A to Z Media

A to Z Media ইচ্ছে গুলোকে স্বাধীনতা দাও,
উড়তে দাও আকাশে।
লোকের কথায় কান দিও না ,
সে তো রোজই ওড়ে বাতাসে।

“ওরা সাতজন ছিল…”“ধর্ষকরা সাতজন ছিল, বাবা…আর ওদের মধ্যেই একজনকে আমি বিয়ে করতে চাই।”মুহূর্তের মধ্যে চারপাশ নিস্তব্ধ হয়ে গে...
30/12/2025

“ওরা সাতজন ছিল…”
“ধর্ষকরা সাতজন ছিল, বাবা…
আর ওদের মধ্যেই একজনকে আমি বিয়ে করতে চাই।”
মুহূর্তের মধ্যে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল।
শ্বাস নেওয়ার শব্দ পর্যন্ত যেন থেমে গেছে।
— “ওয়াট…?”
বাবার কণ্ঠে বিস্ময়, অবিশ্বাস আর ক্ষোভ—সব একসাথে।
“হ্যাঁ বাবা, ঠিকই শুনেছ।
ওই ছেলেটাকেই আমি বিয়ে করবো।”
আমার কথাটা যেন বজ্রপাতের মতো আছড়ে পড়লো সবার ওপর।
পুরো পরিবার থ হয়ে তাকিয়ে রইল আমার দিকে।
আমি জানতাম—এখন হাজারটা প্রশ্ন আসবে,
কিন্তু আজ আমি কোনো কিছুরই তোয়াক্কা করবো না।
আমি কারও কাছে ব্যাখ্যা দিতে প্রস্তুত নই।
এই সিদ্ধান্তের দায় একান্তই আমার।
কথাটা বলেই মজলিস ছেড়ে উঠে পড়লাম।
সোজা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম।
আজ অদ্ভুত এক প্রশান্তি অনুভব করছি।
জীবনে এই প্রথম পরিবারের সামনে উঁচু গলায় কথা বললাম—
এবং আশ্চর্য, কোনো অনুশোচনাও নেই।
বরং মনে হচ্ছে, আরও ধারালো করে বলা উচিত ছিল।
আমি জন্মেছি এক সম্ভ্রান্ত, প্রভাবশালী পরিবারে।
লোকেরা বলে—“সোনার চামচ মুখে নিয়েই জন্মেছে মেয়েটা।”
আমার চাওয়া কখনো অপূর্ণ থাকেনি।
আর বাবার আদর?
সে তো ভাষায় বোঝানো যায় না।
বাবাই আমার সবচেয়ে প্রিয় মানুষ।
তার রাজকীয় ব্যক্তিত্ব, নেতৃত্ব, দৃঢ়তা—সবকিছুর মধ্যেও
তিনি সময় দিতে ভুলতেন না তার মেয়েকে।
আমার আবদার মানে ছিল তার কাছে নির্দেশ।
কিন্তু এত শক্তি, এত প্রভাব—
তার মাঝেও যে এমন এক অন্ধকার
আমার জীবনে হানা দেবে,
তা কেউ কল্পনাও করেনি।
ঘটনাটা এখনো বাইরের দুনিয়া জানে না।
কিন্তু কতদিন আর গোপন থাকবে?
এই ভয়টাই আমার পরিবারের মাথাব্যথার কারণ।
তাই আমাকে ফিরে পেয়ে প্রশ্নের বন্যা বইয়ে দিয়েছে সবাই।
আমি কি ওদের কাউকে চিনতে পেরেছি?
আমি কি কাউকে শনাক্ত করতে পারবো?
আমি জানি না—ওদের ধরতে পারলে
আমার পরিবার কী করবে।
কিন্তু এটুকু জানি,
আমার বলা সেই এক বাক্য
ওদের ক্ষতকে আরও জ্বালিয়ে দিচ্ছে।
তিনদিন।
টানা তিনদিন আমাকে খুঁজেছে সবাই।
