Little Publisher

Little Publisher Publish books and Resell books of other Publishers

বইয়ের ব্লার্ব  থেকেভারতীয় জীবন দর্শনে ও সংস্কৃতিতে রামায়ণ ও মহাভারত বিশেষ প্রভাব বিস্তার করে রয়েছে। এই মহাকাব্যগুলো ...
11/08/2023

বইয়ের ব্লার্ব থেকে

ভারতীয় জীবন দর্শনে ও সংস্কৃতিতে রামায়ণ ও মহাভারত বিশেষ প্রভাব বিস্তার করে রয়েছে। এই মহাকাব্যগুলো নিয়ে তাই গবেষণা বা লেখালিখির সংখ্যাও কম নয়। তবে তা অনেক ক্ষেত্রেই ধর্মীয়, তাত্ত্বিক কিংবা এর সামাজিক দিককে প্রতিফলিত করেছে।

মহাভারতের কাহিনির ব্যাপ্তি ও বিশালতা আশ্চর্যজনক। শুধুমাত্র কাহিনি নয়, এই আখ্যানে কাহিনির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যুদ্ধ। তাই কাব্য ও আখ্যানের পাশাপাশি যুদ্ধও এই কাব্যের পটভূমিকা নির্মাণ করেছে। বর্তমান গ্রন্থটি মহাভারতের আখ্যান-কাব্যের বিবর্তনের পরিপ্রেক্ষিতে সাবেকি বিশ্বের বিভিন্ন স্থানের জাতিতত্ত্ব, পশুপালন, অর্থশাস্ত্র, ধাতুবিদ্যা, তিরন্দাজি, রথ-শিল্প ও যুদ্ধপ্রক্রিয়ার এক তুলনামূলক অন্বেষণ। সেই সঙ্গে এই যুদ্ধে কারা লিপ্ত হয়েছিল, কেমন করেই বা তারা শামিল হয়েছিল যুদ্ধে এবং মহাকাব্যটি আজ আমাদের হাতে যে রূপে আছে, সেই রূপটি এল কীভাবে— সেই আলোচনাও স্থান পেয়েছে। বাংলা মহাভারত চর্চার ধারায় এই গ্রন্থ এক অমূল্য সংযোজন।

সূচি

পরিচিতি ও প্রবর্তন

মহাকাব্যের আকার, কাঠামো ও বিন্যাস

কুরু-পাঞ্চাল ও পাণ্ডব

উপজাতীয় পরিযাণ

পরিযাণের প্রত্নতাত্ত্বিক চিত্রণ

দ্যূতক্রীড়া

আরণ্যক

যুদ্ধের পুনর্গঠন ১

রথ-যুদ্ধের কৌশল ও বিন্যাস

যুদ্ধের পুনর্গঠন ২

পরিণতি এবং অন্তঃফল

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

নির্দেশিকা

বয়সের হিসেবে 'দীপুদা' র মধ্যে দী মেজভাই। বড়ভাই অবশ্যই পুরী। কিন্তু পুরীর ক্ষেত্রে পূজাচার ধর্মকর্মের প্রয়োজনীয়তাই ছি...
06/08/2023

বয়সের হিসেবে 'দীপুদা' র মধ্যে দী মেজভাই। বড়ভাই অবশ্যই পুরী। কিন্তু পুরীর ক্ষেত্রে পূজাচার ধর্মকর্মের প্রয়োজনীয়তাই ছিল প্রবলতম প্রেরণা। দার্জিলিং প্রকৃতিপ্রধান সন্দেহ নেই; তবে পৃথকভাবে ব্যবসায়িক গুরুত্ব কম নয়। সে হিসেবে দীঘার প্রকৃতিময়তা সম্ভাবনার সঙ্গে মিলেমিশে একাকার। তবে দার্জিলিং-এর আগে দীঘা বিদেশি পর্যটকদের কাছে অবসর যাপনের স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। অতঃপর এর নানানতরো সম্ভাবনার দিক অন্বেষণ অব্যাহত থেকেছে। ১৮ শতকে হেস্টিংস থেকে ২০ শতকের স্নেইথ।

