
06/04/2025
এই হাসিটার পিছনে অনেক কান্না , অনেক রাত জাগা মাঝে মাঝে ডাক্তার দের বলা ভয়ানক শরীরের অবস্থা হীম হয়ে যাওয়া মুহূর্ত গুলো ।কান্না পেলেও কান্না করতে না পারা সে যে কতটা যন্ত্রণাদায়ক।
ভগবানের অশেষ কৃপা তাই ফিরে পেয়েছি , বলা যেতে পারে পুনর্জন্ম হলো।সকলের ভালোবাসা এবং সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন ছিল।আমার প্রত্যেক শুভাকাংখীদের আমার শতকোটি প্রণাম ও ভালোবাসা।