27/10/2025
Block করে দিলে যদি একটা সম্পর্ক শেষ হয়ে যেত। Delet করে দিলেই যদি একটা মানুষের সমস্ত স্মৃতি মুছে ফেলা যেত তাহলে যন্ত্রণা গুলো এত ভারী হতো না... সবার মাঝে থেকো এত একাকীত্ব লাগে না মাঝরাতে হঠাৎ বুকের বাম পাশে এত ব্যাথা হত না। আর একপাশে শুয়ে থেকে নিরবে বালিশ ও ভিজতো না। তাই বলে করিও কাজ করিয়া ভাবিও না মনে রেখো বানান ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায় ঠিক তেমনি জীবনে কিছু কিছু ভুলের জন্য পুরো জীবনটা এলোমেলো হয়ে যায়। এটাই বাস্তব। 😔🥀💔