মুক্ত চিঠি- ২টি
পাঁচালী- ২টি
কবিতা- ৬টি
শ্যামা সঙ্গীত- ১টি
কমিক্স- ২টি
শব্দ জব্দ- ১টি
মোট শব্দ সংখ্যাঃ ২ লক্ষ ৫৫ হাজারের অধিক
মোট পৃষ্ঠা সংখ্যাঃ ৪৯৬
মুদ্রিত মূল্যঃ ৪২৫/-
প্রিবুকিং মূল্যঃ ৩৪০/-
প্রিবুকিং অফারঃ প্রত্যেক প্রিবুকার পাবেন হার্ড বাইণ্ড শারদীয়া।

প্রিবুকিংয়ের তারিখঃ ২২শে আগস্ট ২০২৫ থেকে ৩১শে আগস্ট ২০২৫

এবারে আমরা প্রিবুকিংয়ের জন্য দুটি উপায় রেখেছি।
১) বাড়িতে বসে শারদীয়া নিতে চাইলে প্রিবুক করুন বইওয়ালা এক্সপ্রেসকে। এক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে।
প্রিবুক লিংক-
https://www.boiwalaexpress.in/product/pancham-baidik-1432-limited-hardcover-edition/
অথবা বইওয়ালাকে এক্সপ্রেসকে হোয়াটসআপ করুনঃ +91 90738 84747

২) কলকাতার কলেজস্ট্রীট থেকে বই নিতে চাইলে, প্রিবুক করুন হোয়াটসআপের মাধ্যমে 9474069196 নাম্বারে। এক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে না।

একটি বিষয় বইয়ের প্রিবুক শেষ হচ্ছে ৩১শে আগস্ট, ২০২৫। ১লা সেপ্টেম্বরের পর থেকে প্রিবুক করা বই পাঠাতে শুরু করবো এবং যারা কলেজ স্ট্রিট থেকে বই নেওয়ার জন্য প্রিবুক করবেন তারাও ওই সময়েই বই পাবেন।

যদি কেউ প্রিবুক না করে বই সংগ্রহ করতে চান তাঁরাও সেই সময় অনলাইন এবং অফলাইন দুভাবেই সে সময় বই সংগ্রহ করতে পারবেন।
অতএব আর কী! আজকেই আপনার কপি প্রিবুক করে নিন আর প্রাণ খুলে বলুন,
জয় মা দুর্গা, জয় মা জগত্তারিণী
জয়তু পঞ্চম বৈদিক।

পুনশ্চ:
সমস্ত লেখক, লেখিকা, কমিক্স শিল্পী, অলঙ্করণ শিল্পী, প্রচ্ছদ শিল্পীকে জানাচ্ছি প্রকাশনীর পক্ষ থেকে আপনাদের সকলের জন্য একটি করে সৌজন্য সংখ্যা রয়েছে। আপনারা কেউ প্রিবুক করবেন না নিজের কপি পাওয়ার জন্য। তবে যদি কেউ একটি কপির বেশি নিতে চান সেক্ষেত্রে আপনি প্রিবুক করতে পারেন।

একটি বিষয় আপনাদের সৌজন্য সংখ্যা দিতে আমাদের একটু দেরি হতে পারে, কারণ প্রিবুক যাঁরা করবেন তাঁদের বই আমরা আগে পাঠাবো, তারপর আপনাদের বই আমরা দেব। দয়া করে একটু ধৈর্য্য ধরে আমাদের সহযোগিতা করবেন।

যাঁরা যাঁরা প্রিবুক করবেন তাঁরা পাবেন হার্ড বাইন্ড শারদীয়া।বৃতি প্রকাশনী নিবেদিত বাংলার একমাত্র সম্পূর্ণ পৌরাণিক শারদীয়া...
20/08/2025

