29/10/2025
‼️😱পারুল ও তার মায়ের দেখা করা আটকাতে প্ল্যান করলো শিরিনের মা!😱‼️
"পরিণীতা" আগামী পর্বে, পারুলের মা বহুবছর পর মা হয়ে প্রথমবার তার মেয়ের মুখোমুখি হবে এটা ভেবে খুব খুশি হয়। এদিকে পারুলও তার মায়ের সঙ্গে দেখা করবে ভেবে খুব খুশি হয়। কিন্তু শিরিনের মা এটা জানতে পেরে মনে মনে বলে কালই তোমার সব খেলা শেষ পারুল, মায়ের সঙ্গে তোমার আর কোন দিনও দেখা হবে না।
#পরিণীতা