Comedy Video

Comedy Video Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Comedy Video, Digital creator, KOLKATA.
(2)

‼️😱পারুল ও তার মায়ের দেখা করা আটকাতে প্ল্যান করলো শিরিনের মা!😱‼️"পরিণীতা" আগামী পর্বে, পারুলের মা বহুবছর পর মা হয়ে প্র...
29/10/2025

‼️😱পারুল ও তার মায়ের দেখা করা আটকাতে প্ল্যান করলো শিরিনের মা!😱‼️

"পরিণীতা" আগামী পর্বে, পারুলের মা বহুবছর পর মা হয়ে প্রথমবার তার মেয়ের মুখোমুখি হবে এটা ভেবে খুব খুশি হয়। এদিকে পারুলও তার মায়ের সঙ্গে দেখা করবে ভেবে খুব খুশি হয়। কিন্তু শিরিনের মা এটা জানতে পেরে মনে মনে বলে কালই তোমার সব খেলা শেষ পারুল, মায়ের সঙ্গে তোমার আর কোন দিনও দেখা হবে না।

#পরিণীতা

সাঁইবাবা’ ওরফে সুধীর দলবী অসুস্থ! চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা! চিকিৎসার খরচ জোগাতে হিমশিম অবস্থা পরিবারের।হাসপ...
29/10/2025

সাঁইবাবা’ ওরফে সুধীর দলবী অসুস্থ! চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা! চিকিৎসার খরচ জোগাতে হিমশিম অবস্থা পরিবারের।

হাসপাতালে ভর্তি রয়েছেন পর্দার ‘সাঁইবাবা’। ৮৬ বছরের সুধীরের সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চিকিৎসার যা খরচ তা সবটা জোগানোর সামর্থ্য নেই পরিবারের।

ইতিমধ্যেই তাঁর হাসপাতালের বিল হয়ে গিয়েছে ১০ লক্ষ টাকা। চিকিৎসকদের অনুমান, শীঘ্রই এই বিল বেড়ে দাঁড়াবে প্রায় ১৫ লক্ষ। অভিনেতার পরিবারের কপালে চিন্তার ভাঁজ।

তাঁরা আর্থিক সাহায্যের আর্তি জানিয়েছেন। পরিবারের তরফে জানানো হয়েছে, সকলে যদি সাহায্য করেন তা হলেই এই চিকিৎসা করা সম্ভব হবে তাঁদের পক্ষে। না হলে খুবই বিপদে পড়বেন।

আর্থিক সঙ্কটের মুখে সত্যম মজুমদার, কাঁদতে কাঁদতে বললেন দুঃখের কথা!"সত্যম মজুমদার বলেন আমি ইচ্ছে করে একটু লেটে বাজার যাই ...
29/10/2025

আর্থিক সঙ্কটের মুখে সত্যম মজুমদার, কাঁদতে কাঁদতে বললেন দুঃখের কথা!"

সত্যম মজুমদার বলেন আমি ইচ্ছে করে একটু লেটে বাজার যাই যাতে সস্তায় কিছু কিনতে পারি। আমাকে অনেকে টাকা দিতে চেয়েছিল কিন্তু আমি বলেছি আমার অর্থের দরকার নেই আমার শুধু কাজ চাই। আমি কিছু দেবো তার বিনিময়ে অর্থ রোজগার করতে চাই।

যদি মনে হয় আমাকে আর কেউ সাহায্য করছে না সেদিন হয়তো আমি ভি'ক্ষে'র বাটি নিয়ে বেরোবো!

শুভ বিবাহ সম্পন্ন হল দুর্গার অথচ তার ফুলশয্যায় কাঁটা বিছিয়ে রাখল দিব্যা সেন! ঋষভের খাবারে মেশালো ভয়ানক বি*ষ! বিবাহিত ...
29/10/2025

শুভ বিবাহ সম্পন্ন হল দুর্গার অথচ তার ফুলশয্যায় কাঁটা বিছিয়ে রাখল দিব্যা সেন! ঋষভের খাবারে মেশালো ভয়ানক বি*ষ! বিবাহিত জীবন শুরুর আগেই কি সব শেষ হয়ে যাবে দুর্গার?

দেখুন "জগদ্ধাত্রী"তে রোমহর্ষক দুই পর্ব, আজ ও আগামীকাল 7:00pm, শুধুমাত্র ZeeBangla-র পর্দায়!

#জগদ্ধাত্রী

নিজের বাবার বি'রুদ্ধে গিয়ে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী সেটাই তার কাছে বিরাট একটা সাহসীকতার পরিচয়!"
29/10/2025

নিজের বাবার বি'রুদ্ধে গিয়ে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী সেটাই তার কাছে বিরাট একটা সাহসীকতার পরিচয়!"

