
08/06/2022
বিভূতির প্রকৃতি
(বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন-কথা)
পুলক চট্টোপাধ্যায়
মূল্য ₹150
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক। তাঁর উপন্যাসের অন্যতম বিষয় প্রকৃতি। সেই প্রকৃতিপ্রেমী বিভূতির মধ্যে রয়েছে এক বাউল-বিভূতি। কর্মসূত্রে তিনি সারা বাংলা ঘুরে বেড়িয়েছেন এবং ঘুরতে ঘুরতেই সংগ্রহ করেছেন তাঁর সাহিত্য সৃষ্টির রসদ। বিচিত্র জীবনে তিনি পরলোকচর্চাও করেছেন। ঘটনাবহুলতা ও বৈচিত্র্যে পরিপূর্ণ তাঁর জীবন। কিন্তু আমাদের দুর্ভাগ্য বাংলা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী বা জীবনীমূলক রচনা অপ্রতুল। বাংলার পাঠকসমাজ তাঁর সাহিত্যকে যতটা চেনেন, ব্যক্তি বিভূতিভূষণকে ততটা জেনে ওঠার সুযোগ পাননি। সরস গদ্যে রচিত এই গ্রন্থ আপামর বিভূতিপ্রেমীর সেই তৃষ্ণা দূর করবে বলেই আমাদের বিশ্বাস।
বইটি কলেজস্ট্রিটে পাবেন দে বুক স্টোর, আদি দে বুক স্টোর, মনীষা, ইউ এন ধরে।
অনলাইনে অর্ডার করার জন্য নীচের লিংকে ক্লিক করুন।
BOOK LOOK https://wa.me/message/NKSNPLCRPQVNH1
BOOK TOOK https://booktook.in/product-category/mahua-publishers/
এ-ছাড়াও আপনার পছন্দের বুকসেলারকে অর্ডার করতে পারেন।