𝙉𝙀𝙒 𝘽𝘼𝙍𝙍𝘼𝘾𝙆𝙋𝙊𝙍𝙀 𝙈𝘼𝙃𝘼𝙅𝘼𝙏𝙄 𝙋𝘼𝙍𝙄𝙎𝙃𝘼𝘿 𝘾𝙇𝙐𝘽

  • Home
  • India
  • KOLKATA
  • 𝙉𝙀𝙒 𝘽𝘼𝙍𝙍𝘼𝘾𝙆𝙋𝙊𝙍𝙀 𝙈𝘼𝙃𝘼𝙅𝘼𝙏𝙄 𝙋𝘼𝙍𝙄𝙎𝙃𝘼𝘿 𝘾𝙇𝙐𝘽

𝙉𝙀𝙒 𝘽𝘼𝙍𝙍𝘼𝘾𝙆𝙋𝙊𝙍𝙀 𝙈𝘼𝙃𝘼𝙅𝘼𝙏𝙄 𝙋𝘼𝙍𝙄𝙎𝙃𝘼𝘿 𝘾𝙇𝙐𝘽 ORGANIZATION

23/04/2025

মহাজাতি পরিষদ-এর তরফ থেকে গভীর শোকপ্রকাশ

পাহালগামে নিরীহ মানুষের উপর যে নৃশংস ও কাপুরুষোচিত জঙ্গি হামলা হয়েছে, তাতে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
এই নির্মম হামলায় প্রাণ হারানো সকল শহিদদের প্রতি মহাজাতি পরিষদের পক্ষ থেকে রইল অন্তরের গভীর শ্রদ্ধা এবং তাঁদের পরিবার-পরিজনের প্রতি রইল আমাদের সমবেদনা।

আমরা প্রার্থনা করি—শহিদদের আত্মা শান্তি পাক এবং তাঁদের পরিবার এই দুঃসময়ে মানসিক শক্তি অর্জন করতে পারেন।
এই পাশবিক ঘটনার উপযুক্ত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মহাজাতি পরিষদ
সতীন সেন নগর, নব বারাকপুর

╔═══𓆩 শ্রী শ্রী শীতলা পূজা ১৪৩১ 𓆪═══╗মহাজাতি পরিষদ, নব বারাকপুর আয়োজিতবাৎসরিক মহোৎসব ২০২৫╚═══ღೋ❀ღೋ═══╝🪔 "মা যেখানে, শান্...
12/04/2025

╔═══𓆩 শ্রী শ্রী শীতলা পূজা ১৪৩১ 𓆪═══╗
মহাজাতি পরিষদ, নব বারাকপুর আয়োজিত
বাৎসরিক মহোৎসব ২০২৫
╚═══ღೋ❀ღೋ═══╝

🪔 "মা যেখানে, শান্তি সেখানে..."
এই বিশ্বাস হৃদয়ে ধারণ করে,
মহা ভক্তি, নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠিত হল
শ্রী শ্রী শীতলা মায়ের বাৎসরিক পূজা।

📿 ধুপ-ধুনো, শঙ্খধ্বনি, আরতির আলোয়
পূর্ণ হল এক পরম পবিত্র পরিবেশ,
যেখানে প্রতিটি ভক্ত হৃদয় দিয়ে অনুভব করল
মায়ের করুণাময় উপস্থিতি।

🌺 পুষ্পাঞ্জলি ও প্রদীপ নিবেদনে,
নিমগ্ন হয়ে থাকল সমস্ত এলাকাবাসী,
সকলের মুখে একটাই ধ্বনি —
"জয় মা শীতলা!"

📸 এই শুভ মুহূর্তগুলোর কিছু অপূর্ব দৃশ্য
আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে
আমরা আনন্দিত, ধন্য।

🔱 মহাজাতি পরিষদের পক্ষ থেকে জানাই
সকলকে মায়ের কৃপা, আশীর্বাদ ও শান্তি।

॥ জয় মা শীতলা ॥
॥ সর্বভূতে মা বিরাজমান ॥

╭─❁─╮
#শীতলা_পূজা_১৪৩১
#মহাজাতি_পরিষদ
#ভক্তিভরে
#জয়_মা_শীতলা
╰─❁─╯

12/04/2025

╔═══❀•ೋ° °ೋ•❀═══╗
𓆩 শ্রী শ্রী শীতলা পূজা ২০২৫ 𓆪
মহাজাতি পরিষদ আয়োজিত বাৎসরিক পূজা
╚═══❀•ೋ° °ೋ•❀═══╝

🗓️ তারিখঃ ৫ই এপ্রিল, শনিবার
📅 বাংলা: ২২শে চৈত্র, ১৪৩১

✦━━━━━━━━━━━━✦
এই শুভ তিথিতে নব বারাকপুরের পল্লীবাসী ও ভক্তবৃন্দের উপস্থিতিতে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তিভরে অনুষ্ঠিত হয় মা শীতলার পূজা।

🔸 বিশেষ উপস্থিতি:
🔅 মাননীয় পৌরপ্রধান — শ্রী প্রবীর সাহা মহাশয়
🔅 উপ-পৌরপ্রধান ও ১০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা — শ্রীমতী স্বপ্না বিশ্বাস মহাশয়া

ওনারা মায়ের চরণে পুষ্পাঞ্জলি ও মাল্যদানের মাধ্যমে ভক্তিভরে অংশগ্রহণ করেন।

𓆩🌸 মহাজাতি পরিষদ 🌸𓆪
এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মা শীতলার আশীর্বাদ ও শুভকামনা।

॥ জয় মা শীতলা ॥
🔱🌺🪔📿🔔🕉️

╭━━━━━━━╮
#মা_শীতলা_পূজা
#মহাজাতি_পরিষদ
#নববারাকপুর
╰━━━━━━━╯

শ্রী শ্রী শীতলা মায়ের বাৎসরিক পূজাপরিচালনায় - মহাজাতি পরিষদস্থানঃ সতীন সেন নগর, নববারাকপুর, কলকাতা - ৭০০ ১৩১💐 পূজা নির...
04/04/2025

শ্রী শ্রী শীতলা মায়ের বাৎসরিক পূজা
পরিচালনায় - মহাজাতি পরিষদ
স্থানঃ সতীন সেন নগর, নববারাকপুর, কলকাতা - ৭০০ ১৩১

💐 পূজা নির্ঘণ্ট 💐

📌 বাটা গ্রহণ: সকাল ৭:০০ থেকে
📌 পূজারম্ভ: সকাল ১০:৩০ থেকে
📌 পুষ্পাঞ্জলি: দুপুর ২:৩০ মিনিটে
📌 হোম-যজ্ঞ: বিকেল ৩:৩০ মিনিট থেকে

শ্রী শ্রী শীতলা মায়ের কৃপায় এই পবিত্র অনুষ্ঠানে আপনার এবং আপনার পরিবারবর্গের উপস্থিতি একান্ত কাম্য।
মহাজাতি পরিষদ এর পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।

🌸 মায়ের আশীর্বাদে সকলের মঙ্গল হোক 🌸

শুভেচ্ছান্তে,
মহাজাতি পরিষদ

Address

New Barrackpore, Satin Sen Nagar, Surya Sen Road. . . Near Jorapukur
Kolkata
700131

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝙉𝙀𝙒 𝘽𝘼𝙍𝙍𝘼𝘾𝙆𝙋𝙊𝙍𝙀 𝙈𝘼𝙃𝘼𝙅𝘼𝙏𝙄 𝙋𝘼𝙍𝙄𝙎𝙃𝘼𝘿 𝘾𝙇𝙐𝘽 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share