যাঁরা যাঁরা প্রিবুক করবেন তাঁরা পাবেন হার্ড বাইন্ড শারদীয়া।
বৃতি প্রকাশনী নিবেদিত বাংলার একমাত্র সম্পূর্ণ পৌরাণিক শারদীয়া
পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪৩২
প্রবন্ধ- ১৩টি
উপন্যাসিকা (১০০০১- ২০০০০ শব্দ)- ৫টি
অনুদিত উপন্যাসিকা (১৫০০০ শব্দ)- ১টি
বড় গল্প (৩০০১- ১০০০০ শব্দ)- ১০টি
ছোট গল্প (১০০১- ৩০০০ শব্দ)- ১৪টি
ছোটদের গল্প- ৪টি
মুক্ত গদ্য- ১টি
ইনফো ফিকশন- ১টি
চরিত্রায়ণ- ২টি
ভ্রমণ কাহিনি- ৪টি
উন্মুক্ত চিঠি- ২টি
পাঁচালী- ২টি
কবিতা- ৬টি
শ্যামা সঙ্গীত- ১টি
কমিক্স- ২টি
শব্দ জব্দ- ১টি
মোট শব্দ সংখ্যাঃ ২ লক্ষ ৫৫ হাজারের অধিক
মোট পৃষ্ঠা সংখ্যাঃ ৪৯৬
মুদ্রিত মূল্যঃ ৪২৫/-
প্রিবুকিং মূল্যঃ ৩৪০/-
প্রিবুকিং অফারঃ প্রত্যেক প্রিবুকার পাবেন হার্ড বাইণ্ড শারদীয়া
প্রিবুকিংয়ের তারিখঃ ২২শে আগস্ট ২০২৫ থেকে ৩১শে আগস্ট ২০২৫
ডিটেলস সহ পোস্ট আসছে আগামী ২২শে আগস্ট, ২০২৫

কথিত আছে কাক ভুশুন্ডি ত্রিকালদ্রষ্টা ছিলেন। তিনি ১১ বার রামায়ণ এবং ১৬ বার মহাভারত দেখেছেন। এই গল্পে তিন চিরঞ্জীবীর দেখা ...
20/08/2025

কথিত আছে কাক ভুশুন্ডি ত্রিকালদ্রষ্টা ছিলেন। তিনি ১১ বার রামায়ণ এবং ১৬ বার মহাভারত দেখেছেন। এই গল্পে তিন চিরঞ্জীবীর দেখা হয়- কাক ভুশুন্ডি, গরুড় এবং হনুমান। তারা বসে আলোচনা করেন এক অন্য মহাভারতের কাহিনী। যে কাহিনী শুরু হয় কুরুক্ষেত্রের বহু পূর্বে ইন্দ্রপ্রস্থের অন্দরমহলে এবং শেষ হয় কুরুক্ষেত্রের পরে।
আসছে রাজশ্রী ব্যানার্জীর কলমে বড়গল্প কুরুক্ষেত্রের আগে কেবল এবং কেবলমাত্র বৃতি প্রকাশনী নিবেদিত বাংলার একমাত্র সম্পূর্ণ পৌরাণিক শারদীয়া পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪৩২-এ।
অলংকরণঃ তমোজিৎ দেব
===========================================
বৃতি প্রকাশনী নিবেদিত বাংলার একমাত্র সম্পূর্ণ পৌরাণিক শারদীয়া
পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪৩২
প্রবন্ধ- ১৩টি
উপন্যাসিকা (১০০০১- ২০০০০ শব্দ)- ৫টি
অনুদিত উপন্যাসিকা (১৫০০০ শব্দ)- ১টি
বড় গল্প (৩০০১- ১০০০০ শব্দ)- ১০টি
ছোট গল্প (১০০১- ৩০০০ শব্দ)- ১৪টি
ছোটদের গল্প- ৪টি
মুক্ত গদ্য- ১টি
ইনফো ফিকশন- ১টি
চরিত্রায়ণ- ২টি
ভ্রমণ কাহিনি- ৪টি
উন্মুক্ত চিঠি- ২টি
পাঁচালী- ২টি
কবিতা- ৬টি
শ্যামা সঙ্গীত- ১টি
কমিক্স- ২টি
শব্দ জব্দ- ১টি
মোট শব্দ সংখ্যাঃ ২ লক্ষ ৫৫ হাজারের অধিক
মোট পৃষ্ঠা সংখ্যাঃ ৪৯৬
মুদ্রিত মূল্যঃ ৪২৫/-
প্রিবুকিং মূল্যঃ ৩৪০/-
প্রিবুকিং অফারঃ প্রত্যেক প্রিবুকার পাবেন হার্ড বাইণ্ড শারদীয়া
প্রিবুকিংয়ের তারিখঃ ২২শে আগস্ট ২০২৫ থেকে ৩১শে আগস্ট ২০২৫

