গল্পের শহর

গল্পের শহর হাসি কষ্ট রোমান্টিক গল্প পেতে পেজ টি ফলো করে পাসে থাকবেন😊🙏

25/06/2025

গল্পের শহর

25/04/2025

ছেড়ে দেওয়ার সাহস—ভালোবাসার শেষ কবিতা
➤➤➤

জীবনে আমরা সবাই কিছু না কিছু আঁকড়ে ধরি—একজন মানুষ, একটি সম্পর্ক, কোনো স্মৃতি, কিংবা অতীতের কোনো অনুভব। আমাদের ভেতরে এমন এক প্রবণতা জন্মায়, যা বলে—“ধরে রাখো, না হলে হারিয়ে যাবে।” কিন্তু কেউ কি কখনো আমাদের শিখিয়েছে—আঁকড়ে ধরা যতটা সাহসের কাজ, তারচেয়েও বেশি সাহস লাগে ছেড়ে দিতে?

একটি সম্পর্ক অনেক সময় শুরু হয় ভালোবাসা দিয়ে, কিন্তু শেষ হয় বোঝাপড়ার অভাবে। সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘনিষ্টতা ভেঙে পড়ে, স্পর্শ নীরব হয়ে যায়, কথাগুলো শুধু কণ্ঠে আটকে থাকে। তবু আমরা চাই ধরে রাখতে, একা টেনে নিয়ে যেতে সেই ভেঙে যাওয়া সেতু। কারণ আমরা ভয় পাই—হারালে যদি ভুল হয়ে যায়?

কিন্তু আমরা ভুলে যাই—প্রকৃত ভালোবাসা কখনো আবদ্ধ করে না, সে মুক্তি দেয়।

কখনো কখনো বৃষ্টি দরকার হয়, যেন সূর্যের অভাব টের পাওয়া যায়। তেমনি, একটা সম্পর্কের কষ্টই বুঝিয়ে দেয়—এটা হয়তো ভালোবাসা ছিল না, বরং অভ্যাস ছিল।

আমরা ভাবি, ছেড়ে দিলে কষ্ট হবে।
হ্যাঁ, হবে।
তবে সেই কষ্টেই তো আছে আত্মশুদ্ধির বীজ।
একজন মানুষকে চুপচাপ ভালোবেসে যাওয়া সহজ, কিন্তু নিজেকে ভালোবেসে সেই মানুষটাকে ছেড়ে দেওয়াটা সবচেয়ে কঠিন।

অনেক সময় ছেড়ে দেওয়া মানে কাউকে হেরে যাওয়া নয়—বরং নিজেকে জিতিয়ে নেওয়া। কারণ, যে সম্পর্ক আপনাকে ভেঙে ফেলে, বারবার প্রশ্ন তোলে নিজের আত্মসম্মান নিয়ে—সেখানে থেকে যাওয়াটাই আসল হার।
তাকে ভালোবেসেছো বলেই ছেড়ে দাও—তাকে নয়, নিজেকে মুক্ত করো।

প্রত্যেকটি কষ্ট, প্রত্যেকটি বিদায় আসলে একেকটি নতুন যাত্রার ডাক।
আপনি যখন সাহস করে বলবেন,
“এই জায়গাটায় আর শান্তি নেই, আমি মুক্তি চাই”—
ঠিক তখনই শুরু হয় নিজের সঙ্গে সত্যিকারের ভালোবাসার সম্পর্ক।

ভালোবাসা কেবল কারো হাত ধরে থাকা নয়।
ভালোবাসা মানে—যদি চলে যেতে হয়, তবে তার জন্য পথ করে দেওয়া।

তাকে ছেড়ে দাও, যদি তার থাকা তোমায় কাঁদায়।
তাকে ছেড়ে দাও, যদি তুমি কেবল নিজেকেই হারিয়ে ফেলছো তাকে ধরে রাখতে গিয়ে।

কারণ ভালোবাসা যদি গলা টিপে ধরে রাখে—সে আর ভালোবাসা থাকে না। সে পরিণত হয় অভ্যাসে, নিয়ন্ত্রণে, আর একরকম বেঁচে থাকার বোঝায়।

