জ্ঞান ও শিক্ষার আলোকে

জ্ঞান ও শিক্ষার আলোকে ১. আপনি পেজটি Like and Follow করুন।
২. আপনি কি Activefollower? তাহলে আপনি Follow back পাবেন।
৩.
(36)

Facebook -এ Followers বাড়িয়ে কোন সফলতা পাওয়া যায় না।
৪. আমাদের সকলকে পোস্ট দেখে পোস্ট সম্পর্কিত লাইক,গঠনমূলক কমেন্ট এবং পোস্ট ভালো লাগলে শেয়ার করতে হবে।

10/06/2025

বুদ্ধি আর নিরপেক্ষ শক্তি। বুদ্ধিকে সুবুদ্ধি বা দুর্বুদ্ধি বানানো মানুষের কাজ। এই উক্তিটি মানব অস্তিত্বের এক গভীর সত্যকে উন্মোচন করে। বুদ্ধি যা আমাদের চিন্তা, শেখা এবং সিদ্ধান্ত গ্রহণের মূল চালিকাশক্তি। তা নিজে ভালো বা মন্দ নয়।
বুদ্ধি হল একটি বিশুদ্ধ শক্তি। যা কোন নৈতিক বিচার গ্রহণ করে না। এর ক্ষমতা অসীম। কিন্তু এর দিকনির্দেশনা নির্ভর করে মানুষের ইচ্ছার ওপর।

বাকি অংশ নিচে ভিডিওতে আলোচনা করা হয়েছে:-





10/06/2025

তিন বর্ণের নাম আমার, বিদ্বানের সাথী, মাথাটা কেটে ফেললে হই মাপকাঠি (ধাঁধা)

"আপনার স্বপ্নকে সত্যি করতে হলে আপনাকে জেগে উঠতে হবে এবং কাজ করতে হবে। অন্যথায়, আপনার স্বপ্ন কেবল স্বপ্নেই থেকে যাবে, যা...
10/06/2025

"আপনার স্বপ্নকে সত্যি করতে হলে আপনাকে জেগে উঠতে হবে এবং কাজ করতে হবে। অন্যথায়, আপনার স্বপ্ন কেবল স্বপ্নেই থেকে যাবে, যা আপনি কখনোই বাস্তবে পরিণত করতে পারবেন না। কারণ সফলতার পথ অলসদের জন্য নয়, এটি কঠোর পরিশ্রমীদের জন্য খোলা থাকে।"






09/06/2025

হাতুড়ি বাটালি বাইশটা, চোরে নিল বাইশটা। বাকি থাকে কয়টা?

"আপনার প্রতিটি কাজই আপনার ভবিষ্যতের রাস্তা তৈরি করে। সেই রাস্তা আপনাকে সফল করতে পারে, অথবা নতুন কিছু শিখিয়ে অভিজ্ঞতা দিত...
09/06/2025

"আপনার প্রতিটি কাজই আপনার ভবিষ্যতের রাস্তা তৈরি করে। সেই রাস্তা আপনাকে সফল করতে পারে, অথবা নতুন কিছু শিখিয়ে অভিজ্ঞতা দিতে পারে। মনে রাখবেন, কোনো ভুল মানেই শেষ নয়, বরং সেটা একটা সুযোগ যা থেকে আপনি আরও শক্তিশালী হতে পারেন। তাই ভয় না পেয়ে এগিয়ে যান, কারণ আপনার জীবনের এই পথটা আপনি নিজেই তৈরি করছেন।"






08/06/2025

"কথা দেওয়া সহজ, রাখা কঠিন। তাই কথা দেওয়ার আগে ভাবুন, তা রাখতে পারবেন কিনা।"

🎉 Just completed level 3 and I am so excited to continue growing as a creator on Facebook!
08/06/2025

🎉 Just completed level 3 and I am so excited to continue growing as a creator on Facebook!






07/06/2025

সত্য বললে কিছুই মনে রাখতে হয় না, কারণ মিথ্যা কেবল জালের মতো জীবনকে জড়ায়। সত্যের সরল পথেই থাকে আত্মার প্রকৃত শান্তি।

"আপনাদের পাঠানো প্রতিটি স্টার কেবল একটি উপহার নয়, এটি আমার কাজের প্রতি আপনাদের আস্থা ও ভালোবাসার প্রতীক। এই সমর্থন আমাক...
07/06/2025

"আপনাদের পাঠানো প্রতিটি স্টার কেবল একটি উপহার নয়, এটি আমার কাজের প্রতি আপনাদের আস্থা ও ভালোবাসার প্রতীক। এই সমর্থন আমাকে আরও এগিয়ে যেতে এবং নতুন কিছু তৈরি করতে অনুপ্রাণিত করে। আপনাদের এই ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ!"


I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the star ⭐ support!

Archana Sarkar, Shekandar Ali, Mennie Sampan, HM M***i Abdullah Saadi, Abu Sayed Prodhan, Momtaz Uddin Sagor, Jasim Uddin, Yula Lin, Ezaz Bhai, Abul Hasnat






"মানুষ সেই আশ্রয় খুঁজে বেড়ায়, যেখানে তার আস্থা অটুট থাকে, মমতা অবিরাম ঝরে, সম্মান সুরক্ষিত থাকে, আর মন পায় প্রশান্তি...
07/06/2025

"মানুষ সেই আশ্রয় খুঁজে বেড়ায়, যেখানে তার আস্থা অটুট থাকে, মমতা অবিরাম ঝরে, সম্মান সুরক্ষিত থাকে, আর মন পায় প্রশান্তি।"






06/06/2025

একমাত্র ফুচকাওয়ালাই পারে কোটিপতি লোকদেরকেও রাস্তায় বাটি হাতে দাঁড় করাতে... !!!

06/06/2025

এক ছিল জমজমাট বাজার। সেখানে বেচাকেনার ব্যস্ততা চলত সারাদিন। এই বাজারেরই চারজন বাসিন্দা ছিলেন চার রকম ব্যবসায়ী— মিষ্টিওয়ালা, বেকারির মালিক, ফল বিক্রেতা আর মাছ বিক্রেতা।
মিষ্টিওয়ালা তার দোকানের মিষ্টিতে ভেজাল মেশাত। মনে মনে বলত, "আমি তো নিজে মিষ্টি খাই না, তাই এতে কী মেশালাম তাতে আমার কী আসে যায়? লাভটা আমার।"
বেকারির মালিক বাসি আর পচা জিনিস দিয়ে বিস্কুট বানাত। সে ভাবত, "আমার বাড়িতে তো কেউ বিস্কুট খায় না। খদ্দেররা খাবে, আমার তাতে কীসের চিন্তা?"

বাকি অংশ নিচে ভিডিওতে আলোচনা করা হয়েছে :--






Address

Kolkata
700023

Website

http://m.facebook.com/

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞান ও শিক্ষার আলোকে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share