
27/01/2025
প্রেম নেহাত একটা মৌলিক অনুভূতির নাম নয়। হাসি, কান্না, হর্ষ, বিষাদ, পুলক, অভিমান, আনন্দ, বেদনা, উত্তেজনা, ব্যাথা প্রভৃতি মিশ্র অনুভূতির গোলকধাঁধা। তাই মিলনেও প্রেম, বিরহেও প্রেম, রঙেও প্রেম, বেরঙেও প্রেম, জেতাতেও প্রেম, হারাতেও প্রেম, আলোও প্রেম, প্রেম অন্ধকারও! #নিছক_প্রেমের_গল্প_না প্রেমের আধারে এমন আটটি আঁধার প্রেমের গল্প বলে, যাদেরকে সাধারণভাবে প্রেম বলতে হয়তো বাঁধবে আবার এর একটি কাহিনীকেও সরাসরি অলৌকিক, সামাজিক, পৌরাণিক, প্রাকৃতিক, অতিপ্রাকৃত, রাজনৈতিক, রহস্য, রোমাঞ্চ ইত্যাদি বিশেষণে বিভূষিত করার প্রচেষ্টা করা বোধহয় ঠিক হবে না।
প্রেমের সম্পৃক্ততা এবং সার্থকতা বোধহয় তখনই সম্ভব যখন যেকোনও রূপ-আঙ্গিকে, যেকোনও অনুভূতিতে, যেকোনও পরিপ্রেক্ষিতে, যেকোনও অবস্থানে মনের সেই সূক্ষ্ম তারটি ছুঁয়ে ফেলা যায়, যার মৃদু কম্পনই মনের ভেতর এক অনির্বচনীয় আন্দোলনকে জন্ম দিতে পারে। সেই তার ছোঁয়ার হিসাবকিতাব মানুষভেদে ভিন্ন হতেই পারে, তাইতো গল্পগুলোর গতিপ্রকৃতিও ডালপালা মেলেছে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন মাত্রায়, ভিন্ন ভিন্ন শৈলীতে।
আশা রাখি, কোনও না কোনও ভাবে এ বই আপনার মনের সেই গোপন তারটি ছুঁয়ে যাবে।