06/04/2022
ভুয়ো তথ্য প্রচার, এবার ২২টি ইউটিউব চ্যানেল ব্লক কেন্দ্রের
নয়াদিল্লি: ভুল তথ্য ছড়ানোর দায়ে ২২টি ইউটিউব চ্যানেল ব্লক করে দিল কেন্দ্র। এর মধ্যে ১৮টি ভারতীয় এবং ৪টি পাকিস্তানি চ্যানেল। এদের বিরুদ্ধে দেশের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও বৈদেশিক সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানোর অভিযোগ রয়েছে। এক বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে, গত বছর ফেব্রুয়ারি মাসে তথ্যপ্রযুক্তি আইন, ২০২১ জারি করা হয়। তারপর এই প্রথম ইউটিউবের মাধ্যমে সম্প্রচারিত একাধিক ভারতীয় সংবাদ চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। এছাড়াও এদিন তিনটি টুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট ও একটি নিউজ ওয়েবসাইট ব্লক করেছে কেন্দ্র।
ঠিক কী সম্প্রচার করা হতো এই চ্যানেলগুলির মাধ্যমে? মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এরা দর্শকদের বিভ্রান্ত করতে পরিচিত নিউজ চ্যানেলের লোগো ও ভুয়ো থাম্বনেল ব্যবহার করত। সেখানে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর নিয়ে ভুয়ো খবরের মতো দেশবিরোধী একাধিক বিষয়বস্তু তুলে ধরা হতো। কয়েকটি চ্যানেলের সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ ছিল। এমনকী, সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে ভারতকে জুড়ে দিয়ে ভুয়ো তথ্য পরিবেশন করত চ্যানেলগুলি। এই সংক্রান্ত বেশ কিছু স্ক্রিন শট শেয়ার করেছে মন্ত্রক। তার একটির শিরোনামে লেখা রয়েছে, ‘বিশ্বযুদ্ধের ঘোষণা, গোটা ভারত বন্ধ’। অন্য একটিতে বলা হয়েছে, ‘পরমাণু বোমা বিস্ফোরণের ফলে ভারতের মাটি কেঁপে উঠল’। এছাড়া, ‘ন্যাটো দেশগুলিকে ভারতের হুমকি’, ‘যুদ্ধে নামল ভারতও, নিকেশ ৮০০ মার্কিন সেনা’, ‘ভারত ও রাশিয়ার উপর মার্কিন বায়ুসেনার হামলা’ — এরকম বহু ভুয়ো, বিভ্রান্তিকর খবরের তালিকা রয়েছে। জনপ্রিয় চ্যানেলের লোগো ও থাম্বনেল ব্যবহার করায় দর্শকরা তা বিশ্বাসও করতেন। বিষয়টি নজরে আসতেই তাই কড়া ব্যবস্থা গ্রহণ করল সরকার।
মন্ত্রক জানিয়েছে, ব্লক হওয়া ২২টি ইউটিউব চ্যানেলের মোট ভিউ ২৬০ কোটিরও বেশি। এই নিয়ে ২০২১ সালের ডিসেম্বর থেকে এদিন পর্যন্ত ৭৮টি ইউটিউব চ্যানেল, একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে