10/06/2025
বুদ্ধি আর নিরপেক্ষ শক্তি। বুদ্ধিকে সুবুদ্ধি বা দুর্বুদ্ধি বানানো মানুষের কাজ। এই উক্তিটি মানব অস্তিত্বের এক গভীর সত্যকে উন্মোচন করে। বুদ্ধি যা আমাদের চিন্তা, শেখা এবং সিদ্ধান্ত গ্রহণের মূল চালিকাশক্তি। তা নিজে ভালো বা মন্দ নয়।
বুদ্ধি হল একটি বিশুদ্ধ শক্তি। যা কোন নৈতিক বিচার গ্রহণ করে না। এর ক্ষমতা অসীম। কিন্তু এর দিকনির্দেশনা নির্ভর করে মানুষের ইচ্ছার ওপর।
বাকি অংশ নিচে ভিডিওতে আলোচনা করা হয়েছে:-