Bangla MCQ

Bangla MCQ Bangla MCQ তে আপনারা বিভিন্ন সরকারী পরীক্ষার বিভিন্ন রকমের MCQ প্রশ্ন সম্পর্কে জানতে পারবেন।

বাংলার ছেলে পেলো Gödel Prize! 🏆🌍বিশ্বমঞ্চে ফের উজ্জ্বল এক বাঙালি মুখ — Eshan Chattopadhyay!বিশ্বের গণিত ও কম্পিউটার সায়ে...
19/06/2025

বাংলার ছেলে পেলো Gödel Prize! 🏆🌍
বিশ্বমঞ্চে ফের উজ্জ্বল এক বাঙালি মুখ — Eshan Chattopadhyay!

বিশ্বের গণিত ও কম্পিউটার সায়েন্সে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার Gödel Prize 2025 এবার উঠলো এক বঙ্গসন্তানের হাতে। Cornell University-র Associate Professor Eshan Chattopadhyay পেয়েছেন এই পুরস্কার, তাঁর যুগান্তকারী গবেষণার জন্য।

Gödel Prize — গণিতের Nobel বলা চলে

Kurt Gödel-এর নামে দেওয়া এই পুরস্কার শুধুমাত্র তাঁকেই দেওয়া হয়, যাঁরা থিওরেটিকাল কম্পিউটার সায়েন্সে গভীর, স্থায়ী অবদান রাখেন। একে অনেকে “Fields Medal-এর পাশের আসনে বসায়”। এই সম্মান পেতে হলে চাই বছরের পর বছর ধৈর্য, গবেষণায় ডুবে থাকা, আর ভীষণ উচ্চ মানের অবদান।

Eshan-এর যাত্রাপথ — এক অনুপ্রেরণার গল্প

Eshan পড়েছেন IIT Kanpur-এ, সেখান থেকে সোজা Texas-এর University of Austin-এ পিএইচডি। এরপর Princeton ও Berkeley-এর মতো প্রতিষ্ঠানে কাজ করে বর্তমানে তিনি Cornell University-তে অধ্যাপনা করছেন। কিন্তু এই জার্নির মধ্যেও একটা কথা মাথায় রাখতে হবে — এ ছিল এক চুপচাপ, অধ্যবসায়ী ছেলের লড়াই নিজের সঙ্গে, নিজের সীমাবদ্ধতার সঙ্গে।

তাঁর গবেষণাপত্র "Explicit Two-Source Extractors and Resilient Functions" কম্পিউটার সায়েন্সের এক অমীমাংসিত সমস্যা ৩০ বছর পর সমাধান করেছে। এটা এমন এক প্রযুক্তি যা ডেটা নিরাপত্তা, এলগোরিদম আর র‍্যান্ডমনেস জেনারেশনের গোড়ায় নাড়া দিয়েছে। এর প্রভাব আগামী দশকে স্পষ্ট হবে।

এ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এ বাংলার জয়

আজ আমরা গর্ব করে বলতে পারি — বাংলা শুধুই সাহিত্য, গান, বা ফুটবল না... বাংলা এখন cutting-edge বিজ্ঞানেও পথ দেখাচ্ছে।

ইচ্ছে থাকলে, চেষ্টা থাকলে, কিছুই অসম্ভব নয়। IIT থেকে শুরু করে আমেরিকার সেরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে ছেলেটি পৌঁছাল, সে কিন্তু বাংলারই ছেলে। সে দেখিয়ে দিল — মাটির কাছাকাছি থেকে উঠে এসেও আকাশ ছোঁয়া যায়।

এ গল্প ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি ঘরে। যেন আরও হাজার Eshan তৈরি হয় আগামী দিনে।



জাপানের রিকেন সেন্টার ও টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমন একটি পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরি করেছেন, যা সমুদ্রের পানিতে ...
10/06/2025

