19/08/2024
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের শাখা সংগঠন All India Youtuber unity র ডাকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মিটিং এর আয়োজন করা হয়েছিল (বেলগরিয়া মডেল মক্তবে, তারিখ-১৯/০৮/২০২৪ সোমবার) "।
আমাদের মাঝে অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের আঞ্জুমানের এক অন্যতম পরিচিত মুখ, অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সহঃ সম্পাদক " হজরত মুফতি মুসা সরদার সাহেব " এছাড়া আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের ইউটিউবার ইউনিটির সভাপতি আজিজুল মন্ডল, সেক্রেটারি,বোরহানউদ্দিন বিশ্বাস, কামাল হোসেন সহ সকল সদস্যমন্ডলী, আলহামদুলিল্লাহ, সকলের মতামত এবং বক্তব্যের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে, আগামী দিনে আমাদের সকলকে এই সংগঠনটাকে আরো শক্তিশালী ভাবে গড়ে তুলতে হবে এবং অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের উন্নয়ন মূলক কর্মযজ্ঞ কে মানুষের কাছে তুলে ধরা এবং সঠিক ভাবে ইসলাম প্রচার কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। অতএব "ইউনিটির " আরো ডেভেলপমেন্ট করা আমাদের পরিকল্পনা । এবং জাতি , ধর্ম , বর্ণ নির্বিশেষে ও সুষ্ঠ সমাজ গঠনে ইসলাম প্রচারের লক্ষ্যে বা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের ভূমিকা মানুষের কাছে স্পষ্ট ভাবে তুলে ধরা আমাদের মূল লক্ষ্য। অতএব আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং সুষ্ঠ ভাবে ইসলা প্রচারের কাজ করার জন্য উৎসাহিত করুন। আমাদের সাথে বা ইউনিটির সাথে যুক্ত হওয়ার জন্য যারা ইচ্ছা প্রকাশ করছেন, সেই সকল ভায়েরা আমাদের সভাপতি, সম্পাদক এর সাথে যোগাযোগ করুন এবং অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটিতে যুক্ত হন, এবং সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম প্রচারের কাজে সংবদ্ধ হন । আমাদের মূল কাজ অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সেবা মূলক কাজ গুলোকে এবং ইসলামটাকে মানুষের কাছে সুন্দর ভাবে উপস্থাপন করআ এবং অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটিকে মজবুত ও পরিপূর্ণ ভাবে গড়ে তোলা।
প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা অল ইন্ডিয়া সুন্নাত আল জামায়াতের শাখা সংগঠন অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটি আজকের বিশেষ আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দ এক ফ্রেমে বন্দী হোলাম।