05/11/2025
নবদ্বীপের ঐতিহ্যমন্ডিত রাস উৎসব। 🍁🍁
নবদ্বীপের অলিতে গলিতে এখন শুধুই আনন্দ আর আনন্দ। গোটা নবদ্বীপ থানা এলাকা জুড়ে শহর ও গ্রাম মিলিয়ে মোট পুজোর সংখ্যা ৪০১ টি।
হেন কোনও দেবদেবী নেই যাদের নবদ্বীপের রাসে দেখা মেলে না। শিব, কালী, দুর্গা থেকে শুরু করে অন্নপূর্ণা, ভুবনেশ্বরী, ভারত মাতা, দেবী চন্ডী, শবশিবা, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, অকালবোধন কী নেই তালিকায়। সকাল হতেই যথাযথ আচারে শুরু হয় পুজো। প্রাচীন প্রথা ও রীতি মেনে সমস্ত পুজো বারোয়ারী কমিটি বিশাল বিশাল থালায় করে ভোেগ নিয়ে তা নিবেদন করতে যায় পোড়া মা তলায় পোড়া মায়ের উদ্দেশ্যে। এরপর মণ্ডপে মণ্ডপে চলে বিভিন্ন দেবদেবীর পূজার্চনা।
Copyright ©️ Pujo Clicks Original