জাপানের রিকেন সেন্টার ও টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমন একটি পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরি করেছেন, যা সমুদ্রের পানিতে কয়েক ঘণ্টার মধ্যেই গলে যায় এবং মাটিতে মাত্র ১০ দিনের মধ্যে পচে সার হিসেবে কাজ করে। ড. তাকাশি নিশিকাওয়ার নেতৃত্বে তৈরি এই প্লাস্টিক তৈরি হয়েছে সোডিয়াম হেক্সামেটাফসফেট ও গ্যানিডিনিয়াম-ভিত্তিক উপাদান দিয়ে।

এই প্লাস্টিক ক্ষতিকর কোনো পদার্থ বা মাইক্রোপ্লাস্টিক রেখে যায় না এবং এটি মাটিতে পচে গিয়ে ফসফরাস ও নাইট্রোজেনের মতো পুষ্টি উপাদান ছাড়ে, যা মাটির উর্বরতা বাড়াতে সহায়তা করে। কৃষিকাজ, মাছ ধরার সরঞ্জাম ও পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে ব্যবহারের উপযোগী এই আবিষ্কার ৯১% পুনর্ব্যবহারযোগ্য উপাদানে তৈরি এবং এটি টেকসই ভবিষ্যতের পথে এক বিশাল অগ্রগতি।

Source: collected

⚡🔋 ভবিষ্যতের শক্তি সমাধান ডেনমার্ক থেকে! 🇩🇰💡ডেনমার্ক তৈরি করেছে এক নতুন ধরনের "মল্টন সল্ট ব্যাটারি", যা একসাথে ১ লক্ষ বা...
10/06/2025

⚡🔋 ভবিষ্যতের শক্তি সমাধান ডেনমার্ক থেকে! 🇩🇰💡

ডেনমার্ক তৈরি করেছে এক নতুন ধরনের "মল্টন সল্ট ব্যাটারি", যা একসাথে ১ লক্ষ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম! 🏠🔌

এটি আরও দীর্ঘস্থায়ী, দক্ষ এবং পরিবেশবান্ধব — ভবিষ্যতের টেকসই শক্তি ব্যবস্থার এক বিশাল অগ্রগতি 🌍🌿

নতুন যুগের শক্তি আসছে লবণের মধ্য দিয়ে!

#টেকসইভবিষ্যৎ #বিদ্যুৎবিপ্লব
Source: The India

🔬💥 ক্যানসার রোধে বিপ্লব!দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীদের অবিশ্বাস্য সাফল্য! 🇰🇷🧬⚙️ তারা জিনের ‘সুইচ’ ব্যবহার করে ক্যানসার সেলক...
09/06/2025

🔬💥 ক্যানসার রোধে বিপ্লব!
দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীদের অবিশ্বাস্য সাফল্য! 🇰🇷🧬

⚙️ তারা জিনের ‘সুইচ’ ব্যবহার করে ক্যানসার সেলকে আবার সুস্থ কোষে রূপান্তর করতে পেরেছেন — একদম নিরাপদভাবে! 🙌
এতে ভবিষ্যতে কেমোথেরাপির মতো ক্ষতিকর চিকিৎসার প্রয়োজন কমে যেতে পারে।

💡 নতুন আশার আলো ক্যানসার রোগীদের জন্য।
এটাই ভবিষ্যতের ক্যানসার চিকিৎসা?

#বাংলাফ্যাক্ট
Source: The India

ঐতিহাসিক জয়! 🇮🇳♟️ভারতীয় দাবার আকাশে আরও একটি উজ্জ্বল নক্ষত্রের উত্থান ⭐ ভারতের বৈশালি রমেশ বাবু নরওয়ে চেস উইমেন ২০২৫-...
09/06/2025

ঐতিহাসিক জয়! 🇮🇳♟️

ভারতীয় দাবার আকাশে আরও একটি উজ্জ্বল নক্ষত্রের উত্থান ⭐ ভারতের বৈশালি রমেশ বাবু নরওয়ে চেস উইমেন ২০২৫-এ আর্মাগেডন গেমে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জু ওয়েনজুনকে হারালেন! আন্তরিক অভিনন্দন জানাই। 💐💐


Source: The India

একবার ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন এমন একজন মানুষের সামনে যিনি এই পৃথিবীতে হাঁটাচলা করেছেন আজ থেকে প্রায় ১৫,০০০ বছর আগে! ...
08/06/2025

একবার ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন এমন একজন মানুষের সামনে যিনি এই পৃথিবীতে হাঁটাচলা করেছেন আজ থেকে প্রায় ১৫,০০০ বছর আগে! বিজ্ঞানের অগ্রগতি, শিল্পকলার ছোঁয়া আর ইতিহাসের এক স্নিগ্ধ টানে তাঁর মুখাবয়ব আবারও ফিরে এসেছে আমাদের সামনে।

১৯১১ সালে ফ্রান্সের একটি চুনাপাথরের গুহায় আবিষ্কৃত হয় এই প্রাচীন নারীর কঙ্কাল। তখন ধারণা করা হয়েছিল, মেয়েটি কিশোরী, কারণ তার আক্কেলদাঁত ছিল না। তাই তাকে বলা হতো 'ম্যাগডালেনা গার্ল'। কিন্তু সময় গড়াল, প্রযুক্তি এগোল, আর ধীরে ধীরে খুলে যেতে লাগল এক ভুল-ভরা অধ্যায়ের পর্দা। আধুনিক এক্স-রে বিশ্লেষণে দেখা গেল, দাঁত না ওঠার কারণ বয়স নয়, তা ছিল ভেতরে আটকে থাকা। তাই, তিনি আদতে ছিলেন এক পূর্ণবয়স্ক নারী, ২৫-৩৫ বছরের মধ্যে বয়স, বাস করতেন বরফযুগের শেষ প্রান্তে, ম্যাগডালেনিয়ান যুগে।

যদিও তাঁর খুলি বহু আগেই কিছুটা ভেঙে গিয়ে ভুলভাবে জোড়া দেওয়া হয়েছিল, তবুও আধুনিক স্ক্যানিং ও ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বিখ্যাত ফরাসি ভাস্কর এলিজাবেথ ডেন তাঁর মুখমণ্ডল পুনরায় নির্মাণ করেন বেশ নিখুঁতভাবে। এই ম্যাগডালেনা গার্ল এমন এক যুগে বাস করত, যখন পৃথিবীতে ঘুরে বেড়াত বিশাল ম্যামথ, মানুষ শিকার করত হারপুন দিয়ে, গুহার দেওয়ালে আঁকত জীবনের গল্প। কুকুর তখনই হয়ে উঠছিল মানুষের সঙ্গী।

রীতিমত সায়েন্স ফিকশনের মত ঘটনা! একজন চীনা সার্জন ৮,০০০ কিলোমিটার দূরে থাকা একজন রোগীর ওপর অপারেশন করলেন। আর সেটা ১০০% সফ...
07/06/2025

রীতিমত সায়েন্স ফিকশনের মত ঘটনা! একজন চীনা সার্জন ৮,০০০ কিলোমিটার দূরে থাকা একজন রোগীর ওপর অপারেশন করলেন। আর সেটা ১০০% সফল হলো।

বিশ্বে প্রথমবারের মত এমন ঘটনা ঘটল। চাইনিজ সার্জন ড. ঝাং জু (Zhang Xu) ইতালির রোমে বসে একজন ক্যান্সার রোগীর অপারেশন করলেন। আশ্চর্যের বিষয় হল, ঐ রোগী তখন শুয়ে ছিলেন চীনের রাজধানী বেইজিংয়ে।

রোগী আর সার্জনের মধ্যে একটি ৫জি-পাওয়ার্ড সার্জিক্যাল রোবট দিয়ে সংযোগ স্থাপন করা হয়। এটি প্রায় রিয়েল টাইমেই চলছিল। Delay ছিল মাত্র ১৩৫ মিলিসেকেন্ড, যা চোখের পলকের চেয়েও দ্রুত।

এই টেলি-সার্জারি একটি গ্লোবাল মেডিকেল কনফারেন্সে সরাসরি সম্প্রচার করা হয়। মাঝে একটা মহাদেশের দূরত্ব থাকার পরেও সহায়ক রোবটটি ঝাং-এর প্রতিটি নড়াচড়া একদম হুবহু অনুকরণ করছিল। এই ঘটনা সবাইকে দারুণভাবে বিস্মিত করে।

