Bhagavat Gita

Bhagavat Gita Bhagavat Gita

06/09/2023
গীতার ১৮টি অধ্যায়ের বিষয়বস্তু জানেন? সব প্রশ্নের উত্তর পাবেন এখানে:-মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান কর...
18/02/2023

গীতার ১৮টি অধ্যায়ের বিষয়বস্তু জানেন?

সব প্রশ্নের উত্তর পাবেন এখানে:-
মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন শ্রীকৃষ্ণ। হিন্দুধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থে জীবনের সব সমস্যার সমাধান মিলবে বলে জানান বিশেষজ্ঞরা।
জেনে নিন গীতার ১৮টি অধ্যায়ের সারাংশ।

প্রথম অধ্যায়:-
গীতার প্রথম অধ্যায় অর্জুন-বিষাদ যোগ। এতে ৪৬টি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনঃস্থিতির বর্ণনা করা হয়েছে। অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না। তার পর কৃষ্ণ তাঁকে কী ভাবে সম্মত করান, তা এই অধ্যায়ে বর্ণিত আছে।

দ্বিতীয় অধ্যায়:-

সাংখ্য যোগ গীতার দ্বিতীয় অধ্যায়। এতে মোট ৭২টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ, বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেন। এই অধ্যায় বাস্তবে গীতার সারাংশ।

তৃতীয় অধ্যায়:-

কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায় এই অধ্যায়। এতে মোট ৪৩টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে, ফলাফলের চিন্তা না-করেই ব্যক্তিকে কর্ম করা উচিত।

চতুর্থ অধ্যায়:-

জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ গীতার চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু। এতে ৪২টি শ্লোক রয়েছে। অর্জুনকে কৃষ্ণ বলেন ধর্মপরায়ণের সংরক্ষণ ও অধর্মীদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম্য অনেক বেশি।

পঞ্চম অধ্যায়:-

কর্ম সন্ন্যাস গীতার পঞ্চম অধ্যায়। এতে ২৯টি শ্লোক রয়েছে। এখানে অর্জুন কৃষ্ণকে জিগ্যেস করেন যে কর্মযোগ ও জ্ঞান যোগ—এই দুইয়ের মধ্যে তাঁর জন্য কোনটি শ্রেষ্ঠ। তখন কৃষ্ণ জানান যে, দুটোরই লক্ষ্য এক, কিন্তু কর্মযোগই উৎকৃষ্ট।

ষষ্ঠ অধ্যায়:-

আত্মসংযম যোগ গীতার ষষ্ঠ অধ্যায়। এখানে ৪৭টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান। মনের ভ্রান্তি কী ভাবে দূর করা যায়, তা অর্জুনকে জানান কৃষ্ণ।

সপ্তম অধ্যায়:-

জ্ঞানবিজ্ঞান যোগ গীতার এই অধ্যায় স্থান পেয়েছে, যেখানে ৩০টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রামক ঊর্জা, মায়া সম্পর্কে উপদেশ দেন।

অষ্টম অধ্যায়:-

অক্ষরব্রহ্মযোগ গীতার এই অধ্যায়ের বিষয়বস্তু। এতে ২৮টি শ্লোক রয়েছে। গীতার এই পাঠে স্বর্গ ও নরকের সিদ্ধান্ত সামিল। এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা, আধ্যাত্মিক সংসার ও নরক এবং স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে জানানো হয়েছে।

নবম অধ্যায়:-

রাজবিদ্যারাজগুহ্য যোগ গীতার নবম অধ্যায় যেখানে ৩৪টি শ্লোক রয়েছে। কৃষ্ণের আভ্যন্তরীণ ঊর্জা সৃষ্টিকে ব্যাপ্ত করে, তার সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয়।

দশম অধ্যায়:-

বিভূতি যোগ গীতার দশম অধ্যায় এবং এতে ৪২টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান, কী ভাবে সমস্ত তত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত করে।

একাদশ অধ্যায়:-

বিশ্বস্বরূপ দর্শন যোগ গীতার একাদশ অধ্যায়ের বিষয়বস্তু, যেখানে ৫৫টি শ্লোক রয়েছে। এই অধ্যায়ের অর্জুনের নিবদনে কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেন।

দ্বাদশ অধ্যায়:-

২০টি শ্লোকের মাধ্যমে ভক্তি যোগ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। ভক্তি মার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান কৃষ্ণ। এর পাশাপাশি অর্জুনকে ভক্তি যোগের বর্ণনা দেন।

ত্রয়োদশ অধ্যায়:-

ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ গীতার ত্রয়োদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে। এতে ৩৫টি শ্লোক রয়েছে। এতে কৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দেন। পাশাপাশি সত্ব, রজ ও তম গুণ দ্বারা উৎকৃষ্ট যোনিতে জন্ম নেওয়ার উপায় জানান।

চতুর্দশ অধ্যায়:-

২৭টি শ্লোকের সাহায্যে গণত্রয় বিভাগ যোগ এই অধ্যায় বর্ণিত। এতে কৃষ্ণ সত্ব, রজ ও তম গুণ ও মনুষ্যের উত্তম, মধ্যম অন্যান্য গতির সবিস্তার বর্ণনা করেছেন। অবশেষে এই গুণ লাভের উপায় ও এর ফল জানিয়েছেন।