কিন্তু কোনো খোঁজ পায়নি।
আজও ঘরের দরজা বন্ধ।
বারবার ডাকাডাকি, অনুরোধ—সব অসহ্য লাগছে।
“প্লিজ মা, আমাকে একা থাকতে দাও।”
চিৎকার করে বলতেই
ঘরটা আবার নিঃশব্দ হয়ে গেল।
আমি জানালার পাশে বসে আছি।
সূর্যের তাপ মরে এসেছে।
আকাশে লাল-নীল রঙের অদ্ভুত খেলা।
ওড়নার কোণে চোখের জল মুছে
ভাঙা হৃদয়ে সামান্য আশার নেশায়
দৃশ্যটা দেখছিলাম।
ওরা সাতজন ছিল।
বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে
নির্জন রাস্তায় বাড়ি ফিরছিলাম।
পছন্দের সেই ব্রিজটার কাছে পৌঁছাতেই
নিঃশব্দে একটা গাড়ি থামলো।
তারপর—
সব অন্ধকার।
চেতনা ফিরলে নিজেকে পেলাম
এক অচেনা ঘরে।
ভয় এমনভাবে চেপে ধরেছিল
যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল।
চিৎকার করতেই
নিজের গলার প্রতিধ্বনি ফিরে এলো—
আরও ভয়ংকর হয়ে।
আমি নিজেকে গুটিয়ে
ঘরের এক কোণে লুকোলাম।
হঠাৎ দরজার শব্দ।
কয়েকজন যুবক ঢুকলো—
চোখে এমন দৃষ্টি,
যেন শিকার সামনে পাওয়া হিংস্রতা।
আমি কাঁপতে কাঁপতে বললাম—
“কে আপনারা? প্লিজ আমাকে ছেড়ে দিন…”
উত্তরে উঠলো হাসির ঝড়।
অহংকারের, নিষ্ঠুরতার হাসি।
ঠিক তখনই
বাইরে পায়ের শব্দ।
সবাই এক মুহূর্তে চুপ।
দাঁড়িয়ে পড়লো সোজা হয়ে।
একজন লম্বা, সুদর্শন পুরুষ
চুল ঠিক করতে করতে ঢুকলো।
সবাই তাকে সালাম দিল।
আমি বুঝলাম—এই লোকটাই মূল।
সে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল।
তারপর হালকা হাসি।
আমার সামনে এসে বসলো।
ভয়ে আমি স্থির হয়ে গেলাম।
সে আমার থুতনিতে হাত দিয়ে মুখ তুলে বললো—
“বাহ্… সুন্দর তো।”
ঘৃণা, ভয় আর রাগ—
সব একসাথে বিস্ফোরিত হলো ভেতরে।
আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম—
“আপনি কে? আমাকে কেন এখানে এনেছেন?”
সে কিছু না বলে উঠে দাঁড়ালো।
পেছনে তাকিয়ে বললো—
“খেতে দিয়েছিস?”
“দেমাগ দেখিয়েছে, খায়নি বড় ভাই।”
উত্তরে হেসে উঠলো সে।
আবার কাছে এসে
গালে আলতো স্পর্শ করে বললো—
“রাগ দেখাতে নেই। খেয়ে নাও।”
আমি এবার চিৎকার করলাম—
“আমাকে ছেড়ে দাও। আমার বাবা জানলে
তোমাদের একজনকেও ছাড়বে না!”
এই কথাটুকুতেই
তার চোখের রঙ বদলে গেল।
রাগে খাবারের প্লেট ছুড়ে মেরে বললো—
“কি বললি? তোর বাবার এত দম?”
পেছনে তাকিয়ে হুকুম দিল—
“একে বুঝিয়ে দে
কেন এখানে আনা হয়েছে।”
সে চলে যেতে উদ্যত হলো।
তারপর…

