ViMu the Hambu - Jr Jimbow

ViMu the Hambu - Jr Jimbow henloo, me vimu, the son of Jimbow, and my little brother Vallen, we are living off in India, Ghaziabad. staying with our dad.
(4)

The best thing is in the year 2026 end or at the start of 2027, we will be permanently shifting to the United akingdom.

27/09/2025

To Chaabi, Our Pikachu Shepherd

Happy Birthday, dearest one,
The brightest star, the gentle sun.
Stay healthy, strong, with spirit true,
The world feels lighter because of you.
Though far away, my heart is near,
With endless love so warm and clear.
Till I return, this wish will do;
With Vimu and Vallu’s love for you.

সবাই আশীর্বাদ দেবেন ছবি কে।
যেতে পারলাম না প্ল্যান ছিল।
সবই সময়ের হাতে।

আজ চললুম, পঞ্চমী আজ। বাচ্চা গুলিকে ছেড়ে না গিয়ে উপায় নেই, ফিরতে 7, কি 8 তারিখ হবে। কালীপূজা বা দিওয়ালি এর আগে না হলে...
27/09/2025

আজ চললুম, পঞ্চমী আজ। বাচ্চা গুলিকে ছেড়ে না গিয়ে উপায় নেই, ফিরতে 7, কি 8 তারিখ হবে। কালীপূজা বা দিওয়ালি এর আগে না হলে অসুবিধা কারণ তখন এদিকে সবাই ছুটি নিচ্ছে। 3 দিন সময় দিয়েছিল বাড়িতে এসে ঠিক থাক করে যেতে। বেচারাদের পুজো টা আমার জন্য মাটি হলো। শেষ পুজো ছিল আমার দেশে। আর তো কোনোদিন নয়, অন্ততপক্ষে আগামী 10, 15 বছরের জন্য।

আমি চিন্তিত নয়, এই জানুয়ারিতেই তো একটা bone marrow ট্রান্সপ্লান্ট হয়, সেটা হঠাৎ এই ভাবে এত তাড়াতাড়ি ফেল করবে বুঝিনি। যায় হোক, ওর কষ্ট টা আমি জানি, সে সহ্য করে নেব কিন্তু বাচ্চা গুলো যে আগামী 10 দিন একা থাকবে সেটাই অসহ্য লাগছে।

পার্থনা করি যাতে আমি ওদের কে ফিরে এসে আগের মত স্বতঃস্ফূর্ত ভাবে ঘোরাতে পারি। কিন্তু এর আফতার ইফেক্ট তো থেকেই যাবে আর মাস দুয়েক।

ঠিক আছে, চললুম। সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন। সব বাচ্চাদের ভালোবাসা দিলুম। আর বড়দের প্রণাম। এসে দেখা হবে।

Update:A bone marrow transplantation has been scheduled in the coming days, as the previous attempt was unsuccessful. Un...
25/09/2025

Update:
A bone marrow transplantation has been scheduled in the coming days, as the previous attempt was unsuccessful. Unfortunately, the recent dengue infection has complicated matters. Due to significant weight loss and increasing hair fall, I may opt to shave my head until the treatment process concludes, with the hope that it will regrow later.

As a result, I will not be in a position to extend any personal greetings during Durga Puja this year. I sincerely regret this and apologize for any disappointment caused.

On a separate note, the neutering process for the dogs in my locality has commenced.

Thank you for your kind understanding.

I I'll be back around 10 to 14 days

ভারতে আমার শেষ দুর্গাপূজা টা নষ্ট হলো। বাচ্চা দুটো এর যা কষ্ট সে বলতেও পারছি না

Will update later. For further detail anyone can contact me directly.Detail reports from Fortis are there, because of th...
21/09/2025

Will update later.
For further detail anyone can contact me directly.
Detail reports from Fortis are there, because of the tests from yesterday I was not available at all.

