Krishi Kaj

Krishi Kaj Media

পশ্চিমবঙ্গে রাগি বা ফিঙ্গার মিলেটের উৎপাদন বাড়াতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে রাজ্য কৃষি বিভাগ। ২০২৪ খারিফ মরশুমে কালিম্প...
05/07/2025

পশ্চিমবঙ্গে রাগি বা ফিঙ্গার মিলেটের উৎপাদন বাড়াতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে রাজ্য কৃষি বিভাগ। ২০২৪ খারিফ মরশুমে কালিম্পং ও দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে এবং রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এই চাষের এলাকা সম্প্রসারণের প্রকল্প হাতে নেওয়া হয়। চলতি বছরে আরও বেশি জমিতে মিলেট চাষের পরিকল্পনা রয়েছে।
#কৃষিকাজ #চাষ #রাগি #মিলেট

**খারিফ মরশুমের ধান চাষে বিশেষজ্ঞদের পরামর্শ**✅জমিতে চারা রোপণের আগে চারাগুলির শিকড় সিউডোমোনাস ফ্লুরোসেন্স দ্রবণে ৩০ মি...
04/07/2025

**খারিফ মরশুমের ধান চাষে বিশেষজ্ঞদের পরামর্শ**
✅জমিতে চারা রোপণের আগে চারাগুলির শিকড় সিউডোমোনাস ফ্লুরোসেন্স দ্রবণে ৩০ মিনিট মতো ডুবিয়ে রাখলে কাণ্ড পচা থেকে সুরক্ষা মিলবে। (লিটারে ১০ গ্রাম)
✅তার আগে বীজতলার প্রস্তুতি সারতে হবে ২০ মে থেকে ৫ জুনের মধ্যে।
✅চারা রোপণ করতে হবে ১০ জুন থেকে ২৫ জুনের মধ্যে।
✅ব্যবহৃত জাতের মেয়াদের উপর নির্ভর করে ২৬ থেকে ৩৫ দিন বয়সী চারা জমিতে রোপণ করতে হবে।
#কৃষিকাজ #চাষ #ধান

** প্রারম্ভিক ফুলকপি ও বাঁধাকপি চাষ**🌿🥬🥦••খারিফ মরশুমে জুলাই ও আগস্ট মাসে আগাম চারা তৈরি করে নিতে পারেন কৃষকরা। ••সেজন্য...
02/07/2025

** প্রারম্ভিক ফুলকপি ও বাঁধাকপি চাষ**🌿🥬🥦
••খারিফ মরশুমে জুলাই ও আগস্ট মাসে আগাম চারা তৈরি করে নিতে পারেন কৃষকরা।
••সেজন্য উঁচু বা মাঝারি উঁচু জমিতে বেড বানিয়ে নিতে হবে।
••চারা তৈরির জায়গা অল্প খরচের পলিথিন বা শেড নেট দিয়ে আচ্ছাদিত থাকলে ভালো হয়।
••একর প্রতি বেডে ২৫০ থেকে ৩০০ গ্রাম হারে বীজ বোনা যেতে পারে।
••এরপর যে চারা বেরোবে সেগুলি উঁচু জমিতে চওড়া ও উঁচু করে বেড বানিয়ে রোপন করা যেতে পারে।
••ভালো ফলনের জন্য পলি টানেলের নীচের এই সবজির চাষ করা যেতে পারে।
#চাষ #কৃষি #সবজি #কৃষিকাজ

চাল কুমড়ো ... বর্ষাকালের অতি পরিচিত এই সবজিটি সরষের পুর দিয়ে ডাবল করে ভাজা, চিনি দিয়ে ভাজা, কুচো চিংড়ি দিয়ে ঝাল মধ্...
29/06/2025

