17/09/2025
১৭ সেপ্টেম্বর ২০২৫ , ভারতীয় সময় রাত ঠিক ৯টায়
কৃষি বিষয়ক অনুষ্ঠান -'চাষবাস'।
আজ আপনাদের জন্য বিশেষ
নিবেদন: " পশ্চিমবঙ্গে নারিকেল চাষের উন্নয়নে নারিকেল পর্ষদের প্রকল্পসমূহ "
আজ শুনবেন ,
আমাদের রাজ্যে পুরনো গাছগুলির ফলন বর্তমানে অনেকাংশেই কমে গেছে। চাষিরা বলছেন, আগের মত ডাব বা নারকেল ধরে না। এক্ষেত্রে সার ব্যবস্থাপনায় আপনাদের সুপারিশ কি?
সার ব্যবস্থাপনা কিংবা রোগ পোকা দমনে সরকারী কোনও সহায়তা আছে? নারকেল চাষের ক্ষেত্রে বিপদ সংকুল একটা কাজ হল গাছ থেকে নারকেল পাড়া।অনেক ক্ষেত্রে দুর্ঘটনার শিকার ও হতে হয়। এক্ষেত্রে আপনাদের কোন সরকারি বীমার সুবিধা আছে কি?
অনেক ক্ষেত্রে সঠিক গুণমান সম্পন্ন জাতের নারকেল চারা চাহিদা মতো পাওয়া যায় না। নারকেল উন্নয়ন পর্ষদ এক্ষেত্রে কোনও সহায়তা করতে পারে?
নারকেল থেকে বিভিন্ন হস্তশিল্প কিংবা মূল্য সংযোজিত পণ্য তৈরি হয়। এরূপ উদ্যোগপতিদের জন্য আপনাদের তরফ কোন প্রশিক্ষণের ব্যবস্থা আছে? এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করতে
বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন, ড.অমিয় দেবনাথ
উপ অধিকর্তা, নারিকেল উন্নয়ন পর্ষদ (কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, ভারত সরকার), রাজ্য কেন্দ্র, কলকাতা। এবং
শ্রীতমা বিশ্বাস ,
উন্নয়ন আধিকারিক, নারিকেল উন্নয়ন পর্ষদ (কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, ভারত সরকার), রাজ্য কেন্দ্র,কলকাতা।
শুনবেন , বিশিষ্ট শিল্পী পূর্ণ চন্দ্র সামন্তের রচিত ও তারই কন্ঠে এই বিষয়ের উপর লেখা গান ,
সহযোগীতায় পূর্বাশা সামন্ত। অনুষ্ঠান টি প্রযোজনা করেছেন , বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ
আপনাদের কাছে আমাদের 'চাষবাস' অনুষ্ঠানটি কেমন লাগছে
সে বিষয়ে মতামত জানাবেন।
আমাদের ই মেইল
[email protected].
শুনতে থাকুন রেডিও কলকাতা, লগ অন করুন radiokolkata.org