
13/02/2025
আসসালামু আলাইকুম
প্রিয় মিডিয়া সেলের বন্ধুরা, জামিয়ার ইছালে ছওয়াবের আগে বাৎসরিক মিটিংয়ের হওয়ার কথা ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে আলোচনা সাপেক্ষ মিটিংটা করা হচ্ছে না।
আগামী 1লা 2 রা ও 3রা ফাল্গুন জামিয়ার ইছালে ছওয়াব মাহফিল থেকে কার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ্। অনুগ্রহ পূর্বক পুরাতন কার্ড জমা এবং বাৎসরিক চাঁদা পরিশোধ করে নতুন কার্ড সংগ্রহ করতে অনুরোধ করছি।
বিনীত -
বুরহান উদ্দিন (সেক্রেটারি)
বি দ্রঃ - ১/পুরাতন কার্ড জমা এবং বাৎসরিক চাঁদা পরিশোধ না করে কেউ ক্যামেরা লাগাবেন না।
২/যার যে কটা ক্যামেরা বা মোবাইল দিয়ে ভিডিও করবে সেটি মিডিয়া সেল অস্থায়ী অফিসে সো করাতে হবে।
৩/পুরাতন কার্ডের ফিতা এবং হোল্ডার সঙ্গে করে আনতে হবে।
৪/নতুন কার্ড সংগ্রহ করে গলায় পরে থাকতে হবে
৫/যে সকল ব্যক্তি কার্ড এবং হোল্ডার ও ফিতে আনবে না তাদের ৫০ টাকা দিয়ে সংগ্রহ করতে হবে নতুন ফিতা ও হোল্ডার।
৬/ রেজিস্ট্রেশন করা চ্যানেল ব্যতীত কোনো চ্যানেলে লাইভ বা ভিডিও করা চলবে না।