Today's India

Today's India It's a bangla news regarding page.

09/03/2024

চলতি আর্থিক বছরের প্রথম নয় মাসে সরকারি তেল সংস্থাগুলির লাভের অঙ্ক ৭০ হাজার কোটি টাকা

https://www.todaysindia.blog/2024/03/blog-post_7.html
07/03/2024

https://www.todaysindia.blog/2024/03/blog-post_7.html

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ভারত বিরোধিতার সুর আরও চড়া করেছেন।

https://www.todaysindia.blog/2024/03/blog-post_6.html
07/03/2024

https://www.todaysindia.blog/2024/03/blog-post_6.html

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে দেশের মানুষের সামনে কল্পতরুর মতো হাজির হচ্ছেন।

06/03/2024

বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য www.prd.wb.gov.in ওয়েবসাইট নিয়মিত দেখুন

https://www.todaysindia.blog/2024/03/blog-post.html?m=1
05/03/2024

https://www.todaysindia.blog/2024/03/blog-post.html?m=1

রবিচন্দ্রন অশ্বিন: একশো টেস্টের যাদুকর মার্চ ০৫, ২০২৪ নয়াদিল্লি: ধর্মশালায় তার ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খ...

আরো এক ইউক্রেনীয় শহর ' মারিউপোল ' দখল করলো রাশিয়া‘অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করো, নয়তো মরো’— মারিউপোল রক্ষায় লড়তে থা...
18/04/2022

আরো এক ইউক্রেনীয় শহর ' মারিউপোল ' দখল করলো রাশিয়া

‘অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করো, নয়তো মরো’— মারিউপোল রক্ষায় লড়তে থাকা ইউক্রেনীয় সেনার উদ্দেশে এমনই হাড় হিম করা হুঁশিয়ারি দিয়েছিল রুশ সেনা। মস্কোর তরফে রবিবার ভোর তিনটের সময়সীমাও বেঁধে দেওয়া হয়। যদিও, প্রতিরোধের শেষ প্রাচীর হিসেবে মারিউপোলে মোতায়েন ইউক্রেনীয় সেনারা সেই প্রস্তাবে রাজি হয়নি। উল্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, ‘গোটা মারিউপোল শহর ও সেখানকার অধিবাসীদেরও নিশ্চিহ্ন করে দিতে চাইছে রাশিয়া।’
মারিউপোল যে কোনওভাবেই মাথা নত করবে না, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হানা মালয়ার। রবিবার তিনি জানান, মারিউপোলে হামলার বহর ক্রমশ বাড়াচ্ছে রাশিয়া। তা সত্ত্বেও আজভ সাগরের গুরুত্বপূর্ণ বন্দর এখনও তারা ছিনিয়ে নিতে পারেনি। এবার জল ও স্থলপথেও হামলার পরিকল্পনা করছে। যদিও, ইউক্রেনীয় সেনা যেকোনও হামলার জবাব দিতে প্রস্তুত বলেই দাবি করেন হানা। বস্তুত, মারিউপোলের অধিকাংশ জায়গা থেকেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ইউক্রেনীয় সেনা। রাশিয়ার দাবি, আজভ সাগরের এই বন্দর শহরটি তারা দখল করেই ফেলেছে। কয়েকজন ইউক্রেনীয় সেনা একটি স্টিল কারখানায় লুকিয়ে থেকে লড়াই চালাচ্ছে। সূত্রের খবর, কয়েকজন ইউক্রেনীয় সেনা আপাতত আশ্রয় নিয়েছেন আজভস্তাল স্টিল মিলে। সেখানকার বিরাট বিরাট গুদামঘর, কয়লার ফার্নেস, ব্রয়লার এবং সুড়ঙ্গগুলি ব্যবহার করেই রুশ সেনার চোখে ধুলো দিচ্ছে তারা। কিন্তু, ওই সেনাদের সঙ্গে থাকা গোলা-গুলি শেষ হলে কী হবে? তা নিয়ে চিন্তিত প্রেসিডেন্ট জেলেনস্কি এদিনও পশ্চিমের দেশগুলির কাছে বিভিন্ন সমরাস্ত্র সরবরাহের আর্জি জানিয়েছেন। তাঁর কথায়, ‘মারিউপোলের প্রতিরোধকে টিকিয়ে রাখতে পশ্চিমী সহযোগীদের অবিলম্বে অস্ত্র ও যুদ্ধবিমান দিতে হবে আমাদের। না হলে সমঝোতার রাস্তাতেই হাঁটতে হবে।’ বসে নেই রাশিয়াও। ইউক্রেনকে চাপে রাখতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে তারা। রবিবারই রুশ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানান, কিয়েভের উপকণ্ঠে ব্রোভারি গ্রামের কাছে একটি গোলা-গুলি তৈরির কারখানা ক্ষেপণাস্ত্র হানায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সুখবর! বাড়ছে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা, এমনটাই খবর বন দফতরের!সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের স্থায়ী ঠিকানা। সেখানকার...
15/04/2022

সুখবর! বাড়ছে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা, এমনটাই খবর বন দফতরের!

সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের স্থায়ী ঠিকানা। সেখানকার ‘সুখবর’ দিচ্ছে রাজ্য বনদপ্তর। তাদের দাবি, গত তিন বছরে পশ্চিমবঙ্গের সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। সম্প্রতি বাঘসুমারিতেও তার ইঙ্গিত মিলেছে। তবে ক’টি বাঘ বেড়েছে, তা এখনও ঘোষণা হয়নি। সঠিক সংখ্যা জানতে দেরাদুনে অবস্থিত ‘ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া’য় ‘স্ট্রাইপ অ্যানালাইসিস’ করা হচ্ছে। এতদিন হাতেকলমে বা মানুষের দ্বারা (ম্যানুয়াল) এই বিশ্লেষণ করা হতো। এই প্রথমবার অটো স্ট্রাইপ অ্যানালাইসিস করা হচ্ছে।
রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, সুন্দরবনে বাঘ বেড়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। দেরাদুন থেকে অটো স্ট্রাইপ অ্যানালাইসিস রিপোর্ট এলেই সংখ্যাটা জানতে পারব। তিনি বলেন, বাসস্থানের অনুকূল পরিবেশ, পর্যাপ্ত খাদ্যের জোগান প্রভৃতি কারণে গত তিন বছরে বাঘের বংশবৃদ্ধি হয়েছে। বাঘ যাতে লোকালয়ে না ঢুকে পড়ে, তার জন্য আমরা আরও ১২ কিলোমিটার এলাকায় অত্যাধুনিক ফেন্সিং করছি। তার জন্য বিশেষ ধরনের অ্যালুমিনিয়ামের নেট আনা হচ্ছে। যে এলাকায় বাঘ ঢোকার আশঙ্কা বেশি, সেখানে ওই ফেন্সিং করা হচ্ছে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতি তিন বছর অন্তর সুন্দরবনে বাঘসুমারি বা গণনা করা হয়। তিন বছর আগের সুমারি অনুযায়ী এ রাজ্যের সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৯৬। এবার ডিসেম্বর ও জানুয়ারি মাসে সুমারি হয়েছে। তাতে বনদপ্তরের আধিকারিকরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, বাঘের সংখ্যা বেড়েছে। কীভাবে বাঘের গণনা করা হয়? বনদপ্তরের এক আধিকারিক বলেন, প্রতি দুই বর্গ কিলোমিটার এলাকায় দু’টি উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা বসানো হয়। মাঝখান দিয়ে এক ধরনের রশ্মি বের হয়। কোনও প্রাণী পারাপার করলেই তার ছবি ওঠে। একই বাঘ বিভিন্ন ক্যামেরায় ধরা পড়ে। তাই ছবি উঠে অনেক। তার জন্যই বা঩ঘের গায়ে যে ডোরাকাটা দাগ থাকে সেই ‘স্ট্রাইপ’ বিশ্লেষণ করা হয়।
সব বাঘ মোটের উপর একইরকম দেখতে। কিন্তু প্রতিটি বাঘের গায়ের ডোরাকাটা দাগের ‘প্যাটার্ন’ আলাদা। যত ছবি ওঠে, তত সংখ্যক বাঘ থাকে না। তাই স্ট্রাইপ অ্যানালাইসিস করতে হয়। আগে দেরাদুনে এই কাজ হাতেকলমে করা হতো। এই প্রথমবার ‘অটো’ পদ্ধতিতে স্ট্রাইপ অ্যানালাইসিস করা হচ্ছে। অর্থাৎ, হার্ডডিস্কে জমা হওয়া বাঘের ছবিগুলি থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জানা যাবে বাঘের সংখ্যা। দেরাদুনে এখন সেই কাজই চলছে।

মধ্যরাতে নাটকীয় মোড়, অনাস্থা ভোটে হেরে গদিচ্যুত ইমরান খান।শনিবার মধ্যরাতে পাকিস্তানে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতির সাক্ষী...
10/04/2022

