19/04/2025
"ধন্যবাদ হায়দরাবাদ! আজ আমরা প্রমাণ করেছি—মুসলিম উম্মাহ যদি এক হয়, তাহলে অন্যায়ের কোনো জায়গা নেই।
আলহামদুলিল্লাহ এর বিরুদ্ধে আজকের এই বিশাল জমায়েত ছিল এক ঐতিহাসিক মুহূর্ত।
এই আইন আমাদের ওয়াক্ফ সম্পদের ওপর অন্যায় হস্তক্ষেপ, যা আমাদের ধর্মীয়, সামাজিক ও সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে।
এই আইন বাতিল করতেই হবে।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শিখিয়েছেন—"এক মুসলিম অন্য মুসলিমের ভাই।"
আজ সেই ভাইচারিতার জ্যান্ত প্রমাণ দিল হায়দরাবাদের মানুষ।
বিভিন্ন ইসলামিক ও সামাজিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ যেভাবে একত্রে এই উদ্যোগে অংশ নিয়েছেন, তা সত্যিই অনুপ্রেরণার।
এবং তার দলের প্রতি কৃতজ্ঞতা—তাদের সহযোগিতা ছাড়া এভাবে সফল হওয়া সম্ভব ছিল না।
AIMIM-এর সকল কর্মী, , ও কর্পোরেটরগণ দিন-রাত এক করে পরিশ্রম করেছেন এই আয়োজনের জন্য।
তাদের প্রতি রইল অন্তরের দোয়া ও শুভেচ্ছা।
হে মুসলমান ভাই ও বোনেরা,
এখন আর ঘুমিয়ে থাকার সময় নয়।
এটি জাগরণের সময়—ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার রক্ষার সময়।
আমরা যদি এক থাকি, তাহলে কোনো শক্তিই আমাদের দমন করতে পারবে না।
ঐক্যই আমাদের শক্তি। দ্বীনের জন্য, উম্মাহর জন্য, অধিকার রক্ষার জন্য আমরা এক হবো, জেগে থাকবো, লড়বো ইনশাআল্লাহ।.