চাল কুমড়ো ...
বর্ষাকালের অতি পরিচিত এই সবজিটি সরষের পুর দিয়ে ডাবল করে ভাজা, চিনি দিয়ে ভাজা, কুচো চিংড়ি দিয়ে ঝাল মধ্যাহ্ন ভোজনে আলাদা স্বাদ এনে দেয়। পৌষ মাসে আবার পাকা চাল কুমড়ো দিয়ে বড়ি দেওয়া হয়। আপনাদের কার কার বাড়িতে এই সবজিটি আর কীভাবে ব্যবহার করা হয় কমেন্টে জানান...
#চাষ #কৃষি #সবজি

গোলাপ গাছে নতুন কুঁড়ি গজানোর জন্য ক্ষতিগ্রস্ত বা শুকিয়ে যাওয়া ডালপালা নিয়মিত ছাঁটাই করতে হবে। বর্ষার আগে প্রতি গাছে ...
28/06/2025

গোলাপ গাছে নতুন কুঁড়ি গজানোর জন্য ক্ষতিগ্রস্ত বা শুকিয়ে যাওয়া ডালপালা নিয়মিত ছাঁটাই করতে হবে। বর্ষার আগে প্রতি গাছে এক কেজি করে কম্পোস্ট, ১০০ থেকে ১৫০ গ্রাম নিম কেক, ৮ থেকে ১০ গ্রাম ইউরিয়া, ১৫ থেকে ২০ গ্রাম ফসফেট এবং ৭ থেকে ৮ গ্রাম পটাশ প্রয়োগ করুন।
#গোলাপ #চাষ

ফলে ফলে ভরে রয়েছে চালতা গাছ ...
21/06/2025

ফলে ফলে ভরে রয়েছে চালতা গাছ ...

Good Afternoon ! With
17/06/2025

Good Afternoon !
With

Good Morning ! With a species of lucky Bamboo 🌱
16/06/2025

Good Morning !
With a species of lucky Bamboo 🌱

পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল হল আখ। রাজ্যের প্রায় সমস্ত কৃষি-জলবায়ুর উপযুক্ত ফসল এটি। এখানে শরৎ ও বসন্তে...
25/05/2025

পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল হল আখ। রাজ্যের প্রায় সমস্ত কৃষি-জলবায়ুর উপযুক্ত ফসল এটি। এখানে শরৎ ও বসন্তের ফসল হিসেবেই দুটি মরশুমে আখ চাষ করা হয়। ২০২৩-২৪ সালে রাজ্যে আখ চাষের আওতাধীন এলাকার পরিমাণ ছিল ১৬,৫৭৯ হেক্টর। আর উৎপাদনের পরিমাণ ছিল ১১.০৪ লক্ষ মেট্রিক টন। গরমে এখন আখের রমরমা বাজার। কমেন্টে দেওয়া লিঙ্কে দেখুন পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের গোয়ালপাড়া পপি আখ বাজার। এটি পূর্ব বর্ধমানের একমাত্র আখ বাজার। এখানে যেমন আশপাশের এলাকা থেকে চাষিরা আখ নিয়ে আসেন বিক্রির জন্য তেমনই এখানকার আখ পাড়ি দেয় ভিন রাজ্যেও।
✍️KrishiKaj

24/05/2025

বাজারে এখন 'ফলসা' ফলের দেখা মিলছে। এই ফল খুব বেশি দিন ধরে পাওয়া যায় না। ছোট ছোট ফলে পাক ধরলেই গাছ থেকে খসে পড়ে। আর দি...
21/05/2025

বাজারে এখন 'ফলসা' ফলের দেখা মিলছে। এই ফল খুব বেশি দিন ধরে পাওয়া যায় না। ছোট ছোট ফলে পাক ধরলেই গাছ থেকে খসে পড়ে। আর দিন কয়েকের মধ্যেই গাছ থেকে শেষ হয়ে যায়। সামান্য টক স্বাদের এই ফল খেতে বেশ মুখরোচক। বালি স্টেশন রোড বাজারে #ফলসা বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।

17/05/2025

ভুট্টাবীজ উৎপাদনে বাংলায় সাফল্য এল কীভাবে, শুনুন বিশেষজ্ঞের বক্তব্য

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishi Kaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share