আজ যদি কাউকে ছেড়ে দিতে হয়—তাকে দোষ দিও না।
তুমি তো ভালোবেসেছো। সেই ভালোবাসার সম্মান দাও এই বিদায়ের মধ্যেও।

শেষে থেকে যায় একটিই সত্য:
“তুমি ছেড়ে দিয়েছিলে, কারণ তোমার হৃদয়ে এখনো ভালোবাসা ছিল। কিন্তু সেই ভালোবাসা নিজের জন্যও ছিল।”

এটাই প্রাপ্তির পরিণত রূপ—তোমাকে আর প্রয়োজন নেই কিছু ধরে রাখার। তুমি জানো, যে চলে যায়, তারও গল্প হয়। আর যে ছেড়ে দেয়, তারও থাকে শান্তি।

তাকে ছেড়ে দাও। আর নিজেকে গ্রহণ করো।
এটাই ভালোবাসার শেষ কবিতা—যেখানে বিদায় হয় আশীর্বাদ হয়ে ওঠে।

গল্পের শহর

Husband-কে শায়েস্তা করতে চাইলে কোর্ট-কাচারীর প্রয়োজন নেই,,,,🙂প্রথমে নিজে নিজে ট্রাই করবেন,,,,😁আমি কিছু তরিকা বলে দিচ্ছি,...
18/04/2025

Husband-কে শায়েস্তা করতে চাইলে কোর্ট-কাচারীর প্রয়োজন নেই,,,,🙂

প্রথমে নিজে নিজে ট্রাই করবেন,,,,😁

আমি কিছু তরিকা বলে দিচ্ছি,,,,🙃

১। ঝগড়ার পর এক কাপড়ে বের হবেন না একদম।
১ ঘন্টা সময় নিয়ে ব্যাগ গুছান।
আর হ্যাঁ ব্যাগের ভিতরে টিভির রিমোট, এসির রিমোট, গাড়ির চাবি, বাড়ির চাবি, ফ্রিজের চাবি যা আছে সব চাবি নিয়ে নিন।

২। প্রানপ্রিয় Husband-এর মোবাইল, ম্যানিব্যাগ, বাড়িতে রাখা যতো টাকাকড়ি, পারলে কয়েন বক্স যত্ন করে নিয়ে নিন। বাসার কোনায় কোনায়, চিপায় চাপায় একটা ছেড়া ফাটা নোটও যেনো না থাকে।

৩। কিচেনে গিয়ে ফিল্টার খালি করুন।
চাল ডাল, ইফাদ আটা, ময়দা, সুজি, ইস্পাহানী মির্জাপুর চায়ের পাতা থেকে গ্রিন ট্রির প্যাকেট পানির বোতল এমনকি বাসি পাউরুটিও নিরাপদ স্থানে লুকিয়ে তালাবদ্ধ করে রাখুন।

৪। পানি খাওয়ার গ্লাস কাপ, প্লেট সব সরিয়ে রাখুন।
কারন পানির তেষ্টা পেলে গ্লাস না পেলেও প্লেটে করে পানি খেতে পারে।
আর টেনশনে পিপাসা বেশি পায় কিনা!!

৫। আপনার Husband সিগারেট খাইলে সিগারেটের প্যাকেট, লাইটার সব নিয়ে এসে পড়বেন।

৬। ওওওওও সব থেকে আসল জিনিস হচ্ছে আপনার কোন জামা কাপড় নেওয়ার দরকার নাই।
কিন্তু Husband এর লুঙ্গি, সেন্ডো গেন্জি হতে যাবতীয় যতো কাপড় আছে তা নিয়ে নিয়েন।
পরার জন্য কোন ছিঁড়া ফাটা কাপড়ও রাখবেন না।

৭। সব শেষে Husband এর একটা ছবি কুচি কুচি করে ছিঁড়ে মেইন দরজার সামনে ফেলে রাখুন।
দয়া দেখাবেন না প্লিজ।

