
11/08/2023
বইয়ের ব্লার্ব থেকে
ভারতীয় জীবন দর্শনে ও সংস্কৃতিতে রামায়ণ ও মহাভারত বিশেষ প্রভাব বিস্তার করে রয়েছে। এই মহাকাব্যগুলো নিয়ে তাই গবেষণা বা লেখালিখির সংখ্যাও কম নয়। তবে তা অনেক ক্ষেত্রেই ধর্মীয়, তাত্ত্বিক কিংবা এর সামাজিক দিককে প্রতিফলিত করেছে।
মহাভারতের কাহিনির ব্যাপ্তি ও বিশালতা আশ্চর্যজনক। শুধুমাত্র কাহিনি নয়, এই আখ্যানে কাহিনির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যুদ্ধ। তাই কাব্য ও আখ্যানের পাশাপাশি যুদ্ধও এই কাব্যের পটভূমিকা নির্মাণ করেছে। বর্তমান গ্রন্থটি মহাভারতের আখ্যান-কাব্যের বিবর্তনের পরিপ্রেক্ষিতে সাবেকি বিশ্বের বিভিন্ন স্থানের জাতিতত্ত্ব, পশুপালন, অর্থশাস্ত্র, ধাতুবিদ্যা, তিরন্দাজি, রথ-শিল্প ও যুদ্ধপ্রক্রিয়ার এক তুলনামূলক অন্বেষণ। সেই সঙ্গে এই যুদ্ধে কারা লিপ্ত হয়েছিল, কেমন করেই বা তারা শামিল হয়েছিল যুদ্ধে এবং মহাকাব্যটি আজ আমাদের হাতে যে রূপে আছে, সেই রূপটি এল কীভাবে— সেই আলোচনাও স্থান পেয়েছে। বাংলা মহাভারত চর্চার ধারায় এই গ্রন্থ এক অমূল্য সংযোজন।
সূচি
পরিচিতি ও প্রবর্তন
মহাকাব্যের আকার, কাঠামো ও বিন্যাস
কুরু-পাঞ্চাল ও পাণ্ডব
উপজাতীয় পরিযাণ
পরিযাণের প্রত্নতাত্ত্বিক চিত্রণ
দ্যূতক্রীড়া
আরণ্যক
যুদ্ধের পুনর্গঠন ১
রথ-যুদ্ধের কৌশল ও বিন্যাস
যুদ্ধের পুনর্গঠন ২
পরিণতি এবং অন্তঃফল
তথ্যসূত্র
গ্রন্থপঞ্জি
নির্দেশিকা