ড.ঝাং-এর দল এই অপারেশনের মাধ্যমে ইতিহাস তৈরি করেছে। তারা প্রমাণ করেছে যে মানুষের স্কিলের সাথে যদি প্রপার কমিউনিকেশন যোগ করা যায়, তাহলে দারুণ কোনো মিরাকল ঘটানো সম্ভব।

এই টেলিসার্জারি আমাদের আশা দেখায়। হয়ত একসময় চিকিৎসা নিতে সীমান্ত আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

দেখা যাক, সময়ের স্রোত আমাদের আর কোন কোন মিরাকলের দ্বীপে ভাসিয়ে নিয়ে যায়!

সূত্র: Project Nightfall

আপনি কী জানেন? 🇮🇳✈️রতন টাটা সেই প্রথম ভারতীয়, যিনি F-16 ফ্যালকন ফাইটার জেট উড়িয়েছিলেন! 😲হ্যাঁ, টাটা সাহেব একজন লাইসেন্সপ...
07/06/2025

আপনি কী জানেন? 🇮🇳✈️

রতন টাটা সেই প্রথম ভারতীয়, যিনি F-16 ফ্যালকন ফাইটার জেট উড়িয়েছিলেন! 😲
হ্যাঁ, টাটা সাহেব একজন লাইসেন্সপ্রাপ্ত পাইলট ছিলেন।

২০০৭ সালে, মাত্র ৬৯ বছর বয়সে, তিনি এই ভয়ংকর গতির যুদ্ধবিমান চালিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন! 💥

এটাই তো রতন টাটার মতো ব্যক্তিত্বের আলাদা ক্লাস! 🔥🙌

বিশ্বে প্রথমবারের মতো মহাকাশ থেকে পৃথিবীতে সৌরশক্তি পাঠালো জাপান!জাপানের ‘ওহিসামা (OHISAMA) প্রকল্প’ এখন ইতিহাস গড়তে চলে...
01/06/2025

বিশ্বে প্রথমবারের মতো মহাকাশ থেকে পৃথিবীতে সৌরশক্তি পাঠালো জাপান!

জাপানের ‘ওহিসামা (OHISAMA) প্রকল্প’ এখন ইতিহাস গড়তে চলেছে। জাপান স্পেস সিস্টেমস-এর তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো—মহাকাশ থেকে সরাসরি পৃথিবীতে সৌরশক্তি পাঠানো এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনা।

২০২৫ সালে উৎক্ষেপণের জন্য নির্ধারিত ওহিসামা স্যাটেলাইটটি মহাকাশে ২ বর্গমিটার আকারের ফটোভোলটাইক প্যানেলের মাধ্যমে সৌরশক্তি সংগ্রহ করবে। এরপর সেই শক্তিকে রূপান্তর করা হবে মাইক্রোওয়েভে এবং তা পাঠানো হবে পৃথিবীর সুওয়া অঞ্চলের একটি রিসিভার স্টেশনে, যার পরিধি প্রায় ৪০ কিলোমিটার।

শুরুর দিকে উৎপাদনক্ষমতা হবে প্রায় ১ কিলোওয়াট—যা দিয়ে একটি সাধারণ গৃহস্থালি যন্ত্রপাতি ঘণ্টাখানেক চালানো সম্ভব। যদিও এটি ছোট পরিসরের শক্তি, তবে প্রকল্পটির আসল উদ্দেশ্য হলো মহাকাশভিত্তিক সৌরশক্তি প্রেরণের সম্ভাবনা যাচাই করা এবং ভবিষ্যতের বড় পরিকল্পনার পথ তৈরি করা।

ওহিসামা উপগ্রহটি পৃথিবীর ৪০০ কিলোমিটার উচ্চতায় নিম্ন কক্ষপথে অবস্থান করবে। আবহাওয়ার প্রভাবমুক্ত এবং নিরবিচ্ছিন্নভাবে শক্তি প্রেরণ করা এর অন্যতম বৈশিষ্ট্য।