20/12/2025

মুর্শিদাবাদে জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বিরুদ্ধে তেল চুরির অভিযোগ

16/12/2025
16/12/2025

📢 SIR 2026 আপডেট | পশ্চিমবঙ্গ

সমস্ত জেলার বিধানসভা ও বুথভিত্তিক যে সকল ভোটারের নাম খসড়া ভোটার তালিকা SIR 2026 থেকে বাদ দেওয়া হয়েছে, তার ASDD তালিকা প্রকাশিত হয়েছে।

একই সঙ্গে BLO–BLA বৈঠকের MOM (Minutes of Meeting)-ও অনলাইনে দেওয়া হয়েছে।

🔍 EPIC নম্বর দিয়ে নিজের নাম যাচাই করুন
📥 তালিকা দেখুন/ডাউনলোড করুন:
👉 https://ceowestbengal.wb.gov.in/asd_sir

⏰ ভুল বাদ পড়লে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি/আপত্তি জানান।

14/12/2025

সাসপেন্ড হুমায়ুন কবির
04/12/2025

সাসপেন্ড হুমায়ুন কবির

03/12/2025

M. K. Stalin — তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের স্কুল-শিক্ষার সিলেবাসে “নবী মুহাম্মদের শিক্ষণ/তত্ত্ব (teachings of Prophet Muhammad)” ইতিমধ্যেই যোগ করা হয়েছে।

এই সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে তাঁর দল DMK দাবী করছে, মুসলিম সম্প্রদায়ের মেয়েদের জন্য (এছাড়া সামগ্রিকভাবে) শিক্ষা-পরিপ্রেক্ষিতে এটি একটি অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ।

সংবাদ-রিপোর্টগুলো সাধারণত বলছে “teachings of Prophet Muhammad” (Prophet-এর শিক্ষণ বা তত্ত্ব) যুক্ত হয়েছে।

কিন্তু “full biography of Prophet Muhammad” (অর্থাৎ তাঁর পুরো জীবনকাহিনি, ঘটনা, জীবনের প্রতিটি দিক) যুক্ত হয়েছে — এই ধরনের নিশ্চিত কোনো সংবাদ আমি দেখতে পাইনি, যা বিশ্বাসযোগ্য এবং স্বতন্ত্রভাবে যাচাইযোগ্য হোক।

এর কিছু সমালোচনা হয়েছে, যারা বলছেন — একটি ধর্মীয় ব্যক্তির জীবন বা ধর্মীয় শিক্ষণকে রাজ্য-স্বীকৃত স্কুল সিলেবাসে যুক্ত করা হলে সেটা ধর্মনিরপেক্ষতার শিক্ষা ব্যবস্থার জন্য প্রশ্নচিহ্ন বসাতে পারে।

অন্যদিকে, যারা সমর্থন করে, তারা এটিকে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে বোঝার জন্য এবং সামগ্রিক শিক্ষা ব্যবহারে সংযোজন হিসেবে দেখছেন।

বর্তমানে উপলব্ধ তথ্য অনুযায়ী — বলা যায় যে, তামিলনাড়ু সরকার (বর্তমানে DMK-শাসিত) জানিয়েছে, স্কুল সিলেবাসে “Prophet Muhammad-এর teachings / ইসলামিক স্টাডিজ” যুক্ত করা হয়েছে। কিন্তু “তাঁর পুরা-জীবন কাহিনি (জীবনী)” যুক্ত হয়েছে — এর কোনো নির্ভরযোগ্য বা প্রকাশিত তথ্য (যেমন বই বা টেক্সটবুক, অফিসিয়াল নোটিফিকেশন) আমাকে দেখা যায়নি।

10/11/2025

✅ ভারতে বর্তমানে মোট ৬ টি রাষ্ট্রীয় রাজনৈতিক দল (National Party) আছে — ECI স্বীকৃত অনুযায়ী।

🇮🇳 ৬টি রাষ্ট্রীয় দল তালিকা:
1️⃣ BJP – ভারতীয় জনতা পার্টি (পদ্মফুল)
2️⃣ INC – ভারতীয় জাতীয় কংগ্রেস (হাত)
3️⃣ CPI – কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (কাস্তে-হাতুড়ি)
4️⃣ CPI(M) – কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) (হাতুড়ি-কাস্তে-তারা)
5️⃣ BSP – বাহুজন সমাজ পার্টি (হাতি)
6️⃣ NPP – ন্যাশনাল পিপলস পার্টি (বই)

📌 এগুলোই বর্তমানে ভারতের সক্রিয় National Parties — নির্বাচন কমিশন (ECI) স্বীকৃত।

২০২৩ সালের ১০ এপ্রিল, ভারত নির্বাচন কমিশন (ECI) তৃণমূল কংগ্রেসের National Party স্ট্যাটাস বাতিল করে।

