05/11/2025
দামোদর দীপ দানের মন্ত্র হলো: "ওঁ দামোদরায় নমস্তুভ্যং বিশ্বরূপায় ধীমহি। তস্মাদ ত্বং মে পাহি পাহি যশোদা-বন্ধন-রূপিণে।" এছাড়াও, পদ্মপুরাণ অনুসারে একটি মন্ত্র আছে: "তুমি জ্যোতি, তুমি ভাস্বর, তুমি চন্দ্র, তুমি বিদ্যুৎ, তুমি স্বর্ণ। তুমি তারা এবং যাবতীয় জ্যোতিপদার্থের জ্যোতি। তুমি দীপ, জ্যোতিতে তোমাকেই নমস্কার করি,"