Media Cell

Media Cell Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Media Cell, Media/News Company, Berachampa (Kaukepara), India, KOLKATA.

আসসালামু আলাইকুমপ্রিয় মিডিয়া সেলের বন্ধুরা, জামিয়ার ইছালে ছওয়াবের আগে বাৎসরিক মিটিংয়ের হওয়ার কথা ছিল কিন্তু সময়ের...
13/02/2025

আসসালামু আলাইকুম
প্রিয় মিডিয়া সেলের বন্ধুরা, জামিয়ার ইছালে ছওয়াবের আগে বাৎসরিক মিটিংয়ের হওয়ার কথা ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে আলোচনা সাপেক্ষ মিটিংটা করা হচ্ছে না।

আগামী 1লা 2 রা ও 3রা ফাল্গুন জামিয়ার ইছালে ছওয়াব মাহফিল থেকে কার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ্। অনুগ্রহ পূর্বক পুরাতন কার্ড জমা এবং বাৎসরিক চাঁদা পরিশোধ করে নতুন কার্ড সংগ্রহ করতে অনুরোধ করছি।

বিনীত -
বুরহান উদ্দিন (সেক্রেটারি)

বি দ্রঃ - ১/পুরাতন কার্ড জমা এবং বাৎসরিক চাঁদা পরিশোধ না করে কেউ ক্যামেরা লাগাবেন না।
২/যার যে কটা ক্যামেরা বা মোবাইল দিয়ে ভিডিও করবে সেটি মিডিয়া সেল অস্থায়ী অফিসে সো করাতে হবে।
৩/পুরাতন কার্ডের ফিতা এবং হোল্ডার সঙ্গে করে আনতে হবে।
৪/নতুন কার্ড সংগ্রহ করে গলায় পরে থাকতে হবে
৫/যে সকল ব্যক্তি কার্ড এবং হোল্ডার ও ফিতে আনবে না তাদের ৫০ টাকা দিয়ে সংগ্রহ করতে হবে নতুন ফিতা ও হোল্ডার।
৬/ রেজিস্ট্রেশন করা চ্যানেল ব্যতীত কোনো চ্যানেলে লাইভ বা ভিডিও করা চলবে না।

আচ্ছালামু অলাইকুমপ্রিয় ইউটিউবার ইউনিটির বন্ধুগন, আপনাদের উদ্দেশ্যে জানানো হোচ্ছে,  যে আপনারা প্রত্যেকেই অবগত আছেন প্রতি ...
27/01/2025

আচ্ছালামু অলাইকুম
প্রিয় ইউটিউবার ইউনিটির বন্ধুগন, আপনাদের উদ্দেশ্যে জানানো হোচ্ছে, যে আপনারা প্রত্যেকেই অবগত আছেন প্রতি বছর ইউটিউবার ইউনিটির আইডি কার্ড রিনুয়াল এর বিষয়।
গতকাল ভারচুয়াল মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী যে বিষয় গুলি উঠে এসেছে তা হলো
১/ যারা একাধিক চ্যানেল চালান তাদের আলাদা আলাদা চ্যানেলের অনুমোদন আইডি কার্ড করতে হবে।
২/ কেউ যদি চ্যানেলের নাম পরিবর্তন করতে চান তাহলে সেক্রেটারি সাথে আলোচনা করতে হবে।
৩/ যারা অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের আলেম ওলামাদের প্রোগ্রাম সম্প্রচারের পাশাপাশি অন্য চ্যানেল খুলে সংগঠন বিরোধী বক্তাদের ভিডিও সম্প্রচার করেন তারা অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের বিরোধী বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে তাদের আইডি বাতিল হবে।
৪/ ২০২৫ এর জানুয়ারি শেষ সপ্তাহের মধ্যে আইডি কার্ড দেওয়ার হবে, যারা আইডি কার্ড রিনুয়াল করাতে আগ্রহী তারা সেক্রেটারির পারসোনাল হোয়াটসঅ্যাপে ( 9733822444 ) - আপনার নাম, চ্যানেলের নাম, আইডি কার্ড নং, ( চ্যানেলের নাম পরিবর্তন করতে পুরাতন চ্যানেলের নাম- নতুন নাম)
লিখে পাঠাতে হবে ৩০শে জানুয়ারীর মধ্যে, অর্থাৎ আগামী ৩দিনের মধ্যে।
৫/ যে দিন আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে সেই নিদিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে নিজ নিজ কার্ড গ্রহণ করতে হবে, উল্লেখ থাকে যে জামিয়া রহমানিয়ার ঈসালে সওয়ার মাহফিলে আইডি কার্ড ছাড়া রেকর্ড বা লাইভ করা যাবে না।
এবং জামিয়াতে অনুষ্ঠানের দিনে আইডি কার্ড নেওয়া দেওয়া বন্ধ থাকবে।
৬/ অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটির সকল নিয়মাবলি ০১/০২/২০২৫ থেকে কঠর ভাবে বহাল থাকবে। নোংরা থাম্বনেল, বিরোধীদের আপত্তিকর ছবি ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
৭/ নতুন করে কেউ ভর্তি হতে চাইলে অনতিবিলম্বে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ - ০৫/০২/২০২৫
৮/ বাৎসরিক ৩০০ টাকা ইউনিটির ধার্য্য করা বাৎসরিক চাদা পরিশোধ করে আইডি কার্ড সংগ্রহ করতে হবে।

