
16/08/2025
Dum Dum Park Bharat Chakra Club Silver Jubilee Year Durgatsav Theme Announcement with Press Meet
©️ Pujo Clicks Original
থিম "তন্মাত্র-the aura" দেবীর চারপাশে বিরাজমান অদৃশ্য অথচ গভীরভাবে অনুভূতিযোগ্য শক্তিক্ষেত্রকে অন্বেষণ করবে, যা ভক্ত ও দর্শকদেরকে দৃশ্যমান সীমার বাইরে গিয়ে অদেখা ঐশ্বর্যের সান্নিধ্য অনুভব করাবে।
এই অনন্য ভাবনার রূপকার বিশিষ্ট দৃশ্যকল্প-স্রষ্টা শ্রী সুশান্ত শিবানী পাল,যিনি জানান "এখানে আমি চেষ্টা করেছি সেই অদৃশ্য অথচ গভীরভাবে অনুভূতিযোগ্য শক্তিক্ষেত্র-আভা-কে অন্বেষণ করতে যা দেবীকে ঘিরে রাখে।"
এই বছরের শৈল্পিক মহাযজ্ঞ কে সার্থক করে তুলেছেন একদল নিবেদিত প্রাণ শিল্পী ও কারিগর - অধীর পাল; লক্ষণ রায়; সুমন মাইতি; শীর্ষক পাল; তপন মাঝি;অশোক রায় কর্মকার; সুভাষ চন্দ্র ঘোষ,শুভেন্দু গুঁইন ;গৌতম দাস ; নেপাল মাইতি।