এই ধারণার গোড়াপত্তন হয়েছিল ১৯৬৮ সালে। কিন্তু আজ উন্নত প্রযুক্তি, হালকা উপকরণ, ও পুনঃব্যবহারযোগ্য উৎক্ষেপণ ব্যবস্থার অগ্রগতির ফলে এই স্বপ্ন বাস্তব রূপ নিচ্ছে।

ভবিষ্যতে জাপান ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভূ-স্থির কক্ষপথে অবস্থানযোগ্য বিশাল সৌর বিদ্যুৎ উপগ্রহ নির্মাণের পরিকল্পনা করছে—যা হবে আবহাওয়ামুক্ত, ২৪/৭ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, এবং দূরবর্তী অঞ্চলেও সহজে বিদ্যুৎ পৌঁছে দিতে পারবে।

এই উদ্যোগ একদিকে যেমন জাপানকে নবায়নযোগ্য শক্তির বিশ্বনেতায় পরিণত করবে, তেমনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়েও বড় অবদান রাখবে।


#জাপান #সৌরশক্তি

প্রশান্ত মহাসাগরের ক্ল্যারিওন-ক্লিপারটন জোন (CCZ)-এর প্রায় ৪ কিলোমিটার নিচে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এক রহস্যময় অস্তিত্ব...
25/05/2025

প্রশান্ত মহাসাগরের ক্ল্যারিওন-ক্লিপারটন জোন (CCZ)-এর প্রায় ৪ কিলোমিটার নিচে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এক রহস্যময় অস্তিত্ব। তারা একে বলছেন “ডার্ক অক্সিজেন”, অর্থাৎ এমন অক্সিজেন, যা তৈরি হচ্ছে সূর্যালোক ছাড়া!

আমরা এতদিন জেনেছি, অক্সিজেন আসে ফটোসিনথেসিসের (সালোকসংশ্লেষণ) মাধ্যমে, সূর্যের আলো আর উদ্ভিদের মেলবন্ধনে। কিন্তু এই আবিষ্কার সেই ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখানে সূর্য নেই, গাছ নেই, তবুও অক্সিজেন তৈরি হচ্ছে। গবেষকরা দেখেছেন, এই অক্সিজেন উৎপন্ন হচ্ছে সমুদ্রের তলদেশে থাকা পলিমেটালিক নোডিউলস নামের খনিজ পাথরগুলো থেকে। এগুলোর মধ্যে থাকে নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতু, আর সেগুলো আচরণ করছে ভূ-ব্যাটারির মতো। এসব নোডিউল থেকে তৈরি হয় প্রাকৃতিক বৈদ্যুতিক ভোল্টেজ (প্রায় ০.৯৫ ভোল্ট), যা সমুদ্রের পানিকে বিভক্ত করে হাইড্রোজেন ও অক্সিজেনে।

এই অক্সিজেন ফটোসিনথেসিস ছাড়াই টিকে থাকা জীবদের জন্য হতে পারে জীবনের শক্তি। ফলে প্রশ্ন উঠছে, পৃথিবীতে জীবন কি কেবল আলো থেকেই শুরু হয়েছিল, নাকি অন্ধকারের নিচেও চলছিল এক গোপন প্রস্তুতি? তবে, এই চমকপ্রদ আবিষ্কারের সঙ্গে এসেছে উদ্বেগও। CCZ অঞ্চলটি বর্তমানে গভীর সমুদ্র খননের লক্ষ্যবস্তু, যেখান থেকে ধাতু উত্তোলনের পরিকল্পনা চলছে। কিন্তু যদি এই অঞ্চল জীবনের আদিরূপ ও অক্সিজেন উৎপাদনের অজানা উৎস হয়, তাহলে মানব হস্তক্ষেপের প্রভাব হতে পারে ভয়াবহ।

👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤️❤️❤️
09/04/2025

👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤️❤️❤️

Address

Kolkata
700064

Alerts

Be the first to know and let us send you an email when Bangla MCQ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share