Vedic mission International

Vedic mission International We are in search of truth
"कृण्वन्तो विश्वमार्यम्"
বৈদিক শাস্ত্র মেনে চলুন

29/05/2024

☞☞অনুগীতা

অনুগীতার উপস্থিতি পরিলক্ষিত হয় মহাভারতের অশ্বমেধ পর্বে ১৭ তম অধ্যায়ে। মহাভারতের যুদ্ধের পর যুদ্ধিষ্ঠীরের রাজ্যাভিষেকের মুহূর্তে অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যকার কথোপকথন এই গীতায় সংকলিত হয়েছে। এখানে অর্জুন পুনরায় ভাগবদ্গীতা সম্পর্কে জানতে চাইলে শ্রী কৃষ্ণ বলেন, পুনরায় সেই জ্ঞান দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে গল্প আকারে মূল গীতার বিষয়বস্তু আলোচনা করেন। এখানেই কৃষ্ণ বলেছিলেন, ভাগবদ্গীতা তিনি যোগযুক্ত হয়ে প্রদান করেছিলেন, যা এখন সম্ভব নয়।

29/05/2024

স্বামী ও স্ত্রী এর মধ্যে কে বড়ো?

পৃথিবীর প্রচলিত সকল ধর্মমত নারীজাতিকে পুরুষের তুলনায় ছোট বা হেয় করো রেখেছে।কোথাও স্ত্রী কে মারার পূর্ন বৈধতা দিয়েছে।কিন্তু সনাতন ধর্ম ই একমাত্র নারীজাতি কে মর্যাদাপূর্ন সন্মান প্রদান করে।

ইন্দ্রশ্চিদ ঘা তদব্রভীত স্ত্রীয়া অশাস্যং মনঃ।
উতো অহ ক্রতুঃ রঘুম।।
সপ্তী চিদ্ঘা মদচ্যুতা মিথুনা বহতো রথম্।
এবেদ্দূর্বষ্ণা উত্তরা।।
ঋগ্বেদ এর ৮/৩৩/১৭,১৮
অর্থাৎ, ঈশ্বরের এই আজ্ঞা যে নারীদের মন অশাসনযোগ্য। নিশ্চয়ই প্রভু তার প্রজ্ঞাকে বেগবান করেছে। দুইদিকে দুই তেজী অশ্ব যেমন রথকে সঠিকভাবে দ্রুতগামী করে ঠিক তেমনি স্বামী ও স্ত্রীর সমতা ই সংসারের রথকে পরিপূর্নভাবে বহন করতে পারে।

29/05/2024

একাকীত্ব তোমায় যা শিখাবে
পৃথিবীর কোনো ভালো বই তোমায়
তা শিক্ষা দিতে পারবে না

☞☞স্বামী বিবেকানন্দ

28/05/2024

পবিত্র বেদে বর্নিত, পৃথিবী সূর্যের চারদিকে ঘূর্নয়মান

অহস্তা যদপদী বর্ধত ক্ষা শচীভির্বেদ্যানাম্ ।
শুষ্ণং পরিপ্রদাক্ষিণি বিশ্বায়বে নিশিথঃ ।
ঋগ্বেদ ১০/২২/১৪।

বঙ্গানুবাদ - পৃথিবী যদিও হস্তপদহীন তথাপি ইহা চলিতেছে, অবশ্য জ্ঞাতব্য পরমাণুর শক্তি দ্বারা সূর্যের চারিদিকে ইহা প্রদক্ষিণ করিতেছে, হে পরমাত্মন্ ! সমগ্র মানবের মধ্যে আস্তিক্য বােধ জাগাইবার জন্যই তুমি এরূপ রচনা করিয়াছ।

28/05/2024

শাস্ত্রে মহাপাপী কাদেরকে বলা হয়?

মনুসংহিতা ৫.৯০ বলেছে-
পাষণ্ডমাশ্রিতানাঞ্চ চরন্তীনাঞ্চ কামতঃ।
গর্ভভর্তৃদ্রুহাঞ্চৈব সুরাপীনাঞ্চ যোষিতাম।।

অর্থাৎ যে ব্যাক্তি বেদের অবজ্ঞা করে,যে কামাচারি অর্থাৎ একাধিক ব্যাক্তির সাথে যৌন সংসর্গ করে,যে সুরাপান করে এবং গর্ভের ভ্রূণহত্যা করে তারা মহাপাতকী অর্থাৎ মহাপাপী।

28/05/2024

ঋতুকালীন সময়ে সহবাস নিষিদ্ধ-

সমানশয়নে চৈব ন শ্যীত তয়া সহ।
রজসাভিপ্লু তেজো বলঃ চক্ষুরায়ুশ্চৈব প্রহীয়তে।।
(মনুসংহিতা ৪।৪০)

অনুবাদঃ— কামে একান্ত উন্মত্ত হইলেও রাজোদর্শনে নিষিদ্ধ দিনত্রয়ে স্ত্রীগমন করিবে না, এবং তাহার সহিত সহবাস করিবে না।

12/04/2024

মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র

ॐ ত্রৈয়ম্বকম্ য়জামহে
সূগন্ধিম্ পূষ্টিবর্ধনম্
উর্বারূকমিব বন্ধনাম্
মৃত্যুরমোক্ষিয় মামৃতাত

Sanskrit and English

ॐ त्र्यम्बकं यजामहे
सुगन्धिं पुष्टिवर्धनम् |
उर्वारुकमिव
बन्धनान्मृत्योर्मुक्षीय माऽमृतात् ||

Aum Tryambakam yajaamahe
sugandhim pushtivardhanam | Urvaarukamiva bandhanaan-mrityormuksheeya maamritaat ||

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Vedic mission International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vedic mission International:

Share