News Front

News Front News Front is a weekly Bengali newspaper registered with the Press Registrar General of India (PRGI), Government of India.
(1)

We publish both print and online editions, delivering authentic and timely news from across West Bengal and beyond. প্রতি মুহূর্তে দেশ, রাজ্য, জেলা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ঘটে যাওয়া সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সংবাদ পাঠক ও দর্শকের দরবারে হাজির করতে এই সংস্থা দায়বদ্ধ। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বিনোদন, জীবনযাপন, স্বাস্থ্য ও খেলাসহ সমস্ত ক্ষেত্রকে পরিবেষ্টন করে সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে পথচলা শ

ুরু হয়েছে।

নির্ভরযোগ্য সূত্র, আইনত বৈধ প্রমাণ, জাতীয়-আন্তর্জাতিক সংবাদ সংস্থা, সরকারি ও স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানের ঘোষিত প্রেস বিজ্ঞপ্তি, ঘটনাস্থলে উপস্থিত অভিজ্ঞ সাংবাদিকদের সংগৃহীত তথ্য এবং সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের প্রাসঙ্গিক মতামতের ভিত্তিতে সম্পাদকীয় বিভাগের ফ্যাক্ট-চেকের মাধ্যমে সকল প্রকার প্রভাবমুক্ত থেকে সংবাদ যথাযথভাবে প্রকাশ করতে এই সংবাদমাধ্যমের অভিজ্ঞ পরিচালকমণ্ডলী, সাংবাদিকসহ সর্বস্তরের কর্মীবৃন্দ সচেষ্ট।

‘নিউজ ফ্রন্ট’ শহরের শিক্ষিত ও স্বচ্ছল সমাজ থেকে গ্রামের প্রান্তিক পরিবার— সবার কথাই তুলে ধরে এবং এক বৃহত্তর পাঠকসমাজের আস্থা অর্জন করাই এই নিউজ ওয়েবসাইটের লক্ষ্য। এই বিশাল পাঠকগোষ্ঠী এক বৃহৎ বিজ্ঞাপনের বাজার তৈরি করবে, যার ফলে বিজ্ঞাপনদাতারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁদের কাঙ্ক্ষিত ক্রেতা ও ভোক্তার কাছে পৌঁছাতে পারবেন।

সর্বোপরি, ‘নিউজ ফ্রন্ট’ সঠিক, নিরপেক্ষ, নির্ভীক এবং প্রয়োজনীয় সংবাদ, সমীক্ষা ও বিশ্লেষণ প্রকাশ করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।

01/01/2026

প্রবীণদের পাশে দাঁড়িয়ে বড় বার্তা অধ্যক্ষের! SIR শুনানিতে কেন ক্ষুব্ধ হলেন বিমান বন্দ্যোপাধ্যায়?

01/01/2026

পরিচালক রাজ চক্রবর্তীর আগামী ছবি 'হোক কলরব'-এর একটি সংলাপ নিয়ে তুঙ্গে বিতর্ক। ছবিতে ‘ক্ষুদিরাম চাকি’ নামের ব্যবহার নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে শোরগোল শুরু হয়েছে, তা নিয়ে নিজের মতামত জানালেন হুগলীর সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

01/01/2026

"এবার ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে!"—নতুন বছরের প্রথম দিনেই তৃণমূলের বিরুদ্ধে রণংদেহি মেজাজে হুমায়ুন কবীর।
২০২৬-এর শুরুতেই সুর চড়ালেন ‘জনতা উন্নয়ন পার্টি’র (JUP) সুপ্রিমো হুমায়ুন কবীর। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দিয়ে তিনি জানিয়ে দিলেন, আসন্ন দিনগুলোতে শাসক দলকে একচুল জমিও ছেড়ে দেবে না তাঁর দল।

01/01/2026

রাজ্য রাজনীতিতে কি নতুন কোনো সমীকরণ তৈরি হতে চলেছে? বুধবার বর্ধমানে প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন JUP সুপ্রিমো হুমায়ুন কবীর। এই বৈঠকের পরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা।
বৈঠক শেষে হুমায়ুন কবীরের তাৎপর্যপূর্ণ মন্তব্য: "রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়।" এই মন্তব্যের মাধ্যমে তিনি কি সুনীল মণ্ডলের JUP-তে যোগদানের জল্পনাকে আরও উসকে দিলেন?