খেলার মাঠ থেকে ফিরেই দাদাইয়ের কাছে গল্প শোনার আবদার জুড়ে দিল রনি। রনি সব সময় বলে তার দুজন বেস্ট ফ্রেন্ড আছে। স্কুলে ত...
19/08/2025

খেলার মাঠ থেকে ফিরেই দাদাইয়ের কাছে গল্প শোনার আবদার জুড়ে দিল রনি। রনি সব সময় বলে তার দুজন বেস্ট ফ্রেন্ড আছে। স্কুলে তার বেস্ট ফ্রেন্ড অয়ন ও বাড়িতে দাদাই মানে তার ঠাকুরদা। রনি আর অয়ন দুজনে একদম হরিহর আত্মা। ওরা একসাথে স্কুলে যাওয়া থেকে শুরু করে এক বেঞ্চে পাশাপাশি বসা, এমনকি টিফিন টাইমে ও দুজন দুজনের খাবার শেয়ার করে। দাদাই বলল,"আজ তোমাদের দুজন বন্ধুর গল্প বলবো! রনি জিজ্ঞাসা করে, "কাদের গল্প?"দাদাই বলে,"হনুমানজী ও শনি দেবের গল্প! তোমরা হয়তো জানো না ওনারা দুজন খুব ভালো বন্ধু ছিলেন একদম বেস্ট ফ্রেন্ড, ঠিক তোমাদেরই মত।"
কীভাবে শনিদেব ও বজরংবলীর সাক্ষাৎ হলো ও পরবর্তীকালে কীভাবে তারা ভালো বন্ধু হয়ে উঠলেন। অত্যাচারী ও অহংকারী অসুর রাবণের কবল থেকে বজরংবলী কীভাবে তার বন্ধু শনিদেবকে মুক্ত করলেন, তাদের সেই সখ্যতার গল্পই ফুটে উঠবে সাহিত্যিক সৈকত মিত্রের কলমে ছোটদের জন্য লেখা "শনিদেব ও বজরংবলী" গল্পে বৃতি প্রকাশনী নিবেদিত বাংলার একমাত্র সম্পূর্ণ পৌরাণিক শারদীয়া পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪৩২ সংখ্যায়।
অলংকরণঃ তমোজিৎ দেব

“বুধের বিবাহের দিন শাস্ত্র নির্দেশিত কিছু কাজ যেমন আভ্যুদয়িক নান্দীমুখ করার জন্য অর্থাৎ পিতৃতর্পণ, দেবতর্পণ ও ঋষিতর্পণ ক...
17/08/2025

“বুধের বিবাহের দিন শাস্ত্র নির্দেশিত কিছু কাজ যেমন আভ্যুদয়িক নান্দীমুখ করার জন্য অর্থাৎ পিতৃতর্পণ, দেবতর্পণ ও ঋষিতর্পণ করার অভিপ্রায়ে নদীতীরে উপনীত হলাম ৷

এই সময়ে যে ঘটনা ঘটল তা বিষ্ময়কর এবং অভূতপূর্ব ৷স্নান করে জল থেকে উঠতেই দেখি একী! এতো আমার অতি পরিচিত সেই পুরীর ঘাট, আমার পরিচিত লোকরা পাশে ,কেউ স্নান করছে ,কেউ বা তীরে উঠে গা মুছছে ৷ আমি চারদিক দেখতে থাকলাম ৷ পুরো উন্মাদের মত অবস্থা ৷ এ কী দৃষ্টিবিভ্রম ? আমার অসংলগ্ন আচরণ দেখে আমার বন্ধু ও পরিচিতজনেরা আমাকে জল থেকে তুলে এনে বারংবার প্রশ্ন করতে থাকল ,”আমি চারপাশে কী দেখছি?আমার কী হয়েছে?”

