A to Z Media

A to Z Media ইচ্ছে গুলোকে স্বাধীনতা দাও,
উড়তে দাও আকাশে।
লোকের কথায় কান দিও না ,
সে তো রোজই ওড়ে বাতাসে।

🚨 ইউসুফ পাঠান: “আমি স্বীকার করছি যে আমি জমি দখল করেছি এবং আজকের বাজারদর অনুযায়ী মূল্য দিতে প্রস্তুত আছি। আমার পরিবারের ন...
17/09/2025

🚨 ইউসুফ পাঠান: “আমি স্বীকার করছি যে আমি জমি দখল করেছি এবং আজকের বাজারদর অনুযায়ী মূল্য দিতে প্রস্তুত আছি। আমার পরিবারের নিরাপত্তার জন্য, আমার বাংলোর পাশের এই জমি আমাকে বরাদ্দ করা উচিত।”

🧑‍⚖️ ন্যায়মূর্তি মৌনা ভাট ⚡⚡: “আপনি একজন অবৈধ দখলদার। এখন অর্থ দিতে চাওয়া অবৈধ দখলকে বৈধ করতে পারে না। আপনি একজন সাংসদ, আইন প্রণেতা, অথচ জমি দখলের মানসিকতা কীভাবে রাখতে পারেন? এবং আপনি তখনই মূল্য দিতে রাজি হলেন যখন আপনাকে জমি খালি করার নোটিশ দেওয়া হলো। নইলে আগে থেকেই ভডোদরা নগর নিগমকে বলতেন যে এই জমি আমাকে বরাদ্দ করা হোক, আমি বাজারমূল্য দিতে প্রস্তুত আছি। কিন্তু আপনি খালি জমি দেখে দখল করেছেন।"

⚖️ “খ্যাতি বা সরকারি পদ দিয়ে কোনো ছাড় মেলে না। ভডোদরা নগর নিগমকে এই দখল সরাতেই হবে।” – গুজরাট উচ্চ আদালত

🏏 ভারতের হয়ে খেলার পরও এবং সাংসদ হওয়ার পরও, তারা নিজেদের অভ্যাস বদলাবেন না, আর জমির অবৈধ দখল ছাড়বেন না।
#শান্তিচাইলেমুলিভাগাও

মাদ্রাসা রেজাল্ট
17/09/2025

মাদ্রাসা রেজাল্ট

17/09/2025
ডোমকল বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাফিকুল ইসলামের প্রয়াণে গভীরভাবে মর্মাহত এবং শোকস্তব্ধ। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কাম...
04/09/2025

ডোমকল বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাফিকুল ইসলামের প্রয়াণে গভীরভাবে মর্মাহত এবং শোকস্তব্ধ।
তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই গভীর সমবেদনা।

02/09/2025

আত্মঘাতী হলেন শেখপাড়া বি কে আর ভি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক (Teacher incharge )শ্রী উজ্জ্বল সিংহ রায়। তিনি একজন গণিতের খুব ভালো মানের শিক্ষক ছিলেন। এটা বিদ্যালয় তথা সমাজের জন্য একটি অপুরনীয় ক্ষতি। তিনি একজন শিক্ষক হওয়া সত্ত্বেও এইরকম একটি কাজ করেছেন এর পেছনে কে বা কারা দায়ী?? সমাজ ,পরিবার , বর্তমান শিক্ষা ব্যবস্থা ,নাকি কলুষিত রাজনীতি?? প্রশ্ন রইল আপনাদের কাছে!!

তমলুক: কারা অযোগ্য? সেই প্রশ্নে তুমুল চর্চা চলছিল এতদিন ধরে। এবার দাগি শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ্যে আসার পর রাজ্য...
02/09/2025

তমলুক: কারা অযোগ্য? সেই প্রশ্নে তুমুল চর্চা চলছিল এতদিন ধরে। এবার দাগি শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ্যে আসার পর রাজ্য জুড়ে একাধিক তৃণমূল নেতা ও তাঁদের আত্মীয়দের নাম সামনে এসেছে। আর এবার সামনে এলে এক নতুন ‘নাটক‘। বিষয়টাকে ‘নাটক’ বললেও কম হবে। একজন তৃণমূল কাউন্সিলর ক্যামেরার সামনে ওঠবোস করছেন। তিনি বলছেন, কয়েকজন তৃণমূল নেতা টাকা নিয়েছেন কিন্তু মুখ খুলছেন না।

29/08/2025

প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে বিজেপির বর্বর আক্রমণের প্রতিবাদে জননেতা জনাব জাহাঙ্গীর ফকিরের নেতৃত্বে রানীনগর-2 নম্বর ব্লকে বিক্ষোভ মিছিলl

আমি জানি এ ব্যাথা কত কষ্টের! ছোটবেলায় যখন বাবা-মা মারতে তাড়া করতো তখন কাদাপাঁক ভেঙে পালাতে গিয়ে পড়ে যেতাম। এবং ছাপায...
25/08/2025

আমি জানি এ ব্যাথা কত কষ্টের! ছোটবেলায় যখন বাবা-মা মারতে তাড়া করতো তখন কাদাপাঁক ভেঙে পালাতে গিয়ে পড়ে যেতাম। এবং ছাপায় যা ব্যাথা হতো তা বলে বোঝানো যাবে না! একমাত্র জীবনদা আর আমিই জানি। আর কাদায় পড়ে একটু হড়কে গেলে তো কোন কথাই নেই। ছাপার ছাল, চামড়া উড়ে যেতো। তার পর কয়েক সপ্তাহ বসা চলা করার সেই সমস্যা। আজ জীবনদাকে দেখে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে। 🧐🙄

কলকাতা থেকে একজনকে নিতেই হতো একদম প্যান ইন্ডিয়ান!🔥 Coolie রিলিজ ১৪ আগস্ট।
11/08/2025

কলকাতা থেকে একজনকে নিতেই হতো একদম প্যান ইন্ডিয়ান!🔥 Coolie রিলিজ ১৪ আগস্ট।

Address

Kolkata
700001

Alerts

Be the first to know and let us send you an email when A to Z Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A to Z Media:

Share