30/12/2022
এইমুহূর্তে আমাদের পাশে, আমাদের বিছানায়, আমাদের বাড়িতে, প্রচুর অশরীরী বিচরণ করছে, আমাদের দেখছে, আমাদের কথা শুনছে। এটা প্রতি মুহূর্তেই ঘটছে, এমনকি যে ফেসবুকে গল্পটা পড়ছে, তার পাশেও কেউ অশরীরী হয়ে বসে বা দাঁড়িয়ে তার কাঁধের উপর উঁকি মেরে গল্প পড়ছে কিন্তু ইন্ট্যারাক্ট করতে পারছে না এনার্জির অপ্রতুলতার জন্য। আসলে আমাদের মতোই তারা এই পৃথিবীতেই অন্য ডায়মেনশনের বাসিন্দা যে ডায়মেনশনে প্রবেশাধিকার আমাদের নেই।
কিন্তু তাঁরা যদি কখনও তাঁদের ডায়মেনশন ছেড়ে আমাদের ডায়মেনশনে উপস্থিত হয়, তাহলে কেমন হবে❓
জানতে চাইলে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। এই সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর ভৌতিক গল্প নিয়ে হাজির হতে চলেছে 💀
চ্যানেলের লিংক ফার্স্ট কমেন্টে 👇