Madly Musically Studio Kolkata

  • Home
  • Madly Musically Studio Kolkata

Madly Musically Studio Kolkata MADLY MUSICALLY is a home-based recording studio. That offers high-quality audio-visual Services.

29/06/2025

রাস্তায় দেখা হয়ে গেল Arijit দার সঙ্গে। এতো ভালো মানুষের সঙ্গে দেখা হয়েও ভালো লাগে ❤️
ভালো থেকো দাদা 💕

Madly Musically Studio 🎛️🎚️🎹
26/06/2025

Madly Musically Studio 🎛️🎚️🎹

Happy World Music Day ❤️
21/06/2025

Happy World Music Day ❤️

10/06/2025
Ai দিয়ে তথ্য সংগ্রহ করে এতো বিস্তারিত বিবরণ দেওয়ার জন্য ধন্যবাদ গুগল দা ❤️
31/05/2025

Ai দিয়ে তথ্য সংগ্রহ করে এতো বিস্তারিত বিবরণ দেওয়ার জন্য ধন্যবাদ গুগল দা ❤️

একটা সুন্দর সন্ধ্যা 😌
17/04/2025

একটা সুন্দর সন্ধ্যা 😌

?
17/04/2025

?

Our Next Project Is Coming Soon. Stay Tuned.
02/04/2025

Our Next Project Is Coming Soon. Stay Tuned.

Coming Soon 🎬📽️🎞️S.Ram Production AndDilwale Subho PresentsShort Film : CHHAIDirected By : Nilay Das Story, Script and S...
27/01/2025

Coming Soon 🎬📽️🎞️

S.Ram Production And
Dilwale Subho Presents

Short Film : CHHAI
Directed By : Nilay Das
Story, Script and Screenplay : Subho
Assistant Director : Subho
Cast : Subho, Pakhi Biswas and Arijit Lahiri

Sound Design, Music Direction And BGM :
Argha Chakraborty
Music Label : Madly Musically

Dubbing Recording Studio : SAF Jam Pad
Assistant Music Director : Subho
Cinematographer : Dibakar Srimani
Anish Singha and Dinesh
Edit and colour : Abhijit Paul
Poster and art : Sudipta Das
Makeup Artist : Moon's Artistry
Producer v S.Ram
Crew : Ayan Bag, Subhankar Bag and Sujoy Naiya
Studio : Ap Studio (Jadavpur)

Happy New Year 🎊
01/01/2025

Happy New Year 🎊

চোর হইতে সাবধান  # দরকারে আমার কাজ ফাটাফাটি, দারুন। আর চুরি করতে বারণ করায় আমার কাজ ভাটের 😂। দুটো কথাই তোর বলা দেখ নিচে...
31/07/2024

চোর হইতে সাবধান

# দরকারে আমার কাজ ফাটাফাটি, দারুন। আর চুরি করতে বারণ করায় আমার কাজ ভাটের 😂। দুটো কথাই তোর বলা দেখ নিচে দিলাম 😂😂😂😂

২০১৮-১৯ এর আগে তোর চ্যানেলে সব মোবাইল রেকর্ডিং আপলোড হতো।
আমার বাড়ি এসে Ondhokar গানটা তৈরী হওয়ার পরপর দুম করে তোর চ্যানেলে ঠিকঠাক রেকর্ডিং করে কাজ শুরু হয়ে গেল। আমি কাজ পারি না একদম, তারমানে তুই ম্যাজিক করে শিখে ফেলেছিস। 😂

এমনকি Microphone Sound Card XLR Cable আমার যা যা আছে তোরও সেই একই Model সব ।
হাসিও পায় ভাই 😂😂

যাইহোক,

এই লোকটার নাম Krishnendu Hari.
https://www.facebook.com/itsurkrish?mibextid=ZbWKwL

লোকটা আমার কাছে কাজ করতে এসেছিল ২০১৮ তে।
এবং তার ব্যবহার এবং সবকিছুতেই আমি রোজ অবাক হচ্ছি। গত কয়েকদিন ধরে সে আমার করা একটা সুর নিজে নিয়ে নিজের চ্যানেলে আপলোড করে দিয়েছিল। শুধু আমাকে না, আমার কাছে কাজ শিখে আমার বিশ্বাস অর্জন করে সে আমাকে যে ভাবে ঠকিয়েছে ঠিক সেই ভাবে আরও একজনকে বোকা বানিয়ে তার কথা আমার সুর নিজে গেয়ে নিজের চ্যানেলে আপলোড করে দিয়েছিল।

