
25/12/2023
*https://youtu.be/H0SQw8OvSpE?si=XSujOkUU0FKKf-t6*
হারিয়ে যাওয়া অতীত কে আরো একবার ফিরে পাওয়ার ইচ্ছেটা মানুষের চিরন্তন। তবে ফেলে আসা দিন কখনোই ফিরে পাওয়া যায় না, তবুও অবুঝ মনে স্মৃতিরা বারবার ভিড় জমায়। বুকের মধ্যে বারবার ভেসে ওঠে আফসোস।
তবে আমাদের আজকের গল্পটি মোটেই আফসোস বা হতাশার নয়। বরং আমরা আরো একবার আপনাদের ফিরিয়ে নিয়ে যাব সবার প্রিয় অতীতের দিনগুলোতে, নস্টালজিয়ার পথ ধরে। আমাদের আজকের গল্প আপনাদের মন ভালো করে দেবেই। শুনতে থাকুন আমাদের আজকের উপস্থাপনা লেখক অনিকেত মাইতির গল্প " নব চেতন "।
হারিয়ে যাওয়া অতীত কে আরো একবার ফিরে পাওয়ার ইচ্ছেটা মানুষের চিরন্তন। তবে ফেলে আসা দিন কখনোই ফিরে পাওয়া যায় ন.....