
17/05/2025
যাইহোক,যখনি জানলাম ভারতের সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সারা বিশ্বে গিয়ে বোঝাবে পা*স্তান সন্ত্রাসবাদী দেশ।তখন বুঝলাম আবার হয়ত আসাদউদ্দিন ওয়াইসিকে মাঠে নামাতে পারে!কেন নামবে?বা নামতে পারে না!এ প্রশ্নে আমি যাচ্ছি না।কারন, বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই।হ্যা তিনি নামতে পারেন।কারন,তিনি একজন ভারতের সংসদ, ভারতের অন্যতম ব্যক্তিত্ব, কট্টর সন্ত্রাস বিরোধী মুখ।
কিন্তু আমার কিছু প্রশ্ন হল?
(১) চলমান ভারতের মুসলিমদের যে সমস্যা "ওয়াকফ বিল"মুসলিমদের অস্তিত্বকে শেষ করার পরিকল্পনা, প্রতিদিন কত শত মাদ্রাসা, মসজিদ,খানকাহ, কবরস্থান, ভেঙ্গে দিচ্ছে,ওয়াকফ জমি ,গুলো দখল করছে, বিশেষ করে উত্তর প্রদেশে,বিহার,আসাম, আরও বিভিন্ন রাজ্যে।এটার কি কোনো সমাধান হল?
(২) প্রতিদিন প্রতি রাজ্যে সন্দেহ করে মুসলিমদের জঙ্গি বলে কেস দিয়ে তুলে নিয়ে যাচ্ছে,এটা কি কোনো সমাধান হল?
(৩) প্রতিটা রাজ্যে মুসলিমদের মভলিঙচিং করে মুসলিমদের মারা হচ্ছে,তার কি কোনো সমাধান হল?
(৪)শুধু মাত্র মুসলিম হওয়ার কারনে দেশ জুড়ে সন্ত্রাসবাদ, বিশেষ দাড়ি,টুপি থাকলে সন্ত্রাসী সাজানো চলছে,তার কি কোনো সমাধান হল?
(৫) প্রকাশ্যে মুসলিমদের অর্থনৈতিক ভাবে বয়কট করার ডাক দিচ্ছে বিজেপি নেতারা তার কি কোনো সমাধান হল?
(৬)সারা বিশ্বের মানুষ সন্ত্রাসবাদী দল বলতে RSS কে বোঝে,দলটা কি নিষিদ্ধ হল? একবার ও প্রশ্ন করেছেন সন্ত্রাস বিরোধী আন্দোলন করতে হলে, আগে সন্ত্রাস মুক্ত হতে হবে, সুতরাং বিজেপি নেতারা তো বড়ো সন্ত্রাসবাদী, তাহলে এদের সাথে কিভাবে সন্ত্রাস বিরোধী প্রচার করবেন?