07/07/2025
দারুন স্পেশাল অফার..মাত্র ২৮০০ টাকায় দারুন লঞ্চ বর্টএ করে দুই রাত্রি তিন দিন ঘুরে আসুন সুন্দরবন.. সাথে ইলিশ উৎসবে ইলিশ বিরিয়ানি থেকে শুরু করে মাটন ও পাঁচবেলা দারুন এলাহী খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেলে থাকা... সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার থেকে শুরু করে নানান জীবজন্তু দেখতে পাবেন.. সমস্তটাই মাত্র ২৮০০ টাকায়!
গেছিলাম আমরা সুন্দরবন ইলিশ উৎসবে বৃষ্টি ভেজা সুন্দর আবহাওয়া আর ইলিশের রকমারি খাবার ।
কি ছিলো না ! ইলিশ পাতুরি ইলিশ ভাঁপা থেকে শুরু করে সরষে ইলিশ ইলিশ বিরিয়ানি কতকিছু ।
📍ক্যানিং টু ক্যানিং এনাদের ট্যুর করানো হয়, থাকা খাওয়া ঘোরা সব কিছু প্যাকেজ এর মধ্যে
ভ্রমন তালিকা
প্রথম দিন- ক্যানিং থেকে সোনাখালী বোট/ লঞ্চ উঠবে, গোসাবা, রবীন্দ্রনাথের বেকন ব্যাংলো, হেমল্টন ব্যাংলো, পাখীর জঙ্গল, পাখিরালয় রাত্রি বাস হোটেল / লঞ্চ।
দ্বিতীয় দিন- সজনে খালী (W.T.), সুধন্যখালী (W.T.), দোবাকী (W.T.), সাইডসিন, পীরখালী, গাজীখালী, বনবিবি ভরানি, দেউল ভরানি, ব্যাক পাখিরালয়।
রাতে সুন্দরবনের আদিবাসীদের ঝুমুর নাচ ।
তৃতীয় দিন- দয়াপুর, জটিরামপুর, লোকাল সাইডসিন, লোকনাথ বাবার মন্দির ব্যাক সোনাখালী
ভুরিভোজ
প্রথম দিন সকাল - চা, বিস্কুট, লুচি/কচুরি, আলুর দম, মিষ্টি, কিছুক্ষণ পর আমুদি মাছ ভাজা...
দুপুরে - ভাত, মুড়িঘন্ট, ভাজা, সবজি (কচু শাক ইলিশের মাথা দিয়ে) ইলিশ পাতুরি, দই ইলিশ, চাটনি, পাঁপড় কিছুক্ষণ পর ফল... ||
সন্ধ্যায় চাওমিন, চা/কফি...
||
রাতে ভাত, ডাল, ভাজা, সবজি, মটন কারি, স্যালাড.... |
|
*দ্বিতীয় দিন সকাল - বেডটি, বিস্কুট, কচুরি, চানা, কিছুক্ষণ পর চিংড়ি মাছ ভাজা...||
দুপুরে ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুই শাক, চিংড়ির মালাইকারী, সরষে ইলিশ, চাটনি, পাঁপড়... ||
খাবার পর ফল
সন্ধ্যায় চিকেন পকোড়া, কফি. ||
রাতে ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড.. ||
*তৃতীয় দিন সকালে - বেডটি, বিস্কুট, পুরি, আলুর সবজি, ডিম সিদ্ধ... ||
দুপুরে ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, স্যালড... ||
শেষে কোল্ড ড্রিঙ্কস
যারা নিরামিষ খান তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে
একদিন রাতে হোটেলে আদিবাসী নাচ আয়োজন করা হয়েছিলো যেটাতে আমরা খুব মজা করে ছিলাম ।
পরিষেবা খুব ভালো ছিলো খাবারের কোয়ালিটি খুব সুন্দর ।
মা তারা ট্রুর এন্ড দি রয়াল ভিউ ট্রাভেলস
📞Ph -9749170362 / 9434564500
1 room 4 share -2800/-
1 room 3 share -3000/-
1 room 2 share -3200/-
Ac প্যাকেজ আলাদা
এনাদের 365 দিন সুন্দরবন টুর হয় ।