Farddin Ahemed

Farddin Ahemed আমি কোনো রাজনৈতিক সমর্থক নয়।

14/07/2023

সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া একটি কঠিন কাজ।

এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু। নির্বাচন কমিশনের দেখা নেই। ইনি করবেন শান্তিপূর্ণ নির্বাচন।এনার বিরুদ্ধে মামলা করা জরুরি বলে ম...
08/07/2023

এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু। নির্বাচন কমিশনের দেখা নেই। ইনি করবেন শান্তিপূর্ণ নির্বাচন।
এনার বিরুদ্ধে মামলা করা জরুরি বলে মনে করছে সাধারণ মানুষ।
কলকাতার বাবুদের নির্দেশে গ্রাম বাংলায় অশান্তি। ক্ষমতার লোভে মানুষের প্রাণ কাড়তেও দ্বিধাবোধ করেনা এরা।

01/07/2023

মানুষের চরিত্র যদি সে নিজে আয়নায় দেখতে পেতো,,
তাহলে নিজেকে দোষী সাব্যস্ত করতে কয়েক সেকেন্ড নিতো।

আমি আপনি যেটা ভাবছি সেটা কিন্তু নয়।
21/06/2023

আমি আপনি যেটা ভাবছি সেটা কিন্তু নয়।

14/06/2023

নমিনেশন ফাইল দাখিল নিয়ে উত্তপ্ত বাংলা।
যদি পুলিশের এই ভূমিকা হয়,
নির্বাচনে কী হবে নিশ্চয় বলা লাগবে না।

11/06/2023

বিয়াল্লিশ হাজার পুলিশ কর্মী দিয়ে সত্তর হাজারের বেশি বুথে শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন
তারা কী উদ্ভট?

31/05/2023

নিয়োগ দূর্নীতিতে কে বড় মাথা কে ছোট মাথা জানিনা,তবে যারা গ্রেফতার হচ্ছে তাদের বাঁচাতে কোটি কোটি টাকা খরচ করছে এটা সত্য।কার টাকা?

30/05/2023

প্রায় ১২ ঘন্টা জেরার পর গ্রেফতার কালীঘাটের কাকু
(ওরফে ভদ্র)

29/05/2023

কত কোটিতে বিক্রি হলো
সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস?

28/05/2023

অবস্থানরত কুস্তিগীরদের গ্রেফতার করলো দিল্লি পুলিশ

দিল্লির ষন্তর মন্তরে আন্দোলনরত মহিলা কুস্তিগীরদের উপর পুলিশের হামলা। একদিকে সংসদ ভবন উদ্বোধন অপরদিকে সংবিধানকে তোয়াক্কা...
28/05/2023

দিল্লির ষন্তর মন্তরে আন্দোলনরত মহিলা কুস্তিগীরদের উপর পুলিশের হামলা। একদিকে সংসদ ভবন উদ্বোধন অপরদিকে সংবিধানকে তোয়াক্কা না করে আন্দোলনকারীদের গ্রেফতার।

নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কিন্তু যে রাষ্ট্রপতি  ভারতের আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগের সকল শাখার প্র...
28/05/2023

নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কিন্তু যে রাষ্ট্রপতি ভারতের আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগের সকল শাখার প্রধান তার অনুপস্থিতিতে।
হচ্ছে টা কী?

একবারের জন্য গদি মিডিয়া এই চিত্র তুলে ধরেনি।নিরপেক্ষ সংবাদ মানে কী ?
25/05/2023

একবারের জন্য গদি মিডিয়া এই চিত্র তুলে ধরেনি।
নিরপেক্ষ সংবাদ মানে কী ?