পঞ্চদশ অধ্যায়:-

পুরুষোত্তম যোগ গীতার পঞ্চদশ অধ্যায়। এতে ২০টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ বলেন যে, ঐশ্বরিক প্রকৃতি সম্পন্ন জ্ঞানী পুরুষ সর্বপ্রকারে আমার ভজন করেন ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষ আমার উপহাস করেন।

ষোড়শ অধ্যায়:-

দৈবাসুরসংপদ্বিভাগ যোগ গীতার ষোড়শ অধ্যায়। এখানে ২৪টি শ্লোক রয়েছে। এতে কৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে জানিয়েছেন।

সপ্তদশ অধ্যায়:-

শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ গীতার সপ্তদশ অধ্যায়। এতে ২৮টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান, শাস্ত্র বিধির জ্ঞান না-থাকলে ও অন্য কারণে শাস্ত্র বিধি ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ, পূজা ইত্যাদি শুভ কর্ম শ্রদ্ধা ভরে করে থাকেন, তাঁদের পরিস্থিতি কেমন হয়।

অষ্টদশ অধ্যায়:-

মোক্ষ-সন্ন্যাস যোগ গীতার অষ্টদশ অধ্যায়। এতে ৭৮টি শ্লোক রয়েছে। এটি আগের সমস্ত অধ্যায়ের সারমর্ম। এতে অর্জুন কৃষ্ণের কাছে ন্যাস অর্থাৎ জ্ঞানযোগ ও ত্যাগ অর্থাৎ ফলাসক্ত রহিত কর্মযোগের তত্ব জানার ইচ্ছা প্রকট করেন।

তাই শ্রীমদভগবদগীতা পাঠ প্রতিদিন করুন এবং সঠিক জ্ঞ্যান লাভ করুন।

কান্নার স্বার্থকতা কি ? কান্নার স্বার্থকতা হচ্ছে কোনো অপূর্ণতাকে পূর্ণ করে কাছে পাওয়ার প্রয়াস।ভেবে দেখুন সন্তান যখন কাঁদ...
07/02/2023

কান্নার স্বার্থকতা কি ?
কান্নার স্বার্থকতা হচ্ছে কোনো অপূর্ণতাকে পূর্ণ করে কাছে পাওয়ার প্রয়াস।

ভেবে দেখুন সন্তান যখন কাঁদেন তখন মায়েরা তাকে দুগ্ধ দান করেন।
ঠিক তেমনি ভক্ত যখন কাঁদেন, ঠিক ভগবানও তেমনি অসীম প্রেমভাব, ভক্তি, তার ভক্তদের দান করেন।
আসলে এটাই কান্নার মহিমা, আর এই মহিমায় মহিমান্বিত হয়ে যদি কৃষ্ণ চরণ লাভ করা যায় তার থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।

তাই ভগবানের চরণে কান্না করুন, কারন তিনিই সর্বোচ্চ দয়াময়।

 #জয় গীতা ✳️✳️🙏🙏 #জয় শ্রীকৃষ্ণ ✳️✳️🙏🙏👉👉 সর্বভূতকে আমি সমদর্শন করি। কাহারো প্রতি আমার বিদ্বেষ নাই। আমার প্রিয় বা অপ্রিয় ক...
05/02/2023

#জয় গীতা ✳️✳️🙏🙏
#জয় শ্রীকৃষ্ণ ✳️✳️🙏🙏

👉👉 সর্বভূতকে আমি সমদর্শন করি। কাহারো প্রতি আমার বিদ্বেষ নাই। আমার প্রিয় বা অপ্রিয় কেহ নাই। কিন্তু যাহারা ভক্তি সহকারে আমার অর্চনা করেন আমি তাহাদের সঙ্গে থাকি এবং তাঁহারাও আমার সঙ্গে থাকেন।।

👉👉 অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদ্যপি একমনে আমাকে ভজনা করেন। তাহাকে লোকে সাধু বলিয়া মনে করে। অতএব তাহাকে সাধু বলিয়াই জ্ঞান করিবে।।

👉👉 সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হইয়া শাশ্বত শান্তি লাভ করে। অতএব হে কৌন্তেয়! আমার ভক্ত কখনও বিনষ্ট হয় না।।

👉👉 হে পার্থ! নীচকূলে যাহাদের জন্ম, কিংবা বৈশ্য, শুদ্র ও স্ত্রীলোক আমার শরণ লইলে পরমাগতি লাভ করেন।।

🙏🙏❤️❤️ জয় রাধামাধব ❤️❤️🙏🙏

না বলার পরেও যেখানে আপসোস কথাটা থাকে প্রকৃত ভালোবাসা নিঃশব্দে সেখানেই দন্ডায়মান হয়🌿😌সত্যি মাঝে মধ্যে রাগ করে বলি আর কখনো...
03/02/2023

না বলার পরেও যেখানে আপসোস কথাটা থাকে
প্রকৃত ভালোবাসা নিঃশব্দে সেখানেই দন্ডায়মান হয়🌿😌

সত্যি মাঝে মধ্যে রাগ করে বলি আর কখনো তোমাকে স্মরন করবো না কিন্তু দিনশেষে তুমি ছাড়া আর কেউ নেই ভগবান.হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।🙏🙏🙏

Address

Kolkata
033

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhagavat Gita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhagavat Gita:

Share