বিনীত -
বুরহান উদ্দিন (সেক্রেটারি)

30/08/2024

প্রিয় সাথী,
অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটির সকল সভ্য সদস্যদের অবগতির জন্য জানানো হোচ্ছে যে, আমাদের মধ্যে এমনও কিছু ইউটিউবার রয়েছে যারা দীর্ঘদিন ধরে আমাদের অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সক্রিয় সদস্য, ভালবেসে কিংবা কিঞ্চিৎ আয়ের উদ্দেশ্যে ইউটিউব চ্যানেল খুলেছে, দীর্ঘ দিন ধরে ভিডিও আপলোড করেও চ্যানেল মনিটাইজ হোচ্ছে না, ওয়াচ টাইম কমের জন্য, আমরা অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটির পক্ষ থেকে ওই সব চ্যানেলের ওয়াচ টাইম কভার দেওয়া বন্দোবস্ত করেছি। তবে শর্ত অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের একনিষ্ঠ খাদেম হতে হবে, এদিক ওদিক করা বন্ধুদের এই সুযোগ দেওয়া হবে না।...............আজিজুল মন্ডল........সভাপতি, অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটি....সেক্রেটারি, বুরহানউদ্দিন বিশ্বাস,
মোঃ কামাল হোসেন,

19/08/2024

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের শাখা সংগঠন All India Youtuber unity র ডাকে জরুরী আলোচনা সভার আয়োজন করা হয় বেলগরিয়া (কাটিয়াহাট) মডেল মক্তবে (তাং-১৯/০৮/২০২৪ সোমবার) । আমাদের মাঝে অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন মাগরিবী বাঙ্গাল আঞ্জুমানের এক অন্যতম পরিচিত মুখ " হজরত মুফতি মুসা সরদার সাহেব " এছাড়া আমাদের মাঝে উপস্থিত ছিলেন ইউটিউবার ইউনিটির সেক্রেটারি, সভাপতি সহ সকল সদস্য ভায়েরা আলহামদুলিল্লাহ, সকলের মতামত এবং বক্তব্যের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে, আগামী দিনে আমরা সকলে একতাবদ্ধ ভাবে ফুরফুরা শরীফের পীর দাদা হুজুর (রহঃ) এবং তার প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন (রহঃ) মতাদর্শের উপরে দাঁড়িয়ে সংগঠনটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর এবং জাতি , ধর্ম , বর্ণ নির্বিশেষে ও সুষ্ঠ সামাজিক সমাজ গঠনের জন্য ইসলাম প্রচার করাই আমাদের মূল লক্ষ্য। অতএব আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সুষ্ঠ ভাবে কাজ করার জন্য উৎসাহিত করুন।
মহান আল্লাহ আপনাদের ইহকালের শান্তি ও পরকালের জান্নাত নসীব করুন। আমীন

বিঃ দ্রঃ - ইউটিউবার ইউনিটির সাথে যুক্ত হওয়ার জন্য যারা ইচ্ছা পোষণ করছেন সেই সকল ভায়েরা আমাদের সঙ্গে অতিসত্তর যোগাযোগ করুন। আসুন আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ ও ইসলাম প্রচারের কাজে সংঘবদ্ধ হয়।