নতুন বছর, নতুন আশা। সত্যের পথে নির্ভীক সংবাদই আমাদের অঙ্গীকার।২০২৬-এও আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে চলবে .co.in
01/01/2026

নতুন বছর, নতুন আশা। সত্যের পথে নির্ভীক সংবাদই আমাদের অঙ্গীকার।
২০২৬-এও আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে চলবে .co.in

31/12/2025

“ভোট চুরির তথ্য হাতে-কলমে প্রমাণসহ বিশ্বকে তুলে ধরেছেন রাহুল গান্ধী।
এখন খোকাবাবু রাহুল গান্ধীকে টুকলি করেছে।”
— কড়া ভাষায় আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী। মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া।

31/12/2025

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ–এর সঙ্গে বৈঠকের পর প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৈঠকে কী নিয়ে আলোচনা হল

31/12/2025

"মন্দিরের বিরোধী আমরা নই, কিন্তু সরকারি টাকায় কোনো মন্দির করা যায় না!"—পাবলিক ফান্ডের ব্যবহার নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর। হিন্দুরা মন্দির করুক আপত্তি নেই, কিন্তু সরকারি টাকা কেন?

31/12/2025

"মুসলমানদের মধ্যেই কিছু আবু জেহেল ও মুনাফেক আছে, তারাই এখন তৃণমূল করছে!"—তৃণমূলের বিরুদ্ধে ফের জ্বালাময়ী হুমায়ুন কবীর।
হুগলির ইজতেমায় বিক্ষোভের মুখে পড়ার পর তৃণমূলের ওপর আক্রমণ আরও শাণিত করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এবার তিনি সরাসরি ধর্মীয় অনুষঙ্গ টেনে এনে আক্রমণ করলেন তৃণমূলের সাথে থাকা মুসলিম কর্মীদের।

31/12/2025

"মমতাই বিজেপির বড় দালাল!"—হুগলিতে 'গো ব্যাক' স্লোগান শুনেই মেজাজ হারালেন হুমায়ুন কবীর।
হুগলির ঐতিহাসিক ধর্মীয় অনুষ্ঠান বিশ্ব ইজতেমায় যোগ দিতে গিয়ে তৃণমূল কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন ভরতপুরের বিধায়ক তথা নবগঠিত দলের নেতা হুমায়ুন কবীর। বিধায়ক পদ না ছাড়লেও নতুন দল গড়ায় তাঁকে ‘বিজেপির দালাল’ বলে আক্রমণ করে ‘গো ব্যাক’ স্লোগান দেয় তৃণমূল কর্মীরা।

31/12/2025

রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের নয়া মুখ্যসচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী। বাংলার ইতিহাসে এই প্রথম কোনো মহিলা এই শীর্ষ পদের দায়িত্ব সামলাবেন।
নন্দিনী চক্রবর্তী ১ জানুয়ারি ২০২৬ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। এতদিন তিনি স্বরাষ্ট্র, পাহাড় ও পর্যটন দফতরের সচিব ছিলেন। মনোজ পন্থ বিদায়ী মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। জগদীশ প্রসাদ মিনা রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হতে চলেছেন জগদীশ প্রসাদ মিনা। তিনি নন্দিনী চক্রবর্তীর ছেড়ে আসা তিন দফতরের দায়িত্বও সামলাবেন।

প্রশাসনিক এই পরিবর্তন রাজ্যের কাজে কতটা গতি আনবে? প্রথম মহিলা মুখ্যসচিবের হাত ধরে নবান্ন কোন নতুন দিশা দেখবে? আপনার মতামত কমেন্টে জানান। 👇

31/12/2025

বিশ্ব ইজতেমার মঞ্চেই উঠল ‘গো ব্যাক’ স্লোগান। এই অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়লেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Address

Kolkata
700105

Alerts

Be the first to know and let us send you an email when News Front posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Front:

Share