Bongo Patrika

Bongo Patrika বাঙালি❤️

লড়াইটা ভাতের,লড়াইটা বেকারত্বের বিরুদ্ধে..লড়াইটা জাতের নয়✅❤️❤️❤️🙏
18/04/2025

লড়াইটা ভাতের,লড়াইটা বেকারত্বের বিরুদ্ধে..
লড়াইটা জাতের নয়✅❤️❤️❤️🙏

মঙ্গলবার সন্ধ্যায় Rest করার জন্য মাঠে গিয়েছিল এক কিশোরী, এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরদিন, অর্থাৎ বুধবার, তার গ্রামের এক...
17/04/2025

মঙ্গলবার সন্ধ্যায় Rest করার জন্য মাঠে গিয়েছিল এক কিশোরী, এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরদিন, অর্থাৎ বুধবার, তার গ্রামের এক ব্যক্তি তাকে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

সে সময় তার শরীর অর্ধনগ্ন ছিল এবং মুখ ফুলে গিয়েছিল। বিষয়টি দেখেই ওই ব্যক্তি তৎক্ষণাৎ তার পরিবারকে খবর দেন।

[অপরাধ সংবাদ, ধর্ষণ, রামপুর]
তথ্যসূত্র: TIMES NOW

বৃষ্টি নামার আগের মুহূর্তে, মন হারায় এক অজানা প্রশান্তিতে।🌧️🍃⚡
17/04/2025

বৃষ্টি নামার আগের মুহূর্তে, মন হারায় এক অজানা প্রশান্তিতে।🌧️🍃⚡

আজ চাকরিহারা কেসে চিফ জাস্টিসের বেঞ্চে। ব্যাপারটা যা দাঁড়ালো -👇১. যাঁরা যোগ্য (আপাতত চিহ্নিত) তাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত...
17/04/2025

আজ চাকরিহারা কেসে চিফ জাস্টিসের বেঞ্চে।
ব্যাপারটা যা দাঁড়ালো -👇

১. যাঁরা যোগ্য (আপাতত চিহ্নিত) তাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন, মাইনে পাবেন✅ ।

২. যাঁরা চিহ্নিত অযোগ্য ( এখনো পর্যন্ত) তাঁরা স্কুলে যেতে পারবেন না । তাঁদের সুদ সহ টাকা ফেরত দিতেই হবে ।✅

৩. গ্রুপ সি গ্রুপ ডি তাঁরা স্কুলে যেতে পারবেন না । তাঁদের এখন থেকেই চাকরি ছেদ ✅

৪. ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে এই ২৫ হাজার ৭৩২ জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতেই হবে । এবং তার জন্য রাজ্যকে আদালতে লিখিত মুচলেকা জরুরি ভাবে দিতে হবে । রাজ্য সেটা আদালতে রাজী হয়েও গেছে ✅

এই আপাতত আপডেট ..
যা দাঁড়ালো ২৫ হাজার ৭৩২ জনের চাকরি আর সত্যিই থাকল না । শুধু চিহ্নিত যোগ্য শিক্ষকদের আগামী ৯ মাস স্কুলে শিক্ষকতা থাকল । তারপর আর থাকল না, যদি না তাঁরা পরীক্ষায় বসে আবার উত্তীর্ণ হয়ে শিক্ষক হতে পারেন ।

আপাতত এইটুকুই
Collected

"Fact Check"A news has been circulated over the fresh incident reporting on violance from Samsherganj. Though during enq...
16/04/2025

"Fact Check"

A news has been circulated over the fresh incident reporting on violance from Samsherganj. Though during enquiry, it is established that the incident of fire took place accidentally in one shop in dhuliyan town under Samsherganj PS on 16.04.25. There is no issue relating to Hindu-Muslim conflict. Don't spread rumour and stay out of it.



Thanks Jangipur Police District

মামি-ভাগ্নের প্রেমে 'কাঁটা' পরিবার, বজবজে ভিডিও কল করে আত্মঘাতী যুগল!সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: নববর্ষের প্রথম দিনই মর্...
16/04/2025

মামি-ভাগ্নের প্রেমে 'কাঁটা' পরিবার, বজবজে ভিডিও কল করে আত্মঘাতী যুগল!

