29/05/2024
☞☞অনুগীতা
অনুগীতার উপস্থিতি পরিলক্ষিত হয় মহাভারতের অশ্বমেধ পর্বে ১৭ তম অধ্যায়ে। মহাভারতের যুদ্ধের পর যুদ্ধিষ্ঠীরের রাজ্যাভিষেকের মুহূর্তে অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যকার কথোপকথন এই গীতায় সংকলিত হয়েছে। এখানে অর্জুন পুনরায় ভাগবদ্গীতা সম্পর্কে জানতে চাইলে শ্রী কৃষ্ণ বলেন, পুনরায় সেই জ্ঞান দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে গল্প আকারে মূল গীতার বিষয়বস্তু আলোচনা করেন। এখানেই কৃষ্ণ বলেছিলেন, ভাগবদ্গীতা তিনি যোগযুক্ত হয়ে প্রদান করেছিলেন, যা এখন সম্ভব নয়।