
15/08/2025
আজ স্বাধীনতা দিবসে আমাদের প্রিয় বিদ্যালয় চেতলা শিশু কল্যাণ বিদ্যালয় সেজে উঠেছিল আনন্দ আর গর্বের রঙে। 🇮🇳
প্রভাতেই আমরা সকলে মিলিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করি, আর সেই মুহূর্তে হৃদয় ভরে ওঠে অগাধ শ্রদ্ধা ও দেশপ্রেমে।
শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক—সবাই একসাথে গেয়েছি জন গণ মন, চোখে ছিল অশ্রু, মনে ছিল গর্বের কম্পন।
আজকের দিনটি শুধু আনন্দের নয়, এটি আমাদের স্বাধীনতার গল্প, আমাদের শহিদদের ত্যাগের স্মৃতি, আর আমাদের ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের দিন।
আমরা শপথ নিয়েছি—জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেম দিয়ে গড়ে তুলবো এক সুন্দর ভারত। ❤️🇮🇳
জয় হিন্দ।