৮। আর আপনার একখান হাস্যজ্জোল মুখের ছবি রুমে এমন ভাবে রাখুন যাতে তার নজরে পড়ে।

আর হ্যাঁ ধন্যবাদ দেওয়ার দরকার নেই
😂😁🤣😁😂

নারীকে অবহেলা করাতে বাধ্য করবেন না!কারণ নারী যত গভীরভাবে ভালোবাসতে পারে,তার থেকেও গভীরভাবে কাউকে অবহেলাও করতে পারে!সহজ স...
07/04/2025

নারীকে অবহেলা করাতে
বাধ্য করবেন না!
কারণ নারী যত গভীরভাবে ভালোবাসতে পারে,
তার থেকেও গভীরভাবে
কাউকে অবহেলাও করতে পারে!
সহজ সরল নরম মাটি পেয়ে
দিনের পর দিন পিষে ফেলছেন-
আর ভাবছেন, আরেহ,,,,,
ভালোই তো! যা বলছি, যা করছি
সবটাই তো মেনে নিচ্ছে!
বারবার তাড়িয়ে দিলেও ফিরে আসছে!
সে একবার ফিরবে না বলে মনস্থির করলে
আপনার সর্বোচ্চ চেষ্টাও বৃথা হবে।
মনটাকে একবার শক্ত করে ফেললে
আপনার আর কোনো শক্তি থাকবেনা
সেই শক্তটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার।
কারণ তার কোমলময়ী ভালোবাসার থেকেও
তার অবহেলা ভয়ংকর!
গল্পের শহর

23/01/2025

মানুষের জীবনে বড়ো একটা লস কী, জানেন?

জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন।

তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড়ো লস কোনটা, জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত।

যেদিন বুঝবেন, আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে-আদরে যে-মানুষটা তীব্র মমতায় ভালোবাসত, সে আপনাকে আর ভালোবাসে না, সেদিন বুকে চিনচিন ব্যথা করবে, ঘুমোতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে।

আপনি ভালোবাসেন, এমন কাউকে হারিয়েছেন, তার জন্য নয়; বরং আপনাকে ভালোবাসত, এমন কাউকে হারিয়েছেন, এই আফসোসে আপনি সেদিন কাতরাবেন। আপনি যাকে ভালোবাসেন, তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে, কিন্তু আপনাকে ভালোবাসত, এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জ্বালাপোড়া করবে।

পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে, যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন, আবার ভুলেও যাবেন। কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে, এমন মানুষ আপনার গোটা জীবনে বড়োজোর এক-দুই জন পাবেন; বেশিরভাগ সময়ই, এক জন‌ও পাবেন না।

বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন, গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন, জমি বেচে-কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন, কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না।

আপনার পথ চেয়ে কুকুরের মতন যে-মানুষটা অপেক্ষা করত, সে এখনও অপেক্ষা করে, তবে আপনার জন্য নয়।‌ আপনার চোখের দিকে তাকিয়ে যে-মানুষটা মরে যেতেও দ্বিধা করত না, সে এখনও মরে যেতে দ্বিধা করে না, তবে তা আপনার জন্য নয়। আপনার বুকে মাথা রেখে যে-মানুষটা হাজার বছর বাঁচতে চাইত, সে এখনও বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়।

এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন, এর ক্ষতিপূরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও হয় না।

মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণছানার মতন নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনোমতে থেকে যেতে চায়।

কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই, আপনি তাকে এক বারও ধরে আটকালেন না, হাতে ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না। মনে করলেন, সে তো থাকতেই চায়, আটকাতে চায়, তাই সে কোনো না কোনোভাবে ঠিক‌ই আটকে থাকবে।

অথচ একদিন রোদজ্বলা মিষ্টি ভোরে ঘুম ভেঙে জেগে দেখলেন, ঝড় থেমে গেছে, জোয়ার নেমে গেছে, কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই, জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোনো সাগরে। অনেকসময় মানুষ নিজে সরে না গেলেও, আটকে রাখতে না জানলে, ঝড় তাকে ঠিক‌ই সরিয়ে নিয়ে যায়।