মধ্যরাতে নাটকীয় মোড়, অনাস্থা ভোটে হেরে গদিচ্যুত ইমরান খান।

শনিবার মধ্যরাতে পাকিস্তানে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতির সাক্ষী রইল গোটা বিশ্ব। সৌজন্যে অনাস্থা ভোট। এই প্রথম পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রী অনাস্থা ভোটের মাধ্যমে গদিচ্যুত হলেন। পদ থেকে অপসারিত হন পাকিস্তানের ‘কাপ্তান’ ইমরান খান। ন্যাশনাল অ্যাসেম্বলিতে উপস্থিত ১৭৪ জন সাংসদই ইমরানের বিরুদ্ধে ভোট দেন। সেইসঙ্গে পাকিস্তানের ধারা বজায় রেখে পতন হল নির্বাচিত সরকারের। পুরো মেয়াদ শেষ করতে পারলেন না পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান। আর স্পিকার ফল ঘোষণা করতেই সোল্লাসে ফেটে পড়েন বিরোধীরা। পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন পিএমএল (এন) নেতা তথা দেশের বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। অনাস্থা ভোটে জিতেই তিনি জানান, শুরু হতে চলেছে নতুন যুগ।
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, শনিবারই অনাস্থা ভোট হবে। সেইমতো গোটা বিশ্বের নজর ছিল পাকিস্তানের উপর। তিনবার অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর মধ্যরাতে ফের শুরু হয়। দেশজুড়ে জারি হয় লাল সতর্কতা। পার্লামেন্টের বাইরে রাখা ছিল প্রিজন ভ্যান। নিচ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সংসদ চত্বর। সুপ্রিম কোর্টের বাইরে মোতায়েন করা হয় সেনাবাহিনী। সমস্ত হাসপাতাল ও বিমানবন্দরে জারি করা হয় জরুরি অবস্থা। আধিকারিকদের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়। অধিবেশন বসতেই বিবৃতি দেন ইমরান। বলেন, দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে এই লড়াই একার। কিন্তু অনাস্থা ভোট শুরুর আগেই ইমরানের প্রতি আনুগত্য রেখে ইস্তফা দেন স্পিকার আসাদ কাইজার এবং ডেপুটি স্পিকার কাসিম সুরি। কার্যনির্বাহী স্পিকারের দায়িত্ব নেন আয়াজ সাদিক। সরকারের পতন নিশ্চিত জেনে পার্লামেন্টে হাজির ছিলেন না পিটিআইয়ের কোনও এমপি। ফল প্রকাশের আগেই বাসভবন ত্যাগ করেন ইমরান। অনাস্থা ভোটে ফাঁকা মাঠে গোল দেয় বিরোধী জোট। ইমরানের বিরুদ্ধে ভোট পড়ে ১৭৪টি। এর আগে দ্বিতীয়বার অধিবেশন মুলতুবি হতেই টুইটারে নিজেদের বায়ো থেকে মন্ত্রী তকমা বাতিল করেন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং ফাওয়াদ চৌধুরী। প্রধানমন্ত্রী ইমরান সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেও বলেই দিয়েছিলেন, তিনি ইস্তফা দিচ্ছেন না। শেষ বল পর্যন্ত তিনি লড়াই চালাবেন। তার জন্য স্পিকারের মাধ্যমে অধিবেশন মুলতুবি করে বারবার সময় কিনতে চেয়েছিলেন ইমরান। সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানায় তাঁর দল। কিন্তু, বিরোধীদের ঐক্যের কাছে কোনওভাবেই গদি ধরে রাখতে পারলেন না ইমরান। সরকারের পতন হতেই পদত্যাগ করেন একের পর এক মন্ত্রী। ইস্তফা দেন দেশের অ্যাটর্নি জেনারেল। উল্লেখ্য, সরকারের পতনের জন্য ৩৪২ সদস্যের সংসদে বিরোধীদের প্রয়োজন ছিল ১৭২ সদস্যের সমর্থন।

২৬/১১ মুম্বই হামলার মূলচক্রীহাফিজ সইদের ৩১ বছর কারাদণ্ডজঙ্গিযোগ প্রমাণিত। ফের শাস্তির মুখে ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী ...
09/04/2022

২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী
হাফিজ সইদের ৩১ বছর কারাদণ্ড

