
19/06/2025
বাংলার ছেলে পেলো Gödel Prize! 🏆🌍
বিশ্বমঞ্চে ফের উজ্জ্বল এক বাঙালি মুখ — Eshan Chattopadhyay!
বিশ্বের গণিত ও কম্পিউটার সায়েন্সে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার Gödel Prize 2025 এবার উঠলো এক বঙ্গসন্তানের হাতে। Cornell University-র Associate Professor Eshan Chattopadhyay পেয়েছেন এই পুরস্কার, তাঁর যুগান্তকারী গবেষণার জন্য।
Gödel Prize — গণিতের Nobel বলা চলে
Kurt Gödel-এর নামে দেওয়া এই পুরস্কার শুধুমাত্র তাঁকেই দেওয়া হয়, যাঁরা থিওরেটিকাল কম্পিউটার সায়েন্সে গভীর, স্থায়ী অবদান রাখেন। একে অনেকে “Fields Medal-এর পাশের আসনে বসায়”। এই সম্মান পেতে হলে চাই বছরের পর বছর ধৈর্য, গবেষণায় ডুবে থাকা, আর ভীষণ উচ্চ মানের অবদান।
Eshan-এর যাত্রাপথ — এক অনুপ্রেরণার গল্প
Eshan পড়েছেন IIT Kanpur-এ, সেখান থেকে সোজা Texas-এর University of Austin-এ পিএইচডি। এরপর Princeton ও Berkeley-এর মতো প্রতিষ্ঠানে কাজ করে বর্তমানে তিনি Cornell University-তে অধ্যাপনা করছেন। কিন্তু এই জার্নির মধ্যেও একটা কথা মাথায় রাখতে হবে — এ ছিল এক চুপচাপ, অধ্যবসায়ী ছেলের লড়াই নিজের সঙ্গে, নিজের সীমাবদ্ধতার সঙ্গে।
তাঁর গবেষণাপত্র "Explicit Two-Source Extractors and Resilient Functions" কম্পিউটার সায়েন্সের এক অমীমাংসিত সমস্যা ৩০ বছর পর সমাধান করেছে। এটা এমন এক প্রযুক্তি যা ডেটা নিরাপত্তা, এলগোরিদম আর র্যান্ডমনেস জেনারেশনের গোড়ায় নাড়া দিয়েছে। এর প্রভাব আগামী দশকে স্পষ্ট হবে।
এ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এ বাংলার জয়
আজ আমরা গর্ব করে বলতে পারি — বাংলা শুধুই সাহিত্য, গান, বা ফুটবল না... বাংলা এখন cutting-edge বিজ্ঞানেও পথ দেখাচ্ছে।
ইচ্ছে থাকলে, চেষ্টা থাকলে, কিছুই অসম্ভব নয়। IIT থেকে শুরু করে আমেরিকার সেরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে ছেলেটি পৌঁছাল, সে কিন্তু বাংলারই ছেলে। সে দেখিয়ে দিল — মাটির কাছাকাছি থেকে উঠে এসেও আকাশ ছোঁয়া যায়।
এ গল্প ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি ঘরে। যেন আরও হাজার Eshan তৈরি হয় আগামী দিনে।