24/06/2025
শান্তিও একধরনের সাউন্ড ইফেক্ট হতে পারে…
যেখানে সূর্যটা মাটিতে নামে, ঢেউ এসে মন ছুঁয়ে যায় – তাজপুর!
ভেবেছিলাম, সমুদ্র মানেই দিঘা বা মন্দারমণি।
কিন্তু তাজপুর?
তাজপুর যেন নিঃশব্দ ভালোবাসা...
হাওয়া এখানে কথা বলে, ঢেউ গায় গভীর গান,
আর সূর্যাস্ত? মনে হয় যেন আকাশ নিজেই সমুদ্রের প্রেমে পড়ে গেছে! 🌅❤️
আমি সেই প্রেমেই ডুবে গেছিলাম — একা না ক্যামেরা নিয়ে। আর জন্ম নিলো আমার নতুন ট্র্যাভেল-ভ্লগ সিরিজ —"তাজপুর ডায়েরিজ 🎬🏖️
ভিডিও নয় একটা অনুভব দেখতে চলে এসো।
Link ?? 👇 https://youtu.be/zQEL8ovdexg?si=ur6SADnd3WgWfL5Z
ভিউ চাই না চাই তুমি দেখো, আর বুঝো — আমরা কেমন করে ভালোবাসি সমুদ্র, রাস্তাকে, আর আমাদের সেই ক্ষণিকের জীবনে পাওয়া মুহূর্তগুলোকে। 🛵❤️🌊
তোমার ভালো লাগা, তোমার একটা সাবস্ক্রাইব — আমাদের কাছে অনেক বড়ো।
ভালোবাসা রইলো,
Adi | Hippie Hippo the Couple
#ঘুরে_দেখা #বাংলা_ভ্লগ