এখন সে ঝাউবনও নেই, নেই সন্ন্যাসী কাঁকড়ার ঝাঁক। চটজলদি রূপ ফেরাতে বালুতটের ইতিউতি জবরদখল করেছে কংক্রিট স্ল্যাব, আহেতুকি চিল্ড্রেন'স পার্ক। হুমড়ি খাওয়া হোটেলারণ্যের হুমকিতে মুখ ফিরিয়ে নিয়েছে দামাল নীল ঢেউও। তবে যাই হোক, দীঘা ছাড়া বাঙালি বাঁচে কী করে? ব্যস্ত জীবনের ফাঁকে। কাঁকে টুক করে দীঘা! প্রথম পিকনিকের স্মৃতি থেকে ছোটবেলার বন্ধুদের ফিরে পাওয়া, উঠতি বয়েসের বেপরোয়া প্রেম থেকে মাঝবয়েসের হিসেবি পরকীয়া, নশিল্পী হাস্য থেকে মোহিনী লাস্য, পয়লা প্রেমে হাফসোল থেকে সুখী গৃহকোণের হিসেবি টালমাটাল- সবেরই ঠিকানা এই সৈকতশহর। দীঘার প্রেক্ষাপটে গল্প- উপন্যাস লেখা হয়েছে। এই শহরকে লোকেশন করে সিনেমা তৈরি হয়েছে। এবার ব্যক্তিগত রংদার স্মৃতি মনের সিন্দুক থেকে ঝেড়ে পুঁছে একগুচ্ছ স্বাদু লেখনীতে সাজানো এই সংকলন।

এমন যে একটা বই আছে, জানা ছিল না। খুব সম্ভবত, ২০০০ সালের পর আর কোনো মুদ্রণ হয় নি। সহজ ভাষায়, ছোট্ট বই, সঙ্গে দেবাশিস দে...
15/04/2023

এমন যে একটা বই আছে, জানা ছিল না। খুব সম্ভবত, ২০০০ সালের পর আর কোনো মুদ্রণ হয় নি। সহজ ভাষায়, ছোট্ট বই, সঙ্গে দেবাশিস দেবের অলংকরণ।

বইয়ের ব্লার্ব থেকে:জন্ম থেকে জীবনের অন্তিম পর্যন্ত (অভাবিত দুর্ভাগ্যের তমসা যাঁর ছায়াসঙ্গিনী, তাকেই সন্ধানী আলোয় নবরূ...
01/04/2023

বইয়ের ব্লার্ব থেকে:

জন্ম থেকে জীবনের অন্তিম পর্যন্ত (অভাবিত দুর্ভাগ্যের তমসা যাঁর ছায়াসঙ্গিনী, তাকেই সন্ধানী আলোয় নবরূপে নবতর আবিষ্কারের প্রয়াস। কেবল রামায়ণের ধ্বনিসাম্যে সীতায়ন নয়, এই ধ্রুপদী উপন্যাস জনকনন্দিনী সীতার জীবন-পরিক্রমার এক আধুনিক গদ্যগাথা

ষষ্ঠত্রিংশতি বর্ষে উপনীতা সীতা তখন সন্তানসম্ভবা। এই অলোকসামান্যা চিরন্তনী সেই মুহূর্তে হোমশিখার মতো পবিত্র মাতৃত্বের বিভায় । বহু আকাঙ্ক্ষিত সুখমরুৎ-এর স্পর্শ অনুভব করছেন তিনি। সহসা প্রজাবন্ধক রাম লোকাপবাদের ভয়ে বৈদেহীকে বিসর্জনের সংকল্প নিলেন। তাঁর আদেশে নৈমিষারণ্যে বাল্মীকির আশ্রমসংলগ্ন একটি স্থানে সীতাকে নির্বাসনে রেখে গেলেন লক্ষণ। গর্ভিণী স্ত্রী ও গর্ভস্থ সন্তানকে উপেক্ষা করে দাশরথি সেদিন রাষ্ট্রতত্ত্বকে উচ্চে স্থান দিয়েছিলেন। কিন্তু সেই আর্য-রাষ্ট্রতত্ত্ব আসলে হৃদয়হীন পুরুষশাসনের আগ্রাসন ও বিবিধ উদ্দেশ্যসাধনের শস্ত্র ছাড়া আর কিছুই নয়। চি দুঃখের পথে চলতে চলতে লব-কুশের জননী এই সত্যটি উপলব্ধি করে হয়ে উঠেছিলেন এক পরিবর্তিত, আত্মনির্ভর, স্বয়ম্প্রভ সীতা। কিন্তু কীভাবে ? কোন তপশ্চর্যায়? তারই নিবিড় আলেখ্য মল্লিকা সেনগুপ্তের এই অভিনব উপন্যাস ।

Address

P 494 A Keyatala Road
Kolkata
700029

Telephone

+919433882799

Website

Alerts

Be the first to know and let us send you an email when Little Publisher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category