কারণ:
জাতীয় দল হওয়ার জন্য দলকে কমপক্ষে ৪টি রাজ্যে নির্দিষ্ট ভোট শতাংশ বা আসন সংখ্যা ধরে রাখতে হয়।
কিন্তু AITC—

পশ্চিমবঙ্গ ছাড়া
ত্রিপুরা, গোয়া, মেঘালয়—
এগুলোর কোথাও পর্যাপ্ত পারফরম্যান্স দেখাতে পারেনি।

তাই ECI নিয়ম অনুসারে AITC কে “State Party” তে নামিয়ে আনা হয়।

05/11/2025

আমাদের দু'রকম আচরণ আজ আমাদের দুর্দশার কারণ 📝
​ভোট দেওয়ার সময় আমরা পাড়ার মূর্খ, মস্তান, আর চিটিংবাজদের ভোট দিই।
​ফর্ম ফিল-আপ করার সময় আমরা পাড়ার শিক্ষিত বেকার ছেলেটাকে খুঁজি।
​এই জন্যই আজ আমাদের এই দুর্দশা...

“দ্বিতীয় শ্রেণীর নাগরিক”-এই শব্দটি আইনি বা সংবিধানিক কোনো সরকারি পরিচিতি নয়।তবে কথ্য বা সামাজিক অর্থে “দ্বিতীয় শ্রেণী...
05/11/2025

“দ্বিতীয় শ্রেণীর নাগরিক”-এই শব্দটি আইনি বা সংবিধানিক কোনো সরকারি পরিচিতি নয়।
তবে কথ্য বা সামাজিক অর্থে “দ্বিতীয় শ্রেণীর নাগরিক” (second-class citizen) বলতে বোঝানো হয় —

> এমন মানুষ, যাদের নাগরিক অধিকার বা সুযোগ-সুবিধা অন্য নাগরিকদের তুলনায় কম বা সীমিতভাবে প্রযোজ্য হয়।

🔹 ভারতের ক্ষেত্রে
ভারতের সংবিধান অনুযায়ী সব নাগরিক সমান (Article 14 – Right to Equality)।
তবে বাস্তবে কিছু শ্রেণি বা সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক পিছিয়ে পড়া অবস্থার কারণে তাদের জন্য বিশেষ সুবিধা (affirmative action) রাখা হয়েছে।

এদের কেউই “দ্বিতীয় শ্রেণীর নাগরিক” নয়, বরং বিশেষ সুযোগপ্রাপ্ত নাগরিক (beneficiary groups)।
🔹 এদের জন্য প্রধান বেনিফিট বা সুবিধাগুলো

1. সংরক্ষণ (Reservation):

সরকারি চাকরিতে, শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দিষ্ট শতাংশ আসন সংরক্ষিত থাকে।

যেমন: SC, ST, OBC প্রার্থীদের জন্য।

2. স্কলারশিপ ও শিক্ষা সহায়তা:

পিছিয়ে পড়া শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার নানা বৃত্তি দেয়।

3. আবাসন ও আর্থিক সহায়তা:

নির্দিষ্ট শ্রেণির জন্য স্বল্পসুদে ঋণ, আবাসন স্কিম, স্বনির্ভর প্রকল্প ইত্যাদি।

4. রাজনৈতিক প্রতিনিধিত্ব:

সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদ ও বিধানসভায় অংশগ্রহণের সুযোগ।

5. সামাজিক সুরক্ষা প্রকল্প:

যেমন অ্যান্টি-ডিসক্রিমিনেশন আইন, বৃত্তি, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইত্যাদি।

🔸 সুতরাং আইনি দিক থেকে ভারতে “দ্বিতীয় শ্রেণীর নাগরিক” নেই,
তবে বাস্তব সামাজিক ব্যবস্থায় কিছু মানুষকে বৈষম্যের কারণে এমন অনুভব করতে হতে পারে।
রাষ্ট্র সেই বৈষম্য কমাতে “সংরক্ষণ” ও “বিশেষ সুবিধা” দেয়।

Address

Kolkata
700001

Alerts

Be the first to know and let us send you an email when A to Z Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A to Z Media:

Share