এমনকী লোকমুখে সংবাদ শুনে আমার স্ত্রী মানিনীও সমুদ্রতীরে এসে উপস্থিত হলো ৷”

তারপর…

অনন্ত মুনির সাথে যে সব ঘটনা ঘটেছিল তা কী দৈবনির্দেশিত? **কৌশিক চট্টোপাধ্যায়ের** লেখা চরিত্রায়ণ ‘**অথ অনন্ত কথা’**তে থাকছে সব প্রশ্নের উত্তর কেবলমাত্র বৃতি প্রকাশনী নিবেদিত বাংলার একমাত্র পৌরাণিক শারদীয়া **পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪৩২**-এর পাতায়।

“কী ব্যাপার? এতদিনে বুঝি হরগেহিনীর তার এই অভাজন ভাই হরিকে মনে পড়ল?” আগন্তুকের কণ্ঠের স্বাভাবিক কৌতুকে ধীরে ধীরে চোখ খোলে...
17/08/2025

“কী ব্যাপার? এতদিনে বুঝি হরগেহিনীর তার এই অভাজন ভাই হরিকে মনে পড়ল?” আগন্তুকের কণ্ঠের স্বাভাবিক কৌতুকে ধীরে ধীরে চোখ খোলে পার্বতী। ইদানীং কৈলাসের নিত্যদিনের কাজ যথারীতি সারার পর সে নিজেকে হয় ব্যস্ত রাখে পড়াশুনার কাজে না হলে ধ্যানে। নানা বিষয়ে তার অসীম আগ্রহ। তাই নিজের পছন্দের বিষয় নিয়ে সে সদা সর্বদাই চর্চা করে যেতে পছন্দ করে। এছাড়াও কৈলাসে অবস্থান করলে সমগ্র আর্যাবর্তের রাজনীতি সম্বন্ধেও সে নিজেকে সম্যকভাবে অবহিত রাখে নিত্যদিন। এই বিষয়ে তার মাতৃকাগণ তাকে সংবাদ সরবরাহ করে থাকে। এখন অবশ্য সে মহাদেবের বসার আসনের বাম পাশে তার জন্য যে স্থান নির্দিষ্ট ছিল সেখানে বসেই ধ্যানে মগ্ন ছিল। নিজেকে জানাই যে ধ্যানের সবচেয়ে বড়ো উদ্দেশ্য। চোখ খুলে সে শ্রীহরি বিষ্ণুকে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা এবং প্রণাম জানায়।
মহাদেবের অনুপস্থিতিতে পার্বতী নিত্যদিন তাঁর বসার আসন সুসজ্জিত করে রাখে। ব্যাঘ্রচর্মের যে আসনের উপর মহাদেব বসতে পছন্দ করে, সেই আসন সে নিজের হাতে পরিছন্ন করে পুষ্প দিয়ে সুশোভিত করে রাখে। দেবাদিদেব যে ব্যাঘ্রমুণ্ডের উপর নিজের পদ স্থাপন করে ধ্যানে নিমগ্ন থাকে সেই ব্যাঘ্রমুণ্ডের উপরেই পার্বতী প্রত্যহ বিল্বপত্র, ধুতুরা, আকন্দ প্রভৃতি মহাদেবের প্রিয় পুষ্প পল্লবের অর্ঘ্য রচনা করে। এই সকল পুষ্প, পল্লব হিমালয়ের এই তুষারাবৃত প্রান্তরে অতি বিরল। তা সত্ত্বেও মহাদেবের গণেরা পার্বতীর আদেশে এ সকল দূরদূরান্ত থেকে সংগ্রহ করে আনে। আর সেই সংগৃহীত পুষ্পপল্লব পার্বতী বিশেষ দ্রব্যের প্রভাবে সংরক্ষণ করে রাখে দীর্ঘদিন।
“আমার তো তাও মনে পড়েছে। আমার ভ্রাতার তো তাও পড়ে না। জগতের পালন করতে করতে সে তো নিজের ভগিনীকেই বিস্মৃত হয়েছে। তাও আমার কত ভাগ্যি যে তার দর্শন মিলল। অবশ্য তার জন্য এই বোনকে কম তপস্যা করতে হল না।” মহাদেবের বসার স্থান থেকে অদূরেই কৈলাস ভবন। পার্বতী মৃদু হেসে শ্রী বিষ্ণুকে সেদিকেই নিয়ে যেতে যেতে বলে।