‼️🥴এই ইন্দ্রানী ক্যারেক্টারটা দেখছি এখন কুসুমের চাইতেও বেশি ন্যাকা!🥴‼️সম্পর্ক জোড়ার লড়াই!দেখুন "কুসুম", 30th - 31st Octo...
29/10/2025

‼️🥴এই ইন্দ্রানী ক্যারেক্টারটা দেখছি এখন কুসুমের চাইতেও বেশি ন্যাকা!🥴‼️

সম্পর্ক জোড়ার লড়াই!
দেখুন "কুসুম", 30th - 31st October 5:30pm, শুধুমাত্র -র পর্দায়!

"চিরোদিনী তুমি যে আমার" থেকে নেতিবাচক চরিত্রে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন মীরা 🏆✨   #চিরদিনইতুমিযেআমার
29/10/2025

"চিরোদিনী তুমি যে আমার" থেকে নেতিবাচক চরিত্রে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন মীরা 🏆✨

#চিরদিনইতুমিযেআমার

অরণ্যর সাথে অহনা বিশ্বাসের কি সম্পর্ক, অরণ্যর আগের প্রেমিক নয়তো? 🤔   #ফুলকি
29/10/2025

অরণ্যর সাথে অহনা বিশ্বাসের কি সম্পর্ক, অরণ্যর আগের প্রেমিক নয়তো? 🤔

#ফুলকি

চিরদিনই তুমি যে আমার আগামী পর্বের আপডেট ‼️ অফিসে সকলের সাথে মিটিং করছে অপর্ণা। তখনই অফিসের কর্মচারী ঋতম এসে অপর্নাকে বলে...
29/10/2025

চিরদিনই তুমি যে আমার আগামী পর্বের আপডেট ‼️

অফিসে সকলের সাথে মিটিং করছে অপর্ণা। তখনই অফিসের কর্মচারী ঋতম এসে অপর্নাকে বলে সবকটা চেকই বাউন্স করেছে, তাই ফান্ড রিলিজ করা যায়নি।
এরপর অর্ক অপর্নাকে বলে টাকা যদি সাপ্লায়াররা না পায় কেউ কাজই করবে না।
তখন অপর্না বলে আমি ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করবোই। সেইসময় অপর্নার অবস্থা দেখে আনন্দিত হয় মীরা।

#চিরদিনইতুমিযেআমার

"ফুলকি" সিরিয়ালে অহনা বিশ্বাস চরিত্রে যোগ দিলেন অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী ❤️   #ফুলকি
28/10/2025

"ফুলকি" সিরিয়ালে অহনা বিশ্বাস চরিত্রে যোগ দিলেন অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী ❤️

#ফুলকি

অব্রাহ্মণ স্বামীকে মানেননি বাবা, ‘গৃহপ্রবেশ’-এর ঠাকুমার জীবন যেন চিত্রনাট্য!"অভিনেত্রীকে প্রতি দিন দেখছেন দর্শক। টলিপাড়...
28/10/2025

অব্রাহ্মণ স্বামীকে মানেননি বাবা, ‘গৃহপ্রবেশ’-এর ঠাকুমার জীবন যেন চিত্রনাট্য!"

অভিনেত্রীকে প্রতি দিন দেখছেন দর্শক। টলিপাড়ায় তিনি পরিচিত কুমকুম ভট্টাচার্য নামেই। এখন ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে ঠাকুমার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

অভিনেত্রী জানান, তিনি খুবই গোঁড়া পরিবারে বড় হয়েছেন। তাঁর জেদ ছিল, কোনও দিন ব্রাহ্মণকে বিয়ে করবেন না। যে কারণে বিয়ের পরে বাবার সঙ্গে যোগাযোগ ছিল না তাঁর।

সঙ্ঘমিত্রা লেখেন, “বিপদে যখনই পড়েছি তখন একটা একটা করে সোনার গয়না বিক্রি করেছি। কিন্তু বাবা বা কারও কাছে হাত পাতিনি।”

তপন সিংহের ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন বলে মা-বাবার মত থাকা সত্ত্বেও মাসি-পিসিরা বাড়ি থেকে বার করে দিয়েছিলেন তাঁকে। অভিনেত্রী যোগ করেন, “এখন আমি একা থাকি নিজের মতো। ভাল আছি।”

‘আমার সবকিছু বেচেছি, কিন্তু গ'লা'টা আর বেচতে চাই না’! - মহানায়ক উত্তম কুমার
28/10/2025

‘আমার সবকিছু বেচেছি, কিন্তু গ'লা'টা আর বেচতে চাই না’! - মহানায়ক উত্তম কুমার

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comedy Video posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share