আমরা গরিব মানুষ বাবু,২০০০ টাকা নোট কালো ধনের নামে আবার বন্ধ হোক,যায় আসেনা আমাদের।তবে আবার বৃহত্তর ষড়যন্ত্র হচ্ছে সেটা ...
21/05/2023

আমরা গরিব মানুষ বাবু,
২০০০ টাকা নোট কালো ধনের নামে আবার বন্ধ হোক,যায় আসেনা আমাদের।
তবে আবার বৃহত্তর ষড়যন্ত্র হচ্ছে সেটা বুঝতে পারছি।
সরকার একবার নোটবন্দি করে দেশের আর্থিক ব্যাবস্থাকে অচল করেছে।
GST টির নামে ছোটো ব্যাবসায়িরা তাদের ব্যাবসা বন্ধ করতে বাধ্য হয়েছে , অপরদিকে আদানি আম্বানিরা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বাড়িয়েছে।
আমরা জানতে চাই সরকারের থেকে কোন পদ্ধতিতে আদানি আম্বানিরা এত কম সময়ে এতো টাকার মালিক হয়েছে , তাহলে সেই পদ্ধতি অবলম্বন করে ভারতবর্ষের প্রতিটি মানুষ কোটিপতি হওয়ার চেষ্টা করবে।
Narendra Modi Rahul Gandhi Amit Shah

আগামী  ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন।তৈরি হও বন্ধু।
19/05/2023

আগামী ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন।
তৈরি হও বন্ধু।

17/05/2023

কালীঘাটের এক রিক্সাচালক

একজন টাকার অভাবে মৃত মাকে কাঁধে নিয়ে আর একজন টাকার অভাবে মৃত শিশুটিকে পাঁচ ঘন্টা বাসে করে  বাড়ি নিয়ে আসলো।এই অসহায় ম...
15/05/2023

একজন টাকার অভাবে মৃত মাকে কাঁধে নিয়ে
আর একজন টাকার অভাবে মৃত শিশুটিকে পাঁচ ঘন্টা বাসে করে বাড়ি নিয়ে আসলো।
এই অসহায় মানুষের পাশে যখন সরকার নেই
তাহলে কেনো চিল্লে চিল্লে বলেন অনেক দিয়েছি যত দিই ততই চাই!
আমরা অনুরোধ করবো যে সব NGO সংস্থা আছেন একটু খেয়াল রাখুন।

কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, প্রেমের দোকান খুলেছে  রাহুল গান্ধী Rahul Gandhi
13/05/2023

কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, প্রেমের দোকান খুলেছে রাহুল গান্ধী
Rahul Gandhi

13/05/2023

কর্নাটকে কংগ্রেস সরকার গড়ছে,এই জয় থেকেই শুরু হলো বিজেপির পতন।
কর্নাটকের মানুষ বুঝিয়ে দিয়েছে জাতের লড়াই নয় একমুঠো ভাতের লড়াই

13/05/2023

৩৬,০০০ হাজার চাকরি বাতিল করলো হাইকোর্ট।
সবাই অযোগ্য ঠিক তা নয়,
নতুন রিক্রুটমেন্টে এরাও সুযোগ পাবে।
ভূল তথ্য প্রচার করবেন না।

09/05/2023

The Kerala Story
বাংলাতে নিষিদ্ধ,
এর মানে পরিষ্কার বিষয়টি চর্চায় নিয়ে এসে সিনেমাটি হিট করা উদাহরণ পাঠান।

দিল্লির যন্তরমন্তরে আন্দোলনরত কুস্তিগীরদের পাশে দেশের কৃষক সমাজ।মোদী সরকারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিলেন বিজেপি সাংসদ ...
08/05/2023

দিল্লির যন্তরমন্তরে আন্দোলনরত কুস্তিগীরদের পাশে দেশের কৃষক সমাজ।মোদী সরকারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিলেন বিজেপি সাংসদ ব্রীজভূষনের গ্রেপ্তারের দাবিতে।
আব লড়াই হোগা।

একদিন মা ক্যান্টিনে ৫ টাকায় ডিম ভাত খেলামসবাই যদি খেতে পারে আমি কেন নয়?
07/05/2023

একদিন মা ক্যান্টিনে ৫ টাকায় ডিম ভাত খেলাম
সবাই যদি খেতে পারে আমি কেন নয়?

