01/10/2025
পরিণীতা আগামী পর্বের আপডেট ‼️
রায়ান বলে হাতে আর দশ মিনিট বাকি মহিষাসুর ছাড়াই মহিষাসুরমর্দিনী হবে না কি? তখন পারুল এসে বলে এখানে তো অসুরের মত অনেক বদমাশ ঘুরাফিরা করছে কাউকে না পেলে শেষ পর্যন্ত ওদেরকেই ব'ধ করে দেবো। এরপর পারুল বলে এই জোড় খাটায় স্বর্গরাজ্য ঢোকার মজা ওদের একেবারে টের পাওয়াই দিবো। তখন শিরিন টগর কে বলে তোমার মনে আছে তো কি করতে হবে? তখন টগর বলে সময়টা বলো কখন? শিরিন তখন বলে এমন ঘারে ঘারে সময় কাজটা করতে হবে যাতে পারুল আর কোন এক্সট্রা সময় না পায় ড্যামেজ কন্ট্রোল করার।
#পরিণীতা