আপনি তাকে ছুঁয়ে দেখবেন, তার কাছ ঘেঁষে তাকে গিয়ে বলবেন, আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও। দেখবেন, মানুষটার ছোঁয়ায়, মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই।

ঠিক এই জায়গাটায় আপনার বড়ো পরাজয়, বড়ো লসটা হয়ে গেল।

মানুষটা আছে, অথচ মানুষটা নেই।

এই যে হারিয়ে ফেললেন, একদিন দেখবেন, মানুষের ভারে নুয়ে-পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষশূন্য মরুভূমি মনে হবে।

হাজার-কোটি মানুষ আছে চারিদিকে, অথচ আপনার কোনো মানুষ নেই। আপনাকে পায়, এমন হাজারো মানুষ আছে; অথচ আপনি পান, এমন মানুষ এক জনও নেই।

এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না, এমন সুজন হারানোর পর তার অলটারনেটিভ কোনো পরিপূরক হয় না।

হয় না, হয় না, সত্যিই হয় না। একবার হারিয়ে দেখুন, খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন।

তাই সময় থাকতে প্রকৃত মানুষের মুল্যায়ন করতে শিখুন।
সো মা

সম্পর্ক থেকে বের হয়ে আসা কখন জরুরি?জীবন মানেই সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক, প্রেমিকা কিংবা জীবনসঙ্গী—প্রতিট...
17/01/2025

সম্পর্ক থেকে বের হয়ে আসা কখন জরুরি?

জীবন মানেই সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক, প্রেমিকা কিংবা জীবনসঙ্গী—প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে ওঠে।

কিন্তু কখনও কখনও সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু, মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে, মনে হয়, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে।

কিন্তু সত্যি কি সব ঠিক হয়?

আর সব ঠিক না হলে, সম্পর্ক থেকে বের হয়ে আসাই কি সঠিক সিদ্ধান্ত নয়?

কেন সম্পর্ক জটিল হয়?

সম্পর্ক তখনই জটিল হয়, যখন সেটা আর হৃদয়ের আরামদায়ক স্থান থাকে না। এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব, মনোযোগের ঘাটতি, বিশ্বাস ভাঙন, কিংবা অবহেলার কারণে।

আমরা অনেক সময়ই বুঝে উঠতে পারি না—এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী, নাকি ক্ষতিকর।

তাহলে কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে?

কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন।

১. বিশ্বাস ভেঙে গেছে?
সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ককে এগিয়ে নেওয়া আর সম্ভব নয়। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন।

২. আপনার অস্তিত্বই যেন তুচ্ছ?
যখন সঙ্গী আপনাকে ‘টেকেন ফর গ্র্যান্টেড’ করতে শুরু করে, তখন বুঝতে হবে, এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি।

৩. মনোযোগ আর নেই?
ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন, সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়।

৪. শ্রদ্ধার অভাব?
প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে, তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত।

৫. দৈনিক ঝগড়া?
যদি প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়, এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যার শেষ না হয়, তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া উচিত নয়।

মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয়। বরং, এটি একধরনের নতুন শুরু।

নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তির গুরুত্ব দিন। সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে আপনার জীবনে আরও সুন্দর কিছু শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া।

জীবন ছোট। এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনও মানে নেই, যা শুধু কষ্ট আর হতাশা এনে দেয়।

তাই নিজের আত্মসম্মান, শান্তি, আর সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিন।

মনে রাখবেন, সম্পর্কের মানে যদি বোঝা হয়ে যায়, তবে সেটিকে মুক্তি দেওয়াই শ্রেয়।

জীবন অপেক্ষা করছে নতুন সম্ভাবনায়, নতুন আনন্দে।
soma simple Life style

একটা পুণ্যের কাজ করবেন? একটা শেয়ার করতে  পারবেন?  এই ছোট্ট শিশুকে সাহায্য করে।এখনো জোগাড় হয়নি কি হবে?😔আপনারা এতো দিনে জে...
16/01/2025

