
05/07/2025
পশ্চিমবঙ্গে রাগি বা ফিঙ্গার মিলেটের উৎপাদন বাড়াতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে রাজ্য কৃষি বিভাগ। ২০২৪ খারিফ মরশুমে কালিম্পং ও দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে এবং রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এই চাষের এলাকা সম্প্রসারণের প্রকল্প হাতে নেওয়া হয়। চলতি বছরে আরও বেশি জমিতে মিলেট চাষের পরিকল্পনা রয়েছে।
#কৃষিকাজ #চাষ #রাগি #মিলেট