বিষ্ণু এবার হো হো করে হেসে বলে, “তা ভগিনী ডাকলে কি আর ভ্রাতা না এসে পারে? তবে এখানে এসে একটি কথা বিলক্ষণ বুঝতে পারছি যে আমার ভগিনী আর আগের মতো ছোটোটি নেই। বরং বাকচাতুর্যে তার জুড়ি মেলা এখন বড়ো দায়।”
“তা ভ্রাতার গুণ তো ভগিনীর মধ্যে থাকবেই, তাই না? ভুলে যেও না তুমি নারায়ণ হলে আমিও কিন্তু নারায়ণী।” পার্বতীর ইঙ্গিতে জয়া নারায়ণের দিকে পাদ্যের কলস এগিয়ে দেয়। তারপর শুষ্ক বস্ত্রে তার পা মুছিয়ে দিয়ে সরে দাঁড়ায়।
“তা বটে… তা বটে।” কৈলাস ভবনে বিষ্ণু সুখাসন গ্রহণ করতে করতে বলে।
এবার তাকে তুলসী, শ্বেত পদ্ম আর শ্বেত গন্ধ পুষ্পের অর্ঘ্য প্রদান করে পার্বতী। সানন্দে সেই অর্ঘ্য গ্রহণ করে শ্রীহরি। বিজয়া এবার এগিয়ে এসে নারায়ণের হাতে তুলে দেয় তুলসীর মঞ্জরী দেওয়া আচমনীয়।
শ্রী বিষ্ণুর আচমন সমাপ্ত হলে পার্বতীর ইশারায় জয়া একটি স্বর্ণ থালির উপর দধি পাখাল ও পনকমের পাত্র নিয়ে উপস্থিত হয়। পার্বতী নিজের হাতে নারায়ণের দিকে সে থালি এগিয়ে দিতে দিতে বলে, “এতদূর থেকে এসেছ প্রথমে এই শীতল পানীয় সেবন করে নিজের শ্রান্তি দূর করো।” নারায়ণ তার অতি প্রিয় দুই পানীয়ই একে একে গ্রহণ করে। এবার বিজয়া পার্বতী নির্দেশে নিয়ে আসে লক্ষ্মী বিলাস, জগন্নাথ বল্লভ, খাজা, ছানাপোড়া, ক্ষীর, চূড়াকদম্ব, বিলাস, মগজ নাড়ু, রসাবলী, সপ্তপুরী প্রভৃতি মিষ্টান্নে সুসজ্জিত পাত্র। সেই পাত্র জগন্নাথের সম্মুখস্থ তেপায়ার উপর রেখে পার্বতী বলে, “সবগুলোই কিন্তু গ্রহণ করতে হবে ভ্রাতা। কোনওটিই যে অবশিষ্ট না থাকে।” সেই কোনকাল থেকে নারায়ণকে নিজের ভ্রাতা হিসাবে গ্রহণ করেছে সে। তাদের মধ্যে এই বন্ধন এতটাই দৃঢ় যে সচরাচর কেউ দেখলে বলবেই না যে তারা সহোদর নয়।
“মহেশগৃহিনী অন্নপূর্ণার দেখছি সবদিকেই দৃষ্টি। তার ভ্রাতার কোন কোন মিষ্টান্নগুলি প্রিয় তাও দেখছি স্মরণে আছে।” মৃদু হেসে নারায়ণ মিষ্টান্নে মন দেয়। ইত্যবসরে পার্বতী বিষ্ণু পত্নী লক্ষ্মীর কুশল সংবাদ জানার পর অনুযোগ করে যে কেন সে লক্ষ্মীকেও সঙ্গে নিয়ে এল না; তাহলে এই অবসরে সে একজন সঙ্গী পেত। এরকম একথা সেকথার পর নারায়ণ জানতে চায়, “আচ্ছা এবার বলো তো, স্কন্দমাতা হঠাৎ দেবর্ষি নারদের মাধ্যমে এরকম জরুরি সংবাদ প্রেরণ করল কেন?”
পার্বতী খানিক চুপ থেকে ধীরে ধীরে বলে, “তুমি তো জানোই লক্ষ্মীকান্ত, দেবাদিদেব আজ অনেকদিন হল কৈলাসে নেই আর কুমার স্কন্দও দাক্ষিণাত্যে নিজের কর্তব্যকর্মে ব্যস্ত। দেবসেনাপতি সে। স্বর্গরাজ্যের সুরক্ষার ভারও তার কাঁধে। এমতাবস্থায় একাকিত্ব আমাকে ক্রমশই যেন গ্রাস করছে।” একটা সুগভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার অন্তর ভেদ করে।
