India News 365

India News 365 News and Media Business.

11/09/2025

বাংলায় বড়ো কিছু হতে চলেছে। নেপালের থেকে শিক্ষা নিক বাংলার বেকার যুবকরা বললেন অর্জুন সিং। বাংলার যুব সমাজ তৈরি থাকুক - অর্জুন সিং।

11/09/2025

খুব তাড়াতাড়ি মমতার বাংলায় বড় কিছু হতে চলেছে বলছেন নেটিজনেরা। "নেপালের মতো বাংলায় ভায়বহ কিছু হতে চলেছে" বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 । বাংলায় The Bengal Files সিনেমা নিয়ে মুখ থুবড়ে পড়তে চলেছে মূখ্যমন্ত্রী মমতার সরকার। The Bengal Files মুক্তির দাবিতে গো...
07/09/2025

। বাংলায় The Bengal Files সিনেমা নিয়ে মুখ থুবড়ে পড়তে চলেছে মূখ্যমন্ত্রী মমতার সরকার। The Bengal Files মুক্তির দাবিতে গোটা বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়ে গেছে। বাংলায় The Bengal Files মুক্তির দাবিতে বারাসাতের লালী সিনেমা হলের সামনে বিক্ষোভ করলো বারাসাত নাগরিক সমাজ। ঝড়ের গতিতে দেশ জুড়ে চাহিদা বাড়ছে The Bengal Files সিনেমার।

04/09/2025

ভারত সহ বিশ্বের বহু দেশে একসাথে আজকে The Bengal Files সিনেমা রিলিজ হচ্ছে।

01/09/2025

The Bengal Files বাংলায় যদি চলতে না দেয় তাহলে ১ মাসের মধ্যে মমতার সরকার ভেঙে যাবে, বলছেন নেটিজনেরা।

31/07/2025

পয়লা আগষ্ট থেকে ভারতের উপর লাগছে ২৫% ট্যারিফ। আগামী সপ্তাহে ভারতীয় শেয়ার বাজার ভয়ঙ্কর নিচে নামতে চলেছে বলছেন নেটিজনেরা।

 । দিলীপ ঘোষের নামে ফেক ভিডিও দেখিয়ে অপপ্রচার করেছে বাংলার কিছু ইউটিউবার এবং নিউজ পর্টাল চ্যানেল। দিলীপ ঘোষ বড় পদক্ষেপ ন...
26/07/2025

। দিলীপ ঘোষের নামে ফেক ভিডিও দেখিয়ে অপপ্রচার করেছে বাংলার কিছু ইউটিউবার এবং নিউজ পর্টাল চ্যানেল। দিলীপ ঘোষ বড় পদক্ষেপ নিচ্ছে। কঠিন ভাবে ফাঁসতে চলেছে বাংলার কিছু ইউটিউবার ও নিউজ পর্টাল চ্যানেল। ফেক ইউটিউব এবং নিউজ পর্টাল চ্যানেল বন্ধের দাবি জানাল নেটিজনেরা। ভাইরাল এই ভিডিও তে যে ব্যক্তিকে দেখা যায় সেটা দিলীপ ঘোষ নয়। লালবাজার থানাতে FIR করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের ফেক ভিডিও কে বা কারা ছড়িয়েছে এবং কারা জড়িত আছে তাদের তদন্ত করার জন্য আজ থানায় FIR করলেন দিলীপ ঘোষ।

26/07/2025

দিলীপ ঘোষের নামে ফেক ভিডিও দেখিয়ে অপপ্রচার করেছে বাংলার কিছু ইউটিউবার এবং নিউজ পর্টাল চ্যানেল। দিলীপ ঘোষ বড় পদক্ষেপ নিচ্ছে।

25/07/2025

বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটিতে বাদ পড়ছে সুকান্তের আগের রাজ্য কমিটির ৯০% নেতা নেত্রীরা, এমনই সূত্র মারফত খবর আসছে।

Breaking। ছাব্বিশের ফাইনালের আগেই রাজ্য বিজেপির সংগঠনে বিশাল পরিবর্তন আসছে, সুকান্তের মানে আগের রাজ্য কমিটির বেশিরভাগই ন...
24/07/2025

Breaking। ছাব্বিশের ফাইনালের আগেই রাজ্য বিজেপির সংগঠনে বিশাল পরিবর্তন আসছে, সুকান্তের মানে আগের রাজ্য কমিটির বেশিরভাগই নেতা নেত্রীরা বাদ পড়ছে শমীকের নতুন রাজ্য কমিটিতে। রাজ্য বিজেপির বড় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছে দেবজিত সরকার, সৌরভ সিকদার এবং তাপস ঘোষরা। বিভিন্ন সূত্র মারফত এমনই খবর উঠে আসছে। বেশ কয়েকদিন আগেই অমিত শাহের সঙ্গে একান্তে দেখা করেছিলেন শমীক ভট্টাচার্য। এবং অমিত শাহের সাথে নতুন রাজ্য কমিটি নিয়ে আলোচনা হয়, শমীকের রাজ্য কমিটিতে পুরোনো নেতাদের বেশি গুরুত্ব দিচ্ছে দল। শমীকের রাজ্য কমিটিতে বহু নতুন মুখ দেখা যাবে এমনই খবর সূত্র মারফত খবর আসছে। রাজ্য বিজেপির প্রাক্তন যুব মোর্চার রাজ্যের ও কেন্দ্র যুব মোর্চার নেতাদের উপরেই চরম ভরসা রাখছেন শমীক ভট্টাচার্য, নাড্ডা ও অমিত শাহরা।

 । বিজেপির রাজ্য সভাপতি ফাইনাল হয়ে গেছে, ৩ রা জুলাই ঘোষণা হতে চলেছে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম। নতুন রাজ্য সভাপতি হচ...
01/07/2025

। বিজেপির রাজ্য সভাপতি ফাইনাল হয়ে গেছে, ৩ রা জুলাই ঘোষণা হতে চলেছে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম। নতুন রাজ্য সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য। সূত্র মারফত এমনই খবর উঠে আসছে।

 । কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে চলেছে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম। পশ্চিমবঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি হতে চলেছেন শমীক...
28/06/2025

। কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে চলেছে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম। পশ্চিমবঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য। RSS এবং মোদী, অমিত শাহদের এক নম্বর পছন্দ হচ্ছে শমীক ভট্টাচার্য, সূত্র মারফত এমনই খবর উঠে আসছে।

Address

New Town
Kolkata
700059

Alerts

Be the first to know and let us send you an email when India News 365 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share