Pintu Bhowmick Official

Pintu Bhowmick Official Dreams come to...........Soon �

31/08/2025
RCB vs PBKS, IPL 2025 Final: আরসিবি বনাম পঞ্জাব কিংস আইপিএল ২০২৫-এর ফাইনালের পরে দেখে নেওয়া যাক কোন পুরস্কার উঠল কাদের হ...
04/06/2025

RCB vs PBKS, IPL 2025 Final: আরসিবি বনাম পঞ্জাব কিংস আইপিএল ২০২৫-এর ফাইনালের পরে দেখে নেওয়া যাক কোন পুরস্কার উঠল কাদের হাতে। কে কত টাকা পেলেন চোখ রাখুন সেই তালিকা তে ।

লিগ টেবিলের দুই নম্বরে থেকে আইপিএল ২০২৫-এর প্লে-অফে ওঠে আরসিবি। প্রথম কোয়ালিফায়ার জিতে তারা সরাসরি ফাইনালের টিকিট হাতে পায়। শেষমেশ খেতাবি লড়াইয়ে পঞ্জাব কিংসকে হারিয়ে দেয় বেঙ্গালুরু এবং আইপিএল ২০২৫-এর ট্রফি হাতে তোলে। পঞ্জাব কিংসকে এবারের মতো রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। ১৮তম মরশুমে এসে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় আরসিবি।

দেখে নেওয়া যাক আইপিএল ২০২৫-এর দলগত ও ব্যক্তিগত পুরস্কারের তালিকা। পুরস্কার মূল্য হিসেবে কাদের হাতে কত টাকা উঠল, চোখ রাখা যাক সেই তালিকাতেও।

আইপিএল ২০২৫-এর পুরস্কার তালিকা
১. চ্যাম্পিয়ন- আরসিবি (ট্রফি ও ২০ কোটি টাকা)।

২. রানার্স- পঞ্জাব কিংস (শিল্ড ও ১২.৫ কোটি টাকা)।

৩. অরেঞ্জ ক্যাপ (সব থেকে বেশি রান)- সাই সুদর্শন (৭৫৯ রান) (স্মারক ও ১০ লক্ষ টাকা)।

৪. পার্পল ক্যাপ (সব থেকে বেশি উইকেট)- প্রসিধ কৃষ্ণা (২৫টি উইকেট) (স্মারক ও ১০ লক্ষ টাকা)।

৫. সুপার স্ট্রাইকার্স অফ দ্য ফাইনাল ম্যাচ- জিতেশ শর্মা (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

৬. ফ্যান্টাসি কিং অফ দ্য ফাইনাল ম্যাচ- শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

৭. সুপার সিক্সেস অফ দ্য ফাইনাল ম্যাচ (সব থেকে বেশি ছক্কা)- শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

৮. অন দ্য গো ফোরস অফ দ্য ফাইনাল ম্যাচ (ফাইনাল সব থেকে বেশি চার)- প্রিয়াংশ আর্য (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

৯. গ্রিন ডট বলস অফ দ্য ফাইনাল ম্যাচ (ফাইনালে সব থেকে বেশি ডট বল)- ক্রুণাল পান্ডিয়া (স্মারক ও ১ লক্ষ টাকা)।

১০. প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ- ক্রুণাল পান্ডিয়া (ট্রফি ও ৫ লক্ষ টাকা)।

১১. টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার- সাই সুদর্শন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১২. সুপার স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট- বৈভব সূর্যবংশী (টাটা কার্ভ গাড়ি)।

১৩. ফ্যান্টাসি কিং অফ দ্য টুর্নামেন্ট- সাই সুদর্শন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৪. সুপার সিক্সেস অফ দ্য টুর্নামেন্ট (টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা)- নিকোলাস পুরান (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৫. অন দ্য গো ফোরস অফ দ্য টুর্নামেন্ট (টুর্নামেন্টের সব থেকে বেশি চার)- সাই সুদর্শন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৬. গ্রিন ডট বলস অফ দ্য টুর্নামেন্ট (টুর্নামেন্টে সব থেকে বেশি ডট বল- মহম্ম সিরাজ (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৭. টুর্নামেন্টের সেরা ক্যাচ- কামিন্দু মেন্ডিস (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৮. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- চেন্নাই সুপার কিংস (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৯. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার)- সূর্যকুমার যাদব (ট্রফি ও ১৫ লক্ষ টাকা)।

২০. সেরা মাঠ ও পিচ- অরুণ জেটলি স্টেডিয়াম (ট্রফি ও ৫০ লক্ষ টাকা)।



এই জায়গা টা কোথায় .....জানা থাকলে pls কমেন্ট করো, বীরভূম যাবার পথে ট্রেন টা এই স্টেশনে দাঁড়ায় , তাই ফটো তুলে ছিলাম । 😊😊😊
18/06/2024

এই জায়গা টা কোথায় .....জানা থাকলে pls কমেন্ট করো, বীরভূম যাবার পথে ট্রেন টা এই স্টেশনে দাঁড়ায় , তাই ফটো তুলে ছিলাম । 😊😊😊

29/12/2023

Big offer perfume
Only - 30
Location - Ballygunge station ( over bridge)

দুই  #বাবার এক সাথে আগমন...আপডেট যুগে, আপডেট মণ্ডপ , দুই বাবার স্থান পাশাপাশি ।।।জয় বাবা বিশ্বকর্মা 🙏🏿জয় বাবা গণপতি 🙏🏿Lo...
17/09/2023

দুই #বাবার এক সাথে আগমন...
আপডেট যুগে, আপডেট মণ্ডপ , দুই বাবার স্থান পাশাপাশি ।।।
জয় বাবা বিশ্বকর্মা 🙏🏿
জয় বাবা গণপতি 🙏🏿
Location - বারুইপুর প্রগতি সঙ্ঘ / রিক্সা স্ট্যান্ড

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Pintu Bhowmick Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pintu Bhowmick Official:

Share