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: নববর্ষের প্রথম দিনই মর্মান্তিক পরিণতি। পরকীয়া সম্পর্কে পরিবারের বাধা মানতে না পেরে 'আত্মঘাতী' যুগল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত পাইকপাড়া এলাকায়। জানা গিয়েছে, দূঃসম্পর্কের ভাগ্নের সঙ্গে মামির প্রণয়ঘটিত সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তা মেনে নেয়নি পরিবার। আর সেই জ্বালা থেকে ভিডিও কল করে দুই বাড়িতে দু'জন আত্মঘাতী হয়েছেন বলে পরিবার সূত্রে দাবি। খবর পেয়ে বজবজ থানার পুলিশ তাঁদের মোবাইল দুটি বাজেয়াপ্ত করেছে। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর দশেক আগে বজবজ থানার অন্তর্গত নন্দনপুরের বাসিন্দা ১৯ বছরের অনন্যা নামে এক তরুণীর সঙ্গে পাইকপাড়ার আশা গাজিতলার বাসিন্দা, রণজিৎ সর্দারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তী সময়ে তাঁদের বিয়ে হয় দুই পরিবারের সম্মতিতে। রণজিৎ-অনন্যার এক আড়াই বছরের সন্তানও রয়েছে। রণজিতের একটি বাইক সারানোর গ্যারেজ রয়েছে। এতদিন সংসার ঠিকঠাকই চলছিল। বাদ সাধল একটি ঘটনায়।

মিশুক বলে পরিচিত অনন্যা কোনওভাবে সম্পর্কে জড়িয়ে পড়েন রণজিতের পিসতুতো দিদির ছেলে রাকেশ ওরফে রকি বাগের সঙ্গে। রকি একটি প্রাইভেট সংস্থায় কাজ করতেন। অনন্যার চোখে স্বামী রণজিতের চেয়ে রকি বেশিই স্মার্ট ও আকর্ষণীয় ছিল। প্রায়শয়ই রকির মামার বাড়িতে আগমন, খাইয়েদাইয়ে মামির আদরযত্ন, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলাটা - সবটাই পরিবারের লোকজনের নজরে পড়েছিল। কিন্তু তাঁরা তা এড়িয়ে গিয়েছিলেন। কারণ একটাই, সম্পর্কে তাঁরা মামি এবং ভাগ্নে। তাই অন্য কোনও সম্পর্কের কথা মাথায় আসেনি তাঁদের। তবে রকির পরিবার অভিযোগ করত, আয়ের বেশিরভাগ অংশই মামির পিছনে খরচ করতেন। সম্প্রতি মাস দুয়েক হল রকি আর কাজে যাচ্ছিলেন না। বেশিরভাগ সময় কাটাচ্ছিল মামির সঙ্গে।

সোমবার রাতে ঠিক কী ঘটেছিল, তা কারওই জানা নেই। বেশ কিছুক্ষণ দু'জনেই দু'জনের বাড়িতে আলাদা আলাদাভাবে মোবাইলে কথা বলতে বলতেই এই সিদ্ধান্ত। ঘটনার ঠিক পর মুহূর্তে দেখা যায়, অনন্যার শরীরে প্রাণ রয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে বজবজ পৌর হাসপাতালে তড়িঘড়ি নিয়ে আসলেও কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের দাবি, আপাতত দুটো মোবাইলই বজবজ থানার পুলিশ তাদের হেফাজতে রাখার পাশাপাশি দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুই পরিবারের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তথ্যসূত্র: প্রতিদিন.ইন

  গতকাল একটি whatsapp গ্রুপে একটি ভয়ংকর মেসেজ আসে যেখানে বলা হয় "তারকেশ্বর যাচ্ছিল ভোলে বাবা পার করেগা। কথাটা তেতো হলে...
15/04/2025


গতকাল একটি whatsapp গ্রুপে একটি ভয়ংকর মেসেজ আসে যেখানে বলা হয় "তারকেশ্বর যাচ্ছিল ভোলে বাবা পার করেগা। কথাটা তেতো হলেও বাস্তব এদের একটাই টার্গেট হিন্দু দেখলেই মারুন। হাতজোড় করে বলছে আমাদের ছেড়ে দিন তারপরেও কোন ছাড় নেই।।।"

