
21/04/2025
একটা রুপোর গয়নার দোকানে ভিডিও শুটিং এর জন্য যাচ্ছিলাম। সাধারণত এই ধরনের কাজে ক্যাজুয়াল পোশাকই পরি। কিন্তু সেদিন আমার শাড়ি পরতে খুব ইচ্ছা হয়েছিল। ছবিতে যে শাড়িটি দেখছেন তা হল মুর্শিদাবাদি সিল্ক, ২০০০ সালে কেনা, দিদির বিয়েতে পরার জন্য। তো বাড়ি থেকে বেড়িয়ে মেট্রোর জন্য অপেক্ষা করছি। হঠাৎ একজন মহিলা এসে বললেন, "you are looking very pretty in this saree, can you pls tell me the shop location?" আলাপচারিতায় জানতে পারলাম যে তিনি পুনে থাকেন, শ্বশুরবাড়িতে এসেছেন এবং শাশুড়িমাকে নিয়ে শপিং এ বেড়িয়েছেন, কলকাতা থেকে শাড়ি কেনার জন্য খুব আগ্রহী। আমি যে ভাল শাড়ির দোকানগুলি জানি সেগুলির তথ্য তাকে দিলাম। তিনি খুব খুশি হয়েছিলেন। আমারও খুব ভাল লেগেছিল, সেই মুহূর্তটির ছবি এটি।