সেই সমস্যা সে মিটিয়েছে। মিটিয়ে নিতে বাধ্য হয়েছে।

তার জন্য সে ক্ষমা চেয়েছে। তার প্রমাণ ও নিচে দিলাম।

তাছাড়া আমার নিজের লেখা নিজের সুর দেখ রবি রব বিরাজে গানটা সে নিজের নামে ডিস্ট্রিবিউশন করে দিয়েছিল। সেটাও তাকে দিয়ে ঠিক করানো হয়েছে।

কিন্তু

অন্ধকার নামক গানটি সে আমার বাড়ি বসে শুধু তৈরী করেছে তা নয়। কিভাবে গান বানাতে হয় সে শিখেছে আমার কাছে বসে। যদি সে সব জানতো নিশ্চয়ই আমার বাড়িতে আসতো না। গানটা যখন আমার বাড়ি বসে তৈরী হয়েছে তার ছবি ছিল, নিচে দিলাম।

[ NB: আমার শেখার অনেক বাকি আছে, জানি এক জীবনে শিখে শেষ হয় না, নিউটন বলেছেন আমি সমুদ্রের বালুকণা মাত্র আর আমি তো চুনোপুঁটি, অনেক শেখার বাকি, কিন্তু আমি চুরি করতে শিখিনি, তুই যে চুরি বিদ্যা শিখেছিস তা আমার জানা নেই 🙂।

কিন্তু আমি যদি কিছু না জানি, তবে Pracheen Kala Kendra, Rabindra Bharati কিছু জানে না হয়তো সেই জন্য আমাকে সরকারি সার্টিফিকেট দিয়েছে । 🙂

যাইহোক কি জানি বা না জানি বাবা মা সততা শিখিয়েছে তাই তোর মতো চোর হইনি। সুস্থ হয়ে যা ভাই তুই চুরি রোগের রুগী। ভলো হয়ে যা। আর চিটিংবাজি করিস না।
লোকে হাসছে 🙂 ]

তিন তিনটে কাজ চুরি করে, আমার বাড়ি বসে কাজ শিখে এখন আমাকেই যা যা বলেছিস, খুব ভালো।

তুই যদি সব কাজ পারতি আমার বাড়িতে আসতে হতো না তোকে। কাজ করে খা সৎ পথে। চুরি করিস না।

তা ছাড়া যে Short Film এ গানটি ব্যবহার হয়েছে, ' Fight For Dreams ' সেখানে স্পষ্ট ভাবে আমার নাম লেখা আছে, গানটা Arrangement এবং Mixing Mastering আমার।

আমাদের Agreement ও আছে। কিন্তু সে নিজের নামে গানটা Distribution করে দেওয়ার পর তাকে শুধু নাম দিতে বলায় তার বক্তব্য নিচে রইলো। 😌

মানুষ হইতে সাবধান। কারোর উপকার করলে তার কি ফলাফল পাওয়া যায় তার নমুনা দেখে নিন।

নিজে অন্যায় করে আবার উল্টোপাল্টা বললি বলে পোস্ট করতে বাধ্য হলাম। নাহলে করতাম না। ভদ্র ভাবে থাক।
আমি খুব নিম্নমানের কাজ করি যার কারণে তোকে আমার বাড়ি আসতে হয়েছে, আমি যাইনি। ভালো থাকিস ভাই চুরি করিস না। চুরি করলে আবার খেলা হবে। 🙂

আপনারাও ভালো থাকুন।। 🙏🏻

Short Film টা সবাই দেখে জানাবেন কেমন লাগলো।
ধন্যবাদ ❤️

Short Film Fight For Dreams

https://youtu.be/ATLUGNlvtSQ?si=8foPHvAccsyVayQJ

গত কয়েকদিন ধরে 'দিন কেটে যায়',[ কথা : শ্রী রাঘবেন্দ্র চক্রবর্ত্তী   সুর : অর্ঘ চক্রবর্ত্তী (আমি) ],নামক গানটি,নিয়ে যে...
17/07/2024

