
23/06/2025
আমাদের আগের গল্প পাঠের আসরের অভাবনীয় সাফল্যে উজ্জীবিত হয়ে আবার আমরা আসর বসাচ্ছি আগামী জুলাই মাসে। আগামী ১৯ শে জুলাই সাহিত্যিক বনফুলের জন্মদিন। ওই দিন আমরা কচি-কাঁচাদের মুখে শুনবো বনফুলের লেখা ছোট গল্প। ওদের গল্প শোনাতে ছোটদের মাঝে আসবেন শিশুসাহিত্যিক ও গবেষক শ্রী পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। আশা রাখি, খুব সুন্দর আনন্দময় এক সন্ধ্যা কাটাতে পারবো আমরা। সেই পরিবেশে বসে যারা গল্প পড়তে বা শুনতে চাও, নাম দাও। আর বনফুলের গল্প যদি আগে না পড়ে থাকো, যদি খুঁজে না পাও, চিন্তা করো না, খুঁজতে সাহায্য করবো আমরাও।
আসর বসবে ১৯ শে জুলাই, শনিবার, বিকেল ৫ টায়। তেঘরিয়ায় অনাবিল-এর বৈঠক ঘরে। নাম দেওয়ার জন্য whatsapp কর 070037 06814 নম্বরে।