একটা পুণ্যের কাজ করবেন? একটা শেয়ার করতে পারবেন? এই ছোট্ট শিশুকে সাহায্য করে।
এখনো জোগাড় হয়নি কি হবে?😔
আপনারা এতো দিনে জেনেই গেছেন ছোট্ট রানাঘাটের অস্মিকাকে, মাত্র 11মাস বয়েস এই বয়েসেই বিরল রোগে আক্রান্ত ছোট্ট সোনা। ইনজেকশনের দাম 16কোটি টাকা।কিন্তু এখনও বাকি আছে 14কোটি মত। আদৌ বাঁচবে তো শিশুটি, এটা আপনাদের হাতে....। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যদি অল্প কিছু করেও দিই,বেঁচে যাবে শিশুটি,সময় খুব অল্প। তাই ছোট্ট সোনাকে বাঁচান।🙏🙏😔😔


যে মানুষটা আপনার জন্য পাগল,🤗💕হুট করে একদিন তার সব পাগলামো থেমে যাবে।🖤🥀আপনাকে ছাড়া এক মূহুর্ত থাকতে না পারা মানুষটা, আপনি...
14/01/2025

যে মানুষটা আপনার জন্য পাগল,🤗💕
হুট করে একদিন তার সব পাগলামো থেমে যাবে।🖤🥀
আপনাকে ছাড়া এক মূহুর্ত থাকতে না পারা মানুষটা, আপনি চলে গেলেই টুপ করে মরে যাবে না ;😑
একদিন ঠিক সেও একলা থাকা শিখে নিবে !😢
পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলায়, সাথে
বদলে যায় কিছু অনুভুতি।🖤💔
আজ যে মানুষটাকে আপনি সস্তা ভেবে অবহেলা করছেন, একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছেন !😒
আপনার প্রতিটা যন্ত্রনা যাকে ঘুমোতে দেয় না, সেই মানুষটা একদিন আপনাকে ভুলে যাবে।🙂
খুব নিষ্ঠুরভাবে ভুলে যাবে।💔
সেদিন আপনি টের পাবেন "একাকিত্ব" মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে।🖤😅
আপনার জানা দরকার একটা মানুষকে ঠিক কতটুকু "প্রায়োরিটি" দিয়ে ভালোবাসলে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না।😌💝
ঠিক তেমনি মানুষটা আপনার থেকে কি পরিমান অবহেলা পেলে দূরে সরে যাবে না হিসেবটাও ঠিক বোঝা দরকার !😞
সবকিছুতে একটা ব্যালেন্স রাখুন।🖤
যেখানে যতটুকু দরকার, ঠিক ততটুকুই দিন।😊
অবহেলা করতে করতে কোনো মানুষকে একদম অনুভুতিহীন পাথর বানিয়ে দিবেন না কখনো, মনে রাখবেন পাথর কিন্তুু কখনোই মানুষের মত আচরন করে না।🖤🙂
আজ মানুষটা আপনার সাথে আছে বলে অবহেলা করে দূরে সরিয়ে দিতে চাইছেন !?💔🥺
ট্রাস্ট মি,🤔
একদিন এই মানুষটাকে পাওয়ার জন্যই আপনি কাঁদবেন !😭
পৃথিবীর সবকিছু বেঈমানী করলেও সময় কখনো বেঈমানি করে না।🖤😊
সময় একদিন আপনাকেও ঠিক বুঝিয়ে দিবে আপনি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছেন..??💔😅
soma simple Life style

৫০০ টাকার জাল নোট বর্তমানে চালু রয়েছে এবং এগুলি চিহ্নিত করা কঠিন। একমাত্র পার্থক্য "RESERVE BANK OF INDIA" শব্দের বানানে...
08/01/2025