“সমস্ত জগৎ সংসার যাকে মা বলে ডাকে, জয়া বিজয়া সহ চৌষট্টি কোটি যোগিনী যার নিত্য সহচরী, নন্দী ভৃঙ্গী সহ অন্যান্য গণেরা যার একটি মাত্র আদেশে সমগ্র পৃথিবী তোলপাড় করতে পারে তার কিনা একাকিত্ব? সত্যিই বলো তো দেবী এই একাকিত্ব কি তোমার নতুন কোনও লীলা?” নারায়ণ ঠোঁটের কোণে রহস্যের হাসি অঙ্কন করে জিজ্ঞাসা করে।
পার্বতী এই কথার কোনও উত্তর না দিয়ে একই রকম রহস্যের হাসি হাসে।
“বেশ তাহলে বলো, আমাকে স্মরণ করলে কেন? কী সেই বিশেষ কার্য যাতে আমারও ভূমিকা থাকবে?”
“আমি ঠিক করেছি আমি এক সন্তান সৃজন করব, যে হবে আমার একান্তই নিজের আত্মীয়।”
“কিন্তু… মহাদেব তো এখন কৈলাসে নেই। তাকে ছাড়া…”
“মহাদেবের বীজ বিনা এই কাজ সম্ভব নয় আমিও জানি। তাই তো তোমার শরণাপন্ন হয়েছি নারায়ণ। তোমার মনে আছে হয়তো কুমারের জন্মের আগে আমাদের মিলনকালে দেবতারা ব্যঘাত সৃষ্টি করে। আসলে তারকাসুরের অত্যাচারে তারা ছিল জর্জরিত। সেই সময় শিবের বীজ ধারণ করেছিলেন অগ্নিদেব। পরবর্তীকালে সেই শিব বীজ এবং আমার বীজের নিষেক করিয়ে স্থাপন করা হয় কৃত্তিকার গর্ভে। অবশ্য জ্যেষ্ঠা গঙ্গাকেও তার গর্ভ ঋণ দিতে অনুরোধ করেছিলাম। তিনি রাজিও ছিলেন, কিন্তু বৈদ্যরাজ জানিয়ে ছিলেন ওই ভ্রূণ গর্ভে ধারণে জ্যেষ্ঠা অসমর্থা। তখন আমরা বাধ্য হয়েই কৃত্তিকাদের শরণাপন্ন হই। সেই শিব বীজের কিয়দংশ এখনও সংরক্ষিত আছে হিমালয়ের অতি নিম্ন তাপমাত্রায়।”
“তারপরেও একটা কিন্তু থেকেই যাচ্ছে।”
“জানি তুমি কী বলবে। ওই সন্তানও আমি গর্ভে ধারণ করব না। শিব আর শক্তির সেই সন্তান জন্ম নেবে এক অনন্য উপায়। আর সেই উপায় তোমার অজানা নয়। আমাকে সেই পন্থা দেখাও হে জনার্দন।”
“ভালো করে ভেবে নিয়েছ তো পার্বতী। মহাদেব এই সময় কৈলাসে নেই, তার অবর্তমানে এত বড়ো একটা সিদ্ধান্ত… তাছাড়া তুমি যে পন্থা অবলম্বন করতে চাইছ সেই পন্থা কিন্তু এখন অবধি কেবলই এক তত্ত্ব মাত্র, বাস্তবায়িত হয়নি। এর ফলাফল যে কী হবে তাও এখনও সম্পূর্ণ জানা নেই। আসলে কী বলো তো এই পন্থাটা প্রকৃতি বিরুদ্ধই বলা চলে।”
“তোমরাই তো আমাকে প্রকৃতি বলো। বলো আমিই নাকি পরাৎপরা আদি শক্তি। তাহলে যে কাজ স্বয়ং প্রকৃতি করতে চাইছে সে কাজ প্রকৃতি বিরুদ্ধ হয় কী করে?” নারায়ণকে পুনরাচমনীয় এগিয়ে দিতে দিতে পার্বতী বলে। তার গলায় এক অদ্ভুত দৃঢ়তা খেলা করে বেড়াচ্ছে। এই জন্যই কি তাকে আদি দম্ভিতা বলে অভিহিত করেছিল বিন্ধ্যাচল নিবাসী ঋষিরা?
উপন্যাসিকাঃ হেরম্ব সম্ভব
বইঃ অষ্টক ২
লেখকঃ সৌরভ আঢ্য
প্রকাশনীঃ বৃতি প্রকাশনী
মুদ্রিত মূল্যঃ ৩২০/-

আসছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী-র লেখা সাপ রাজপুত্র কমিক্স আকারে কেবল এবং কেবলমাত্র বৃতি প্রকাশনী নিবেদিত বাংলার একমাত্র স...
12/08/2025

আসছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী-র লেখা সাপ রাজপুত্র কমিক্স আকারে কেবল এবং কেবলমাত্র বৃতি প্রকাশনী নিবেদিত বাংলার একমাত্র সম্পূর্ণ পৌরাণিক শারদীয়া পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪৩২-এর পাতায়।
অঙ্কন এবং অতিরিক্ত সংলাপে দীপাঞ্জন চাকলাদার।

ভারতের প্রাচীন ও বিখ্যাত মহাকাব্য মহাভারত। মহাভারতের কবির বলা ‘আচখ্যু কবয়...’ শ্লোককে মান্যতা দিয়েই যুগে যুগে দেশে-বিদ...
10/08/2025

ভারতের প্রাচীন ও বিখ্যাত মহাকাব্য মহাভারত। মহাভারতের কবির বলা ‘আচখ্যু কবয়...’ শ্লোককে মান্যতা দিয়েই যুগে যুগে দেশে-বিদেশে এই জনপ্রিয় কাব্যটির বিভিন্ন কাহিনীর বিনির্মাণ করেছেন তৎকালীন সময়ের‌ বিখ্যাত লেখকগণ। সেইরকমই মহাভারতের বনপর্বে অর্জুনের কাহিনী নিয়ে প্রাচীন যবদ্বীপের বিখ্যাত কবি Mpu kanwa একাদশ শতাব্দীতে Kawi ভাষায় রচনা করেন ‘অর্জুনবিবাহ’।

বনপর্বে অর্জুনের দ্বারা মহাদেবের ঘোরতর তপস্যা, সিদ্ধিলাভ, পাশুপত অস্ত্রলাভ, নিবাতকবচ বধ করে ইন্দ্রকে সহায়তা করা ইত্যাদি পরিচিত কাহিনীই এই লেখাটির মূল উপজীব্য হলেও অনেক নূতন কাহিনীও যুক্ত করেছেন লেখক। এই ‘কাকাবিন’ বা কাব্যটির মধ্যে ছত্রে ছত্রে যবদ্বীপের পরিবেশ, সংস্কৃতি, জীবনযাপন ফুটে উঠেছে।
শুভদীপ ঘোষ করলেন Mpu kanwa-এর লেখা কাব্য অর্জুন বিবাহ অনুবাদ। তাঁর এই অনুদিত উপন্যাসিকা কেবল এবং কেবলমাত্র বৃতি প্রকাশনী নিবেদিত বাংলার একমাত্র সম্পূর্ণ পৌরাণিক শারদীয়া পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪৩২-এর পাতায়।
সঙ্গের অলঙ্করণ চিন্ময় মুখোপাধ্যায়-র আঁকা।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৃতি প্রকাশনী প্রাইভেট লিমিটেড - Briti Prakashani Pvt. Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বৃতি প্রকাশনী প্রাইভেট লিমিটেড - Briti Prakashani Pvt. Ltd.:

Share

Category