24/10/2025
অমরাবতী: ভয়াবহ দুর্ঘটনা। ভলভো বাসে লেগে গেল আগুন। মৃত্যু হল কমপক্ষে ১১ জন যাত্রীর। আরও অনেকে আহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে এই দুর্ঘটনাটি ঘটে অন্ধ্র প্রদেশের কুর্নুলে। বাসে ৪০ জন যাত্রী ছিলেন বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল বাসটি। আজ, শুক্রবার ভোর তিনটে নাগাদ বাসটি রাস্তায় সামনে থাকা একটি বাইককে ধাক্কা মারে। বাইকটি বাসের নীচে আটকে যায়। সম্ভবত সেখান থেকেই আগুন লেগে যায়। নিমেষে গোটা বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। এসি বাস হওয়ায়, যাত্রীরা বেরতেও পারছিল না। যে কয়েকজন জানালা ভাঙতে পেরেছিলেন, তারা কোনওমতে প্রাণে বাঁচেন।...
অমরাবতী: ভয়াবহ দুর্ঘটনা। ভলভো বাসে লেগে গেল আগুন। মৃত্যু হল কমপক্ষে ১১ জন যাত্রীর। আরও অনেকে আহত হয়েছেন। শুক্রবা.....