02/05/2023

রাজ্যে লুঠের ট্রেনিং চলছে সাবধান Everyone

29/04/2023

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটি মামলা থেকে সরানো হয়েছে,হতাশ হবেন না।বিচার ব্যবস্থার উপর পূর্ন আস্থা আছে আমাদের।
সত্যের জয় হবেই।

এই ডাস্টবিনটা দেখার পর ছবি না তুলে থাকতে পারলাম না।পাটুলি
15/04/2023

এই ডাস্টবিনটা দেখার পর ছবি না তুলে থাকতে পারলাম না।
পাটুলি

এটাই বাস্তবতা এরা জনগণকে বলে চুরি করে।
11/04/2023

এটাই বাস্তবতা
এরা জনগণকে বলে চুরি করে।

রমজান মাসে মুসলিম দরদি হও ভালো কথা।সব রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলছি একমাস রোজা পালন করো তাহলে বুঝবো ঢং নাকি দরদি।
09/04/2023

রমজান মাসে মুসলিম দরদি হও ভালো কথা।
সব রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলছি
একমাস রোজা পালন করো তাহলে বুঝবো
ঢং নাকি দরদি।

এটা দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারছিনা সত্যি বলছি।
03/04/2023

এটা দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারছিনা সত্যি বলছি।

03/04/2023

রামনবমী হিন্দুরা পালন করবে এটা স্বাভাবিক।
কিন্তু বহিরাগতরা এসে বাংলায় রামনবমীর নামে তান্ডব শুরু করেছে।
এটা বাংলার সংস্কৃতি নয়।

01/04/2023

শিবপুরে রামনবমির ঘটনায় পুলিশের অসক্রিয়তা কেন?
জবাব চাই বাংলার মানুষ

26/03/2023

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ
মোদি সরকার গনতন্ত্রের অপব্যবহার করছে এটা পরিষ্কার।

ক্ষমতা থাকলে একজন মানুষ কি বা করতে নাই পারে।
22/03/2023

ক্ষমতা থাকলে একজন মানুষ কি বা করতে নাই পারে।

14/03/2023

সভ্য সমাজের অসভ্য মানুষগুলো নেতা মন্ত্রী,
তাও আবার জেলে।

13/03/2023

কালো টাকা বিদেশে, সাদা টাকা নেতা মন্ত্রীর বিছানায়,
অপরদিকে সাধারণ মানুষের পকেট শূন্য।

কথার ওজন কখনো দাঁড়িপাল্লায় মাপা যায়না।
09/03/2023

কথার ওজন কখনো দাঁড়িপাল্লায় মাপা যায়না।

09/03/2023

দেশ স্বাধীন হল কিন্তু সাংবিধানিক অধিকার পুরোপুরি ভারতবর্ষের মানুষ পাইনি এটাই সত্য।

অনেকেই মনে করছেন ইনি অনুব্রত মন্ডল।তবে এখন পর্যন্ত সঠিক তথ্য কারো কাছে নেই, তাই বলবো না জেনে মন্তব্য করা ঠিক নয়।
08/03/2023

অনেকেই মনে করছেন ইনি অনুব্রত মন্ডল।
তবে এখন পর্যন্ত সঠিক তথ্য কারো কাছে নেই, তাই বলবো না জেনে মন্তব্য করা ঠিক নয়।

02/03/2023

সাগরদিঘির জয় বলে দিচ্ছে
সংখ্যালঘুদের ভোট তৃনমূল থেকে সরে যাচ্ছে। অনেকেই বলছেন প্রত্যাবর্তন আজ থেকে শুরু।

26/02/2023

চাকরি দূর্নীতিতে যাদের নাম আসছে তাদের নিজস্ব বি এড কলেজ আর একটি আশ্রম।
এর দ্বারা প্রমানিত দূর্নীতি অনেক দিন ধরে পরিকল্পিত ভাবে হয়েছ।

Address

Kolkata
700091

Telephone

+919163519845

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farddin Ahemed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farddin Ahemed:

Videos

Share