03/12/2024
:সাবধান সনাতনী ভাই বোনেরা❗❗❗
দাঙ্গা লাগানোর চেষ্টা করছে মাস্টারমাইন্ড। ফাঁদে পা দিবেন না। শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যান। চৈতন্যদেরের শান্তিপূর্ণ প্রতিবাদেই কাজি সদলবলে পালিয়েছিল।
▒▒সিচুয়েশন(১)▒▒
বিভিন্ন ক্ষেত্রে হিন্দুদের দোষ খুঁজে বের করার চেষ্টা করা হবে। ইস্যু একটাই, উস্কানিমূলক একটা কথার খোঁচা দিয়ে আপনাকে উত্তেজিত করা, এবং পরবর্তীতে আপনার রিপ্লাইকে ম্যানিপুলেশন করে অন্য দিকে ধাবিত করা। যদি ভিডিও ধারণ করতে পারে, তাহলে তো সোনায়-সোহাগা। এটা সব জায়গায় শেয়ারিং করে, আপনার ও আপনার আশেপাশের হিন্দুদের ক্লিয়ারিং করা হবে।
▒▒সিচুয়েশন(২)▒▒
আমরা সনাতনী; আমাদের কাজ উগ্রতা নয়। আপনি যদি উগ্রতা দেখান তাহলে মিডিয়া শুধু আপনার অংশটুকুই দেখাবে, কিন্তু পূর্ণ ঘটনা তথা ব্যাকগ্রাউন্ড দেখাবে না। আপনাকে চরমভাবে ফাঁসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। তাই, পথেঘাঁটে, দোকান, অফিস, স্কুল-কলেজ, সব জায়গাতেই আপনি ভেবেচিন্তে কথা বলবেন। দেখুন, দাবী আমাদের আদায় একদিন হবেই, কিন্তু আন্দোলনে কোনোরকম সহিংসতা দেখাবেন না।
এ পর্যন্ত অনেক সনাতনী চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং হয়তো হবেন ভবিষ্যতে। কিন্তু, কিছু পেতে হলে ঘাতপ্রতিঘাত সহ্য করার শক্তি ও মনমানসিকতা রাখতে হবে। আপনার ত্যাগ আপনার প্রজন্মের ভবিষ্যতের পথ মসৃণ করবে।
▒▒সিচুয়েশন(৩)▒▒
একটা ফেক স্ক্রিনশট ক্রিয়েট করা কোনো ব্যাপারই না। মনে করুন নামের অংশ কাট করে, অন্য কোথাও স্ট্যাটাস লিখে স্ট্যাটাস অংশটুকু কাট করে & লাইক-কমেন্টের একটা অংশ কাট করে; তিনটা পরপর কাটিং (একটার নিচে আরেকটা) জুড়ে দিয়ে একটা ফেঁক স্ক্রিনশট আপনার বিরুদ্ধে তৈরি করা যেতেই পারে। তাই, সাবধানে থাকুন।
▒▒সিচুয়েশন(৪)▒▒
হিন্দুদের যৌক্তিক দাবির আন্দোলন ব্যর্থ করে দেবার মোক্ষম উপায় হচ্ছে- যারা এই আন্দোলনের বিভিন্ন মুভমেন্টে সুচিন্তিত ও সুনির্দিষ্ট কথাবার্তা বলতে পারে, তাঁদের বিরুদ্ধে সিচুয়েশন ক্রিয়েট করা। যেনো তারা কোনোভাবেই এই আন্দোলনে পথপ্রদর্শন করতে না পারেন। ছন্নছড়া সনাতনীদের পথপ্রদর্শনকারী এই ব্যক্তিরা হলেন বর্তমান যৌক্তিক আন্দোলনে হিন্দু জাতীর বুদ্ধিজীবী, তারা বুদ্ধিদীপ্ত।