
10/06/2025
দিনশেষে আমি শুধু এক ব্যর্থ নাম,
না পারলাম পরিবারে প্রিয়জন হতে,
না পারলাম প্রিয় মানুষের হৃদয়ে নিজের জায়গা করতে।
সবাইকে ভালো রাখতে গিয়ে, নিজেকে হারিয়ে ফেললাম।
ভেবেছিলাম কেউ অন্তত বলবে, "তুই আছিস, আমি আছি",
কিন্তু কথাগুলোও যেন কেবল কল্পনায়ই রয়ে গেল।
ভালোবাসা চেয়েছি, পেয়েছি ভুল বোঝা, অবহেলা।
নিজের গুরুত্ব কোথায় তা আজও খুঁজে ফিরি।
হয়তো আমি খুব সাধারণ,
তাই অসাধারণ কারো চাহিদায় মানিয়ে উঠতে পারিনি।
তবুও দিন শেষে হাসি মুখেই বলি, "আমি ঠিক আছি",
কারণ মন কাঁদলেও—বিশ্ব কখনও থেমে থাকে না।
আর যাকে প্রিয় ভেবেছিলাম,
সে হয়তো আজও জানে না—আমার সবটুকু ছিল তার জন্য…