
05/05/2025
রীতা ঘোষের গল্প অবলম্বনে এবং নির্মাল্য বিশ্বাসের চিত্রনাট্য ও পরিচালনায় শ্যুট হল স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র 'মিত্রতা'। অভিনয়ে রীতা ঘোষ, শ্রাবণী কোলে, শিবানী গুপ্তা, বিউটি সেন, রিয়ান্না সাহা, সাঁচি সিং। ফিল্মটির বিশেষত্ব এই ফিল্মে যারা অভিনয় করেছেন সবাই মহিলা। সিনেমাটোগ্রাফার সুবীর মন্ডল, সৃজনশীল পরিচালনা ঋষি ভট্টাচার্য, মেক আপ শম্পাস মেক ওভার।