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের শাখা সংগঠন All India Youtuber unity র ডা...
19/08/2024

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের শাখা সংগঠন All India Youtuber unity র ডাকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মিটিং এর আয়োজন করা হয়েছিল (বেলগরিয়া মডেল মক্তবে, তারিখ-১৯/০৮/২০২৪ সোমবার) "।
আমাদের মাঝে অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের আঞ্জুমানের এক অন্যতম পরিচিত মুখ, অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সহঃ সম্পাদক " হজরত মুফতি মুসা সরদার সাহেব " এছাড়া আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের ইউটিউবার ইউনিটির সভাপতি আজিজুল মন্ডল, সেক্রেটারি,বোরহানউদ্দিন বিশ্বাস, কামাল হোসেন সহ সকল সদস্যমন্ডলী, আলহামদুলিল্লাহ, সকলের মতামত এবং বক্তব্যের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে, আগামী দিনে আমাদের সকলকে এই সংগঠনটাকে আরো শক্তিশালী ভাবে গড়ে তুলতে হবে এবং অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের উন্নয়ন মূলক কর্মযজ্ঞ কে মানুষের কাছে তুলে ধরা এবং সঠিক ভাবে ইসলাম প্রচার কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। অতএব "ইউনিটির " আরো ডেভেলপমেন্ট করা আমাদের পরিকল্পনা । এবং জাতি , ধর্ম , বর্ণ নির্বিশেষে ও সুষ্ঠ সমাজ গঠনে ইসলাম প্রচারের লক্ষ্যে বা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের ভূমিকা মানুষের কাছে স্পষ্ট ভাবে তুলে ধরা আমাদের মূল লক্ষ্য। অতএব আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং সুষ্ঠ ভাবে ইসলা প্রচারের কাজ করার জন্য উৎসাহিত করুন। আমাদের সাথে বা ইউনিটির সাথে যুক্ত হওয়ার জন্য যারা ইচ্ছা প্রকাশ করছেন, সেই সকল ভায়েরা আমাদের সভাপতি, সম্পাদক এর সাথে যোগাযোগ করুন এবং অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটিতে যুক্ত হন, এবং সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম প্রচারের কাজে সংবদ্ধ হন । আমাদের মূল কাজ অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সেবা মূলক কাজ গুলোকে এবং ইসলামটাকে মানুষের কাছে সুন্দর ভাবে উপস্থাপন করআ এবং অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটিকে মজবুত ও পরিপূর্ণ ভাবে গড়ে তোলা।
প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা অল ইন্ডিয়া সুন্নাত আল জামায়াতের শাখা সংগঠন অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটি আজকের বিশেষ আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দ এক ফ্রেমে বন্দী হোলাম।

16/08/2024
29/01/2024

আজ জামপুর হানাফিয়া মাদ্রাসার ইছালে ছওয়াব মাহফিলে সাইবার গ্রুপ এবং অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটির যেসব সদস্যরা আসবেন তানারা এই নাম্বারে যোগাযোগ করবেন (Mobile: 9593575225)

জরুরী নোটিশ
12/12/2023

জরুরী নোটিশ

09/02/2023

প্রিয়,
ইউটিউবার বন্ধুরা, বিশেষ ভাবে ইউটিউবার ইউনিটির সকল বন্দুদের জানানো হোচ্ছে যে, আগামী রবিবার বেলা ১১টার সময়ে বঙ্গনুর কমিউনিটি হলে "জামিয়া ঈসালে সওয়াব মাহফিল ২০২৩" কে কেন্দ্র করে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে, এবং এই অনুষ্ঠান এর মধ্য দিয়ে ইউটিউবারদের আইডি কার্ড দেওয়ার হবে। সুতরাং অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটির সকল সদস্যদের এই আলোচনা সভায় উপস্থিতি একান্ত জরুরি।
যার যার আইডি কার্ড তাকেই নিতে হবে এবং রেজিস্ট্রার খাতায় সাইন করে।
সুতরাং পরিবার ভুক্ত সকল ইউটিউবারদের উজ্জল উপস্থিতি একান্ত জরুরি বলে বিবেচিত। .............ইতি........... আজিজুল

Address

Berachampa (Kaukepara), India
Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share