Islamic Motivational Speech

Islamic Motivational Speech islamic video

10/03/2025

স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে মার্কেটে নিয়ে গেলেন। দোকানদার পণ্য ও বিক্রি করলো, ফ্রিতে আপনার
স্ত্রী কে দেখেও মন ভরলো।
আপনি দায়ুস স্বামী!

⚠️জরুরি সতর্কবার্তা গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে- বাজারে পাওয়া উচ্চমানের খেজুরগুলো বাইরে থেকে টাটকা ও আকর্ষণীয় দেখালেও, ভ...
07/03/2025

⚠️জরুরি সতর্কবার্তা
গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে-
বাজারে পাওয়া উচ্চমানের খেজুরগুলো বাইরে থেকে টাটকা ও আকর্ষণীয় দেখালেও, ভেতরে প্রায়ই পোকা-মাকড়ের উপদ্রব দেখা যায়। গবেষণা ও পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতি ১০টি খেজুরের মধ্যে গড়ে ২-৩টিতে এমন অপ্রত্যাশিত সমস্যা থাকছে। তাই স্বাস্থ্য সুরক্ষার জন্য খেজুর খাওয়ার পূর্বে সতর্কতার সাথে ভালোভাবে পরীক্ষা করে নিন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে পারেন।
আপনার সুস্থতার জন্য সচেতনতাই প্রথম পদক্ষেপ – নিরাপদ থাকুন!"

24/09/2023

আসুন জেনে নেই ১২ ই রবিউল আওয়াল নবী ﷺ এর জন্ম দিবস নাকি মৃত্যু দিবস ||

শায়েখ মতিউর রহমান মাদানী হাফিয্বাহুল্লাহ্

21/09/2023

আল্লাহ কত মহান।

শাইখ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

30/04/2023

প্রশ্ন : বিদআতের বিরুদ্ধে বলার পদ্ধতি?
শাইখ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

27/04/2023

প্রশ্ন : আল্লাহ কি কাফেরদের ক্ষমা করে দিতে পারেন?
শাইখ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

17/04/2023

ফিতরা -
১/ প্রত্যেক মুসলিমের উপরে,
২/ ১ছা পরিমান- (২.৮ কেজি - ৩ কেজি)
৩/ খাদ্য দিয়ে,
৪/ ঈদের সালাতের পূর্বে,
উপরের এই ৪টি কথার পূর্বে "ফরজ" শব্দটা রয়েছে,
এই কথার মাধ্যমে এটাই প্রমাণ করতে চাচ্ছি যে-
আপনাকে উপরের ৪টা দিকই পুরা করে ফিতরা দেয়া উচিৎ।
বিস্তারিত- সালাফী মানহাজের আমেলদের থেকে জেনেনিন-----
মাসায়েলঃ-
১/ যেকোনো এক প্রকারের খাদ্য হতে হবে, যমন- (খেজুর, কিসকিম, পনির, গম, জব, চাউল, আটা, ইত্যাদি), ১ছা পরিমান হতে হবে(২.৮ কেজি - ৩.২কেজি পর্যন্ত হতে পারে), কয়েক প্রকার খাদ্য মিলিয়ে ১ছা হবে না,
আর এটা আপনি আপনার হাত দিয়েও করতে পারেন, যেমন- এক জন প্রপ্ত বয়সের পুরুষের ২হাতকে এক সাথে করে ৪বার উঠিয়ে, যা হবে তা,

২/ একাধিক ব্যক্তিকে দেয়া যায় / এক জনকেও,
৩/ কয়েক জনের পক্ষ্য থেকে ভিন্ন ভিন্ন খাদ্য নিয়ে, তা ভাগ করে কয়েক জনকে দেয়া যায়,

আনাস (রাঃ) থেকে বর্ণিতঃনবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পি...
16/04/2023

আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পিছন হতেও তোমাদের দেখতে পাই। আনাস (রাঃ) বলেন আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম।

[ সহিহ বুখারী, হাদিস নং ৭২৫ ]

Address

Kolkata Kolkata
Kolkata
742303

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Motivational Speech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share