এবং সাথে একটি ভিডিও যে ভিডিওতে দেখা যাচ্ছে একটি অল্প বয়সী ছেলেকে একদল মানুষ নৃশংসভাবে বেধড়ক মারছে, কি একটা ভয়ংকর ব্যাপার বলুন ভিডিওটা দেখেই আপনার রক্ত গরম হয়ে যাবে কিন্তু ভিডিওটি সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায় যে এটি একটি বাংলাদেশে ঘটা ঘটনার ভিডিও এবং ভিডিওটি সম্ভবত প্রথম পোস্ট করা হয় "Miraz Daily Vlogs" নামক একটি বাংলাদেশী পেজ থেকে, তারিখ ২৩ শে মার্চ ২০২৫ এবং ওই সময় কিছু ইনস্টাগ্রাম পেজ থেকে ও বাংলাদেশের ইউটিউব চ্যানেল থেকেও ভিডিও টি পোস্ট করা হয় এবং কোথাও পরিষ্কারভাবে বলা নেই যে এটা ঠিক কোন ঘটনার ভিডিও তবে কিছু পোষ্টের ক্যাপশন ও পোস্টের নিচে কমেন্ট দেখে জানা যায় যে এটি একটি চুরি করে ধরা পড়ার পর গনপিটুনি খাওয়ার ভিডিও।

এবার আপনার কি মনে হয় ? বাংলাদেশ থেকে তারকেশ্বর আসছিল ভোলে বাবা পার করেগা বলতে বলতে নাকি ইচ্ছাকৃতভাবে অন্য দেশের সম্পূর্ণ অন্য একটি ঘটনার ভিডিও এর সাথে উস্কানিমূলক কথাবার্তা জুড়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়ানো হচ্ছে কোন একটি বিশেষ কারণে

ফেক নিউস তো এখন সর্বোত্তই তাছাড়া এরকম ইচ্ছাকৃত ভাবে ছড়ানো নিউজ দিনে অন্তত চার-পাঁচটা দেখে থাকি কিন্তু এই টাকে নিয়ে আমি পার্টিকুলারলি লিখছি এই কারণেই যে বা যারা এটা করেছে এবং করছে তারা আমার এলাকার আমার শহরের মানুষের মনের মধ্যে বিষ ঢোকাতে চাইছে আর সেটা চোখের সামনে তো হতে দিতে পারি না

যে ভদ্র লোক এই মেসেজটি গ্রুপে ফরওয়ার্ড করেছেন তিনি আবার পেশায় একজন ডাক্তার ভাবুন বিষ অলরেডি কতটা ঢুকেছে, খবর পড়ার ও ছড়ানোর আগে অবশ্যই যাচাই করবেন আর এরকম random whatsapp গ্রুপে আসা খবর কে বিশ্বাস করবেন না যাচাই না করে।

PS: ভিডিওটার মূল সোর্স পাওয়ার লেখাটা এডিট করতে হলো। এছাড়াও ভিডিওটা Whatsapp এ আসার অনেক আগে যেখানে যেখানে পোস্ট হয়েছে তার লিংকও দিয়ে দিলাম

https://www.facebook.com/share/r/1Y2mcE1H8i/

https://www.instagram.com/p/DHjNYdEhV0d/

https://www.youtube.com/watch?v=B5Q54YV_9EM&rco=1

  from Kolkata Police.
12/04/2025

from Kolkata Police.

পরিণত বয়সে এসে আমাদের অনেকেরই হয়তো কাজেও লাগতে পারে গল্পটি!!!"যৌবনাশ্রম খুঁজে দেখো!"আব্দুর রহমান সাহেব ক'মাস ধরেই কিছু আ...
10/04/2025