৫০০ টাকার জাল নোট বর্তমানে চালু রয়েছে এবং এগুলি চিহ্নিত করা কঠিন। একমাত্র পার্থক্য "RESERVE BANK OF INDIA" শব্দের বানানে রয়েছে। "RESERVE" শব্দে "S" এর পর "E" এর পরিবর্তে "A" লেখা রয়েছে। দয়া করে অন্যদের সাথে এই তথ্য শেয়ার করুন এবং সতর্ক থাকুন।

07/01/2025

আপনাকে কেউ ভালোবাসে আর কেউ আপনাকে মন থেকে চায়, দুইটার মধ্যে পার্থক্য অনেক। ভালো তো যে কেউই বাসতে পারে, ভালোবাসতে টাকা লাগে না, রেস্পন্সিবিলিটি থাকেনা, তাছাড়া এই সস্তা ভালোবাসার যুগে ভালোবাসা একেবারে মূল্যহীন, আজ আছে তো কাল নেই।
কিন্তু আপনাকে যে পেতে চায় তার কাছে আপনিই শেষ বিকল্প। এই চাওয়ার মধ্যেই আসল ভালোবাসা নিহিত। এই চাওয়ার মধ্যেই পাওয়ার তীব্র আকুতি, এই চাওয়ার মধ্যেই দায়িত্ববোধ, এই চাওয়ার মধ্যেই সুখ-দুখ, এই চাওয়ার মধ্যেই আপনাকে না পাওয়ার বা হারানোর ভয়। যে আপনাকে চাইবে সে যেকোনো পরিস্থিতিতে যেকোনো কিছুর মূল্যেই আপনাকে চাইবে। আপনাকে বিকল্প হিসেবে না ভেবে প্রায়োরিটি হিসেবে দেখবে।

It's not about who likes you or loves you. It's all about who keeps choosing you constantly. So, make your decision wisely.😊💗
soma simple Life style

06/01/2025

বার বার বিশ্বাস ভাঙার পরেও, মন ভাঙ্গার পরেও সব কিছু ভুলে গিয়ে, ক্ষমা করে দিয়ে, কিঞ্চিৎ ভালোবাসা পাওয়ার লোভে সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়ে, গুরত্ব না পেয়েও সবার আগে গুরুত্ব দিয়ে, কষ্ট পাওয়ার পরেও বার বার মেনে নিয়ে, ভুল না করেও সরি বলে রাগ ভাঙিয়ে, সবটুকুন আত্মসম্মান বিসর্জন দিয়েও যখন বিপরীত দিক থেকে অল্প কিছুও ফেরত পাওয়া যায় না, তখন রুহু'টাই মৃত হয়ে যায়। মনে হয় নিজেই নিজেকে ঠকাচ্ছি। ঘৃণার পাত্র বানাচ্ছি।

বার বার বদলাতে চেয়ও যখন কাউকে বদলানো যায় না, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে ভাবার পরেও যখন কিছু ঠিক হয় না, তখন আলগোছে সরে আসতে হয়। অন্য কাউকে বদলানোর চেষ্টা বাদ দিয়ে নিজেকে বদলে যেতে হয়।

তিল তিল করে গড়ে উঠা ভরসা করার জায়গাটা, সমস্ত ভয় কাটিয়ে তৈরি হয় শক্তপোক্ত বিশ্বাসটা, ভেঙেচুরে যাবার পর ওই মানুষটার প্রতি আগের মতো অনুভূতি, শ্রদ্ধাবোধ, মায়া কোনোটাই থাকে না। যে ভালোবাসার মানুষ জীবন সুন্দর অনুভব করানোর পরিবর্তে জীবন নরক বানিয়ে ফেলে সে ভালোবসার মানুষ থাকার চেয়ে না থাকাই শ্রেয়।

মনে রাখা ভালো—
কোনো কোনো ভালোবাসার মানুষ হৃদয়ে থাকাই সুন্দর, জীবনে থাকাটা নয়।

Address

51 Kd Mukharji Rod Bakshi Bagan, Behala
Kolkata
700060

Alerts

Be the first to know and let us send you an email when গল্পের শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গল্পের শহর:

Share