জঙ্গিযোগ প্রমাণিত। ফের শাস্তির মুখে ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ। এবার ৩১ বছরের কারাদণ্ড। দু’টি মামলায় লস্কর-ই-তোইবা প্রতিষ্ঠাতা তথা জামাত-উদ-দাওয়া (জেইউডি) প্রধানকে এই সাজা দিল পাকিস্তানের একটি জঙ্গিদমন আদালত। পাশাপাশি, রাষ্ট্রসঙ্ঘের জঙ্গি তালিকাভুক্ত এই নেতার যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে জরিমানা ৩ লক্ষ ৪০ হাজার টাকা। সূত্রের খবর, সইদের তৈরি একটি মাদ্রাসা ও মসজিদের দখল নেওয়া হতে পারে। জঙ্গিদের আর্থিক সাহায্যের অভিযোগে অতীতে একাধিকবার সইদকে সাজা দিয়েছে বিভিন্ন আদালত। ২০২০ সালেই তাঁর ১৫ বছর জেল হয়েছিল। পাকিস্তানের বিভিন্ন প্রান্তে কখনও গৃহবন্দি, কখনও নজরদারিতে ছিলেন। কিন্তু, দেশজুড়ে বিনা বাধায় ঘুরে বেড়াতে পারতেন। দিতেন ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণও। ২০১৯ সালে ইমরান খানের মার্কিন সফরের আগে গ্রেপ্তার হন সইদ। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছিলেন, ১০ বছর অভিযানের পর জামাত উদ দাওয়া সুপ্রিমোকে পাকড়াও করা গিয়েছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার মূলচক্রী সইদ। ওই ঘটনায় মৃত্যু হয় ১৬৬ জনের। ভারত বহুবার তার তথ্যপ্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিলেও ইসলামাবাদ কোনওরকম পদক্ষেপ নেয়নি। বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। আজ, শনিবার অনাস্থা ভোটে ভাগ্য নির্ধারণ হবে প্রধানমন্ত্রী ইমরান খানের। তার আগে বিশ্বের ত্রাস হাফিজ সইদের কারাদণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভুয়ো তথ্য প্রচার, এবার ২২টি ইউটিউব চ্যানেল ব্লক কেন্দ্রেরনয়াদিল্লি: ভুল তথ্য ছড়ানোর দায়ে ২২টি ইউটিউব চ্যানেল ব্লক করে ...
06/04/2022

ভুয়ো তথ্য প্রচার, এবার ২২টি ইউটিউব চ্যানেল ব্লক কেন্দ্রের

নয়াদিল্লি: ভুল তথ্য ছড়ানোর দায়ে ২২টি ইউটিউব চ্যানেল ব্লক করে দিল কেন্দ্র। এর মধ্যে ১৮টি ভারতীয় এবং ৪টি পাকিস্তানি চ্যানেল। এদের বিরুদ্ধে দেশের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও বৈদেশিক সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানোর অভিযোগ রয়েছে। এক বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে, গত বছর ফেব্রুয়ারি মাসে তথ্যপ্রযুক্তি আইন, ২০২১ জারি করা হয়। তারপর এই প্রথম ইউটিউবের মাধ্যমে সম্প্রচারিত একাধিক ভারতীয় সংবাদ চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। এছাড়াও এদিন তিনটি টুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট ও একটি নিউজ ওয়েবসাইট ব্লক করেছে কেন্দ্র।
ঠিক কী সম্প্রচার করা হতো এই চ্যানেলগুলির মাধ্যমে? মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এরা দর্শকদের বিভ্রান্ত করতে পরিচিত নিউজ চ্যানেলের লোগো ও ভুয়ো থাম্বনেল ব্যবহার করত। সেখানে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর নিয়ে ভুয়ো খবরের মতো দেশবিরোধী একাধিক বিষয়বস্তু তুলে ধরা হতো। কয়েকটি চ্যানেলের সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ ছিল। এমনকী, সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে ভারতকে জুড়ে দিয়ে ভুয়ো তথ্য পরিবেশন করত চ্যানেলগুলি। এই সংক্রান্ত বেশ কিছু স্ক্রিন শট শেয়ার করেছে মন্ত্রক। তার একটির শিরোনামে লেখা রয়েছে, ‘বিশ্বযুদ্ধের ঘোষণা, গোটা ভারত বন্‌ধ’। অন্য একটিতে বলা হয়েছে, ‘পরমাণু বোমা বিস্ফোরণের ফলে ভারতের মাটি কেঁপে উঠল’। এছাড়া, ‘ন্যাটো দেশগুলিকে ভারতের হুমকি’, ‘যুদ্ধে নামল ভারতও, নিকেশ ৮০০ মার্কিন সেনা’, ‘ভারত ও রাশিয়ার উপর মার্কিন বায়ুসেনার হামলা’ — এরকম বহু ভুয়ো, বিভ্রান্তিকর খবরের তালিকা রয়েছে। জনপ্রিয় চ্যানেলের লোগো ও থাম্বনেল ব্যবহার করায় দর্শকরা তা বিশ্বাসও করতেন। বিষয়টি নজরে আসতেই তাই কড়া ব্যবস্থা গ্রহণ করল সরকার।
মন্ত্রক জানিয়েছে, ব্লক হওয়া ২২টি ইউটিউব চ্যানেলের মোট ভিউ ২৬০ কোটিরও বেশি। এই নিয়ে ২০২১ সালের ডিসেম্বর থেকে এদিন পর্যন্ত ৭৮টি ইউটিউব চ্যানেল, একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Today's India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share