পরিণত বয়সে এসে আমাদের অনেকেরই হয়তো কাজেও লাগতে পারে গল্পটি!!!
"যৌবনাশ্রম খুঁজে দেখো!"
আব্দুর রহমান সাহেব ক'মাস ধরেই কিছু আঁচ করছিলেন। উনি তিন বছর হয় রিটায়ার করেছেন। সরকারী উচ্চপদে ছিলেন। ভাল অঙ্কের পেনশন পান। স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে।
দুটি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন। বাবা এবং মায়ের দুজনের স্নেহ দিয়ে ভালভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তারপর বড় ছেলের বিয়ে দিলেন। একটি নাতি হল। উনার মনে আর আনন্দ ধরে না ।
এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন। রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল। তারপর ছোট বৌমা এল।
আব্দুর রহমান সাহেব এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান। সংসারের অনেকটা ব্যয় ভার বহন করেন।
একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন বড় বৌমার গলা পেলেন, আজ বাজার শর্ট আছে.রাতে রান্না হবে না। সে চাকরী করে। বলছে জা কে।
এ বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জয়নব আছে। সে তাঁর ছেলেদের থেকে বেশ কিছুটা বড়। জয়নব মাতৃহারা দুই ছেলেকে অপার স্নেহে আগলে রেখেছিল।
সে বলল--ভাইজানরা কেউ এনে দেবে।
বড় বৌ বলল--কেন বাবা তো বসে আছেন বাজারটা রোজ করলেই পারেন।
আব্দুর রহমান সাহেবের কানে কথাটা বাজল। বুঝলেন সংসারে তাঁর প্রয়োজন ফুরিয়েছে।
নিজের মনকে বললেন-- মন তুই তৈরী থাক।
এরপর থেকে বৌদের নানা আচরণে তাঁর প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকল।
একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বৌকে বলছে--আমার শার্টটা লণ্ড্রী থেকে আনা হয়নি?
বড় বৌ বললো-- না যাবার সময় হয়নি।
বড় ছেলে -বাবা একটু আনতে পারল না? সারাদিন তো বসেই থাকে।
আব্দুর রহমান সাহেবের কানে গেলে ভাবলেন-- যুগধর্ম!
এরপর একদিন এক ছুটির দিনে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন--সবাই আগে ভাগেই উপস্থিত।
জয়নব প্লেটে গরম লুচি, আলু ভাজি আর সন্দেশ পরিবেশন করছে।
বড় ছেলে বলল --বাবা একটা কথা ছিল।
আব্দুর রহমান সাহেব বুঝলেন এরা সকলে কিছু প্ল্যান করেছে। বললেন, বল।
বড় ছেলে বললো, জানো বাবা কাল অফিসের কাজে গাজীপুর গিয়েছিলাম। কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার দর্শনীয় জায়গা গুলো দেখতে বেড়িয়েছিলাম। দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে। দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো। আমরা যাব আসব। কিরে ভাই কি বলিস?
ছোট ছেলে বলল, বেশ ভালো হবে।
আব্দুর রহমান সাহেব হেসে বললেন--সব তো শুনলাম। কিন্তু বাবারা তোমরা যেমন আমার জন্য ভাবো, আমিও তোমাদের জন্য ভাবি। তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য। তোমরাই বরং যুতসই এবং মনোরম পরিবেশের একটা যৌবনাশ্রমের খোঁজ করে নিয়ে সেখানে গিয়ে থাকোনা কেন। বাড়ীটাতো আমারই, পেনশনও পাই ভাল। জয়নব মাকে নিয়ে আমরা বাপ বেটিতে বেশ ভালই থাকব। তোমরাও আসবে যাবে।
এই ভাবে তিনি এক ছক্কায় বাজীমাত করে দিলেন। জয়নবকে বললেন--জয়নব মা, লুচিগুলো ঠাণ্ডা হয়ে গেল। গরম গরম নিয়ে আয় তো।
ছেলেরা আর ছেলেদের বৌয়েরা রীতিমতো হতভম্ব হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে বসে রইলো.....!!
দিন কাল পালটাচ্ছে। তাই যোগ্য জবাব দেবার জন্য তৈরী থাকা উচিৎ ........
তা নাহলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হতে পারে।
(সংগৃহিত)

10/04/2025

হঠাৎ স্যারের চাকরি ছুটি?। কলমে পবিত্র হাজরা

Thanks for this Wonderful Poetry❤️ Priyam studio

প্রাথমিকের প্যানেলও বাতিল হওয়ার পথে!?দুর্নীতির দায়ে ঝুলে থাকা মামলা ৯ বছরেও নিষ্পত্তি হয়নি। ঝুলে আছে হাজারো প্রার্থীর স্...
07/04/2025

প্রাথমিকের প্যানেলও বাতিল হওয়ার পথে!?
দুর্নীতির দায়ে ঝুলে থাকা মামলা ৯ বছরেও নিষ্পত্তি হয়নি। ঝুলে আছে হাজারো প্রার্থীর স্বপ্ন।

২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি, ঘুষ, অবৈধভাবে চাকরি দেওয়া—এসব অভিযোগে মামলা হলেও আজও তার কোনো সুরাহা হয়নি।
হাইকোর্ট বারবার নির্দেশ দিলেও এখনো শুরু হয়নি শুনানি।

৩২ হাজার নিয়োগের মধ্যে বহু নিয়োগ ছিল প্রশ্নবিদ্ধ।
কেউ ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, কেউ আবার সত্যিকারের মেধা থাকা সত্ত্বেও বঞ্চিত হয়েছেন।
এখনো প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী তাদের প্রাপ্য চাকরির জন্য অপেক্ষায়।

এভাবে বিচার না হলে, স্বচ্ছ নিয়োগ শুধুই কাগজে থাকবে—বাস্তবে নয়।
এই বিচার শুধুই চাকরি পাওয়া না—এটা হাজারো পরিবারের জীবন, স্বপ্ন আর সম্মানের প্রশ্ন।

তোমার কি মনে হয়, এই বিচার আর দেরি হওয়া উচিত?
কমেন্টে জানাও মতামত।

#প্রাথমিক_দুর্নীতি #ন্যায়বিচার_চাই #স্বচ্ছ_নিয়োগ

হাই কোর্টে প্রমাণিত ১৭টি নিয়োগ দুর্নীতি!পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির ১৭টি প্রমাণিত ঘটনা—1️⃣...
05/04/2025

হাই কোর্টে প্রমাণিত ১৭টি নিয়োগ দুর্নীতি!

পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির ১৭টি প্রমাণিত ঘটনা—

1️⃣ ওএমআর শিট জালিয়াতি করে চাকরি দেওয়া হয়েছে।
2️⃣ প্রশ্নপত্রের ভুল উত্তরও সঠিক দেখিয়ে নম্বর বাড়ানো হয়েছে।
3️⃣ টাকা দিয়ে চাকরি বিক্রি হয়েছে, এএসআই-সহ উচ্চপদস্থদের যুক্ত থাকার অভিযোগ।
4️⃣ মেধাবীদের বাদ দিয়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে।
5️⃣ প্যানেল মেয়াদ শেষ হলেও নিয়োগ হয়েছে, যা বেআইনি।
6️⃣ গ্রুপ-সি পরীক্ষায় একাধিকবার বেআইনিভাবে নিয়োগ হয়েছে।
7️⃣ গ্রুপ-ডি পরীক্ষায় টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে।
8️⃣ প্রাইমারি শিক্ষক, টেট, গ্রুপ-সি, গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতি ধরা পড়েছে।
9️⃣ শুধু সুপারিশের ভিত্তিতে চাকরি, কোন মেধার মূল্য নেই।
🔟 টাকা নিয়ে সুপারিশপত্র তৈরি করে নিয়োগ হয়েছে।
1️⃣1️⃣ টাকা দিয়ে বেআইনি ভাবে চাকরির তালিকায় নাম তোলা হয়েছে।
1️⃣2️⃣ রেলে চাকরির সুপারিশের নামে দুর্নীতি হয়েছে।
1️⃣3️⃣ গ্রুপ-ডি তে পরীক্ষা ছাড়াই চাকরি দেওয়া হয়েছে।
1️⃣4️⃣ প্রাইমারি শিক্ষক নিয়োগে বেআইনি নিয়োগপত্র বিতরণ করা হয়েছে।
1️⃣5️⃣ নামহীন প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে, অথচ মেধাবীরা বঞ্চিত।
1️⃣6️⃣ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতি হয়েছে।
1️⃣7️⃣ বিনা পরীক্ষায় চাকরি দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।

এখন কি সত্যিই ন্যায়বিচার হবে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন!

#চাকরি_দুর্নীতি

Address

Kolkata
700014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bongo Patrika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share