গত কয়েকদিন ধরে
'দিন কেটে যায়',
[ কথা : শ্রী রাঘবেন্দ্র চক্রবর্ত্তী
সুর : অর্ঘ চক্রবর্ত্তী (আমি) ],

নামক গানটি,
নিয়ে যে সমস্যা হয়েছিল তার সমাধান আজ হলো।
আর এই পুরো বিষয়টিতে যে বন্ধুরা আমার পাশে থেকেছেন। তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।
🙏🏻❤️

রাঘবেন্দ্র চক্রবর্ত্তী এবং ওনার পক্ষ থেকে আরও দুইজন, সৌমেন্দ্র দা এবং দীপেন্দ্র দা এবং আমি অর্ঘ চক্রবর্ত্তী, আমরা চারজন এই সমস্যাটি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ একটি সমাধানে এসেছি।
যে -

১. এই গানটা আর কোথাও থাকবে না।

২. আমার সুরের ১০০% কপিরাইট আমার কাছে থাকলো,
এবং রাঘবেন্দ্র চক্রবর্ত্তীর কথার ১০০% কপিরাইট রাঘবেন্দ্র চক্রবর্ত্তীর কাছে থাকলো। রাঘবেন্দ্র চক্রবর্ত্তী এও বলেছেন যে এই সুরে আমি নতুন কথা বসিয়ে ব্যবহার করলে তিনি কোনো আপত্তি করবেন না।

৩. যার কারণে সমস্যাটির সৃষ্টি হয়েছিল, সেই কৃষ্ণেন্দু হরি , তাকেও ধন্যবাদ কারণ সে তার দ্বারা যে ভুল হয়েছে তা স্বীকার করে তার YouTube Channel থেকে ভিডিও টা Delete করে দিয়েছে, এবং TuneCore থেকেও গানটি তুলে নিয়েছে। এবং কথা দিয়েছে ভবিষ্যতে তার দ্বারা এরকম কিছু আর হবে না।

তা ছাড়া আমার স্বরচিত একটা গান ' দেখো রবি রব বিরাজে ' গানটিও কৃষ্ণেন্দু হরি One RPM থেকে তুলে নিয়েছে। এবং কথা দিয়েছে যে ভবিষ্যতে আমার কোনো লেখা বা সুর সে আমার অনুমতি ছাড়া কোথাও ব্যবহার করবে না ।

৪. দুটি গানের UPC এবং ISRC Number আমাকে শেয়ার করা হয়েছে এবং এনারা প্রত্যেকেই কথা দিয়েছেন আমাকে যে- পরবর্তীতে আমার নিজের কাজ নিয়ে আমাকে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তা খেয়াল রাখবেন বা সমস্যা হলে সাহায্য করবেন ।

একটা জটিল সমস্যা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে সমাধান করতে সাহায্য করার কারণে ধন্যবাদ জানাই রাঘবেন্দ্র দা , দীপেন্দ্র দা এবং সৌমেন্দ্র দা, আপনাদের তিনজনকেই ।

এবং এই সমস্যা সমাধানের জন্য কৃষ্ণেন্দু হরি তার ভুল স্বীকার করার এবং শুধরে নেয়ার কারণে ধন্যবাদ জানাই তাকেও।

ধন্যবাদ জানাই যারা আমার পাশে থেকেছেন সেই সকল মানুষদের।

আপনারা সবাই ভালো থাকুন। 🙏🏻❤️

শুভ রাত্রি।।

- Argha Chakraborty [ From Kolkata ]

Krishnendu Hari
https://www.facebook.com/itsurkrish?mibextid=ZbWKwL

https://www.facebook.com/itzzurkrish?mibextid=ZbWKwL

https://youtube.com/?si=i5xR99gcVAnuFsey

https://youtube.com/?si=mHJnCGk6VPpt4lxZ

Raghabendra Chakraborty
https://www.facebook.com/raghabendra.chakraborty.5?mibextid=ZbWKwL

Dependra Lahiri
https://www.facebook.com/dependramusic?mibextid=ZbWKwL

Soumendranath Lahiri
https://www.facebook.com/soumendranath.lahiri?mibextid=ZbWKwL

Address


Alerts

Be the first to know and let us send you an email when Madly Musically Studio Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madly Musically Studio Kolkata:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share