04/09/2025
বাবা হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ
তাই প্রত্যেক মায়ের উচিত তার বাচ্চাদের সামনে বাবার সম্পর্কে এমনভাবে কথা বলা, যেন শিশুরা ছোটবেলা থেকেই। বাবার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসা শিখে নেয়
মায়ের বলা উচিৎ “বাচ্চারা, যখন তোমাদের বাবা বাসায় ফিরবে, তখন সবাই মিলে হাসিমুখে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরো। বলো, ‘আমরা তোমায় ভালোবাসি।’
তোমাদের বাবা সারাদিন রোদে পুড়ে, ঘামে ভিজে, ক্লান্ত শরীরে ঘরে ফেরেন—শুধু তোমাদের মুখে হাসি দেখার আশায়। তিনি হয়তো বলেন না, চোখে জল রাখেন না, কিন্তু তার নিঃশব্দ প্রতিটি মুহূর্তে—ভালোবাসার স্পর্শ লুকানো থাকে।
বাবারা তাদের ভালোবাসা শব্দে নয়, কাজে প্রকাশ করেন। তোমাদের স্কুল ফি সময়মতো দেওয়া,
রাতে না খেয়ে তোমাদের পেট ভরানো,
ঘুম ভেঙে তোমাদের ঘুমাতে দেখা— এসবই তাদের না বলা ভালোবাসার ভাষা।
বাবা মানে সেই ছায়া— যিনি নিজের স্বপ্নগুলো একপাশে রেখে তোমাদের ঘরের আলো জ্বালাতে নীরবে লড়ে যান।
তোমরা যদি তাকে একটু ভালোবাসা দাও, একটু হাসিমুখে পাশে থাকো— সেটাই হবে তার সব ক্লান্তির সবচেয়ে বড় প্রাপ্তি।”
বাবা কেবল একজন রোজগার করা মানুষ নয়, তিনি একটি পরিবারের নীরব আশ্রয়, যিনি তার ভালোবাসা লুকিয়ে রাখেন ত্যাগের আড়ালে।
বাবা মানে, শত আবদারের এক অদ্ভুত ভান্ডার! বাবা মানে, 'চিন্তা কিসের? আমি আছি না!' বাবা মানে, শাসন শেষে অশেষ আদর!
বাবা মানে, নিজের কষ্ট হলেও তা বুঝতে না দিয়ে সন্তানকে খুশী রাখা!
বাবা মানে বটবৃক্ষ, প্রখর রোদে শীতল ছায়া!
বাবা’ ডাকটা খুব প্রেমময়, মধুর এবং একটি বিশেষ উপাধি।
বাবারা সন্তানদের কাছে একজন সুপারহিরো। বিশেষ ক্ষমতাধর কোনো ব্যক্তি। যাঁর হাতের ছোঁয়ায় অনেক কিছুই সম্ভব। যাঁর কাছে অসম্ভব বলে আদৌ কোনো কিছু নেই। তাঁর শক্তি, সাহসিকতা আর আদর্শ সন্তানদের চলার পথে অনুপ্রেরণা দেয়, সাহস জোগায়।
বাবা মানে, সকল গল্পের পর্দার আড়ালে থাকা একজন মহানায়ক! আমার কাছে বাবা মানে গোটা পৃথিবী! আমার কাছে বাবা মানে পৃথিবীতে আমার অস্তিত্ব! আমার কাছে বাবা মানে আকাশ সমান অনুভূতির নাম!