If not connected by my given no 8910876411can contact on my other no 9163822189. Both have whatsapp

শার্লক হোমস সিরিজপটভূমিকা অবলম্বনেশার্লক হোমস : বাঁদরমুখো হাম্বুনন্দ vimu চাত্তুজ্জে ওয়াটসন: ভালুচন্দ্র চাত্তুজ্জ প্রোফ...
19/09/2025

শার্লক হোমস সিরিজ
পটভূমিকা অবলম্বনে
শার্লক হোমস : বাঁদরমুখো হাম্বুনন্দ vimu চাত্তুজ্জে
ওয়াটসন: ভালুচন্দ্র চাত্তুজ্জ
প্রোফেসর মরিয়ার্টি: ভুঁড়িওয়ালা প্যাঁচা মুখো পনচু Ponchu-The Detective
ইন্সপেক্টর লেস্ট্রাড: টাইসু কুমার ঘোষ Tyson Tysu সংগীতা ঘোষ শান্তা

একটু অন্যরকম ভাবে।ফেলুদা ভূমিকায়, শ্রীমান বাঁদর মুখো হাম্বু কুমার ভিমু চাতুজ্জে তোপসে এর ভূমিকায় শ্রীমান বেঁটেবাঁদর ভা...
18/09/2025

একটু অন্যরকম ভাবে।
ফেলুদা ভূমিকায়, শ্রীমান বাঁদর মুখো হাম্বু কুমার ভিমু চাতুজ্জে
তোপসে এর ভূমিকায় শ্রীমান বেঁটেবাঁদর ভালু নন্দ চাতুজ্জে
জটায়ু ভূমিকায় Ponchu-The Detective শ্রীমান ভুঁড়িওয়ালা প্যাঁচা কুমার পঞ্চু
সিধু জ্যেঠু ভূমিকাতে সন্টু
মগণলাল মেঘরাজের ভূমিকাতে লাড্ডু কুমার ন্যাকাচন্দ্র

Pikachu স্পেশাল। যদিও আমাদের হোদলাচু Richu babu বেশি সেয়ানা। তাও কিছু করার নেই বলে একই ছবি এদিক ওদিক করছি।Tyson Tysu আব...
18/09/2025

Pikachu স্পেশাল। যদিও আমাদের হোদলাচু Richu babu বেশি সেয়ানা। তাও কিছু করার নেই বলে একই ছবি এদিক ওদিক করছি।

Tyson Tysu আবারো বলছি ছবির দিকে নজর দিসনে। না হলে ওর would be তোরে বাংলাদেশে গিয়ে ল্যাজ কামড়ে আসবে

বাড়িতে গেলে লাইভ দেব

ড্রেস আপ করে দুটো ভাই ভালো আছে।খ্যাঁক খ্যাঁক।ওদের আসল ড্রেস আপ পুজোতে হবে। এখন না হয় ai দিয়েই হোক। বাড়ি ফিরি শনিবার ত...
17/09/2025

ড্রেস আপ করে দুটো ভাই ভালো আছে।

খ্যাঁক খ্যাঁক।
ওদের আসল ড্রেস আপ পুজোতে হবে। এখন না হয় ai দিয়েই হোক। বাড়ি ফিরি শনিবার তারপর অনেক কাজ। বাচ্চাগুলোর স্টেরিলিজেশন, তারপর আমার বাচ্চাগুলোর জামা কাপড় কেনা। নিজের জন্য একটা গামছা ও কিনছি না।

゚viralシfypシ゚viralシal

Monkeys see monkeys do 🐒🐒🐒🐒🐒🐵🐵🐵 আর সবাইকে বলছি কাল ফান্ডিং নিয়ে পোস্ট করছি। আমরা ডিস্ট্রিবিউশন করেছি সব খরচ। বলব সব। প্...
16/09/2025

Monkeys see monkeys do 🐒🐒🐒🐒🐒🐵🐵🐵

আর সবাইকে বলছি কাল ফান্ডিং নিয়ে পোস্ট করছি। আমরা ডিস্ট্রিবিউশন করেছি সব খরচ। বলব সব। প্লিজ সবাই পাশে থাকবেন।

Address

New Delhi
Kolkata
110017

Telephone

+918961637999

Website

Alerts

Be the first to know and let us send you an email when ViMu the Hambu - Jr Jimbow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share